মানুষের বয়স কত দ্রুত বাড়বে, তার পূর্বাভাস পেতে রক্তের একটি বিশেষ পরীক্ষা কার্যকর হতে পারে বলে যুক্তরাজ্যের বিজ্ঞানীরা জানিয়েছেন। এতে বুড়িয়ে যাওয়ার সমস্যা নিরসনে চিকিৎসার সুযোগ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ ইন্টারন্যাশনাল জার্নাল অব এপিডেমিওলোজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, মানবদেহে ২২টি মেটাবোলাইটের মধ্যে একটির পরিমাণের ওপরই মূলত দ্রুত বুড়িয়ে যাওয়ার ব্যাপারটি নির্ভর করে। রক্ত পরীক্ষার মাধ্যমে ওই নির্দিষ্ট মেটাবোলাইটের মাত্রা নির্ণয়ের মাধ্যমে ভবিষ্যতে দ্রুত বুড়িয়ে যাওয়ার ব্যাপারটি সুনির্দিষ্টভাবে জানা যেতে পারে। মেটাবোলাইট হচ্ছে অতি ক্ষুদ্র জৈব রাসায়নিক পদার্থ। শরীরের অভ্যন্তরীণ রাসায়নিক পরিবর্তনের পরিণামে এই পদার্থ তৈরি হয়। এগুলো মানবদেহের বিভিন্ন কাজের জন্য দায়ী উৎসেচকের (এনজাইম) সহযোগী হিসেবে কাজ করে।
যুক্তরাজ্যের কিংস কলেজের গবেষক অ্যানা ভ্যালডেস বলেন, মানুষের বুড়িয়ে যাওয়ার পেছনে নির্দিষ্ট ২২টি মেটাবোলাইটের ভূমিকা রয়েছে। তাই রক্তে এই পদার্থের মাত্রা নির্ণয় করে ব্যক্তির সম্ভাব্য বার্ধক্যের সময় সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হতে পারে।
টেলিগ্রাফ।
Leave a Reply