ক্যানসার রোগের চিকিৎসায় চিকিৎসকের পরিবর্তে কম্পিউটারের ব্যবহার হয়তো শিগগিরই শুরু হবে। বিজ্ঞানীরা গাণিতিক সূত্রনির্ভর একটি সফটওয়্যার উদ্ভাবন করেছেন। এটি ক্যানসারে চিকিৎসায় (রেডিওথেরাপি বা কেমোথেরাপি) রোগীর সম্ভাব্য সাড়া সম্পর্কে ব্যক্তি চিকিৎসকের চেয়ে ভালো পরামর্শ দিতে পারবে বলে দাবি করা হচ্ছে। জিনগত নকশাসহ রোগীর সম্পর্কে যত বেশি তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে, এ সফটওয়্যার সম্ভাব্য চিকিৎসায় সাফল্য সম্পর্কে তত কার্যকর পরামর্শ দিতে পারবে। নেদারল্যান্ডসের মাসট্রিখ্ট ইউনিভার্সিটি মেডিকেল হসপিটালের গবেষক কাখি ওবেখেই ও তাঁর সহযোগীরা ওই সফটওয়্যার তৈরির লক্ষ্যে কাজ করছেন। তিনি বলেন, অপ্রয়োজনীয় চিকিৎসা প্রয়োগ করে ক্যানসার রোগীকে যন্ত্রণা দেওয়াটা অনৈতিক। তাই রোগীর জন্য নির্দিষ্ট সফটওয়্যারটি এমনভাবে তৈরি করা হবে, যাতে সেটি চিকিৎসা পদ্ধতি অনুসরণের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারবে।
টেলিগ্রাফ।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৪, ২০১৩
Leave a Reply