সব গর্ভবতী নারীর হেপাটাইটিস-বি-এর জন্য গর্ভধারণের পর রক্ত পরীক্ষা করা প্রয়োজন। গর্ভকালীন হেপাটাইটিস-বি ধরা পড়লে সন্তান জন্মদানের পর পরই (১২ ঘণ্টার মধ্যে) বিশেষ ব্যবস্থা নিতে হয়, যেন সন্তানের রক্তে হেপাটাইটিস-বির সংক্রমণ না ঘটে। জন্মের সঙ্গে সঙ্গেই শিশুকে এক ডোজ হেপাটাইটিস-বির টিকা এবং এক ডোজ হেপাটাইটিস-বি ইমিউনগ্লোবিউলিন দিতে হবে। আবার জন্মের এক মাস পর দ্বিতীয় ডোজ এবং দ্বিতীয় ডোজের দুই মাস অথবা প্রথম ডোজের চার মাস পর তৃতীয় ডোজ হেপাটাইটিস-বির টিকা দিলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে সারা জীবনের জন্য হেপাটাইটিস-বির বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চিত করা সম্ভব। মায়ের হেপাটাইটিস-বি থাকলেও সন্তানকে বুকের দুধ পান করাতে কোনো বাধা নেই।
অধ্যাপক মো. আবদুর রহিম মিয়া
(অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা)
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ১৪, ২০১২
Leave a Reply