প্রশ্ন: জ্বর হলে একজন পূর্ণবয়স্ক মানুষ দিনে সর্বোচ্চ কয়টা প্যারাসিটামল খেতে পারবেন?
উত্তর: জ্বর হলে বা অন্য কোনো কারণে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দিনে আটটির (৫০০ মিলিগ্রাম) বেশি প্যারাসিটামল খাওয়া উচিত নয়। এর বেশি খেলে যকৃতের ক্ষতি হতে পারে। ২০টির বেশি প্যারাসিটামল এক দিনে খেলে যকৃত অকেজো করে দিতে পারে। যাদের যকৃতে সমস্যা রয়েছে, তাদের এর চেয়ে অল্পমাত্রায় অনেক ক্ষতি হতে পারে। সে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান,
মেডিসিন বিভাগ,
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৩, ২০১৩
আয়রন যুক্ত পানি পান করলে কি কোন ক্ষতি হয় ?
দীর্ঘদিন ধরে করলে অনেক ক্ষতি হতে পারে।