পেট নিয়ে ভুগছেন অনেক দিন ধরে। কখনো কোষ্ঠকাঠিন্য হয়, কখনো পাতলা পায়খানা। অল্প খেলেই পেট ফুলে ওঠে। মুখে অরুচি, জ্বর জ্বর ভাব। লাগাতার খেয়ে চলেছেন অ্যান্টাসিড, গ্যাস্ট্রিকের ওষুধ, ভিটামিন—এই সব। দীর্ঘমেয়াদি এসব সমস্যা থাকলে বরং একটু সাবধান হোন। আমাদের দেশে পেটের যক্ষ্মা বা অ্যাবডোমিনাল টিবির সংখ্যা নেহাত কম নয়। এটি এমন একটি রোগ, যা দেহের প্রায় প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে আক্রমণ করতে পারে।পেটের যক্ষ্মা কোনো দুরারোগ্য ব্যাধি নয়, নিয়মিত দীর্ঘ মেয়াদে ওষুধ খেলে সেরে যাবে। সীমিত ক্ষেত্রে অস্ত্রোপচারও লাগতে পারে। তবে সঠিক সময়ে রোগ ধরা পড়াটাই জরুরি।পেটের যক্ষ্মা মূলত দুই ধরনের। অন্ত্রের যক্ষ্মায় অন্ত্রের কোনো অংশের ভেতরে ঘা বা আলসার হয়, আশপাশের লসিকাগ্রন্থি ফুলে যায়। কখনো অন্ত্র ছিদ্র হতে পারে বা চাকার মতো ফুলে উঠতেও পারে। লক্ষণ বিবেচনায় আইলিওস্কোপি বা কলোনোস্কপি করে সন্দেহমুক্ত হতে পারেন। কখনো বায়োপসি করতে ল্যাপরোস্কোপির সাহায্যও নিতে হতে পারে।আরেক ধরনের যক্ষ্মা পেটের ভেতর অঙ্গ-প্রত্যঙ্গ ও দেয়ালের যে পেরিটোনিয়াম আবরণ আছে, তাকে আক্রমণ করে। ফলে পেটে পানি জমে, পেট ফুলে ওঠে। পেট থেকে পানি বের করে পরীক্ষা করে যক্ষ্মার প্রমাণ পাওয়া যায়।এখন কথা হলো, পেটের ভেতর যক্ষ্মার জীবাণু কোথা থেকে আসে? বেশির ভাগ ক্ষেত্রেই এটি ছড়ায় দেহেরই অন্য অংশ থেকে, যেমন ফুসফুস। আবার যক্ষ্মা আক্রান্ত গরুর দুধ খেয়েও পেটে জীবাণু আসে। যেখান থেকেই আসুক, এটি পেটের ভেতর বংশ বৃদ্ধি করে ধীরে ধীরে। দীর্ঘদিনের ঘুষঘুষে জ্বর, ওজন হ্রাস, ক্ষুধামন্দার সঙ্গে মাঝে মাঝে পেটে ব্যথা, মলের প্রকৃতির ঘন ঘন পরিবর্তন (কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো পাতলা মল), বিশেষ করে পেট ফুলে যাওয়া বা পানি আসাকে কখনোই অবহেলা করবেন না। অনেক লক্ষণই অন্ত্রের ক্যানসারের সঙ্গে মিলে যেতে পারে। তাই সঠিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। ইতিপূর্বে ফুসফুসে যক্ষ্মা, কাশির সঙ্গে রক্ত ইত্যাদি ছিল কি না তা গুরুত্ব সহকারে ভাবুন। প্রাথমিকভাবে কিছু রক্ত পরীক্ষা ও পেটের আলট্রাসনোগ্রাম করা যায়। l
আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ০২, ২০১৩
Biplob
আমার প্রায় ১ মাসের বেশি কঠিন পায়খানা হচ্ছে এবং তা দিনে ৫-৬ বার। ইচ্ছেমত টয়লেট লাগে কিন্তু টয়লেটে যেয়ে অনেকক্ষন ধরে বসে থাকলেও পায়খানা ক্লিয়ার হয় না। আগে অবশ্য পায়খানা কঠিন হলেও এতবার লাগত না। আমার বয়স ২০ বছর। আমি একজন পরীক্ষার্থী। ভীষণ বিপদে আছি। প্লিজ একটু দ্রুত সমাধান দিলে খুবই খুশী হতাম।
Bangla Health
প্রচুর শাকসবজী ও ফলমূল খাবেন। প্রচুর পানি পান করবেন। রাত জাগবেন না বেশি।