প্রশ্ন: প্রথম সন্তান অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে হলে পরবর্তী সন্তানের ক্ষেত্রেও তা-ই করতে হবে?
উত্তর: এটা নির্ভর করে কী কারণে অস্ত্রোপচার করা হয়েছিল, তার ওপর। যদি অসমান বা সংকুচিত প্রসবপথ হওয়ার কারণে হয়ে থাকে, তবে একই কারণে পরের বারও অস্ত্রোপচার করতে হতে পারে। যদি মায়ের অনিয়ন্ত্রিত রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, বিলম্বিত প্রসব, অতি রক্তপাত, বড় শিশু ইত্যাদি কারণে অস্ত্রোপচার করতে হয়, তবে পরের বারও সতর্ক থাকতে হবে।
অধ্যাপক ফারহানা দেওয়ান,
স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৩, ২০১৩
Leave a Reply