বাংলাদেশে সমীক্ষা অনুসারে এক কোটি ১৬ লাখ মানুষ হাঁপানিতে ভোগে। এর মধ্যে ৪১ লাখই শিশু। হাঁপানি বা অ্যাজমার চিকিৎসা ও নিয়ন্ত্রণে ইনহেলার সবচেয়ে কার্যকর। অনেকের মনে ধারণা আছে, অ্যাজমার জন্য ট্যাবলেট বা সিরাপের চেয়ে ইনহেলার একটি শক্ত ধরনের চিকিৎসা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইনহেলার অত্যন্ত মৃদু অ্যাজমাতেও দারুণভাবে কার্যকর। এমনকি শিশুদের যখন কোমল ধরনের চিকিৎসা দিতে হয়, তখনো ইনহেলারকেই চিকিৎসকেরা প্রথম পছন্দ হিসেবে বেছে নেন। ট্যাবলেট বা সিরাপের চেয়ে এটি অনেক সাশ্রয়ী এবং সহজে ব্যবহারযোগ্য।
অধ্যাপক এফ এম সিদ্দিকী
মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ৩১, ২০১২
Leave a Reply