নারীর মস্তিষ্কের আকৃতি পুরুষের মস্তিষ্কের তুলনায় ৮ শতাংশ কম হলেও কার্যকারিতার দিক থেকে এগিয়ে রয়েছে। লস অ্যাঞ্জেলেস ও মাদ্রিদের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। তুলনামূলক ছোট আকারের মস্তিষ্ক ধারণ করা সত্ত্বেও নারী কীভাবে বুদ্ধিমত্তায় পুরুষের সঙ্গে পাল্লা দেন, তা বিজ্ঞানীদের কাছে দীর্ঘদিন একটি রহস্য ছিল। যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকায় প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, নারীর মস্তিষ্ক তুলনামূলক কম শক্তি ও স্নায়ু ব্যবহার করেই জটিল কাজকর্ম সম্পন্ন করতে পারে। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ট্রেভর রবিনস বলেন, মস্তিষ্কের আকৃতি কোনো ব্যাপার নয়, এই গবেষণার ফলাফলে সেটা প্রমাণ হয়েছে। তুলনামূলক ছোট মস্তিষ্ক বিভিন্ন স্নায়ুকোষকে আরও নিবিড়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
টেলিগ্রাফ।
Leave a Reply