প্রশ্ন: লেজার রশ্মি ব্যবহার করে কি গ্লুকোমার চিকিৎসা করা যায়?
উত্তর: লেজার রশ্মি ব্যবহার করে কয়েক ধরনের চোখের গ্লুকোমার চিকিৎসা করা যায়। এঙ্গেল ওপেন গ্লুকোমার জন্য এসএলটি বা সিলেকটিভ লেজার ট্রাবিকুলোপ্লাস্টি ও এঙ্গেল ক্লোজ গ্লুকোমার ক্ষেত্রে ইয়াগ লেজার পেরিফেরাল আইরোডোটমি, আরগন লেজার পেরিফেরাল আইরোডোপ্লাস্টি করা হয়। ডায়াবেটিস থেকে যে গ্লুকোমা হয়, তার চিকিৎসায়ও লেজার করা হয়। তবে মনে রাখবেন, অনেক ক্ষেত্রেই গ্লুকোমার লেজার চিকিৎসা সাময়িক সমাধান, বেশির ভাগ ক্ষেত্রে ওষুধ ও শল্য চিকিৎসার প্রয়োজন হয়।
অধ্যাপক এম নজরুল ইসলাম,
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৫, ২০১৩
Leave a Reply