উচ্চ রক্তচাপের চিকিৎসায় এবং হূৎপিণ্ডে স্বল্প রক্ত সঞ্চালনের জন্য কিছু উপসর্গ হয়; বেটা ব্লকার সেগুলোকে কমিয়ে রোগীর প্রত্যাশিত আয়ু বাড়িয়ে দেয়। অ্যাটিনলল, মেটপ্রোলল, বিসোপ্রোলল এসব ওষুধ বেটাব্লকার শ্রেণীর। বেটাব্লকারসমূহ সাধারণত অ্যাজমাতে ব্যবহার করা হয় না, কারণ সেগুলো ফুসফুসের বায়ুপ্রবাহ বাধাগ্রস্ত করতে পারে। কিছু কিছু রোগীর বেটাব্লকার ব্যবহারে পুরুষত্বহীনতা দেখা দিতে পারে। নতুন আবিষ্কৃত বেটাব্লকার নেবিভোলল অ্যাজমা রোগীকেও নিরাপদে দেওয়া যায় এবং পুরুষত্বহীনতার মতো সমস্যা দেখা যায় না। তাই এই নতুন আবিষ্কার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পুরুষের ব্যক্তিগত জীবনের জন্যও সহনীয় হয়ে থাকে।
কে এম এইচ এস সিরাজুল হক
অধ্যাপক, কার্ডিওলজি অধ্যাপক, কার্ডিওলজি
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০৭, ২০১২
Leave a Reply