কখন বিয়ে করা উচিত নয়
বিয়ে ভীতির শতকরা ৯৯ ভাগই মানসিক। সামান্য কাউন্সিলিং এবং দু’একটি মামুলি পরীক্ষা-নিরীক্ষায় পুরুষের বিয়ে ভীতি দূর করা যায়। কিন্তু আমাদের আজকের বিষয় বিয়ে ভীতি নয়। যাদের একেবারেই বিয়ে করা উচিত নয় তার সম্পর্কে একটি ধারণা দেয়া।
দীর্ঘদিন ধরে পুরুষের সমস্যা নিয়ে লিখছি। আমাদের এই লেখার উদ্দেশ্য হচ্ছে নারী-পুরুষের প্রাইভেট লাইফ তথা যৌনজীবন নিয়ে একটা বিজ্ঞানসম্মত ধারণা দেয়া যাতে তরুণরা নানা ধরনের বিভ্রান্তি থেকে রক্ষা পান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এক শ্রেণীর তরুণ যুবক বা অবিবাহিত পুরুষ মনে করেন তারা শরীরের ওপর নানা অত্যাচার করার কারণে নিঃশেষ হয়ে গেছেন। বিয়ে, ঘর-সংসার এসব তাদের আর হবে না। বিয়ে ভীতির কারণে অনেকে ৩০, ৩৫ বা ৪০ পেরিয়ে চার হাত এক করতে সাহস পাননি। যদিও বিয়ে ভীতির শতকরা ৯৯ ভাগই মানসিক। সামান্য কাউন্সিলিং এবং দু’একটি মামুলি পরীক্ষা-নিরীক্ষায় পুরুষের বিয়ে ভীতি দূর করা যায়। কিন্তু আমাদের আজকের বিষয় বিয়ে ভীতি নয়। যাদের একেবারেই বিয়ে করা উচিত নয় তার সম্পর্কে একটি ধারণা দেয়া।
একটা উদাহরণ দিয়েই লেখা শুরু করতে চাই। আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যৌন বিজ্ঞান বিশ্বব্যাপী একটি স্বীকৃত বিষয় এবং একমাত্র শারীরিক মিলনোলজিস্ট, ইউরোলজিস্ট ও ক্ষেত্র বিশেষ মানসিক বিশেষজ্ঞগণের কাছে যৌন সমস্যার রোগীরা যান। এমনকি অনেক ডার্মাটোলজিস্টও যৌন সমস্যার রোগী দেখেন। যদিও শারীরিক মিলনোলজির ওপর প্রশিক্ষণ নেই এমন কারো যৌন সমস্যার রোগীর চিকিৎসা না করাই ভালো। আমার চেম্বারে সাধারণত পুরাতন রোগী কম থাকে। কারণ আমি সমস্যার ধরন এবং পরীক্ষা-নিরীক্ষার পর কোনকিছু সনাক্ত না হলে সামান্য কাউন্সিলিং করেই দুশ্চিন্তামুক্ত থাকতে বলি। যাদের সমস্যা নেই তাদের বিয়ের পরামর্শ দেই। অথবা যারা বিয়ে করেছেন তাদের মনের জোর বাড়ানোর জন্য কাউন্সিলিং করি। এমনকি স্বামী-স্ত্রীকে একসঙ্গে অথবা আলাদাভাবে কাউন্সিলিং করি। সবক্ষেত্রে সফল হয়েছি বলবো না, তবে বেশিরভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যায়। বলছিলাম দু’একটা উদাহরণ দেবো।
এক
সুদর্শন যুবক। বয়স ২৫/২৬ এর বেশি হবে না। মা-এর সঙ্গে এসেছেন যুবক। প্রথমে মা আমার চেম্বারে ঢুকে ছেলে সম্পর্কে কিছুটা ব্রিফিং করলেন। অভিযোগ বিয়ের ১৫ দিনের মধ্যে ছেলের বউ সংসার ছেড়ে চলে গেছে। অনেক ডাক্তার দেখিয়েছেন। সর্বশেষ আমার চেম্বারে এসেছেন, জানালেন। পূর্বের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে বললাম, আপনার ছেলের স্বাভাবিক যৌন জীবন সম্ভব নয়। আপনার পুত্রবধূ শিক্ষিত। তাই হয়ত ঝুঁকি নিতে চাননি। পূর্ব পরীক্ষা-নিরীক্ষায় যুবকের ‘ ভেনো অকুলসিভ ফেইলিউর’ ধরা পড়েছে। অর্থাৎ এ ধরনের সমস্যায় স্ত্রীর সান্নিধ্যে সামান্য সময় থাকা যায়, যা কাম্য নয়। আমি যুবকের মাকে বললাম, আপনার ছেলের ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব নয়। একমাত্র ‘পেনাইল প্রস্থেসিস’-এর মাধ্যমে বিকল্পভাবে সংসার টিকিয়ে রাখা যায়, যদি স্ত্রীর আপত্তি না থাকে। পেনাইল প্রস্থেসিস এক ধরনের অপারেশনের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়। দেশের একজন স্বনামধন্য ইউরোলজিস্ট অপারেশন করেন। অপারেশনসহ মোট ব্যয় হয় আড়াই থেকে তিন লাখ টাকা। যুবকটির মাকে বললাম, ছেলেকে এই অবস্থায় আর দ্বিতীয় বিয়ের জন্য প্র‘তি নিতে বলবেন না। ইউরোলজিস্ট-এর ঠিকানা দিয়ে পরে জানাতে বললাম। তবে যাদের বিকল্প ব্যবস্থা বা ‘পেনাইল প্রস্থেসিস’ করা প্রয়োজন তাদের ক্ষেত্রে পাত্রীপক্ষকে এ বিষয়টি অবহিত করা প্রয়োজন। পাত্রীপক্ষকে এ ধরনের সমস্যা অবহিত না করে কোনভাবেই বিয়ে করা উচিত নয়।
দুই
আমার এক বন্ধুর নিকট আত্মীয়কে নিয়ে আসলেন। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার কারণে দেশের একাধিক মানসিক চিকিৎসকের অধীনে চিকিৎসা নিয়েছেন। একজন মানসিক ডাক্তার বলেছেন, ছেলেকে বিয়ে দিয়ে দিন। বউ পেলে সব ঠিক হয়ে যাবে। সর্বশেষ আমার চেম্বারে নিয়ে আসলেন। আমি পূর্বের রিপোর্ট পর্যালোচনা এবং কিছু নতুন রিপোর্ট করালাম, রোগীর শারীরিক ও মানসিক অবস্থা গভীরভাবে পরীক্ষা-নিরীক্ষা করে রোগীর আত্মীয়কে বললাম এই মুহূর্তে বিয়ে দেয়া সঠিক হবে না। যাহোক, আমার বন্ধুর নিকট আত্মীয় তাই আর বিষয়টি নিয়ে মন্তব্য করলাম না। রোগীর ইতিহাস এবং শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে মনে হয়েছে তার স্বাভাবিক যৌন জীবন সম্ভব নয়। কারণ দীর্ঘদিন মানসিক রোগের চিকিৎসার ব্যবহ্নত ওষুধ, এন্টি ডিপ্রেসিভ ওষুধসহ বেশকিছু ওষুধ আছে যা পুরুষের যৌনশক্তি নষ্ট করে দেয়। যাহোক, কিছুদিন পর বন্ধুর আত্মীয়টি আসলেন। বললেন, বিয়ে করেছি। এখন সমস্যা হচ্ছে। আমি আর কথা না বাড়িয়ে কিছু শারীরিক মিলন মেডিসিন দিয়ে বললাম এগুলো নিয়মিত সেবন করে দেখুন লাভ হয় কিনা। দিন পনেরো পরে নববিবাহিতা স্ত্রীকে নিয়ে আসলেন চেম্বারে। নববধূর সঙ্গে আলাপ করে বুঝলাম আমি যে ধরনের ধারণা করেছিলাম তাই হয়েছে। একরাশ দীর্ঘশ্বাস ফেলে নববধূটি চলে গেলো। আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি।
তিন
বিয়ে করেছে প্রায় সাত বছর। কোন সন্তান হচ্ছে না। নানা পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কোন চিকিৎসকই সঠিক কোন মন্তব্য করেননি। আমি বিভিন্ন জায়গায় প্যাথলজিক্যাল রিপোর্টের তারতম্য দেখে আর্মড ফোর্সেস প্যাথলজিতে পাঠাই। রিপোর্ট অনুযায়ী দেখা গেলো যুবকটি এ্যাজোসপারমিয়া অর্থাৎ বাবা হতে পারবেন না। এ ধরনের সমস্যা ধরা পড়লে আমি রোগীকে বিষয়টি অবহিত করি। যাতে এ নিয়ে আর দীর্ঘদিন অপচিকিৎসার শিকার না হন। আর রোগী অবিবাহিত হলে বিয়ের আগে সমস্যাটা পাত্রীপক্ষকে না বলে বিয়ে না করার পরামর্শ দেই। উপরের তিনটি উদাহরণ থেকে বোঝা উচিত কোন সব ক্ষেত্রে পুরুষদের বিয়ে না করা উচিত। এছাড়া ঘাতক ব্যাধি এইডস, স্থায়ী যৌন সমস্যা (ইমপোটেন্স) ইত্যাদির ক্ষেত্রেও পুরুষদের বিয়ে করা উচিত নয়। মনে রাখতে হবে শুধু মাত্র শারীরিক মিলন মেডিসিনের মাধ্যমে দীর্ঘদিন স্ত্রীর কাছে নিজের সামর্থ দেখানো যায় না। একদিন না একদিন স্ত্রী সব বুঝতে পারেন। তাই কোন ধরনের সমস্যা হলে প্রথমে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিষয়টি স্ত্রীর সঙ্গে আলাপ করুন। নিশ্চয়ই আপনার স্ত্রী বিষয়টি সহজভাবে নেবেন এবং আপনাকে সহযোগিতা করবেন। এছাড়া যে সমস্ত ক্ষেত্রে বিয়ে করা উচিত নয় সেসব সমস্যা থাকলে বিয়ে থেকে বিরত থাকা বাঞ্ছনীয়।
——————————-
ডাঃ মোড়ল নজরুল ইসলাম
চুলপড়া, যৌন সমস্যা ও চর্মরোগ বিশেষজ্ঞ
এবং লেজার এন্ড কসমেটিক্স সার্জন
বাংলাদেশ লেজার স্কিন সেন্টার
বাড়ী নং-২২/এ, রোড-২, ধানমন্ডি, ঢাকা।
দৈনিক ইত্তেফাক, ০৩ মে ২০০৮
sir,amar boyes 20 bachor.amar jounaggo khub choto, cikun, abong durbol. abog prosab korar somoy dui naly ber hoy.maje maje tol pat batha kory.amar ojon matro 44 kaji. amar ki kora uchit
অন্য পোস্টে আপনার উত্তর দেয়া হয়েছে। ঐটা দেখে নিন প্লীজ।
আসসালামু আলাইকুম। আমার বয়স ২২। উচ্চতা ৫’৮”। ওজন ৭৮কেজি। উত্তেজক ভিডিও দেখার অনেকক্ষণ পরে আমি লিঙ্গ থেকে নির্গত দুধের মত স্বচ্ছ সাদা তরল দেখতে পাই। গন্ধটা ব্লিচিং পাউডারের মত। এটা কি জিনিস? এটা কি কোনো খারাপ জিনিস?
সালাম। আমার বয়স ২২। আমার পেনিস এর নিচের অংশে ঘুরি ঘুরি গুটার মত। ভাত গুটা যেটাকে বলে।এভাবেতে কোনো ব্যাথা নেই কোনো সমস্যা নেই। পেনিসের নিচের অংশে গামাছির মত অনেক গুটা আছে। এটা কিসের গুটা এর সমাধান কি?
কিছু দিন ধরে আমার লিঙ্গের মাথায় ফুসকার মতো দেখা যাচ্ছে এখনো ভালো হয়নি এখন আমি কি করতে পারি এটা ভালো করতে ?
স্যার আমার বহুদিন ধরে হস্তমোথন করে লিংগ ছোট হয়ে গেছে আমি স্যার এখন কি করতে পারি
হস্তমৈথুনের সাথে লিঙ্গ ছোট হওয়ার কোন সরাসরি সম্পর্ক নাই। বেশি হস্তমৈথুন করলে শারীরিক দূর্বলতা দেখা দেবে। তখন লিঙ্গে যথেষ্ট রক্ত সঞ্চালন হবে না। তাই লিঙ্গ সাময়িক ভাবে ছোট দেখাবে। শরীর ঠিক থাকলে আর কোন মানসিক দুশ্চিন্তা না থাকলে পরে ঠিক হয়ে যাবে।
স্যার আমার পেনিস উত্তেজিত অবস্থায় ৪ ইঞ্চির কাছাকাছি হয়,আর উত্তেজিত ছাড়া ২ ইঞ্চির মতো থাকে আবার কোনো সময় ১.৫ ইঞ্চি ও হয়….আমি যখন আমার হবো বউয়ের সাথে কথা বলি তখন পেনিস দিয়ে পিছলা পানি বের হয়..আমার মনে হয় আমি বেশিক্ষন সেক্স করতে পারবো না…এই মুহূর্তে আমি কি করবো
পিছলা পানি সমস্যা না। আত্মবিশ্বাসের অভাবে এমন মনে হয়। সাইজ খুব একটা ছোট না।
আমার বয়স ২০। আমার জননাঙ্গ ৪.৫ ইঞ্চি। এটা কি যথেষ্ট ? দুজনের পরিতৃপ্তির জন্য কতমিনিট মিলনকাল যথেষ্ট? আমার বাগদত্তা আমার থেকে ৪ বছরের ছোট। আমরা আরো ৫ বছর পর বিয়ে করব।
আপনার এখনো শারীরিক ভাবে বড় হবার বয়স পার হয়ে যায়নি। আপনার পুরুষাঙ্গ যথেষ্ট লম্বা। পরিতৃপ্তির ব্যাপারটা পুরাই মানসিক। দুজনের মনের উপর নির্ভর করে। অবস্থার উপর নির্ভর কেউ কখনো “কুইক সেক্স” করে থাকেন আবার অনেক সময় নিয়েও উপভোগ করেন।
স্যার আমার বয়স ২২, আমি আমার স্ত্রী সঙ্গে সহবাস করতে গেলে ১ মিনিট সহবাস করার পর আমার বির্জ বের হয়ে যায়। বির্জ বের হওয়ার পরেও লিঙ্গ দারিয়ে থাকে ওই অবস্থায় সহবাস করে আমার স্ত্রী অরগানাইজম ঘটায়। এতে কি আমার শরিল এর ক্ষতি হবে। বা আমি আমার বির্জ বেশি সময় ধরে রাখবো কিভাবে বলবেন স্যার?
আমার আগে ৭ ” বেশি ছিল,কিন্তু সাম্প্রযতিক খেয়াল করতেছি আমার ৬” মত দেখা যাই । এর কারনটা কি বুযতে পারছি নাহ আমি কি কন সম্মসার মড্ডে আসছি নাকি? কিছুই বুযতে পারছি নাহ। please help me…
বিভিন্ন পারিপার্শ্বিক কারণে এমন হতে পারে। যেমন, মানসিক দুশ্চিন্তা, অনিয়মিত খাওয়া-দাওয়া, আবহাওয়ার পরিবর্তন ইত্যাদি। নিজেই একটু ভাবুন তো আপনার লাইফস্টাইলে সাম্প্রতিক কি কি পরিবর্তন এসেছে।
তবে সাইজ মাঝে মাঝে কম বেশী হওয়াটা স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।
*যৌ*ন* মিলনের সময় বাড়ানোর tablet এর নাম কি??????
ভায়াগ্রা!
আমি গত প্রায় ১ বছর ধরে খেয়াল করছি যে আমার পুরুষাংগ উত্তেজিত হয় না। নিজে হাত দিলে একটু উত্তেজিত হলেও তা ১ মিনিটের বেশী স্থায়ী হয় না। অথচ ১বছর আগেও উত্তেজনায় কখনো কখনো সব ভেঙ্গে ফেলতা ইচ্ছা করত। আজ কাল নারী দেহ বা *যৌ*ন*তা নিয়ে কোন রকম কল্পনাও কাজ করে না। যা আগে করত। আমার বয়স ২৯, অবিবাহিত। আমার উচ্চ রক্ত চাপ রয়েছে, গত ৬ মাস চিকিতসা করে হেপাটাইটিস বি থেকে সুস্থতা লাভ করেছি।
আমার এই সমস্যা্র কারণ কি, আর কি করলে আগের মতো *যৌ*ন* ক্ষমতা ফিরে পাব?
ঔষুধের একটা সাময়িক পার্শ্ব-প্রতিক্রিয়া হতে পারে।
আর চেষ্টা করুন মনে করতে- গত এক বছর ধরে আর কি কি হয়েছে যা ১ বছর আগে ছিল না। এগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন। এক বছর আগে করতেন কিন্তু এখন করেন না, এমন কিছু কি আছে? এক এক করে সেগুলো আবার ফিরিয়ে আনেন (অবশ্যই ভালোগুলো)।
স্বাস্থ্য কি আগের চেয়ে খারাপ হয়েছে? খাওয়াদাওয়া কি কমে গেছে? কোনো নেশা বা ধূমপান শুরু করছেন? আগের বন্ধুবান্ধবদের সাথে আর আগের মত যোগাযোগ হয় না?
একটু চিন্তা করলে নিজের কারণগুলো পেয়ে যাবেন।
আমার বয়স ২৩ লম্বা ৫.৬” ওজন ৬৮/৭০ হব আমার লিঙ্গ নরমাল ১.৫”/২” হবে উত্তেজিত ৩.৫”/৪” মত হয় বেশী স্থায়ী হয় না । আমি এ নিয়ে খুব চিন্তায় আছি আমার বাগদত্তা কাছে যেতে আমার ভয় হয় যদি এ ও মেনে না নেয়। লিঙ্গ বড় করার কি কোন মেডিসিন আছে যদি থাকে দয়াকরে জানাবেন…………….
আপনাকে অন্য জায়গায় একটা উত্তর দেয়া হয়েছে।
স্যার আমার লিংগ নরমালি দেড় ইন্চির মতো, আর উত্তেজিত অবস্থায় ৩ ইন্চির মতো।আর মোটা বৃদ্ধা আংগুলি থেকে একটু মোটা,
আমার বয়স ২৩ বছর।
বিয়ের ও সময় হয়ে গেছে, যতই বয়স বাড়ছে ততই টেনশন বাড়ছে,, মাঝে মাঝে টেনশনে খাওয়া ও হয় না,,,,, বিয়ে করার পর যদি বউ আমার দুর্বলতার কারনে আমাকে ছেড়ে দেয় তখন তো মান সমমান থাকবে না,,, দয়া করে বলে দেন আমি এখন কি করতে পারি,,,? বিয়ে টা কি আমার করা উচিত, যদি উচিত হয় তবে কেমন মেয়ে বিয়ে করা উচিত সেটা বলবেন দয়া করে,,, বিয়ে করতে খুব ভয় পাচ্ছি।
বিয়ের আগে কিছু লুকাবেন না, কোনো মেয়ে যদি জেনেশুনে আপনাকে বিয়ে করতে রাজি হয়, তাহলে সেরকম মেয়েই বিয়ে করবেন। আবার সব বিয়ে টিকেও না। তাই এসব নিয়ে লজ্জারও কিছু নেই। সবাইকে দিয়ে সব হয় না- এটা মাথায় রাখলে মন খারাপ হবে না।
sir,amar boyes 23 raning.amar onak basy night paser hoy (sopno dos).ami ai problem a onak din dora bokci par month 6-7 bar o hoy .. ami ai subject nia onak tension fill korta ci aitar karona amar sorir nosto hoea jacha.kon doronar medicine use korla ami ai problem thaka mukti pata pari.please sir amaka kono pora morso din … please sir help me
দুপুরের পর গুরুপাক জাতীয় খাবার খাবেন না। শাকসবজি ফলমূল বেশী খাবেন।
উপুর হয়ে ঘুমাবেন না। মেয়েদের চিন্তা বা মনে মনে সেক্স ফ্যান্টাসীতে ভুগবেন না। ঘুমানোর আগে মেয়ে বা সেক্স বাদে অন্য কিছু চিন্তা করবেন।
লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনুন। নতুন কোনো হবি নিয়ে মেতে থাকুন।
আমার বয়স ২৩। লম্বা ৫,৭ অজন ৫৭ ।আমার লিংগ small .আমি ১৮বচর বয়স থাকা অনেক হয়স্তমুথন করতাম।গত ৩বচর দরে বন্দ করে দিচি ।আখন আকা বারে বন্দ।আমার সরির অনাক দুরবল এবং আমার সাস্ত অনাক খারাফ । আমার ১ মাসে ৬-৭ বার সপ্ন দস হয় এবং লিংগ অনেক তারা তারি গরম হয় । please sir amake ai sob problem ar ansear din please..sopno dos thaka ki bave nijaka control korta pari…… please
হস্তমৈথুন বাদ দেয়ার জন্য স্বপ্নদোষ হচ্ছে। এভাবে শরীর পরিত্যাক্ত বীর্য বের করে দেয়। আবার অনেক সময় শরীরের মধ্যেই নষ্ট হয়ে প্রস্রাব বা অন্যান্য মাধ্যমে বেরিয়ে আসে। এটা ন্যাচারালি হয়ে থাকে। তবে আপনি পরোক্ষ ভাবে কিছু করার ফলে যদি ঘনঘন হয়ে তাহলে সেগুলো করা থেকে বিরত থাকতে হবে।
দুপুরের পর গুরুপাক জাতীয় খাবার খাবেন না। শাকসবজি ফলমূল বেশী খাবেন।
উপুর হয়ে ঘুমাবেন না। মেয়েদের চিন্তা বা মনে মনে সেক্স ফ্যান্টাসীতে ভুগবেন না। ঘুমানোর আগে মেয়ে বা সেক্স বাদে অন্য কিছু চিন্তা করবেন। লিঙ্গ হাত দিয়ে বা অন্য কিছুতে ঘঘাঘষি করবেন না।
লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনুন। নতুন কোনো হবি নিয়ে মেতে থাকুন।
আমি পরসাপ করার পর শুয়ে ছিলাম তখন দেখলাম অনুভূতি ছারা বিজ্র বের হয়ে এল এর কারন কি
নিয়মিত সেক্স বা হস্তমৈথুন না করলে বীর্য মূত্রথলিতে এসে জমা হতে পারে যা পরে প্রস্রাবের সাথে বের হয়ে আসে। সেরকম কিছু হতে পারে। তবে অনেক সময় একটা বর্ণহীন তরল পিচ্ছিল পদার্থও বের হয়, যাকে অনেকে বীর্য ভেবে ভুল করে।
অামার লিঙ্গ বতমানে খুব শক্ত হয়না। হাত দেেয় নাড়া চড়া করলে ১ মিিনট খাড়া এবং শক্ত থাকে। এরপর লিঙ্গ থেেক পানি জাতীয় পিছিল পদাথর্ বের হয় । এ থেকে রক্ষা পাবার উপায় কী?
চরম উত্তেজিত অবস্থায় এরকম পিচ্ছিল পদার্থ বের হয়ে আসতে পারে। এটা বীর্য নয়। এটা সাধারণত সেক্সের সময় মেয়েদের জননাঙ্গপথকে পিচ্ছিল করে দেয়।
আপনার খুব সম্ভবত শারীরিক ফিটনেস, ঘুম এবং খাওয়া-দাওয়ায় সমস্যা হচ্ছে। তাই শরীর দূর্বল হয়ে এমন হতে পারে।
পূর্বে লিখেছিলাম আমার অনিয়মিত মাসিক সম্পর্কে। ২০০২ সনে ১৪ বছর বয়সে ৯ম শ্রেণীতে পড়ার সময় আমার প্রথম মাসিক শুরু হয়। শুরু থেকে মাসিক অনিয়মিত। ৩/৪ মাস পর পর মাসিক হয়। মাসিক শুরু হলে অল্প অল্প করে ব্লিডিং হয় এবং ১৮ থেকে ২২ দিন স্থায়ী হয়। বিবাহের পর ডাক্তারের শরনাপন্ন হলে নরমেনস ট্যাবলেট প্রতিদিন ৩টি করে ৭দিন, পর্যায়ক্রমে প্রতিদিন ২টি করে ৭দিন, প্রতিদিন ১টি করে ৭দিন খাওয়ার পরামর্শ দেন। ট্যাবলেট খাওয়া বন্ধ করার ১/২ দিন পরই মাসিক শুরু হয় এবং ৫ থেকে ৭ দিন স্থায়ী থাকে। পরবর্তীতে যোগযোগ করলে মাসিক শুরুর ৭দিন আগে হতে নরমেনস প্রতিদিন ১টি করে ৭দিনে খেতে বলেন। পরামর্শ অনুযায়ী নরমেনস ট্যাবলেট খেলে মাসিক হয় অন্যথায় পূর্বের ন্যয় ৩/৪ মাস বন্ধ থাকে। এ বিষয়ে ইতোপূর্বে আপনার পরামর্শ চাইলে দুশ্চিন্তা অনিয়মিত মাসিকের একটা অন্যতম প্রধান কারন বিধায় এটাকে সবার আগে ঝেড়ে ফেলার পরামর্শ দেয়া হয়।
কিন্তু দুশ্চিন্তা ঝেড়ে ফেললেও মাসিক নিয়মিত হচ্ছে না। গত ১৫ জানুয়ারি মাসিক শুরু হয়ে আজ ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলছে। এথেকে দুশ্চিন্তা আগের চাইতে কমবে বই বাড়ছে। এ পর্যায়ে করণীয় সম্পর্কে পরামর্শ দিলে কৃতার্থ হব।
আপনি আপাতত ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ খেয়ে যান। খাওয়া-দাওয়া এবং ঘুম ঠিক রাখুন। সেই সাথে নিয়মিত ব্যায়াম করুন। বিশেষ করে কেজেল ব্যায়াম করতে পারেন।
আমার লিঙ্গের আগা মোটা এবং গোরা চিকন । খুব তারাতারি উত্তেজিত হইয়ে যাই এবং দ্রুত বির্য পাত হয়। প্লিজ স্যার আমাকে জানান আমার বিয়ে করা ঠিক হবে কিনা। আমি কি মেডিসিন ব্যবহার করতে পারি।
আগা মোটা গোড়া চিকন খুব একটা সমস্যার সৃষ্টি করবে না। দেখতে হবে আপনার লিঙ্গ যথেষ্ঠ বড় কিনা। সাধারণত ৩ ইঞ্চি হলেই কাজ চালিয়ে নেয়া যায় ভালো ভাবে। দরকার আত্মবিশ্বাসের।
মেডিসিনে লিঙ্গ এদিক-ওদিক করা যাবে না। শরীর ভাল করতে হবে। ফিটনেস ভালো হলে আত্মবিশ্বাস বাড়বে।
Boyos 23 hostomithon korar karo ne aga mota hoye jacce din din ar gora cikon hocce ,age linggor aga mota cilo nah gora o cikon cilo nah ,aga osavabik vabe motai hote colce sudu ar theke mukti paoyar upay
স্যার, স্ত্রী মিলনের পর আমি যদি ২থেকে৩ দিন গোসল না করি লিঙ্গ ও না ধুই তাহলে আমার কি কি সমস্যা হতে পারে?
সমস্যা কখন কিভাবে হবে সেটা বলা যায় না। শুধু শুধু রিস্ক নেবেন কেন? নিয়মিত গোসল করার চেষ্টা করবেন।
স্যার সালাম নিবেন। আমার বয়স ২৮ চলছে। স্যার আমার প্রায় ১৫-১৬ বছর বয়স হতে আমি প্রায় প্রতিদিন আত্ম-মৈথুন করতাম। আত্ম-মৈথুন এই জন্য বল্লাম আমি আমার পুরূষাংগ উত্তেজিত করে বিছানায় বীর্য-পাত করতাম। ইদানিং ও খুব বেশী করা হয়। আমি নতুন বিবাহিত। এখনো বউ কে উঠিয়ে নেই নি। কিন্তু মাঝে-মাঝেই আমার স্ত্রীর সাথে মিলন হয়ে থাকে । এখন সমস্যা হলো আমি প্রতিবার মিলিত হোয়ার ৫০-৬০ সেকেন্ড এর মাঝেই বীর্যপাত হয়ে যায়। ২য় বার অনেক সময় দিতে পারলেও আমার অতটা আগ্রহ না থাকায় আমার স্ত্রী বিরক্ত হয়ে যাচ্ছে। আমি এখন Vitolex খেয়ে সেক্স করি কিন্তু ফলাফল ঐ একই হচ্ছে। প্লিজ স্যার আমাকে একটু পরামর্শ দিন… কিভাবে আমি প্রথম বারেই বেশীসময় নিতে পারবো।
হস্তমৈথুনের হলে অনেকেরই স্ত্রীর সাথে মিলিত হওয়ার ইচ্ছা কমে যায়। খুব সম্ভবত আপনারও এরকম কিছু একটা হয়ে থাকবে। কিছুদিন পর পর মিলিত হলে একাধিক বার চালিয়ে যাওয়া কোন ব্যাপার না। অনেকেই প্রথম বার অল্প সময় পারলেও পরের বারে অনেকক্ষণ পারেন। আপনিও পারছেন কিন্তু আগ্রহটা চলে যাচ্ছে হস্তমৈথুনের ফলে। আপাতত ওটা বাদ দিয়ে দেখতে পারেন অবস্থার উন্নতি হয় কিনা।
সেক্সের আগে যথেষ্ট বিশ্রাম নেবেন। অনেকে সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের খুব এনার্জী ফিল করেন। আপনারা এসময়টাতে মিলিত হয়ে দেখতে পারেন।
স্যার, আমার বয়স ২৯ বছর, আমার উচ্চতা ৫’৭” ওজন ৫৪ কেজি। আমার পবলেম টাও ওনার মত, কিন্তু আমি এক বারের বেশি সেক্স করতে পারি না, পরের বার আর ইচ্ছেই করে না। আমিও মাঝে মাঝেই হস্তমৈথুন করি।
আমি বিয়ে করেছি ১ বছর ১০ মাস ধরে। শুরু থেকেই আমি ১ বারে বেশি সেক্স করতে পারতাম না, মাঝে মাঝে ইরেক্টাইল টেবলেট খেয়ে ২/৩ বার সেক্স করছি।
কিন্তু আমি নরমালি ২/৩ বার প্রতি রাতে করতে চাই। আমার ওয়াইফ ও তাই চায়।
প্রথম বার সেক্স করেই আমি দুর্বল হয়ে যাই। এখন আমার কি করনীয়?
স্যার, আমার বয়ষ 21 বছর, উচ্চতা ৫.৭,ওজন ৫৩ কেজি।আমি অনেক দিন যাবত হতাসার মধ্যে জীবন যাপন করছি। আমার পুংলিঙ্গ উত্তেজিত হয়না,যদিও হয় কয়েক সেকেন্ডর মধ্যে আবার নিস্তেজ হয়ে য়ায়। আর যিদ হসতমিথুন করি ১ মিনিটের মধ্যে বীজপাত হয়। যখন কোন অশ্লিল ভিডিও দেখি সেই সময়টা উওেজনা হয় আর চলে য়ায।স্হায়ী ভাবে শক্ত থাকে না, এটা আমার দীঘ্ দিনে সমস্যা।আমি মানসিক ভাবে আনেক ভেঙ্গে পরছি।আমার এ সমস্যা কী কোন ভাল সমাধান আছে?
আপনার সমস্যাটা লিঙ্গে নয়; আপনার ওজন অনেক কম। স্বাভাবিক ভাবেই ফিটনেসও খুব ভালো হওয়ার কথা না। অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন। রক্তস্বল্পতা থাকাটাও অস্বাভাবিক কিছু নয়। লিঙ্গ শক্ত রাখতে সেখানে প্রচুর রক্ত-সঞ্চালনের প্রয়োজন হয়। আপনার এটা হচ্ছে না। আপাতত সব বাদ দিয়ে ওজন বাড়ানোর দিকে নজর দিন। খাওয়া, ঘুম, ব্যায়াম- এই তিনটার উপর জোর দিন।
স্যার,আমার বয়ষ 21 বছর,যখন কোন অশ্লিল ভিডিও দেখি সেই সময়টা উওেজনা হয় আর চলে য়ায।স্হায়ী ভাবে শক্ত থাকে না, এটা আমার দীঘ্ দিনে সমস্যা।আমি মানসিক ভাবে আনেক ভেঙ্গে পরছি।আমার এ সমস্যা কী কোন ভাল সমাধান আছে?
ওসব দেখার সময় এরকম হতেই পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। হতে পারে দেখতে দেখতে একটা পর্যায়ে আপনি শুধু দেখার জন্য দেখেন, মনে কিছু ভাবেন না। তাই স্থায়ী হয় না।
Sir,amar bys 20 yrs. Amar linge temon kno prb nei. Kintu amar goph-dari nie samasya a6e. Amr buke ekhn o lom hy ni. Mukher left side e lom holeo right side e du ekti matro lom hy6e,bakituku jygy lom hy ni. Khub chintay a6i sir. Daya kre tatatari kno upay janben. Doctor dekhabo ki?
চুল-দাঁড়ি নির্ভর করে কিছু হরমোনের উপর। শরীরের উপর কোন প্রভাব ফেলবে না। তাই এসব নিয়ে চিন্তা করবেন না। ডাক্তার দেখানোর কিছু নাই। আর আপনার বয়স এখনো অনেক কম। ধীরে ধীরে পরিমান বাড়তে পারে।
আমার বয়স ১৮। আমার অজন ৮১ আমার লিংগর। ৩.৬ আমি কে সুস্থ আসি? দয়া করে আমকে আকতু জানাবেন/ আমি দুসছিন্তায় ভুগসি।
এই চার্ট থেকে দেখে নিন আপনার উচ্চতানুসারে ওজন ঠিক আছে কিনা। তলপেটে চর্বি থাকলে লিঙ্গ ছোট মনে হয়। ফিটনেস ঠিক থাকলে এসব কোন সমস্যা হবে না।
স্যার, আমার বয়স ২২ বছর। আমি অনেক আগে থেকে(১২-১৩ বছর বয়স থেকে) হস্তমৈথুন করি। আমার মনে হয় আমার লিঙ্গ এর আকার এবং দৃঢ়তা ঠিক ই আছে কিন্তু মিলনের সময় খুব তাড়াতাড়ি বীর্যপাত হয়(১ মিনিটের মধ্যে)। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কোন ডাক্তারি পরামর্শ ছাড়া কয়েকমাস ধরে মিলনের আগে modern herbal কোম্পানি এর কস্তুরি খাচ্ছি এবং ভাল ফল পাচ্ছি। এই ওষুধ খাওয়ার পর আমি ২-৩ বার অনেক সময় ধরে করতে পারি। কিন্তু আমি স্থায়ী ভাবে এই ওষুধ খেতে চাই না। আমি এবং আমার স্ত্রী প্রতিমাসে ২-৩ বার মিলন করার সুযোগ পাই এবং প্রতিবার ই আমি এক ই কাজ করি। কিন্তু আমি জানি এটা কোন স্থায়ী সমাধান না।
এখন আমি জানতে চাই যে এই ওষুধ কতখানি ক্ষতিকর এবং ভবিষ্যতে আমার কোন সমস্যা হবে কিনা এবং আমার কি করা দরকার? এক ই সময়ে ২-৩ বার করা আমার শরীরের জন্য কতখানি ক্ষতিকর।
এটা নিয়ে আমি প্রায় ই দুশ্চিন্তায় ভুগি।
আমাকে এই সমস্যার একটা স্থায়ী সমাধান দিলে আমি খুব উপকৃত হব। আমি শুধু দ্রুত বীর্যপাত রোধ করতে চাই।
ধন্যবাদ।
হার্বাল ঔষধে কোন পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার কথা নয়। কিন্তু আমরা অনেকের কাছ থেকে জেনেছি যে এটা খাওয়ার পর মাথা ব্যথা, বমি হওয়া থেকে শুরু করে আরো অনেক সমস্যা হচ্ছে। এতে আমাদের ধারণা যে এসব ঔষধে ক্ষতিকর কিছুর মিশ্রণ আছে। যেহেতু আমাদের দেশে এসব দেখার কেউ নাই, তাই এসবের উপর নির্ভর না করাই উত্তম কাজ হবে।
এ ঔষধে যে কাজ করে, এটা আপনি পুষ্টিকর খাবার থেকেই পাবেন। সেই সাথে যদি নিয়মিত ব্যায়াম করেন, তাহলে সময় কালে অনেক উত্তেজনা পাবেন এবং অনেকক্ষণ ধরে রাখতে পারবেন।
বাড়তি হিসাবে কেজেল ব্যায়াম করতে পারেন।
Pode khub valo laglo.
sir, amar boyos 22/23 hobe ucchota 5.4” r ujon 67 kg.. amar samossha halo amar lingota normal obosthay ekdom choto haye jay 1” ki 2”inchi dekte r uttejito obosthay 4” -ekhon amar khob chinta hay ebong manoshik roge bogchi -onner tolonay amar lingo onek choto tai bebe chintay achi..ami kakhono hastomuthon karini-sir aponar kache onorod ami ekhon ki korbo ? tar kono samadan ache ?
aponar molloban poramosshor janno opekkhay rahilam
হস্তমৈথন করা কি আদৌ ঠিক?যদি তাই হয় তবে তা সমাজের কাছ স্মীকৃত নয় কেন এব; তা করলে স্বাস্হ খারাপ হয় কেন?
কোন সমাজের কাছে স্বীকৃত নয়? এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার। সমাজের এখানে করার কিছু নাই।
পরিমিত হস্তমৈথুন করা ক্ষতিকর নয়, বরং শরীরের জন্য অনেক উপকারী। তবে মাত্রাতিরিক্ত করে ফেললে ক্ষতিকর।
যাদের স্বাস্থ্য খারাপ হয়, তারা সামর্থের তুলনার বেশি করে ফেলেন। আর সেই তুলনায় খাওয়া-দাওয়া, বিশ্রাম নেন না।
শুনলাম ৭২ ঘণ্টার মধ্যে খাওয়ার যেসব জন্মবিরতিকরন পিল আছে ওইগুলা নাকি মেয়েদের কিডনির ক্ষতি করে এবং মেয়েদের বন্ধা করে দিতে পারে।
ছেলেদের ক্ষেত্রে ও নাকি এক ই সমস্যা করতে পারে।
এই কথাগুলা কি সত্যি? এই জিনিস গুলো এর দীর্ঘদিন ব্যাবহার শরীরের জন্য কতখানি ক্ষতিকর?
দয়া করে এই জিনিসগুলা জানালে খুব ই উপকৃত হতাম।
ধন্যবাদ।
বাজারে নানান ধরনের ঔষধ আছে। এগুলোর উপর সরকারী ভাবে তেমন কোন নিয়ন্ত্রণ না থাকায় এবং পর্যাপ্ত তথ্য না থাকায় আসলে সঠিক ভাবে কিছুই বলা যায় না। এজন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ধরনের ঔষধ না খাওয়াই ভালো।
আর এমনিতে দীর্ঘদিন ধরে ঔষধ খাওয়া ঠিক নয়। ঔষধের কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকেই।
আমার সমস্যা হল আমার বয়স ৩১ বছর।৫ ফুট ৮ ইঞ্চি লম্বা।আমার ওজন ৪৯ kg।আমার গাল ভাঙা।আমি একবারে শুঁকনা।আমি স্বাস্থ্য বান হতে চাই।মাঝে মাঝে স্বপ্ন দোষ হয়।আমার এই স্বাস্থ্য এর জন্য বিয়ে করিনি।এক মেয়ের সাথে একবার মিলন করতে গিয়ে আমার পুরুষাঙ্গ তেমন শক্তও হয় নি।আর অল্প সময়ের মাঝে বীর্যপাত হয়ে গেছে। তাই আপনার কাছে সাহায্য চাই কীভাবে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি?একবার doctor দেখাইসি squar হসপিটালে।তাতে doctor কোনও সমস্যা পাই নাই।কিছু ঔষধ দিয়েছিল তাতে তেমন কোনও উপকার পাই নাই।দয়া করে হেল্প করেন অনেক উপকৃত হব।
শারীরিক সমস্যা না থাকলে তো ভালোই। আপনাকে আপাতত ওজন বাড়ানোর দিকে নজর দিতে হবে। আপনার বয়স খুব বেশি হয় নাই। শরীর ঠিক করতে বেশি দিন লাগবে না। প্রচুর পুষ্টিকর খাবার খান, ব্যায়াম করেন, আর ঘুমান। বাজে অভ্যাস থেকে দূরে থাকুন। মানসিক দৃষ্টিভঙ্গি উন্নত করুন। সব ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে।
amat old 18 soptaye 15 bar sopno dush hoi
খুব স্বাভাবিক ব্যাপার নয়। সেক্স এবং মেয়েদের নিয়ে কুচিন্তা বাদ দিন।
স্যার আমার বয়স ২০ বছর। অথচ আমার উচ্চতা সাড়ে ৪ ইঞ্চি। এ নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি
গায়ের রংো শ্যামলা। নিজের এই অযোগতার কারণে কোন বন্দুর সাথে মিশতে ইচ্ছা করে না।
একা একা খুব কাদি বুঝতে পারি না কি করব। মাঝে মাঝে মরে যেতে ইচ্ছে করে। প্লিজ স্যার দয়া করে আমাকে বাচান।কি করলে আমি লম্বা হব। সাথে ফর্সা হব।
উচ্চতা মানুষের যোগ্যতার পরিচয় হতে পারে না। উচ্চতা নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। মানুষ হিসাবে ভালো হতে পারলে এসব কোন ব্যাপার না।
Amar boyosh 27.wife ar boyosh 20.Amar biyer boyosh 2 months.kintu amar wife ar shatha akhon o sohobash hoi ni.karon amar panis ar chaya wife ar junipoth onek shoto.onek bar chasta korasi kintu kono vabai dukata pari nai.dukatha chasta korla onek bhatha pai.panis dukata chaila blood asa.panis a oil o use korasilam.
আপনাদের দুজনের উচ্চতা, ওজন কত?
আপনার পেনিসের গঠন- লম্বা এবং মোটা কিরকম?
আমার বয়স 23 বছর এবং আমি বিবাহিত। পূর্বে হস্তমৈতুনের অভ্যাস ছিল।ছোট বেলা থেকেই প্রস্রাব দ্বার চিকন। পরবর্তীতে প্রস্রাবের বাধাগ্রস্ত হতো এবং সাথে রক্ত যেতো।এজন্য প্রস্রাবের দ্বারে অপারেশন করা হয়।বর্তমানে আমার অবস্থ্যা ভালো না। প্রস্রাবও ভালো ভাবে হচ্ছে না এবং সেক্সোয়ালি অনেক দুর্বল। স্ত্রী সহবাসে টিকতে পারি না। বিয়ে করে কি ভূল করলাম? আমি এখন সেক্স বাড়ানোর জন্য কি করতে পারি? জানালে খুব কৃতঞ্জ থাকবো।
আগে আপনার শরীর ঠিক করতে হবে। তারপর ফিটনেস বাড়াতে হবে। তারপর মানসিক দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে হবে। এসব ঠিক হলে অন্যগুলোও ঠিক হয়ে যাবে।
আমি ১০ বছর জাবত হসতমতন করেছি এখন বিয়ে করে আমি ১বার ২বার মেলামেসার পরে ৩বার এর সময় আমার লিজ্ঞ টা
বিতরে থাকা অবচথায় একদম ঠানডা হয়ে যায় আমি আর পারিনা মেলামেসা ছেডে দেওয়া লাগে এখন আমি কি করবো আমার বয়স ৩০ উওর দিন
যখন মেলামেশা করবেন তখন একবারেই বেশি সময় ধরে রাখার চেষ্টা করবেন। তারপর মাঝে ২/৩ দিন গ্যাপ দিবেন। এর মধ্যে আর কোন প্রকার সেক্সুয়াল একটিভিটি করবেন না। মাঝের সময়গুলোতে ভালো খাবেন, এবং রাত অনেক ঘুমাবেন। এতে শরীর আবার চাঙ্গা হয়ে উঠবে।
এছাড়া ফিটনেস বাড়াতে ব্যায়াম করতে পারেন। কেজেল ব্যায়ামও করবেন।
আমি আমার গার্ল ফ্রেন্ড এর সাথে প্রতি রাতে কথা বলি , যখন কথা বলি তখন আমার প্রায়ই বীর্য বের হয়।আমার স্বাস্থ্য খুবই খারাপ,এতে কি আমার শরিরের কোন ক্ষতি হবে।আর আমাকে এই থেকে মুক্ত হতে পরামরশ দেন।
রাত জেগে কথা বলা বন্ধ করুন। রাত জাগলে হজমে সমস্যা হবে। এ থেকে স্বাস্থ্য আরো খারাপ হবে।
দিনে কথা বলুন। সবার চোখের সামনে থাকুন যাতে বেশি উত্তেজিত না হয়ে যান। এতে বীর্যপাত হবে না।
স্যার আমার লিঙ্গের আকৃতি ৩.৯ – ৪.১ ইঞ্চি এর মতো। আমি প্রতিদিন ২-৩ বার হস্থ*** করি, আমি ৫.৮ ফুট ৬৫ কেজি, আমার হাত খুব চিকন অনেকে বলে বেশি হস্থ মৈথুনের কারণে এমন হয়েছে। আমি এখন এটা ত্যাগের চেষ্টা করছি এবং যোগব্যায়াম করছি কিন্তু আমার হাত শরীরের সাথে মানানশই নয় এবং পাঞ্জা শরীরের তুলনায় ছোট। আমি আমার শারীরিক উচ্চতা বাড়াতে চাই এবং মানামশই শরীর চাই। আমি প্রচুর সিগেরেট খাই, কারণ পেশাগত কারণে মানষিক সমস্যায় ভুগি। আমি সামান্য ইনসমনিক প্রতি সপ্তাহে ১ দিন হয়তো রাতে ঘুমাতে পারি। অন্যদিন গবেশোনার কাজে ব্যস্ত থাকি। এখন আমার কি করা উচিত?
আগে শরীর-স্বাস্থ্য, তারপর কাজ। জীবন না বাঁচলে কাজ করে হবে কি?
সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। দুশ্চিন্তা বাদ না দিলে কিছুই ভালো হবে না। কাজকে জাস্ট কাজ হিসাবে ধরুন। ব্যক্তিগত জীবনের সাথে কাজকে এক করে ফেলবেন না। পারলে জিমে গিয়ে ব্যায়াম করেন। খাওয়া-দাওয়া ঠিক রাখুন। আর ঘুমাতে হবে অনেক। এজন্য দুশ্চিন্তা বাদ দিতে হবে। ঘুম আর আর খাওয়া ঠিক রাখলেই বাকিটা ঠিক হয়ে যাবে।
সার আমার বয়স এখন ২৩ বছর । অবিবাহিত । আমার লিঙ্গ ছোট কাল থেকেই খুব ছোট এবং বিচি দুইটা তুলনামূলক ভাবে বড় । এখুন সাভাবিক অবস্থায় লিঙ্গ ১” উত্তেজিত হলে ২-২.৫০” সুতরাং এই লিঙ্গ দিয়ে কি সহবাস করা যাবে ? আর লিঙ্গ বড় করার কোন চিকিত্সা আছে কি ?
সহবাস করতে পারেন, তবে পার্টনারকে সন্তুষ্ট করা খুবই কঠিন হবে। তখন একটা পর্যায়ে সংসারে ঝামেলা সৃষ্টি হবে। আমরা দুঃখিত, লিঙ্গ বড় করার কোন চিকিৎসা নেই।
যাদের লিঙ্গের সাইজ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে তারা নারী পুরষের *যৌ*ন*াঙ্গের আকার নিয়ে কামসূত্রের এই নর-নারীর শ্রেণীবিভাগ ও সঙ্গম লেখাটি পড়ে নিয়ে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে।
আমার বয়স ২৫ বছর আমার লিংগের মাথার চামড়ায় ছয় সাতটা ছিদ্র হয়ে গেছে সুই ডুকালে একপাশ থেকে অন্য পাশে বের হয়ে এটা মুসলমানি করার সময় যে চামরা টা কাটে সে মাথার চামড়ায় ছিদ্র হয়েছে এই ছিদ্র থেকে সাদা আশ বের হয়ে আমার বয়স যখন ১৩/১৪ তখন আমার এক বন্ধু আমাকে ওর সাথে সেক্স করার জন্য উত্সাহিত করে পরে আমি ওর সাথে সেক্স করি সেক্স করার পরে দেখি আমার লিংগের মাথার চামড়ায় শূধু চুলকায় পরে দেখি চামড়ায় ছিদ্র হয়ে গেছে আবার কয়েক মাস পরে ওর সাথে করি দেখি একই ছিদ্র আবার হয়েছে সেক্স করার পর লিংগ ধুই নাই আর আমি এখন বিয়ে করবো এটার জন্যে কোন সমস্যা হবে আর এই সমস্যা কি ঠিক করা যাবে। please আমাকে সাহাজ্যে করুন আমি
এটা হয়তো মুসলমানি করার সময় ঠিকমতো কাটা হয়নি বলে এমন হয়েছে। সমস্যা হওয়ার কথা নয়। তবে বিয়ের আগে একবার ডাক্তার দেখিয়ে সবকিছু চেকআপ করিয়ে নেবেন।
আমার বয়স ২৫.আমি আগামী মাসে বিয়া করতে যাচ্ছি .আমি আগে কোনো মেয়ের সঙ্গে sex করি নি .কিন্তু হস্তমুথুন এর অবভাস আছে .আমার ধাতু খুব অল্প সময় এ বের হওয়া যায়.মাঝে মাঝে মনে হয় আমি premature ejaculation এ ভুগছি .আমি কি কোনো অসুধ ব্যবহার করতে পারি ?কোন অসুদ এবং কি মাত্রায় জানালে খুসি হব
ঔষধ দিয়ে এর দীর্ঘস্থায়ী সমাধান পাবেন না। যেহেতু বিয়ে করে সংসার করবেন, তাই আগে শরীর স্বাস্থ্য ঠিক করেন। হস্তমৈথুন বন্ধ রাখুন।
আমি আগামী মাসে বিয়া করতে যাচ্ছি ,আমার মনে হয় আমি premature ejaculation e ভুগছি. ভাই হামদর্দ এর libidex অসুদ টা কেমন বা এটা কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পায়া যাবে .যদি অন্য কোনো পরামর্স থাকে তাহলে দয়াকরে বলুন
ঔষধের গুণগত মান পরীক্ষা করার কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের দেশে নেই। সাধারণত হার্বালে কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকার কথা না। কিন্তু আমাদের এখানে অনেকেই বলেছেন যে সাময়িক সুবিধা লাভ করলেও ব্যবহার করার পর অনেক শারীরিক সমস্যায় পড়েছেন। এতে আমাদের ধারণা হয়েছে যে এগুলো নির্ভেজাল হার্বাল নয়। কোন ক্ষতিকারক কেমিক্যাল আছে। নইলে হার্বালে খাওয়ার সাথে সাথেই কাজ হয় না। এটা ধীরে ধীরে অনেক দিন ধরে খাওয়ার পর তবেই কাজ করতে শুরু করে।
আপনার অকাল বীর্যপাতের সমস্যা থাকলে সেজন্য আগে শরীর আর মন ঠিক করতে হবে। তারপর সেক্সের নানা কৌশল সম্পর্কে জানতে হবে।
স্যার, আমার বয়স ২০, আমার উচ্চতা ৫.১১”, ওজন ৭৩, আমার আজেবাজে জিনিশ দেখার ও মেয়েদের সাথে কোন সেক্সুয়াল সম্পর্ক নাই, কিন্তু পরিবার থেকে আলাডা হৌয়াড় পর আমাড় হস্ত মৈথুনের পোড়ীমাণ বেড়ে যায়ে ,ফলে আমার লিঙ্গ হটাথ করেই ছোটো হয়ে যায়ে।এবং উত্তেজিত হলে বেশীক্ষণ থাকে না। আমার রাত জাগা অভ্যাস আছে। আমার তলপেটে ও বগলে লোম এর পোরিমাণ কোমে গেছে।
কিন্তু আমার লিঙ্গ দুর্বল । কীভাবে এইসব সমস্যা থেকে দূর হুয়া যায়ে ।একটু পরামর্শ দেন প্লী্য।
পরিবার থেকে আলাদা হওয়ার ব্যাপারটা হয়তো আপনার মনে একটা আঘাতের সৃষ্টি করেছে, যার হলে মানসিক ভাবে কিছুটা হলেও ভেঙে পড়েছেন। মনে কিছুটা হতাশার জন্ম নিয়েছে। সেইটা কাটিয়ে ওঠার জন্য আর কিছু না পেয়ে হস্তমৈথুনের দিকে ঝুঁকে পড়েছেন। এমন হলে এটা বাদ দিয়ে মন ভালো রাখার চেষ্টা করেন। বাকিটা এমনিতেই ঠিক হয়ে যাবে।
আমি জানতে চাই মেয়েদের কি ছেলেদের মত মাল বের হয়?
আর একজন পুরুষ কতখন মিলিন করতে পারে মানে কত মিনিত থাকতে পারে?
ছেলেদের মত নয়। অরগাজমের সময় তাদের কিছুটা *যৌ*ন*রস নিঃসৃত হতেও পারে আবার নাও পারে। এটা অনেক সময় বের হয়ে আসে, আবার নাও আসতে পারে।
প্রথমে কথা বলা, আদর করা, মিলিত হওয়া- সব মিলিয়ে ৩০ মিনিটের একটা সেশন হওয়া উচিত।
স্যার আমার বয়স ২৩ বছর। ওজন ৫৮ কেজি। আমি ৭ বছর ধরে হস্তমৈথুন করে আসছি। কিন্তু এখন আমার সমস্যা হলো আমার লিঙ্গ শক্ত হয় না এবং দ্রুত বীর্যপাত (২-৩ মিনিটের মধ্যে) হয়। স্যার আমাকে এমন একটি প্রক্রিয়া অথবা ওষুধের নাম বলুন যার মাধ্যমে আমার লিঙ্গ শক্ত ও বীর্যপাত দেরিতে হয়। উত্তরটি দিলে কৃতজ্ঞ হব। ওষুধের নাম এবং কোন দোকানে পাওয়া যাবে বললে উপকৃত হব।
ঔষধ লাগবে না। কিছুদিন এসব বন্ধ রাখুন। ব্যায়াম করা শুরু করুন। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখুন। ধীরে ধীরে আবার সব ঠিক হয়ে যাবে। তবে ভালো লাইফস্টাইল ধরে রাখতে হবে। আর ওসব মাত্রাতিরিক্ত করা যাবে না।
জনাব, ১.এ্যাজোসপারমিয়া কি পুরুষরা বিয়ের আগে টেস্ট করতে পারবে? ২.আমার বয়স ২৫ বছর। আমি ৩ মাস পর বিয়ে করব এমন অবস্থায় আমি এ্যাজোসপারমিয়া টেস্ট করতে চাই কোথায় এই টেস্ট করা যায়? কত টাকা খরচ হতে পারে? ৩.এ্যাজোসপারমিয়া কিভাবে করা যায় এ সম্পর্কে বিস্তারিত বলুন কারন এ সম্পর্কে কোন ধারনা নাই আমার। অনুগ্রহ করে আমার প্রশ্নগুলোর উত্তর জানাবেন।
অবশ্যই বিয়ের আগে করাতে পারবেন। কোন জেনারেল ডাক্তারের কাছ থেকে রেফারেন্স নিয়ে কোন ল্যাব থেকে বীর্য পরীক্ষা করাতে পারেন।
স্যার,আমার বয়স ২৪ বছর । আমি প্রায় ১৬ বছর থেকে হস্তমিথুন করে আসছি। সপ্তাহে ২ বার করে, এখন আমি ছাড়তে চাচ্ছি কিন্তু ১০-১২ দিন গেলে আমি হস্তমিথুন না করে থাকতে পারিনা এবং না করা পযণ্ত কোন কাজে মন দিতে পারিনা। আমার লিংগের আগা মোটা গোরা চিকন,লম্বা ৫.৮ ইঞ্চি। দ্রুত বীর্যপাত হয়। অন্ডথলি নিচের দিকে কিছুটা বেশি ঝুলে গেছে। এ সব কারন কি স্যার হস্তমিথুনের কারনে হয়েছে? সপ্তাহে ১ বার করে হস্তমিথুন করলে কি শরীর খারাপ কিংবা *যৌ*ন* ক্ষমতা কমে যাবে? স্যার আমি কি ভাবে *যৌ*ন* ক্ষমতা বাড়াতে পারি। লিজ্ঞের আকৃতির জন্য কোন সমস্যা হবে কি? আমার উচ্চতা ৫ফুট ৫ইঞ্চি,ওজন 57 kg. দয়াকরে উত্তর দিবেন।
একেবারে ছেড়ে না দিয়ে সপ্তাহে একবার করবেন। এতে সমস্যা হবে না। তবে খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখবেন। অন্য বাজে বাজে নেশা বাদ দেবেন। শরীর যাতে ভালো থাকে, সেই চেষ্টা করবেন।
স্যার,ধন্যবাদ। আমার আরো কিছু সমস্যা প্রশ্নে উল্লেখ করেছিলাম কিন্তু সেগুলোর উত্তর পেলাম না। যেমন ১.লিংগের আগা মোটা গোরা চিকন
২.দ্রুত বীর্যপাত ৩.অন্ডথলি নিচের দিকে কিছুটা বেশি ঝুলে গেছে ৪.লিংগ খুব শক্ত হয়না। এখন আমি কি ভাবে এগুলো হতে পরিত্রান পেতে পারি। আমার কোন বাজে অভ্যাস নেই।দয়াকরে উত্তর দিবেন
১. কাজ চালাতে পারলে সমস্যা নয়।
২. সেক্স নিয়ে বেশি চিন্তা করবেন না। মেয়েদের ব্যাপারে উদার হবেন। তাদেরকে উঁচু নজরে দেখবেন। দৃষ্টিভঙ্গি ভাল করবেন। ব্যায়াম করবেন। কেজেল ব্যায়াম করবেন।
৩. এটা খুব একটা বড় সমস্যা নয়।
৪. শরীর আর মন ঠিক থাকলে এটাও ঠিক হয়ে যাবে।
স্যার আমার লিঙ্গের মাথার চামড়ায় ছয় সাতটা ছিদ্র হয়েছে আপনি বলেছেন যে মুসলমানি করার সময় চামড়া ঠিকমত না কাটার কারনে এই সমস্যা হয়েছে.আপনি ঠিক বলেছেন আসলে আমার লিঙ্গের মাথার চামড়া কাপড় শিলালে যেমন গোছ গোছ থাকে সেরকম আমার লিঙ্গের চামড়া।আসলে আমাকে ডাক্তার দিয়ে মুসলমানি করে ছিল।আমি আমার বন্ধু সাথে সেক্স করার ফলে আমার লিঙ্গে এই ছিদ্র গুলো হয়েছে।আমি আপনার কাছে যেটা জানতে চাই তা হল এই ছিদ্র গুলো হওয়ার কারন কি আর এটা বিবাহিত জিবনে কোন সমস্যায় ফেলবে নাকি এবং এই ছিদ্র গুলো কি ঠিক করা যাবে.ছিদ্র ভরাট করার জন্যে কোন মেডিসিন আছে।আর বিবাহর আগে মেডিকেল চেকাপ করতে কত খরচ হতে পারে।এই তথ্য গুলোর উত্তর যানলে খুব উপক্ ত হব।
ছিদ্রগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যেতে পারে। না গেলেও এটার জন্য কোন সমস্যা হবে না।
মেডিক্যাল চেকআপের খরচ নির্ভর করে ডাক্তার হাসপাতালের অবস্থানের উপর। খুব বেশি লাগার কথা নয়।
sir, Amar age 23 .amar jokhon sopnp dosh hoy , tokhon birjo Onek bashe ber hoy.ata ke kono somossa ? Ame hat dea ghoshe hosto moythun kortam . Akhon kore na.but vobessote kono somossa hobe?
না, কোন সমস্যা নয়।
ভালো লাগলো ।
ame amar girld friend ar sathe sex kori na but baki sob kori. oi din o condom use kori ni but upor diye tissue pachiye tar saloar ar upor diye sex korlam and birjo ber houar agei khule fellam .tarpor o voy thake laglo kina? ki korbo?
bangladesh a condom ar price koto kore per piece?
kun brand ar condom sobceye valo?
risk ache ki kun condom a?
ভয় পাবার কিছু নাই। বীর্য জননাঙ্গর ভিতর না গেলেই হলো। একটু পর দুজনেই পানি দিয়ে পরিস্কার হয়ে নেবেন।
ক*ন*ড*মের ভাল-মন্দ নেই। যেটা ব্যবহার করে দুজনে স্বচ্ছন্দ বোধ করেন, সেটাই ভালো। তবে পাতলাগুলোতে আরাম বেশি পাওয়া যায়।
ক*ন*ড*ম ৯৭% নিশ্চয়তা দেয়। বাকি ৩% রিস্ক সব প্রকার প্রোটেকশনেই থাকে।
Sir,apnader site ami onek din dorei pori bes valolage.onek kichu jante perechi.ami onek din dorei prochur porimane hasthomoithun kortam.dine 2/3 bar hoto.akhono kori.ata pray nesar moton hoye geche.na korle valo lage na.aamar boyos 28.biye hoyni.uttejona onek besi.pore ki kono koti hote pare?akhono ki oi rokom hasthomoithun korte pari? na akebarei bondho kore debo?bistarito vabe janale upokrito hotam.
সপ্তাহে আপাতত ২/৩ বার করবেন। ধীরে ধীরে আরো কমিয়ে সপ্তাহে একবার করলেই যথেষ্ট যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন। নইলে বেশি করলে পরের দিকে আগ্রহ কমে যেতে পারে। আর শরীরের দিকে খেয়াল রাখবেন যে শরীর দূর্বল না হয়ে পড়ে।
ভাই আপনি কোথায়ে পাইছেন যে হস্তমুথন্ন সরিরের জন্য ভাল। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। যারা হস্তমুথন্ন করে তাদের একটা সময় সেক্স পাওয়ার শেষ হয়ে যা। মেডিকেল সায়েন্স আদও আঠাকে সমর্থন করে না। ভাই আপনাদের ভালর জন্য বলছি। ইসলাম ধর্মে হস্থমুথন কবিরা গুনাহ।জাহানামে জাউয়ার জন্য এক ঠা কবিরা গুনাহ এ যথস্ত।তা তাওবা ছাড়া মাফ হয় না। ভাই যারা এর সাথে জড়িত তারা তার স্ত্রী কে পরিপূর্ণ জৈবিক চাহিদা মেটাতে পারে না। সুতারং ভাই এই বাজে কাজ টা ছেড়ে দেন।আল্লাহ আমাদের হেপাজত করুন।আমিন।
কোন মেডিক্যাল সায়েন্সে সমর্থন করে না, তার রেফারেন্স দিন।
আর দয়া করে বিজ্ঞানের মধ্যে ধর্ম টেনে আনবেন না।
ভাই মাসুম, এমন কোন পুরুষ দেখাতে পারবেন যে হস্তমৈথুন করেনি। এমন মানুষের সংখ্যা খুবই কম। যে পাতাই আপনি এই মন্তব্য করেছেন শেখানেই গুনে দেখুন। আমিও আপনার সাথে একমত যে সর্বশক্তিমান আমাদের সবাই কে রিপু কে সংযম করার শক্তি দিক। আপনাকে কে বলল যে যারা হস্তমৈথুন করে তারা তাদের স্ত্রী কে সুখী করতে পারে না। আমি পরিমিত হস্তমৈথুন করেছি এবং বিয়ে অ করেছি এবং আমরা সবার দয়াই অনেক সুখী আছি। ভাই, এমন কার যদি অবস্থা হই, সে এখন বিয়ে করতে পারছেনা, অথবা রোজা রেখেও নিজেকে নিয়ন্ত্রন করতে পারছেনা আমি নিজেও করেছি, তবে সে কি করবে। তবে কে সে পতিতার কাছে যাবে। আপনাকে ই প্রস্ন করি কোনটা বেশী পাপ, পতিতার কাছে যাওয়া নাকি হস্তমৈথুন করা। যেভাবে হস্তমৈথুন কে কবিরা গুনাহ র অন্তরভুক্ত করলেন এত সহজে, তার স্বপক্ষে খুব বেশী যুক্তি আপনি দেখাতে পারবেন না এবং আমি ভাল করে জানি আপনি পবিত্র কোরআনের কোন সুরার ব্যাখ্যা দিবেন। আর শুনুন, কোন মেডিকেল সায়েন্স এটাকে খারাপ বা বাজে বলেনি, কারন একজন মানুষ খুব ভাল মত তার লিঙ্গ এবং এর অনুভুতি কে ভাল মত বুজতে পারে হস্তমৈথুন ই, আপনি বিশ্বাস করুন আর নাই করুন। যারা এই পাতাই আমাদের উপদেশ দেন তারা বারবার একটা কথা বলেছেন, মাত্রা রিক্ত না করার জন্য। এও বলেছেন তারা যখন খুব করতে ইচ্ছে হয় তখন অন্য কাজ যেমন ব্যায়াম, আড্ডা দেয়ার জন্য। আর আপনি যদি নিয়ন্ত্রন করতে পারেন তাহলে খুব ভাল। এটা আপনার স্বাধীনতা আপনি কি করবেন। পরিশেষে বলি, আল্লাহ সবাইকে তাদের রিপু কে নিয়ন্ত্রন করার শক্তি দিক। সেটাই বরং জরুরি।
sir salam niben… wife er shate sex koarrr time aa ami anal sex kori… anal sex kora ki shorirr jonno karab ba wife er jonno karab hote pare…
দুজনের ভাল লাগলে করতে পারেন। এমনিতে সমস্যা হবার কথা নয়। শুধু পরিস্কার-পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখবেন।
আমার বয়স ২৫ উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি োজন ৬৭ । আমার সমস্যা হচ্ছ আমি আমার গালফেন্ড এর সাথে একটু খোলাম মেলা কথা বললে আমার লিঙ্গে এক ধরনে রস বের হয় এবং একটু কিস করলে এবং জরিয়ে ধরলে এই সমস্যা হয়। আমি অবিবাহিত। এটা নিয়ে আমি চিন্তি আছি। এটা কি কোন সেক্স দুবর্লতা দয়া করে বলবেন।
না, এটা দূর্বলতা নয়, তবে নিজেকে আরো কন্ট্রোল করার চেষ্টা করবেন। গার্লফ্রেণ্ডকে ঘিরে সবসময় সেক্সুয়াল চিন্তাভাবনা ভাল ব্যাপার নয়।
.আমি প্রায় ১৬ বছর থেকে হস্তমিথুন করে আসছি। AMAR..KONO..POBLEM..MONE..HOY..NA..AMAR….KI..KORA..DHORKAR???????????
প্রবলেম মনে না হলে তো ভালোই। তবে নিয়মিত শরীরের দিকে লক্ষ্য রাখবেন।
আমি মিলনে আগে টেবলেট মেলারিল ১০গ্রাম খেতে চাই কিন্তু এটা খুজেই পাচ্ছিনা আমি জানতে চাই এটা দেশি না বিদেশী ঔষুধ এবং এটা কোন কোম্পানীর ঔষুধ ।
ডাক্তার দেখিয়ে প্রেসক্রিপশন তবেই ঔষধ কিনবেন।
স্যার দয়া করে বলবেন কি?
উত্তেজিত অবস্থায় কত তুকু পেনিস এর সাইজ হলে সংগম করা জায় , বা করতে প্রব্লেম হয় না।
স্যার আপনে এক জায়গায় বলছেন লিংগ ৬,৯,১২, আঙ্গুল লম্বা হতে পারে। এই মাপ টা কি যার লিংগ তার হাতের মাপ হতে হবে?
স্যার আমার লিংগ উত্তেজিত অবস্থায় আমার হাত দিয়ে ৭ আঙ্গুল লম্বা। আমার ব্য়স ১৭।
আমার যে গালফ্রেন্ড তার বয়স ১৫, হাইট ৫,২ ইঞ্ছি, অজন ৪২ কেজি।
আমি কি তার সাথে sex করতে পারবো?
তাকে কি আনন্দ দিতে পারবো আমার এই পেনিস দিয়ে?
আর স্যার কয়েকটা ভায়েগ্রা জাতিয় ভাল অশুদের নাম এবং দাম বলেন।
আঙুলের হিসাবটা কামসূত্রের। এখনকার হিসাবে ৪/৬/৮ ইঞ্চি হতে পারে।
আপনার এখনি এসব নিয়ে চিন্তা করতে হবে না। বয়স বাড়ার সাথে সাথে লিঙ্গ বাড়তেও পারে।
স্যার আপনে আক জায়গায় বলছেন পেনিস ৩ ইঞ্ছি হলে যথেস্থ। আরেক জায়গায় বলছেন ৪,৫ ইঞ্ছি পেনিস ছটো।
আসলে সতিক্যার অথে কত তুকু পেনিস দরকার সেক্স করার জনে?
বাংলাদেশের মানুশের গর পেনিস সাইজ কত?
আশা করি স্যার আপনে আমার ভুল ধারনা গুলো দুর করবেন।
আমার প্র্রশ্নের উত্তর দিয়ে।
ছেলেদের লিঙ্গের যেমন বিভিন্ন সাইজ আছে, তেমনি মেয়েদের জননাঙ্গর গভীরতাও সবার সমান নয়। তাই যাদের লিঙ্গের সাইজ কম, তাদের সেরকম মেয়ে বিয়ে করা উচিত। বিস্তারিত এখানে দেখুন।
বাঙালিদের লিঙ্গের গড় সাইজ সাড়ে চার ইঞ্চির একটু বেশি।
ভাই আমি ১৩ বয়স হতে আমি হস্ত মুতন শুরু করেছি। এখন আমি সৌদি আরবে আছি প্রায় ৯ বছর। আমার বয়স এখন ৩০ বিয়ে করিনি এখনো । দেশে অনেক খাড়াপ কাজ করেছি পতিতালয় গিয়াছি এবং পুরুষদের শাতেও *যৌ*ন* কাজে লিপ্ত হইছি। হস্ত মুতন চলছেই। এখন আমার সমস্যা আগা মোটা গোড়া চিকণ স্বপ্ন দোষ আছেই প্রস্রাবের সাতে ধাতু এসে । এবং ঘন ঘন প্রস্রাব হয়। পানি খাইলেই ১৫ মিনিটের মধ্যে প্রস্রাব হয় । এবং প্রতি রাতে ৩ বাড় ৪ বাড় প্রস্রাব হয়। আমি কি করতে পারি। সামনে বিয়ের চিন্তা ভাবনায় আছি।
ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কিনা, সেটা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেবেন। আপাতত এসব বাদ দিয়ে ব্যায়াম করুন।
স্যার প্রথমে আমার সালাম নিবেন।আমি আপনার ব্লগের একজন নিয়মিত পরিদর্শক।আপনার ব্লগটি আমার ভিশন ভাল লাগে এজন্য যে,আপনি প্রত্যেক রুগীকে সাহস নামের এক বিশেষ ঔষধ প্রদান করেন যা এদেশের প্রত্যেক রুগীর জন্য খুব বেশি প্রয়োজনীয়।
#আমি অত্যন্ত দুক্ষিত এজন্য যে আমার প্রশ্নটি আপনার ব্লগের এই অংশের সংশ্লিষ্ট নয়।
#স্যার আমি রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র।আমার বয়স ২৪ বছর ৭ মাস,উচ্চতা ৬ ফুট,ওজন ৭৭ কেজি।
আমার শারীরে তেমন বড় কোন সমস্যা নেই, তবে বয়সন্ধির পর থেকে যখন আমার শরীর একটু ভারি হতে থাকে তখন থেকে আমার শরীরের বিভিন্ন(বিশেষ করে পিঠে,কোমরে,বাহুতে)স্থানে চামরার ঠিক নিচে ছোট ছোট মাংস পিন্ড/টিউমার হতে শুরু করে।এগুলো প্রথমে ছোট ও ব্যথা যুক্ত থাকে পরে তা ধিরে ধিরে বড় হয় এবং প্রায় ২/৩ সে.মি. হয়ে থেমে গিয়ে ব্যথা কমে স্থায়ী হয়ে যায়,যা সাধারন ভাবে একটু উচু উচু দেখা গেলেও হাত দিয়ে তা স্পষ্ট অনুভব করা যায়।
যেহেতু এগুলো আমার বাবা,চাচা,চাচাতো ভাইয়ের শরীরেও আছে এবং আমি তেমন কোন কষ্ট অনুভব করি না তাই এ সমস্যাকে আমি অতটা গুরুত্ব সহকারে দেখিনি কিন্তু বর্তমানে আমার শরীরে এগুলোর পরিমান একটু বেশি বৃদ্ধি পাচ্ছে তাই আমার প্রশ্ন – এই সমস্যাটির নাম কি?এর চিকিত্সার জন্য আমি কোন বিভাগের চিকিত্সা বিশেষগ্গের সাথে যোগাযোগ করব?এসম্পর্কে আপনি যা জানেন তা জানালে আমি আপনার প্রতি কৃতগ্গ থাকবো।
এগুলো স্কিন টিউমার এবং সিস্ট হতে পারে। রেগুলার ডাক্তার দেখিয়ে তার পরামর্শ মেনে বিশেষজ্ঞ দেখাতে পারেন।
আমার বয়স ১৯ ।ওজন প্রায় ৪৫কেজি ।১৫ বছর বয়সে আমার তর্জনী ও মধ্যমার নখে দুটো করে কালোদাগ এবং পিঠের নিচের দিকে কয়েকটি সমান্তরাল রেখার সৃস্টি হয় ।অতিরিক্ত হস্তমৈথুন করলে দূর্বল লাগে আর পিঠের দাগগুলা ফুলে ওঠে ও ব্যাথা হয় ।হস্তমৈথুন কমিয়ে দিলে ব্যাথা কমে কিন্তু দাগগুলো থাকে ।এটা কিসের জন্য হয় আর এর চিকিত্সা কি জানালে খুশি হব ।
আগে আমার অন্ডুকোষ ছিল একটি ।আরেকটি ১২ বছর বয়সে অপারেশন করে নামানো হয় ।আমি প্রায় ১৩ বছর বয়স থেকে হস্তমৈথুন করি(সপ্তাহে প্রায় ৪-৫ বার) ।
হস্তমৈথুন কমিয়ে দিন। সপ্তাহে একবারের বেশি করবেন না। খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখুন। পারলে ব্যায়াম করুন।
ভাইয়া আমার লিঙ্গএর মাথার নরম চামরা ফেটে গেছে।
আমি হস্তমৈথুন করি। age 18
হয়তো বেশি শুষ্ক হয়ে গেছে। ব্যথা বা চুলকানি না হলে কয়েকদিন রেস্ট নেন। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখেন।
sallam bhai ami boro problem o asi. amar age 27 ami amar 15bosor hote hosttow moitwn kori akon o maje maje kori.ami bibahitow ami amar wife shate akon sex korte partisina.amar lingo shoktow hoina.my wife is really un happy with me.sex korbar ahge birjjow ber hoie ashe akon ami ki korbo.amar lingo shokktow hoina kenow.amar sex kibabe ami firiye ante pari plz answer me!
শারীরিক অবস্থা কেমন? মানসিক দুশ্চিন্তা আছে নাকি?
ব্যায়াম করেন। কেজেল ব্যায়াম করেন। খাওয়া-দাওয়া করেন, ঘুমান ঠিক মতো। মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলেন।
plz answer din.ami bibahitow ami amar wife shate sex korte parsina amar lingo shoktow hoyna maje maje balo sex korte pari,amar age26 ojon62kg amar wife amar loge happy nay ami hostowmoitown kori because amar wife amar shate sex korte sayna.amar lingo shoktow hoyna?jodi bolen kub upkar pabo sir
হস্তমৈথুন বাদ দিন। ব্যায়াম করে শরীর ঠিক করুন। কেজেল ব্যায়াম করুন।
আমি আমার পরিবার এর সাথে মিসতে পারি না উনাদের সাথে কথা বললে আমার মেজাজ খারাপ লাগে আমি উনাদের শাথে ফ্রী হতে পারি না আবার মনে মনে খারাপ লাগে প্রকাস করতে পারি না ফ্রেন্দ দের সাথে আবার মিসতে পারি ভাল উ লাগে কিন্ত কেন এমন হয় আমি নিজেউ জানি না আমাকে কি করা উচিত এ অবস্তায় আমি কি করতে পারি বলবেন দয়া করে?
পরিবারের মানুষদের সাথে ফ্রি হতে না পারার কারণ কী? তাদের উপর কোন কারণে কি বিরক্ত?
পুরো ব্যাপারটা আপনার মনের উপর নির্ভর করছে। অন্যদের সব কিছু সহজ ভাবে নিতে চেষ্টা করুন।
আমার বয়স-২৪, স্বাস্থ্য ভালো। উচ্চতা, ৫ফুট ৯ইঞ্চি। লিঙ্গ ৫ইঞ্চি।
আমার সমস্যা হলো আমি সেক্স কন্ট্রোল করতে পারিনা, অল্পতেই উত্তেজিত হয়ে পড়ি । যেমন ধরেন কিছু উত্তেজক ছবি দেখার সাথে সাথেই আমার ভেতর কেমন উত্তেজনা অনুভব করি। *****উত্তেজক কিছু দেখার সাথে সাথেই আমার লিঙ্গ দিয়ে পাতলা সাদা পানির মত বের হয়*****। এ নিয়ে আমি খুবই ভিত হয়ে আছি। আমি কখনোই সহবাস করিনি।
আমার এ সমস্যা থেকে উত্তরনের কোন উপায় আছে কি? থাকলে দয়া করে বিস্তারিত জানাবেন। এর আগেও আমি এ নিয়ে কমেন্ট করেছি উত্তরে বলেছেন নিজেকে কন্ট্রোল করতে। কিন্তু আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করব, চেষ্টা করেছি হয়না। আমি একটু বিস্তারিত চাচ্ছি । এতে আমি সহ আরো অনেকেরই উপকার হবে।
পানি বের হওয়াটা স্বাভাবিক, তবে নিজেকে আরো কন্ট্রোল করবেন। ব্যাপারটা মানসিক। সেক্স নিয়ে বেশি ফ্যান্টাসি করলেই এমন হয়। সেক্সটাকে স্বাভাবিক ভাবে নিন। সব সময় সেক্স নিয়ে চিন্তা করা, বাজে দিকে নজর দেয়া, মেয়েদের ব্যাপারে উদার না হওয়া, নিয়মিত ব্যায়াম না করা, মানসিক দুশ্চিন্তা- এসবই সমস্যা করে দেয়। আলাদা ভাবে কেজেল ব্যায়াম করতে পারে।
Sir, Amar age 25. Ame r amar friend panis valo kora dhoya chati. abog birjo bar kori ata mokha ba panis a kono roog hoba ki ??amra soptsha 3-4 din a kaaz kori. janan please….
না, সমস্যা নেই।
Sir, somokamita korla naki sex bara kotha ta ki sotto ?
Ki korla sex bara ? janaban please…
না, কথাটা সত্য নয়।
সেক্স বাড়বে তখনই যখন শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ থাকবেন এবং কোন মানসিক দুশ্চিন্তা থাকবে না।
sir amar boios 18 amar lingo chikon o khato .amar druto birjopat hoi.doya kore amon ousudh din jate amar lingo boro korte pari and amar birjopater smoi barate pari
চিকন ও খাটো হলে কিছু করার নাই। সময় বাড়াতে কেজেল ব্যায়াম করতে পারেন।
amar ghum vangle lingo khub sokto hoe thake..kintu jokhon ami chai amar ekhon lingo sokto korbo tokhon beshi sokto hoy na..amar health khub valo lingo size valo ami postikor khabar khowa dhaowa kori ghum valo hoy..amar age 32 ami kono meyer sate sex korine..ami next year biye korbo ..kintu maje maje amar voy hoi…
ভয় পাবার কিছু নাই। রাতে ভালো বিশ্রাম হবার ফলে অনেকের ভোরে এমন হয়। এমন হলে ভোরেই সেক্স করবেন। সমস্যা নাই।
স্যার, ভেনো অকুলসিভ ফেইলিউর কি?এর symptom কি? বিয়ের আগে কি ভাবে বুঝা যায় যে এ সমস্যা নেই।
লিভারের কিছু শিরা ব্লক হয়ে যাওয়া। ফলে পানি জমে যায়, লিভারের আকার বড় হয়ে যায়, রক্তে বিলিরুবিনের লেভেল বেড়ে যায়, শরীরের ওজন বেড়ে যায়। এই উপসর্গগুলো না থাকলে বুঝবেন এ সমস্যা নাই।
sir, amar boyos 23 ucchota 5.4” r ujon 67 kg.. amar samossha halo amar lingota normal obosthay ekdom choto haye jay 1” ki 2”inchi dekte r uttejito obosthay 4” abong onekta chikon-ekhon amar khob chinta hay ebong manoshik roge bogchi -onner tolonay amar lingo onek choto tai bebe chintay achi.
গড়ের তুলনায় একটু ছোট। তবে তলপেটে চর্বি থাকলে ঝরিয়ে ফেলুন। তাহলে আরেকটু বড় লাগবে। আর ঠিক মতো ব্যবহার করতে জানলে সমস্যা হবে না।
Sir,
Amar Boyosh 24 year Amar Ojon 76kg Amar Higth 5’7″ Amar LIngo Uttojito Obosthai 4″ Ba Er theke Ektu Bodo Hoy Amar Boyos R Hight Hisabe Amar Ojon Thik Acekina…? R Amar Lingor Size Amar Linger Size Thik Acekina…….?
ওজন একটু বেশি মনে হচ্ছে ।তবে ওজনটা ব্যাপার না, শরীর ফ্যাট বেশি না থাকলেই হলো।
লিঙ্গের সাইজ একটু ছোট।
স্যার আমার বয়স ২৭ আমি ১৮ বত্সর ধয়ে হস্তমৌথন করি এখনো হয় আমার অনেক দূর্বল হয়ে গেছি এখন স্যার আমি কি করতে পারি
হস্তমৈথুন কমিয়ে ব্যায়াম, খাওয়া-দাওয়া-ঘুমের মাধ্যমে শরীর আবার ঠিক করে ফেলতে পারবেন।
স্যার প্রচুর হস্তমৌথনের ফলে আমার শরিল ভিষন দূর্বল। কি করলে শরিল সুস্থ হবে
এই উত্তরটি দেখুন।
ব্যায়াম করুন। ভালো খাওয়া-দাওয়া করুন আর বেশি বেশি ঘুমান।
স্যার, আমি কিছু দিন আগে দেখলাম exercise করে পুরুষআঙ্গ বৃদ্ধি করা জায়।এই বেপার কত টুকু সত্য। পুরুষআঙ্গ কতটুকু মোটা হলে ভাল হয়
ব্যাপারটা ভূয়া। সাইজ আপেক্ষিক।
অতিরিক্ত হস্তমৈথুন কি দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া সৃষ্টি করে? নাকি ব্যাপারটা সাময়িক? দীর্ঘমেয়াদি হলে কি ব্যাবস্থা গ্রহন করা উচিৎ? এর কোন সমাধান আছে? আগেও একবার আপনার কাছে প্রশ্ন করেছিলাম। আপনি বলেছিলেন “অতিরিক্ত হস্তমইথুন করলে আপনার স্ত্রী অতৃপ্ত থাকতে পারে।”
আর হ্যাঁ, মাঝে মাঝে বীর্য নির্গত হওয়ার পর আবার লিঙ্গ শক্ত হলে লিঙ্গের পেশীতে ব্যাথা হয়… এমনটি হয় কেন? ঘুমে স্বপ্ন ছাড়াও বীর্যপাত হয়, এটা কি কোন সমস্যা?
প্রথম প্রথম এমন হতে পারে। পরে পেশির স্থিতিস্থাপকতা বৃদ্ধি পেলে ব্যথা হবে না। কেজেল ব্যায়াম করুন।
সমস্যা না।
বেশিরভাগ ক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি করে। প্রচন্ড সেক্স আকাঙ্খার ফলে অনেকে এটা বেশি বেশি করে। পরে সত্যিকারের সেক্স করার পর একটুতেই সাধ মিটে যায়। আর ইচ্ছে হয় না। এটা একটা মেন্টালি এফেক্ট। আর শারীরিক ভাবে সমস্যাটা সাময়িক বা দীর্ঘমেয়াদী- দুইই হতে পারে যদি না ব্যায়াম করে শরীর আবার ঠিক করে না ফেলেন।
স্যার, আমি ১২ বছর থেকেই হস্তমৈথুন করি এখন আমার বয়স ১৬ বছর । আমি মাঝে মাঝেই হস্তমৈথুন করি এবং খুব দ্রুত বীরযপাত হয় ( ৪০-৫০সেকেন্ড) আমি এ ব্যাপারে খুব ই চিন্তিত। আমার ওজন ৫২ কেজি ও উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চ
হস্তমৈথুন এর কি কি কুফল আছে???
পরিমিত করলে সমস্যা নাই। আপনার এই বয়সে বেশি না করাই ভালো।
বিরয পিপরা খেলে কি সমসসা??? কারন আমার সপ্ন দস হউআর পরে গুম থেকে উথে দাখি পান এ পিপ্রা ভরে গাসে
আপনার কথাগুলো পরিস্কার বোঝা যাচ্ছে না। বিশেষ করে “পান এ পিপ্রা ভরে গাসে” ব্যাপারটা।
Pant a ant(pipra) birjogula kassilo.. etate ki kono problem ase???
না, নেই।
আমার লিঙ্গের দৈর্ঘ্য ৩ ইন্চি । আমার দ্বারা কি নারীকে পূর্ণ ত্রিপতি দেওয়া সম্ভব ?
ব্যাপারটা আপনার জন্য অনেক কঠিন হতে পারে। তবে যদি অধিকক্ষণ বীর্য ধরে রাখতে পারেন তাহলে কাজ হলেও হতে পারে।
আমি অনেক মেয়ের সাথে সেক্স করেছি। আমার সমস্যা আমি যে মেয়ের সাথে সেক্স করি সে মেয়ে মোটা হয়ে যায় কেন?
আপনার সমস্যার ব্যাপারটা বোঝা গেল না। মেয়েরা তাদের লাইফস্টাইলের জন্য মোটা হতে পারে।
স্যার. আমার বয়স ২৪ বছর আমি গত তিন বছর আগে বিয়ে করি. আমি প্রথমে খুব ভাল মেলামিশা করতে পারতাম, কিন্তু এখন তা পারিনা, স্যার, আমার পেনিস হতে একটুতেই পাতলা তরল জাতিয় পদার্থ বেরিয়ে আসে। এবং একটু মেলামেশাই আমি আর আমর বৃর্য ধরে রাখতে পারিনা> আমি এখন কি করকত পারি
খাওয়া, ব্যায়াম আর বিশ্রাম দিয়ে শরীর আবার চাঙ্গা করে নিতে পারেন।
এ বভিাগ ট িত েববিাহ ভীত িবষিয় েবলা হয়ছে।ে স্যার আমার সমস্যা হলাে আমার লঙ্গি উত্তজেনা হয় কন্তিু বশেক্ষিণ থাক েনা। বীর্য পতন হয় মাত্র ১ মনিটি।ে খুব পাতলা। আমার শরীর ওজন ৪২ কজে।ি উচ্চতা ৫.২। বয়ি েকরছে িমাত্র ৪ মাস। আম ি*যৌ*ন* বিশষেজ্ঞ এর নিকট গয়ি েব্যবস্থাপত্র অনুযায় ঔষধ খয়েছে।ি তিন িআমাক েসক্সে ট্যাবলটে দয়িছেলি লিজার্ড ২০টি সাথ েগ্যাস ও অন্যান্য ঔষধ ।আম ি৫ট িখয়েছে।ি ভালই কাজ করছে।ে এখন প্রশ্ন হলাে আমার ক িবয়ি েকরা ঠিক হয়ন।ি বা কি করা উচতি।
স্ত্রীকে তৃপ্তি দিতে পারলে বিয়ে করা ঠিক হবে না কেন? আপনার উচিত হবে আগে শরীর ঠিক করা। খেয়ে দেয়ে ঘুমিয়ে আর ব্যায়াম করে ওজন বাড়ান। আলাদা ভাবে কেজেল ব্যায়াম করেন। সেক্সের কলা কৌশল রপ্ত করেন।
আমার বয়স ২০, সাস্থ হালকা (চিকন), োজন ৪৫ কে জি । মূল সমস্যায় আ……সি. আমার অন্ডকোষ বিগত ৫ দিন হ..তে সামান্য ব্যাথা…. গত ১০-০৮-২০১২ ইং তা..রি…খে দেখলাম আমার অন্ডকোষ গুলো ম..ধ্যে ডানপাশের অন্ডকোষ টি বামপাশের টির চে..য়ে ১০০ ভাগের ৫০ ভাগ ছোট হ…য়ে গে..ছে।
এমতবস্থায় আ…মি কী ভাবে ঘ.রোয়া সমাধান করব?…………….
ছোট বড় হওয়া সমস্যা না, ব্যথা হলে সমস্যা। ডাক্তার দেখাতে পারেন যদি ব্যথা চলতে থাকে।
সার,আমার বয়স ২১। আমি ১৩ বছর থেকে হস্তমুথন করি,পতিদিন ২/৩ বার হয়।আমি জানি এগুলো ফলে আমার লিংগ অনেক আঘাত পেয়েছে।এখন হস্তমুথন করলে খুব তারাতারি বীর্জ বের হয়ে ঝাই তাছাড়া আমার অনেক দিন ধরে সপ্নদোশ হয় না ও লিংগ অনেক ছোট হয়ে গেছে ,আমি এখন কি করব?
অবশ্যই এটা করা বাদ দেবেন। সপ্তাহে একবারের বেশি করবেন না। শরীর ঠিক রাখতে ব্যায়াম করেন।
আমি ১৭ বছর বয়স থেকে নিয়মিত হৈস্ত মিথুন করছি।এখন ২৪ বছর। আগে প্রতিদিন করা হত কিন্তু এখন সেটা তিন দিন অন্তর অন্তর পৌচেছে। এখন লিঙ্গের আকৃতি ৪.৩৩ ইন্চি।তবে এখন পর্যন্ত কোন নাড়ীর সাথে মিলিত হয়নি। এক ডাক্তার ডিল্যাক্র ট্যাবল্যাট দিয়েছিলেন।তাতে চোখের নিচে ফুলে যেত। প্রচুর ঘুম পেত।স্যার আমি আমার লিঙ্গের স্বাভাবিক অবস্তায় কিভাবে ফিরে পেতে পারি?
স্বাভাবিক অবস্থা বলতে কি বুঝাচ্ছেন? আগে কি লিঙ্গ আরো বড় ছিল?
Sir, ami married. Sir ami maje maje sexer purbe (senagra 100) kai. Ami jante cai maje maje esob khele ki kunu parso potikriya ace ? Sir pir plz janaben.
সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। সেসব হ্যাণ্ডেল করার মত শারীরিক অবস্থা থাকলে হয়তো অচিরেই সমস্যা হবে না। আপনার ডাক্তার আপনাকে পরীক্ষা করে সব বলতে পারবেন।
আমার বয়স ২২ বছর । আমি বিবাহিত । আমি আগে অনেক বেশি হস্তমৈথুন করতাম । স্বাভাবিক অবস্থায় আমার *যৌ*ন*াঙ্গ অনেক ছোট থাকে । উত্তেজিত হলে বড় হয় ।
স্বাভাবিক অবস্থায় আমার *যৌ*ন*াঙ্গ বেশি ছোট থাকা কি কোনো সমস্যা ?
আমি গোপনে বিয়ে করেছি তাই আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে মিলিত হতে পারি । কিন্তু যখনই মিলিত হই, তখনই আমার অনেক দ্রুত বীর্যপাত হয় । ১-২ মিনিটের বেশি স্থায়ী হয় না ।
আমার *যৌ*ন*াঙ্গ বাম দিকে একটু বাঁকা ।
যদি সম্ভব হয় তাহলে আমার এসকল সমস্যার অল ইন ওয়ান সমাধান দিন ।
আপনার যদি এমন কোনো ওষুধের নাম জানা থাকে যেটা গ্রহন করলে আমার সব সমস্যা একসাথে সমাধান হবে, তাহলে দয়া করে জানাবেন ।
দয়া করে একটু দ্রুত জানাবেন ।
স্বাভাবিক অবস্থায় পরিবেশের চাপে *যৌ*ন*াঙ্গের অবস্থা একেক সময় একেক রকম হতে পারে। এটা ধর্তব্য নয়।
বাঁকাতে সমস্যা হওয়ার কথা নয়। মনে দুশ্চিন্তা আর ভয় থাকলে দ্রুত বীর্যপাত হতে পারে।
ঔষধ কোন সমাধান নয়।
দয়া করে তাড়া তাড়ি উত্তর দিবেন ।
ভেনো অকুলসিভ ফেইলিউর এর মানে কি অকাল বীর্যপাত ? আমি যতদূর জানি
‘পেনাইল প্রস্থেসিস’ সার্জারি ইমপোটেন্সদের বেলায় করা হয় ।
না, এর মানে অকাল বীর্যপাত নয়। এটার মানে লিভারের মধ্যে শিরায় রক্তচলাচলে বাধার সৃষ্টি হওয়া। ফলে লিভারে লিকুইড জমে সাইজে বেড়ে যায়।
ek jon purush koto bochor boyose bibaho kora uchit,,,,
আইনত ২১ বছর হলেই বিয়ে করতে পারেন। সামর্থ থাকলে ২৭-২৮ ভালো বয়স।
আমি যখন সহবাস করি ১০-১৫ সেকেন্দে আমার লিঙ্গ নিসতেজ জায় ।আমি কি করব
আপনার শারীরিক অবস্থা কেমন?
Hostotyoimun sorirer jonnu kotu ta karap
খারাপ নয় যদি পরিমিত ভাবে করেন।
জী আগে বড় ছিল। ৬ইন্চি ছিল।ঔষধের নাম টি ভুল লিখেছি।এটি সেরোলাক্র। কি ভাবে স্বাভাবিক অবস্তা পেতে পারি?
আপনার বিশ্রাম দরকার বেশি। ঘুম দরকার। সেই সাথে খাওয়া দাওয়াও ঠিক রাখবেন। ব্যায়াম করতে পারেন। আজে বাজে দিকে নজর কম দেবেন।
অনেক ছোট থেকে হস্তমৈথুন এর ফলে আমার লিঙ্গ দুর্বল হয়ে পড়েছে, আর মিলনে দশ সেকেন্ডের মধ্যে বীর্য পাত হয় আর লিঙ্গের রগ ও ঢিলা হয়ে পড়েছে। আমার কি করনীয়?
আপাতত সেক্স নিয়ে চিন্তা ভাবনা বাদ দিন। বাজে দিকে নজর দেবেন না। খাওয়া আর ঘুম ঠিক রাখুন। ব্যায়াম করুন।
SALAM NIBEN, AMAR AGE-29, 52KG, 5’7INCI, AMAR SORIRTA ATOTAI KHARAP JA BOLE BOJATE PARBONA, CHOK VITORE DUKHE GECHE, GAL VENGE GECHE, ONEK DOCTOR DEKHIYECHI LOVE HOINI, AMAR DIABETIS NEI,AMAR POSRABER SATHEY DHATU JAI,OLPOTE LINGO DARIYE SECOND -A SADA PANI BER HOYE JAI, AMAR CHEHARAR OBOSTER JONNO BIYE KORTE VOI PACCHI……..DOYA KORE EKTI VHALO SOMADHAN DIYE OPOKAR KORBEN….ALLAH AAPNAR VHALO KORUK.
আপনার প্রচুর ঘুমের দরকার। রাতে ৮-৯ ঘন্টা ঘুমানোর ব্যবস্থা করবেন। আর ২/৩ ঘন্টা পরপর ভালো ভালো খাবেন। জিমে গিয়ে ওয়েট লিফটিং ব্যায়াম করতে পারলে খুব ভালো হয়।
আমি যখন সহবাস করি ১০-১৫ সেকেন্দে আমার লিঙ্গ নিসতেজ জায় ।আমি কি করব। ওজন ৬৩ কেজি।উচচতা ৫.৮
লিঙ্গে রক্ত সঞ্চালন ঠিক মতো হচ্ছে না। ব্যায়াম করুন। খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখুন।
sir amar nagh mukhe onek boron ami ki korle valo hate pare please amake jana ben
খাওয়া-দাওয়া-ঘুম ঠিক রাখেন। দুশ্চিন্তা কম করবেন। প্রচুর পানি পান করবেন। মুখে হাত লাগাবেন না। সাবান ক্রিম লাগাবেন না। এলকোহল ফ্রি ফেসওয়াস বা ক্রিম লাগাতে পারেন।
Meyeder breast a biyer age dud ase? R oi dud boyfriend k khoyale ki kono osubida?
হরমোনের প্রভাবে, ওজন বেড়ে গেলে, ঔষধের পার্শ্ব-প্রতিক্রিয়া- আরো নানা কারণে এমন হয়ে পারে। ডাক্তার দেখিয়ে নিলে ভালো হয়।
প্রথমে আমার সালাম নিবেন।আমার বয়স ২৫ ওজন ৭০কেজি এবং লিঙ্গ ৫ inchi, আমার সমস্যা হল আমার লিঙ্গ সমইমত শক্ত হই না,আমি প্রাই ১০/১১ বছর নিয়মিত হস্তমৈথুন করতাম এখন করি না।আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার লিঙ্গ তখন শক্ত থাকে কিন্তু আমি কিছুদিন আগে যখন সেক্স কতে যাই তখন দেখি আমার লিঙ্গ শক্ত/দারাই না এরকম প্রাই তিন বার হইছে তিনবারি হইছে মাস খানিক বাবধানে।আকন আমি কি করতে পারি???????? বর্তমানে আমি হস্তমৈথুন ছেড়ে দিয়েছি এখন আমি যদি কোন উত্তেজক জিনিস দেখি তখন আমার লিঙ্গ হালকা ভাবে দারাই এবং ১ মিনিট পর নুইয়ে যাই এবং কিছুক্ষণ পর সাদা সাদা পানি বের হই এবং নুয়ানো অবস্থাই প্রাই ২ inchi হইয়ে যাই এটা কি কোন সমসসা pls Help করেন???????
শারীরিক দূর্বলতা থেকে হতে পারে। রাতে বিশ্রামের ফলে সকালে এনার্জি লেভেল ভালো থাকে বলে সকালে শক্ত হচ্ছে। অন্য সময়ও ঠিক রাখতে ব্যায়াম করে ফিটনেস বাড়ান।
vaia amr PENIS ar mathar chamra fete gese. chamrata ulombo vabe vaj hoye take, Hand job kortam, bt akn tartari output hoye jai
age 19 weght 70 hght 5.5″
চামড়ায় সমস্যা মনে হয় ডাক্তার দেখান।
আমার বয়স 32 বছর । আমি বিবাহিত । আমি আগে অনেক বেশি হস্তমৈথুন করতাম ।তাই আমার স্ত্রীর সাথে মাঝে মাঝে মিলিত হতে পারি । কিন্তু যখনই মিলিত হই, তখনই আমার অনেক দ্রুত বীর্যপাত হয় । ১-২ মিনিটের বেশি স্থায়ী হয় না ।অনেক দ্রুত বীর্যপাত হয় ।
কিছুদিন ব্যায়াম করে দেখুন।
আমার লিঙ্গের পাশে অর্থাৎ রানের যে ভাজ কিছু অংশ জুরে কালচে কালচে দাগ কোন বাথা নেই ছুল্কালে ফ্যাঁকাসে হয়ে ঐখানে এইটা কি ধরনের সমস্যা। আর আমার মুখে ঘারে সাদা সাদা ছইত হইছে অনেকদিন যাচ্ছে না কি করব দয়া করে যানাবেন
চুলকানো এড়িয়ে থাকবেন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন।
“ছইত”-এর জন্য চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে নেবেন।
একজন পুরূষ এর লিঙ্গ হতে যে মাল বের হয় তা দিয়ে কি কোন রকম গ্রান আছে ? যদি থাকে তাহলে গ্রান টা কেমন হয় ?
Please sir answer ta janaben
খাবারের উপর নির্ভর করে।
আমার লিঙ্গের আসে পাসে মাঝে মাঝে অতিরিক্ত চুলকায় হাল্কা জ্বলে কি করতে পারি জানাবেন প্লিস
পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। সুতীর একটু ঢিলেঢালা আণ্ডারওয়ার ব্যবহার করবেন।
আমার লিঙ্গ আগে ৫.৫” ছিল। এখন ছোট হোয়ে গিয়াছে। এখন ৪.৫”-৫” মতো হয়। আমার খারাপ অভ্যাস ছিল। কিন্তু এখন অনেক কমিয়ে দিয়াছি। এখন আমী কী করলে আগের অবস্থা ফিরে পাবো।খাপাপ অভ্যাস বলতে HOSTHOMOITHUN বোঝাচ্ছি……… আর আমার লিঙ্গ ৪” মোটা। এই টা কী ঠিক আছে।
শারীরিক দূর্বলতা বা সেক্সের প্রতি আগ্রহ কমে যাওয়াতে লিঙ্গে যথেষ্ট রক্তসঞ্চালন হচ্ছে না। আগে শরীর স্বাস্থ্য ঠিক করেন।
আমার লিঙ্গ অনেক ছোট। বড় করার Medicine এর নাম কি? Medicine কিভাবে ব্যবহার করব। দয়া করে উত্তর দিবেন।
এই জন্য এখনো কোন মেডিসিন বের হয় নাই। সরি!
doia kore…..ama k hosto mouthun er good and bad side somporke janaben…..????
উপকার অনেক। আর মাত্রাতিরিক্ত না করলে খারাপের কিছু নাই।
স্যার আমার বয়স ১৮ ।আমি সুনেছি পুরুষে ছেয়ে মহিলার বয়স বেশি হলে *যৌ*ন* মিলন করলে পুরুষের শরীল ভেঙ্গে যায়।কথাটি কতটুকু সত্য?যানালে খুসি হব।
সত্য নয়। বড়দের সাথে *যৌ*ন*মিলনে নিরুৎসাহিত করার জন্যই এমন কথা প্রচলিত।
আমার বয়স 17 বছর। আমার অন্ডকোষের বার বার চামরা উঠে। এর জন্য আমি কি করতে পারি। এবং এর কারন কি? এটা কি সাভাবিক?
এলার্জি থেকে অনেক সময় এমন হতে পারে। জায়গাটা যেন ভিজে বা স্যাঁতসেতে না হয়ে থাকে সে দিনে খেয়াল রাখবেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন।
আমার *যৌ*ন*াঙ্গের বিচি একটা ছোট আরেকটা ঐটার থেকে আরেকটু বড়।
এতে কি শারীরিক কোনো সমস্যা হবে?
না, এটা প্রায় স্বাভাবিক একটা ব্যাপার।
স্যার মিলনের সময় একটু চাপ পড়ছে হয়তো পুরুষাঙ্গে এখন দুদিন হলো খাড়া হচ্ছে খুব কম আগের মতো না আর নিচের দিকে থাকছে আমি কী করতে পারী?
আমার বয়স ২৩ বছর আমি ১৩ থেকে ১৪ এমন বয়স থেকে হস্তমৈথুন শুরু করেছিলাম এখন বন্ধ করে দিয়েছি কিন্তু আমার লিঙ্গের কাছের চামড়া ঝুলে গেছে আর চুল পড়ে যাওয়া সহ নানা রকম দুর্বলতা অনুভব করছি এসব সম্যসা হতে মুক্তি পাওয়ার উপায় বলুন
এর সাথে হস্তমৈথুনের খুব বেশি সম্পর্ক নেই। আপনি বরং শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন। আজে-বাজে চিন্তাভাবনা এড়িয়ে চলুন।
Amar age 22 years.Height-5’10”.Weight-92kg.Amar penis khub chhoto.Uttejito hoile 3″-3.5″ inch hoy.Daily 2 bar hostomoithunno kori.Class-7 a thakar somoy doctor dekhiyechhilam.Doctor bolechilo penis chhoto bole temon kono problem hobe na.Ami sex-er bepare khub tension a achhi.Sexual life-a ki amar kono problem hote pare???Please reply janayen….
ব্যায়াম করে ওজন কিছুটা কমিয়ে ফেলুন। আর আপাতত এত বেশি হস্তমৈথুন করার দরকার নেই। সপ্তাহে ২/১ বার ঠিক আছে। সেক্স-এর ব্যাপারে মূল রহস্য হলো আত্মবিশ্বাস।
স্যার আমার বয়স ১৮।আমার সমস্যা হল আমি যখন হস্তমিথুন করি তখন থেকে আমার বুক অনেক ধুকধুক করে তখন আমার হাট বিট ১২০ পযন্ত হয়। আর আমি কোন দুশিন্তা করি কিন্ত আমার ঘুমের সমস্যা হয়। please help me
লিঙ্গ উত্থিত হলে রক্তসঞ্চালনের মাত্রা স্বাভাবিকের তুলনায় একটু হলেও বাড়বে। মূলত লিঙ্গে রক্ত সঞ্চালন করেই লিঙ্গ উত্থিত করতে হয়। তাই বিষয়টা স্বাভাবিক।
আর দুশ্চিন্তা করলে ঘুমের সমস্যা হবে, এটাও স্বাভাবিক। দুশ্চিন্তা-কুচিন্তা করা বাদ দিন, তাহলেই ঘুম হবে।
আমার বয়স একুশ। আমার সমস্যা হয় আমার লিঙ্গ যখন উত্তেজিত হয় তখন বাকি হয়ে যায়। বাকা বলতে সাহাদাত আঙুল কে সামান্য বাকালে যেমন হয় তেমন। আমি এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। এটার কি কোন চিকিৎসা আছে সোজা করার।
সামান্য বাঁকাতে সমস্যা হওয়ার কথা না। ব্যাপারটা ন্যাচারাল ভাবে হয়ে থাকে। আলাদা ভাবে কোনো চিকিৎসা নেই।
আমার অন্যকোষ ব্যথা হয়ে পথমে বাম সাইডেরটা।ছোট হয়ে গেছে।তারপর আর ব্যথা হয়নি।কিন্তু ডান সাইডেরটাও ছোট হয়ে গেছ।আমি অনেক ডক্তার দেখেয়েছি।কোন ঔষধ দেয়নি।আমি জানেত চাই আমার অন্যকোষ কি একডম সুকিয়ে জাবে।না আমি সারা জীবন সেক্স করতে পারব। না সুকিয়ে গেলে আর সেক্স করতে পারব না। আমি অনেক দুচিন্তায় আছি ঘুম আসতে পারি না।আমার সন্তান আছে।আমার ওজন ৬২ কেজি।লম্বা ৫ ফিট ৬ ইন্সি।
amr boyos 33-34 hobe
দুশ্চিন্তার কিছু নেই।
bojlam na. kono somossa hobe na?
ব্যথা হয়েছিল, এখন আর হয় না। তার মানে আর ভয়ের কিছু নেই। যদি আবার ব্যথা হয়, তখন ডাক্তার দেখাবেন। আর একটু ছোটবড়তে খুব বেশি কিছু যায় আসে না। তাই দুশ্চিন্তা করবেন না। বরং আত্মবিশ্বাস বাড়ান।
ডাক্টার সাহেব দয়া করে আমার সমস্যাটার। সমাধান জানাবেন।আমি এ সমস্যার জন্য আগামি মাসে। ইনডিয়া চেন্নাই জাওয়ার সিদন্ত নিয়েছি।ওখানে কি এর সমাধান পাব।কারন এখন আমার সেক্স একডম কমে গেছে।ডাক্তার ইসিটা১০ ট্যবলেট দুই মাস খাওনোর পরও তেমন কোন ফল পাইনি।এখন আমি কি করব।আর আমার অন্যকোষ কি আর আগের মত করার কোন ঔষধ নাই। প্লিজ প্লিজ কোন সমাধানন থাকলে দিন।
যদি আরো ভালো ডাক্তার দেখাতে চান, সামর্থ্য থাকলে দেখাতে পারেন। তারপর দেখুন কী হয়। তবে সেক্সের ক্ষেত্রে বড় ব্যাপার হলো আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস বাড়বে যদি শরীর-স্বাস্থ্য ভালো থাকে।
আচ্চা আমার কোন উত্তেজনা ছাড়াই একটু বীর্য বের হচ্ছে।আমি নামায পড়তে পারছি না।দয়া করে আমাকে এর থেকে মুক্তির উপায় বলে দিবেন?
এটা খুব সম্ভবত বীর্য নয়, প্রস্রাব। আর এটা কি আপনার সবসময়ই হয়, নাকি শুধু প্রস্রাব করার পরে কিছুক্ষণ?
আমার কিছু ব্যক্তিগগ সমস্যা আছে যদি কোন ভালো চরর্ম রোগ বিষেসগ্যের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারলে ভাল হত।
লোকালি সব ডাক্তারদের তথ্য আমাদের জানা নেই। আপনি কাছাকাছি হসপিতালে যোগাযোগ করলে সেখান থেকে আরো ইনফো পেতে পারেন এরকম স্পেশালিস্টদের ব্যাপারে।
plz answervme
অন্যকোষ ব্যথা হয়ে আস্তে আা্তে ছোট হয়ে জাচ্ছে।এখন আমি কি করব।অনেক ডাক্তার দেখাইছি।এ রোগের কি কোন চিকিৎসা নাই।তাহলে আমার ভবিসত কি।
বীর্যে শুক্রানুর পরিমান পরীক্ষা করিয়ে নিতে পারেন। তাতে ভবিষ্যতে বাচ্চা নিতে সমস্যা হবে কি না, সেটা জানা যাবে।
ডাক্টার সাহেব আমি জানতে চাই।অন্যকোষ কি একডম শুকিয়ে যাবে না অনেক ছোট হয়ে আর ছোট হবে না।ছোট হবে কিন্তুু working থাকবে।না একদম not working হয়ে যাবে।
একেবারে শুকাবে না হয়তো। ছোট-বড় হতে পারে। আবার অনেকের একটা অন্ডকোষ নিয়েও তেমন কোনো সমস্যা হয় না।
আমার বয়স ১৭ বছর ১০ মাস হাইট ৫.১০” ওজন ৬৯ কেজি লিংগের থেকে হলের বিচি ঝুলানো এবং ৪.৫ ইঞ্চি লম্বা লিংগ আগা মোটা গোড়া চিকন ১ মিনিটে বিজ্রপাত হয় এবং তল পেটে চরবি প্লিজ হেল্প করবেন
শারীরিক ফিটনেস বাড়ান, মানসিক ভাবে চিন্তাভাবনা উন্নত করুন, আত্মবিশ্বাস বাড়ান, ভালো থাকুন। তাহলে বয়স হলে ঠিক হয়ে যাবে আশা করি।
আমার বয়স ১৭ বছর ১০ মাস হাইট ৫.১০” ওজন ৬৯ কেজি লিংগের থেকে হলের বিচি ঝুলানো এবং ৪.৫ ইঞ্চি লম্বা লিংগ আগা মোটা গোড়া চিকন ১ মিনিটে বিজ্রপাত হয় এবং তল পেটে চরবি প্লিজ হেল্প করবেন
আপনার বয়স অনেক কম। এখনই এসব নিয়ে চিন্তা না করে এখন উচিত শরীর স্বাস্থ্যের দিকে নজর দেয়া। বয়স হলে সব ঠিক হয়ে যাবে আশা করি।
আমার বয়স ১৯ বছর।আমি ১২ -১৩ বছর বয়স থেকে হস্থমুন্থন করি।আমার ওজন ৫৩ কেজি। আমার লিঙ্গ ৬ ইঞ্চি হবে।কিন্তু আমার ১ মিনিটে বিজ্রপাত হয় ।। এটা কিসের কারনে।এই সময় কি বারানো যাবে???যদি যায় তাহলে কি ভাবে???
হস্তমৈথুন কমিয়ে দিন। সেক্স নিয়ে বেশি ভাববেন না।
তাহলে কি ঠিক হয়ে যাবে?
বড় হবেন, প্রথম প্রথম সমস্যা হবে, মানে বেশিসময় নিজেকে ধরে রাখতে পারবেন না, পরের দিকে একটু একটু করে টেকনিক শিখবেন, এভাবে এসময় সব ঠিক হয়ে যাবে আশা করি। এখন শরীরস্বাস্থ্য গঠনের সময়। তাই এসব নিয়ে বেশি না ভেবে শরীর-স্বাস্থ্য ভালো রাখুন, মনমানসিকতা ভালো করুন। এতে নিজের উপর কন্ট্রোল বাড়বে।
আমি আগে হস্তমইথন করতাম। কিন্তু, ১বছর আর করি না। আখন আমার সমস্যা হল গার্লফ্রেন্ড এর সাথে কথা বললে। ২মিঃ হতে পারে না। বীর্য বের হয়ে যায় এখন আমি কি করতে পারি স্যার??? এই সমস্যা আমার ৩/৪ বছর …এখন আমি কি করব স্যার???
নিজেকে কন্ট্রোল না করতে পারলে সেক্সুয়াল কথাবার্তা এড়িয়ে চলুন।
sir plz ans. me..
Age 20…অামার শরীরে অতিরিক্ত লোম বিশেষ করে লিঙ্গের ও পায়ু পথের অাশেপাশে।
20. দিন পর পর সাফ করি
অার সপ্তাহে এক বার হস্তমৌথুন না করলে ন্বপ্নদোষ হয়।
লোমগুলো যেন না গজায় অার সপ্তাহে যেন স্বপ্নদোস না হয় এ বিষয়ে কিছু বলবেন plz
দুইটাই স্বাভাবিক।
সপ্তাহে একবার হস্তমৈথুন খারাপ কিছু নয়।
স্যার আমার বয়স ২১, আমার ওজন ৬০কেজি. আমি বিদেশে থাকি ২ বছর যাবত, আমার বয়স যখন ১৫, ১৬. ছিল তখন আমি মাঝে মধ্যে হস্তমইথন করতাম খুব বেশি এখন টুটালিই করিনা। অথচ আমার লিঙ্গ অনেকটা চিকন, এক মেয়ের কাছে যাওয়ার ফলে সে বলল তোমার টা এত ছোট কেন? এমনকি মিলনের সময় তাড়াতাড়ি বীর্যপাত, এবং তেমনটা শক্তও হয়না। ছোট তাড়াতাড়ি বীর্যপাত উত্তেজনা কম, আমার সমস্যা কীভাবে সমাধান করা যায় দয়া করে একটু বলুন!
ভয় বা নার্ভাস হয়ে যাওয়াতে প্রথম প্রথম এরকম হতে পারে। ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়তে থাকলে ঠিক হয়ে যায়। লিঙ্গ নরম থাকলে বুঝতে হবে লিঙ্গে পর্যাপ্ত রক্তসঞ্চালন হচ্ছে না। শরীরে রক্তশূন্যতা বা রক্তস্বল্পটা থাকলে এই সমস্যা বেশি হবে। তাই আগে শরীরের দিকে নজর দিতে হবে, আর আত্মবিশ্বাস বাড়াতে হবে। কখনোই নার্ভাস হলে চলবে না।
আমার বয়স ১৬ বছর ৪ মাস।ওজন ৮১ কেজি।আমার লিংগ নরমাল দেড় দুই ইঞ্চি থাকে। উত্তেজিত হলে ৩.৫/৪ ইঞ্চি হয়।আমার ছোট বেলা থেকে ই এই সাইজ।বড় হচ্ছে না। আর বীর্য বের হতে এক মিনিট ও সময় নেয় না।আবার লিংগ হাল্কা একটু বেকাও হয়ে গেছে।আমার অনেক গুলো প্রব্লেম।এই লিঙ্গ কিভাবে বড় করা যেতে পারে আর বেকা কি সমস্যা?তাহলে কিভাবে ঠিক করবো?আর স্থায়িত্ব বাড়ানো যেতে আপ্রে কিভাবে?আর ভায়াগ্রা ওষুধ খেলে শরিরের কি ক্ষতি হয়?দয়া করে প্রশ্নগুলোর উত্তর দেবেন।
আপনার বয়স খুবই কম। এখনই ওসব নিয়ে ভাবতে হবে না। আপাতত শরীরের দিকে নজর দিন। ওজন খুব বেশি হলে সেদিকে খেয়াল রাখতে হবে।
অল্প বয়সে ভায়াগ্রা খেলে পরের দিকে সমস্যা হবে।
আমার যৌন সমস্যা
ঠিক কী ধরনের সমস্যা অনুভব করেন? বয়স উচ্চতা ওজন জানাবেন।
স্যার সালাম নিবেন।আমার বয়স ১৯বছর উচ্চতা ৫ফুট ৫ ওজন ৬৭কেজি। স্যার আমি হস্তমৈথুন করার অনেক চেষ্টা করি কিন্তু আমার বীঁয বের হয় না।লিঙ্গ উত্তেজিত হলে অনেক্ষন শক্ত থাকে কিন্তু এখনো বী্য বের করতে পারিনি।তাছাড়া আমার লিঙ্গ তুলনামূলক ভাবে ছোট।টেনশনে আছি ভবিষ্যৎে কোন সমস্যা হবে কি না??আমি টেস্টুস্টেরন হরমোন পরীক্ষা করিয়েছি ফলাফল সাভাবিক আসছে। আর আমার গ্রালফ্রেন্ড ছিল কিন্তু এখন নেই মেয়েদের প্রেতি আগ্রহ কমে যাচ্ছে। এবং আচরনে সমস্যা দেখা দিচ্ছে। মেয়েলি আচরন হচ্ছে। এই বিষয়ে খুব চিন্তিত আমি।হিন মন্যতায় ভুগি।এবং বন্দুদের সাথে মেলা মেশা কমিয়ে দিছি।দয়া করে স্যার সমস্যা গুলোর সমাধান জানাবেন।ন হলে আমি শেষ।
ভাই আমার বয়স ১৭ বছর আমি ভুলে না বুজে লিংঙ্গ ঘসে অনেক বার মাল বের করেছি। এখন কয়েক সেকেন্ডে মাল বের হয়ে যায়। এখন কি ঔষধ খাবো।
স্যার একটা সমস্যা আমার বয়স ১৭বছর ওজন ৪৭কেজি ৬৭” লম্বা। আমার লিঙ্গ নরমাল অবসথায় ১ ইন্সি থাকে এবং সকত অবসথায় ৩/৩.৫”ইন্সি থাকে এখন আমার লিঙ্গ কি আর বড় হবে বয়স বাড়ার সাথে সাথে লিঙ্গ কি বড় হবে কি ভাবে।
Amar akta problem hoise seta holo amar penis gora theke onk norom hoye gese..darate deri hoy…sob somoy choto hoye thake…atar jonno ki koroniyo??
জনাব,
আমার বয়স২১ ওজন ৪৭ কে.জি,আমার পেনিস ৫.১ ইঞ্চি লম্বা,মোটা প্রায় ৪ ইঞ্চি, আমি কি স্বাভাবিকআছি?চিন্তায় আছি….
আমার বয়স 22 আর উচ্চতা 5 ফুঠ 2 ইঞ্চ ওজন 40 Kg। আমি নতুন বিয়ে করেছি কিন্তু আমি যখন প্রথম বার আমার বউয়ের সঙ্গে প্রথমবার সহবাস করতে গেলাম তখন একদম অশান্তি ভোগ করেছি কারণ প্রথমবার লিঙ্গ প্রবেশ করানোর সময় আমার খুব তাড়াতাড়ি বীর্য পতন হয়েছে এবং আমি লিঙ্গ ভিতরে প্রবেশ করাতে পারলাম না একদম মন ভেঙেছে আমার। বীর্য পতন হওয়ার পর দেহ ক্লান্ত হয়ে যায় দ্বিতীয়বার যখন আমি আবার চেষ্টা করেছি তখন আমার লিঙ্গ খাড়া হয় না আমি এখন কি করি….? তারপর সকালবেলা আবারো একই অবস্থা আমার একদম মন ভেঙে গেছে মনে হচ্ছে আমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল। আমি কিছু বুঝতেই পারছি না আমি কি করব আর আমি কাউকে মুখ দেখাতে পারছি না আমার বউ আমাকে কিছু বলতে পারছে না আমি আপনার কাছে অনুরোধ করছি প্লিজ আমার অল্প সহায় করুন।
আমার লিঙ্গ ৮ থেকে ১০ দিন পর খাড়া হয় আর ভালো ভাবে শক্ত হয়না আর তাড়া তাড়ি বির্জ বের হয়ে যায়। করনিও কি
আমার বয়স ২৯ ওজন ৬২ কেজি বিবাহিত বয়স ৮ বছর। আগে ভালো ছিলো কিন্তু ১ বছর থেকে আমার সমসা। যে লিংগো ৮/১০ দিন পর খাড়া হয় কিন্তু শক্ত হয়না। আর তাড়া তাড়ি বির্জ বের হয়ে যাচছে। কি করবো এখৃন
বয়স ২৮ বছর, উচ্চতা ৫’-৮”, ওজন ৬৮ কেজি, অবিবাহিত। কিছুদিন ধরে লিঙ্গের অগ্রভাগে ভেতরে চুল চুল করে, মেসেজ করলে ভাল লাগে। আর লিঙ্গের মাথায় সবসময় পাতলা বীর্জের মত এসে থাকছে। সমস্যাটি কেন হচ্ছে আর এর প্রতিকার কি ?
ঃঃ
আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? প্লিজ খুব দরকার।
অথবা একটু হেল্প – 01841421011
আপনার নাম্বারটা একটু দেওয়া যাবে? খুব উপকৃত হতাম।
আমার বয়স 25 বছর। আমি অবিবাহি। উত্তেজিত অবস্থায় আমার লিংঙ্গ ৩ ইঞ্চি হয়। আমি আগে অনেক বেশি হস্তমৈথুন করতাম। এখন খুব কম করি। কিন্তু যখনই করি ১-২ মিনিটের বেশি স্থায়ী হয়না। এখন আমি কি বিয়ে করতে পারবো?
আমি আগে প্রচুর হস্তমৈথুন করতাম আমার বির্য পাতলা ছিল।রক্ষা পেতে আমি এক কবিরাজের কাছে গিয়েছিলাম ওনি অনেক ঔষধ দিছিলো। ঐষধ গুলো খাওয়ার পর আমার বির্য অনেক গাড়ো হয়েছে তবে প্রথম 2 বসর আমার কোন যৌন ইচ্ছাই ছিল না ।এখন ইচ্ছা করে কিন্তু লিঙ্গ ঠিক মত শক্ত হয় না।বেশি উত্তেজিত হলে কোন রকম খাড়া হয়,আবার নরম হয়ে যায় ।বিয়ের বয়স হয়েছে বিয়ে করব।আপনি দয়াকরে একটা সমাধান দিন
আমি সেক্স করতে গেলে আমার কোন প্রকার লিঙ্গ শক্ত বা সেক্স করার মথো উপঝুগি হয় নাই,এটা আমার প্রথম সেক্স ছিলো,এখন কথা হলো,সাধারণত কি করলে পুরুষ অঙ্গ সেক্স করার উপঝুগি হবে,বা সেক্স করতে পারবো
প্রথম প্রথম নার্ভাসনেস থেকে এমন হতে পারে। আত্মবিশ্বাসী হলে পরে ঠিক হয়ে যাবে।
আসসালামু আলাইকুম। আমি অবিবাহিত। আমার বয়স ৩৪ প্রায়। আমি যৌন উত্তেজনা মিটাতে সবসময় হস্তমৈথুন করি, কারও সাথে মিলন করিনা। কিন্তু শয়তানের ধোকায় পরে কিছুদিন আগে একটা ছেলের সাথে সমকামীতা করেছিলাম কনডম ছাড়াই। তার ২/৩ দিন পর থেকে আমার লিংগের ছিদ্রপথ থেকে শুরু করে প্রায় ২ইঞ্চি লম্বা পর্যন্ত জায়গা ভিতরে চুলকায়। আর সামান্য একটু পানির মত রস বের হয়ে থাকে। তবে চুলকানি সহনশীল মাত্রায় আছে, অনেক কম। তারপরে প্রসাব করার সময় একটু জলে।
এখন বুঝতেছিনা আমার সমস্যা কি? গরমের জন্যকি এমন হচ্ছে নাকি অন্য কোন কারণ? দয়া করে জানাবেন।
আর হ্যাঁ, কিছুদিন যাবৎ আমার প্রসাব হালকা হলুদ হচ্ছে। আর পানি বেশি পান করলে আবার সাদা হয়।
ভাই, আমার azoosphermia দেখা দিয়েছে৷ report অনুযায়ী total count NIL বলে। এখন কি করলে better হবে? যেই ডাক্তার দেখাই, সেই বলে ঠিক হবে, কেউ sure করে কিছু বলতে চায় নাহ। আপনি যদি সত্যি টা বলতেন তাহলে ভাল হত। আমি কি চেস্টা করব না থেমে যাব?
স্যার আমার বয়স 18 বছর । আমি গড়ে প্রায় পতিদিনই হস্তমৈথুন করি। এর ফলে আমার কয়েকটি সমস্যা দেখা দিয়েছে। আমার ডান অন্ডকোষে একটা টিউমার হয়েছে। মাঝেমধ্যে চাপ পড়লে ব্যাথা করে । মনে হয় আমার অন্ডকোষ ঝুলে গেছে। মাঝেমধ্যে প্রসাব করার পর ক্রোধ দিলে বীর্য বেরিয়ে আসে। এছাড়া হস্তমৈথুনে সর্বোচ্চ দুই মিনিট পাই । আমার লিঙ্গ নিস্তেজ অবস্থায় 2 ইঞ্চি আর খাড়া হলে 4.4 ইঞ্চি হয়। আমি জানি হস্তমৈথুন খারাপ জিনিস।কিন্তু কোনভাবেই ছাড়তে পারছিনা।আমার ওজন 52 কেজি উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। এখন আমার প্রশ্ন হচ্ছে অন্ডকোষের টিউমার , ঝোলানো অন্ডকোষ , ধাতু দুর্বলতা এবং হস্তমৈথুন কাটাতে হোমিও প্যাথিক ঔষুধ খেলে কতদিনের মধ্যে সুস্থ্য হতে পারি ? জানাবেন প্লিজ !
হস্তমৈথুন খারাপ নয়। তবে মাত্রাতিরিক্ত করলে খারাপ। তবে আমরা হোমিওপ্যাথির ব্যাপারে কিছু বলতে পারি না, তাই পারলে ভালো একজন ইউরোলজিস্ট দেখাবেন।
আমি অনেক হস্তমৈথুন করেছি এখন ছাড়ার চেষ্টা করছি আমার লিঙ্গের রগ ফুলে গেছে আগের মতো উত্তেজিত হয় না,, হলে ও তারাতারি নরম হয়ে পরে আগের মতো কিছুই লিঙ্গে শক্তি পাই না, তার জন্যএকটি পরামর্শ দিন,প্লিজ,
স্যার আমার বয়স ২৪ , ৫ ফিট্ ৪ ইঞ্চি আমার লিঙ্গ ৪ ইঞ্চি এ ছোট লিঙ্গ দিয়ে কি সমস্যা হবে আর আমি ছোট বেলা থেকে খুব হৌসতোমৌদন করতাম কিন্তুু কয়ে মাস দরে করি না একখন আমার সমস্যা হচ্ছে লিঙ্গ খুব নিস্জতর হয়ে থাকে উতিজনিত কিছু দেখলে অনেক সময় খারা হয় না আর হলেও তেমন শক্তি পায় না তখন হাত দিয়ে নারা জারা করলে একটু হয় ছেরে দিলে সাথে সাথে নিস্জতর হয়ে যায় এর জন্য আমি এক যৌন ডাকটর দেখায় ছিলাম সে আমায়,androcap r evit 200 দিছিলো সে গুলো এক মাস খেয়েছি একটু ভাল মনে হচ্ছিল কিন্তু তার পর থেকে আরে সমস্যার শুরু একহন পায়খানার সময় কুত দিলে বয্য আসে লিঙ্গ দিয়ে একহন বাড়ির লোক বলে বিয়ে করলে নাকি ভাল হয় এয় রোগ আমি একহন কি করবো বুঝতে ছি না পল্জি স্যার একটু হেলপ কোরোন য়ে কি করবো একহন,,,?
আপনি একজন ভালো ইউরোলজিস্ট দেখাতে পারেন। হরমোন টেস্ট, প্রস্রাব টেস্ট করলে আসল কারণটা জানা যেতে পারে। তবে আপনাকে অবশ্যই হতাশ হলে চলবে না। আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।
আমার বয়স ১৭ বছর, আমি খুবই ছোট ঠিক আছে এই সব বিষয়ে ভাবার আমার দরকার নাই কিন্তু আমি বড় হওয়ার পর বড় কনো সমস্যা হলে ডাক্তারের কাছে গেলে লজ্জায় ডাক্তার মুখ ফেরাবে, আর বলবে আগে আসেন নি কেন. আর আপনাদের কাছে কমেন্ট করলে বলবেন আসোলে আমিতো জানিনা যে কেনো এই সমস্যা হইছে . আর বলবেন আল্লাহ ভালো করে দেক. এই যে শুনেন আমরা হলাম তরুন প্রজন্ম আর আমরা কি করতে পারি তা কেউ জানে না . তো আমাদের কমেন্ট গুলো হেলা হেলা মনে করবেন নাহ প্লিজ.
আমরা কারো কমেন্টই হেলা হেলা মনে করি না। চেষ্টা করি আমাদের সময় সুযোগ সাধ্য মতো আপনাদের সবার প্রশ্নের উত্তর দিতে।
স্যার আমার পায়খানার সময় কুত দিলে লিঙ্গ দিয়ে বয্য আসে একহন কি করতে পারি
যাতে কুত দেয়া না লাগে সেজন্য সবুজ শাকসবজি বেশি খাবেন। সমস্যার বেশি হলে একজন ভালো ইউরোলজিস্ট দেখাবেন।
আমার বীর্য পাতের পরে লিঙ্গের মধ্যে ব্যাথা হয়। ২য় বার মিলন করা সম্ভবহয়ে উঠে না
শরীর কড়া হয়ে যাচ্ছে কি না, খেয়াল করুন।
আমার বয়স ২৮ বছর।আমি সাত মাস যাবৎ বিয়ে করেছি । সঙ্গমে এখন পর্যন্ত কোন সমস্যা নেই । তবে আমি চকুরীর জন্য মাসে চার দিন তার সাথে মিলন করতে পারি। টানা দুই বা তিন দিন প্রায় ৬/৭ বার মিলন হয়।শেষ বার অল্প সময়ে মিলন শেষ হয়।
কিছুদিন এরকম হওয়ার পর এখন খুব সহজে আমার পেনিস খাড়া হয় না।এমনি ঘুমের মাঝে পেনিস খুব শক্ত হয়ে থাকে। আগের মত কিছু নেগেটিভ ভাবলে সহজে পেনিস শক্ত হয় না। এমনকি মিলনের সময়ও একটু সময় নিতে হয় খাড়া করার জন্য। এই বিষয়ে আপনার কাছে সঠিক পরামর্শ কামনা করছি।
ami goto 2 din age masterbate koresi mone sperm out hoye gese but kuno birjo poreni… tarpor gotokal gf er saghe sex koresi out hoyese but birjo poreni sir ami khub tension a achi
আমি সদ্ব্যবিবাহিত, আমার বয়স ২৪ বছর,আমার লিঙ্গ মাঝারি সাইজের।আমার উত্তেজনা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং ১মিনিট হওয়ার আগেই বীর্যপাত হয় পানির মত। এর থেকে এখন আমার কি করনীয়?
আমার বয়স 24,5.7″লম্বা, ওজন ৬০কেজি,,, আমার সমস্যা হল আমার লিঙ্গ মাঝারি মেলামেশা বেশি সময় ধরে করতে পারি না 1মিনিট এর আগে বীর্য বের হয় পানির মত পাতলা এতে আমার অনেক ভয় হচ্ছে আমার কি করণীয় ,,,,আপনি সমাধান দান দয়াকরে
আমার সমস্যা হচছে
২ বার মিলনের সময় লিংগ ধারায়না।
আর ১ বার মিলনের সময় খোবতারাতারী।
বিজরো বের হয়ে যায়।
তবে কেন জানি আমার পতিদিনি নিতে মন চায়।
পরামর্শ দেবেন কি?
sar,salam niben….
amar age 19.hight 5.6 wet 63….asol kotha holo amar lingo savabik 2′ and cikon o coto….kintu uttejito hole mota 4/4.5 hoy.
ata ki sababik?
2,কোন ব্যয়ামের কথা সবাইকে বলতেছেন,,,ব্যায়াম কিভাবে করবো একটু শিখে দিলে ভালো হয়,,,
স্যার, আমি বহুদিন ধরে হস্তমথোন করি, প্রায় ২,৩ মাস ধরে, আমার লিঙ্গের ভিতর, সবসময় ব্যাথা ব্যাথা, অনুভাব, করি, এখন আমি কি, করব, এটার কি, কোন, সমাধান আছে, বলবেন, প্লিজ?
কিছুদিন না করে দেখতে পারেন ব্যথা কমে কি না।
আমার বয়স ২১। উচ্চতা ৫’৬”। ওজন ৪৮ কেজি।
আমি ৭/৮ বছর ধরে হস্তমৈতুন করেছি। ৪/৫ মাস হচ্ছে ছেড়ে দিছি। এখন,আমার লিঙ্গ নিস্তেজ মনে হয়।পর্ন দেখে লিঙ্গে হাত দিয়ে নড়াচড়া করলে লিঙ্গ শক্ত হয় কিন্তু অল্পতেই বীর্যপাত হয়ে যাচ্ছে। আগে আমার এরকম কোন সমস্যা হয় নি। বাড়ি থেকে বিয়ে করার জন্য পাত্রি দেখছে। এখন আমি বোঝতে পারছি না কি করব।আমার রোগ কি ভাল হবে?
স্যার আমার বয়স ২৪ আমার লিঙ্গ লম্বাএক আঙ্গুলের সমার, এক মিনিট বীর্য বের হয়ে যায় আমি ১০ বছর বেশি হাত মারছি আমার লিঙ্গ অনেক চিকন ছোট ঠিক মত দাঁড়ায় না প্রস্রাব জ্বালাপোড়া করে ঘন ঘন প্রস্রাব হয় ঠিক মত ঘুম হয় না, চুল পড়ে যায়, দাডি পাতলা, চল দাডি বড হয় না এখন আমি কী করব স্যার
স্যার আমার বয়স ২৪ আমার লিঙ্গ লম্বাএক আঙ্গুলের সমান, এক মিনিট বীর্য বের হয়ে যায় আমি ১০ বছর বেশি হাত মারছি আমার লিঙ্গ অনেক চিকন ছোট ঠিক মত দাঁড়ায় না প্রস্রাব জ্বালাপোড়া করে ঘন ঘন প্রস্রাব হয় ঠিক মত ঘুম হয় না, চুল পড়ে যায়, দাডি পাতলা, চল দাডি বড হয় না এখন আমি কী করব স্যার। অনেক টেনশনে আছি
স্যার, আসসালামু আলাইকুম।
আমার বয়স ২৩, ওজন-৬০ কেজি,উচ্চতা-৫.৫”।
হস্তমৈথুন গত ২/৩ বছরে বেড়ে গিয়েছে। আবার এখন সপ্তাহে একবার না করে থাকতে পারি না। বেশিরভাগ সময় সকাল৷ ঘুম থেকে উঠে যখন দেখি স্বপ্নদোষ হয়েছে,তখন পর্ণ ভিড়িও দেখে উত্তেজিত হয়ে আবার হস্তমৈথুন করি। কিন্তু প্রায়ই সপ্তাহে একবার করে হয়।
সমস্যা হলো, স্বাভাবিক অবস্থায় যখন কোন মেয়ের ছবি দেখলে লিঙ্গ একটু খাঁড়া হলেই সামান্য পিচ্ছিল পদার্থ বের হয়। এটা থেকে পরিত্রাণ পাবার উপায় কি আর এটা বের হলে নাপাক হয়ে যাবো কিনা যদি বলে সাহায্য করতেন! আবার গত ৪/৫ মাস ধরে প্রতি ২ঘন্টা পর পর প্রসাবের বেগ আসে
যদি একটু এই সমস্যা থেকে উদ্ধার করতেন!
স্যার, আসসালামু আলাইকুম।
আমার বয়স ২৩, ওজন-৬০ কেজি,উচ্চতা-৫.৫”।
হস্তমৈথুন গত ২/৩ বছরে বেড়ে গিয়েছে। আবার এখন সপ্তাহে একবার না করে থাকতে পারি না। বেশিরভাগ সময় সকাল৷ ঘুম থেকে উঠে যখন দেখি স্বপ্নদোষ হয়েছে,তখন পর্ণ ভিড়িও দেখে উত্তেজিত হয়ে আবার হস্তমৈথুন করি। কিন্তু প্রায়ই সপ্তাহে একবার করে হয়।
সমস্যা হলো, স্বাভাবিক অবস্থায় যখন কোন মেয়ের ছবি দেখলে লিঙ্গ একটু খাঁড়া হলেই সামান্য পিচ্ছিল পদার্থ বের হয়। এটা থেকে পরিত্রাণ পাবার উপায় কি আর এটা বের হলে নাপাক হয়ে যাবো কিনা যদি বলে সাহায্য করতেন! আবার গত ৪/৫ মাস ধরে প্রতি ২ঘন্টা পর পর প্রসাবের বেগ আসে। আর ১সপ্তাহ ধরে নিয়মিত ব্যায়াস ও করছি।
যদি একটু এই সমস্যা থেকে উদ্ধার করতেন!
আমি 2008 কি 2009 থেকে ২০১৯ অবধি হস্তমৈথুন করেছি।
তবে ২০২০ এর 1st জানুয়ারি থেকে আর কখনো হস্তমৈথুন করিনি তবে কিছু ব্যাপার হয়েছে তা হল কেউ কারো সাথে sex করছে বা আমি কারো সাথে sex করছি এরকম অনেকক্ষণ ধরে মনের মধ্যে ভাবলে অনেকক্ষণ পরে প্যান্ট ভিজে যায় sperm বেরিয়ে যায মনে হয়। এছাড়া আমার penis পায়ের ওপর রেখে sex নিয়ে একই জিনিস ভাবলেও সেই প্যান্ট ভিজে যায় তরল আঠালো জিনিস বার হয়ে এছাড়া আমার penis এর ওপর হাত বা হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে sex এর কথা ভাবলেও sperm বেরিয়ে যায়। কিন্তু আমার এসব সমস্যা ছিল না।
এমনকি ২০১৩ তে ছিল তো না ২০১৪ তেও সম্ভবত ছিল না এই সব সমস্যা।
কিন্তু ২০১৯এ হসকতমৈথুন ছাড়ার পর ২০২০ তে শুরু হয়েছে এসব সমস্যা। মাঝে একবার একদিন আমার penis এর ওপর হাত দিয়ে ডলেছিলাম sex এর কথা ভেবে তখনও sperm বেরিয়েছিল।
আমি ২০০৮ কি ২০০৯ থেকে ২০১৯ অবধি হস্তমৈথুন করেছি তবে ২০২০ থেকে আর কখনো করিনি। তবে এই 2020 থেকে কিছু সমস্যা দেখা দিয়েছে তা হল অনেকক্ষন ধরে sex নিয়ে ভাবলে মানে কোনো সুন্দরীর সাথে sex করছি দৃশ্য গুলো ভাবলে বা কারো সুন্দরী wife এর সাথে sex করছি সেই দৃশ্য অনেকক্ষন ধরে ভাবলে বীর্য বের হয়ে যায় আমার নুনুর ওপর হাত দিয়ে চাপ দিয়ে sex নিয়ে এরকম same চিন্তা ভাবনা করলেও বীর্য বের হয় সোজা হয়ে শুয়ে নুনু টা পায়ের থাইয়ের ওপরে রেখে পা নাড়াতে নাড়াতে একই রকম ভাবনা চিন্তা করলেও আমার বীর্য বের হয়ে যায়। আর একদিন নুনুর ওপর হাত দিয়ে ডলে দিয়েছিলাম তাতেও বীর্য বেরিয়ে ছিল। আগে আমার এইসব সমস্যা ছিল না। আমার নুনুও আগের মতো আর অতটা strong নেই এখন হয়তো দুর্বল হয়ে গেছে আগের থেকে অনেক। আগের মতো শক্ত শবল কঠিন ভাবে অতোটা খাড়া হয় না। আমারয ময়স 24 বছর। আমার সমস্যা কী আর কী করা উচিত জানাবেন দয়া করে। ধন্যবাদ।
স্যার আমার শুভেচ্ছা নিবেন!!
আমার লিঙ্গের সাইজ ৫.৬” আমার লিঙ্গ বেশ মোটা ও সুন্দর শক্তিশালী ছিল।গত কিছুদিন আমি একটা সম্পর্কে জড়িয়ে গেছি..আমার পার্টনারের সাথে আমার সেক্সুয়াল বিষয়ে আলাপ হয় আমি তার কাছেও যাই আমার শবীরে প্রচুর সেক্স বাড়ে কিন্তু আমি তার সাথে কিছুতেই সেক্স করিনা।এমন অবস্থা নিয়েই আমি তার কাছ থেকে চলে আসি আস্তে আস্তে আবার আমার সেক্স আবার নিয়ন্ত্রণে আসে।
কিন্তু গত কিছু দিনের এই সম্পর্কে আমার লিঙ্গটা দিন দিন চিকন ও দুর্বল হয়ে যাচ্ছে কারন টা কি এবং এরথেকে বাচার উপাই কি দয়া করে একটু বলবেন স্যার??
উত্থিত মানে শক্ত হওয়া এবং বীর্যপাত না করেই আবার নরম হওয়া–ঘন ঘন এমন হলে এরকম হতে পারে। যখন দেখবেন সেক্স করা যাচ্ছে না বা বীর্যপাত করার উপায় নেই, তখন চেষ্টা করবে নিজেকে কন্ট্রোল করতে, সেক্স নিয়ে চিন্তা না করতে।
assalamulikum sir ami akjon student and ami akn 2 nd yer a pori and ami jkn 15 yer cilam tkn teaky ami masturbation kri and akn 5 yer hlo bt akno krtea ci akn amr lingo teaky durgondo asa and aka barea choto hoyea gacay and aga mota guara chikon hoyea gacy amr lingo ar and amr pray somey prossoav hoi and ami kob kstea aci na parci sojjo krtea na parci kaw k bltea and amr lingo mora sap ar mto hoyea gacy akn o i ta akn ager mto kaj krea na and duruto birjo ber hoyea jai and apnr nmber ta dilea aktu upokar hoto sir plz sir amky bacan amr baba ma janlea atto hotta krea falbn sir ai sob ami akn ki krbo babea pacci na akmatro apni amky vacatea paren akn allha apnky amr kacea patiyea can hlp krar jnno sir plz ami bacbo na sir apnr nmber ta dan ami bactea cai plz hlp me sir plzzzzzz sir apnr nmber ta din
Amr lingo jokhon normal thake Tokhon amr lingo theke olpo olpo koree blood and bijjjo ber hoy.abar
Jokhon amr lingo darai tokhon amr lingote onek betha koree .prosrab korar somoy otirikto bethaa koree plzz bolen. Amr ki hoiche
আমি গত প্রায় ১মাস ধরে খেয়াল করছি যে আমার পুরুষাংগ উত্তেজিত হয় না। নিজে হাত দিলে একটু উত্তেজিত হলেও তা ১ মিনিটের বেশী স্থায়ী হয় না। অথচ ১মাস আগেও উত্তেজনায় কখনো কখনো সব ভেঙ্গে ফেলতা ইচ্ছা করত। আজ কাল নারী দেহ বা *যৌ*ন*তা নিয়ে কোন রকম কল্পনাও কাজ করে না। যা আগে করত। আমার বয়স ২৯, অবিবাহিত। আমার উচ্চ রক্ত চাপ রয়েছে, গত ৬ মাস চিকিতসা করে হেপাটাইটিস বি থেকে সুস্থতা লাভ করেছি।
আমার এই সমস্যা্র কারণ কি, আর কি করলে আগের মতো *যৌ*ন* ক্ষমতা ফিরে পাব?
আমি গত প্রায় ১ বছর ধরে খেয়াল করছি যে আমার পুরুষাংগ উত্তেজিত হয় না। নিজে হাত দিলে একটু উত্তেজিত হলেও তা ১ মিনিটের বেশী স্থায়ী হয় না। অথচ ১বছর আগেও উত্তেজনায় কখনো কখনো সব ভেঙ্গে ফেলতা ইচ্ছা করত। আজ কাল নারী দেহ বা *যৌ*ন*তা নিয়ে কোন রকম কল্পনাও কাজ করে না। যা আগে করত।
আমার এই সমস্যা্র কারণ কি, আর কি করলে আগের মতো *যৌ*ন* ক্ষমতা ফিরে পাব?
আমি গত প্রায় ১মাস ধরে খেয়াল করছি যে আমার পুরুষাংগ উত্তেজিত হয় না। নিজে হাত দিলে একটু উত্তেজিত হলেও তা ১ মিনিটের বেশী স্থায়ী হয় না। অথচ আগেও উত্তেজনায় কখনো কখনো সব ভেঙ্গে ফেলতা ইচ্ছা করত। আজ কাল নারী দেহ বা *যৌ*ন*তা নিয়ে কোন রকম কল্পনাও কাজ করে না। যা আগে করত। আমার বয়স ২১।
আমার হস্তমৈথুনের অভ্যাস ছিল খুব ছোট কাল থেকে
লাষ্ট একবছর একটু বেশি করা হতো
আমার এই সমস্যা্র কারণ কি, আর কি করলে আগের মতো *যৌ*ন* ক্ষমতা ফিরে পাব?
স্যার, আমার বয়স ২১ আমি র্দীঘ দিন থেকে হস্তমৈথুন অভ্যস্ত,
কিন্তু গত এক মাস থেকে আমার পেনিস শক্ত হচ্ছে না,
আমার ভিতরে সেক্সুয়ালি কোন পিল কাজ করে না,
কোন মেয়ে বন্ধুর সাথে কথা বলতে ইচছা করে না,
এক কথায় কেমন জানি হয়ে গেছি,
আগে শরীর গরম হলে সব কিছু মনে হয় ভেঙ্গে ফেলতে পারবো
এখন কোন পিল কাজ করে না
সবসময় অস্তিত্ব কাজ করে
গতকিছু দিন পরিবার মোবাইল মাধ্যমে আমার বিয়ে দে
এখন কী করবো?
আমার কিছু দিন যাবত খুব যৌন চাহিদা বাড়ছে কিন্তু বিয়ে করি নাই তো স্বাবিক থাকার জন্য কি করতে পারি
স্যার..প্রথমে আমার সালাম নিবেন। নাম প্রকাশ্যে অনিচ্ছুক, আমার বয়স ২৩ এর উপরে, আমার লিঙ্গটা স্বাভাবিকা অবস্থায় ২” ২.৫ ইণ্ঞি হয়ে থাকে। আর খারাপ চিন্তা করলে আমার ৫”৫,৬”হয়। যখন প্রেমিকার সাথে সহবাস করি ২/৩ মিনিটের বেশি থাকতে পারিনা এর পরে লিঙ্গটা সতেজ হয়ে থাকে আর দাড়ায় না। আর লিঙ্গের মাঝখানে ছোট ছোট দানার মতো অনেকটা হয়ে গেছে,সেটা হাত দিয়ে চামড়া টান দিলে চুলকায় এখন কি করতে পারি। স্যার জানাবেন প্লিজ।
কোন ঔষুধ খাওয়া মাত্র ধোন খাড়া আর শক্ত হয়ে যাবে ?? আর কোথায় পাওয়া যাবে যদি এমন ঔষুধ থাকে ??