সুদর্শন মানুষকে কি রাগী অবস্থায়ও সুন্দর দেখায়? অনাকর্ষণীয় চেহারার মানুষের হাস্যমুখও কি কোনো পরিবর্তন আনতে পারে না? যুক্তরাজ্যের বিজ্ঞানীদের গবেষণায় এসব প্রশ্নের নতুন উত্তর পাওয়া গেছে।
জার্নাল অব ননভার্বাল বিহেভিয়ার সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, সুদর্শন নারী বা পুরুষ ক্রুদ্ধ, বিরক্ত, বিস্মিত বা আতঙ্কিত হলেও তাঁদের সৌন্দর্য অম্লান থাকে। ভেংচি কাটলে বা ভ্রু কুঁচকে তাকালেও তাঁদের সুন্দর দেখায়। অপর দিকে, অনাকর্ষণীয় ব্যক্তির বিস্তৃত হাসিও তাঁর সৌন্দর্য তেমন বাড়াতে পারে না। কারণ, তাঁদের অভিব্যক্তির চেয়ে চেহারাটাই অন্যদের কাছে বেশি গুরুত্ব পায়। তবে বন্ধুত্ব গড়ার ক্ষেত্রে অভিব্যক্তি কিছুটা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
ব্যক্তির মুখমণ্ডলের অপরিবর্তনীয় ও কঠিন টিস্যুগুলোই অন্যের কাছে তাঁর গ্রহণযোগ্যতা নির্ধারণ করে। গবেষণায় মোট ১২৮ জন নারী-পুরুষের কাছ থেকে সৌন্দর্যবোধ সম্পর্কে তথ্য নেওয়া হয় এবং ৩০ জন নারী-পুরুষের ছবি তোলা হয়। এসব ছবিতে তাঁদের সুখী, অভিব্যক্তিহীন, বিষাদময়, বিস্মিত, আতঙ্কিত ও বিরক্ত ভঙ্গি ধরা পড়ে। সৌন্দর্য নির্ধারণে গবেষণায় অংশগ্রহণকারী নারী-পুরুষেরা প্রায় একই রকম মতামত দিয়েছেন।
ইনডিপেনডেন্ট ও টেলিগ্রাফ।
Leave a Reply