চোখে ছানি পড়েছে, ঝাপসা দেখছেন। চিকিৎসক বলছেন ছানি কেটে কৃত্রিম লেন্স লাগালে ভালো দেখতে পাবেন। এই ‘কৃত্রিম লেন্স’ নানা ধরনের হয়। নানা কথা শুনে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। ফ্যাকো সার্জারি করা হলে ৩ মিলিমিটার ছিদ্র দিয়ে ভাঁজ করে ঢোকানো যায় এমন নরম লেন্স বিশেষ ধরনের ইনজেকটার দিয়ে চোখে প্রবেশ করানো হয়। এতে প্রাথমিক ছিদ্র আর বড় করতে হয় না। কখনো কয়েক বছর পর চোখের কৃত্রিম লেন্সের পেছনের পর্দা আবার কিছুটা ঘোলা হয়ে যেতে পারে। তখন ইয়াগ লেজারের সাহায্যে ওই ঘোলা পর্দার কেন্দ্রটি কেটে পরিষ্কার করা হয়।
এসআইসিএস বা ইসিসিই পদ্ধতিতে ছানি অস্ত্রোপচার করলে শক্ত ও সাশ্রয়ী কৃত্রিম লেন্স (মোনোফোকাল) দেওয়া হয়। অর্থাৎ অস্ত্রোপচারের পর রোগী হয় দূরে নয়তো কাছে ভালো দেখবেন। দূরে ভালো দেখলে কাছে দেখার জন্য রিডিং গ্লাস বা চশমা ব্যবহার করতে হবে। বর্তমানে ‘মাল্টিফোকাল কৃত্রিম লেন্স’ পাওয়া যায়। ব্যয়বহুল এই লেন্স সংযোজন করলে রোগী দূরে ও কাছে দুটোই ভালো দেখবেন এবং ৮০ শতাংশ ক্ষেত্রে কোনো চশমার প্রয়োজন হবে না।
অধ্যাপক এম নজরুল ইসলাম
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৯, ২০১৩
Leave a Reply