প্রশ্ন: শিশুর হাঁপানি এড়াতে কী করা উচিত?
উত্তর: অ্যালার্জি সৃষ্টিকারী বস্তু থেকে শিশুকে দূরে রাখতে হবে। এর মধ্যে অন্যতম হলো ঘরের কার্পেট। পরিষ্কার পর্দা, বিছানা ও পোশাক ব্যবহার করতে হবে। লোমওয়ালা কোনো খেলনা শিশুকে দেওয়া ঠিক হবে না। এর কারণ, এসবে প্রচুর ময়লা জমে থাকলেও টের পাওয়া যায় না। এই লোমজাতীয় অংশ বা তন্তু শিশুর জন্য অ্যালার্জির উপাদান হিসেবে কাজ করতে পারে। এর পরও দরকার পর্যাপ্ত আলো-বাতাসসমৃদ্ধ ঘর।
ডা. নন্দলাল দাশ
শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ২৯, ২০১৩
Leave a Reply