ইসরায়েলের একটি সাফারি পার্কে আকুপাংচারের (দেহের জীবন্ত কোষসমূহে সুই ফুটিয়ে রোগ নিরাময়) মাধ্যমে বাঘের কানের চিকিৎসা করা হয়েছে। তেল আবিবের রমত গান সাফারি পার্কের বাঘটি দীর্ঘদিন ধরে কানের সংক্রমণে ভুগছিল। তাই কর্তৃপক্ষ পেদাং (১০) নামের বাঘটির আকুপাংচার করার সিদ্ধান্ত নেয়। পার্কের বিশেষজ্ঞ চিকিৎসক মর মসিনজোন বলেন, তাঁর ধারণা ছিল, আকুপাংচারের মাধ্যমে বাঘটি নিজেই তার সমস্যা চিহ্নিত করবে এবং এতে তার সামগ্রিক রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ফলে তার কান খুলে যাবে এবং অ্যান্টিবায়োটিক চিকিৎসার মাধ্যমে এটা ভালোভাবে কাজ করবে। আকুপাংচার করার সময় বাঘটিকে অচেতন করে রাখা হয়েছিল। আকুপাংচার চীনের একটি ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি, যাতে রোগীর শরীরে সুনিপুণভাবে সুই ঢুকিয়ে চিকিৎসা করা হয়।
দ্য টেলিগ্রাফ।
Leave a Reply