জ্বর কোনো রোগ নয়, রোগের উপসর্গ। অনেক জ্বরেই কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। জ্বর হলে রোগীকে কাঁথা কম্বল চাপা না দিয়ে খোলামেলা রাখতে হবে, একটা পাতলা চাদর অথবা কাঁথা-ব্যবহার করা যেতে পারে। জ্বরে যেহেতু প্রচুর পানি শরীর থেকে বেরিয়ে যায়, তাই প্রচুর পানি খেতে হবে। স্বাভাবিক খাবার খেতে হবে। সর্দি জ্বরে পাতলা চিকেন সুপ উপসর্গ কমায়। কুসুম গরম পানিতে সারা শরীর স্পঞ্জ করে দিলে দ্রুত জ্বর কমে যায়। ১০২ ডিগ্রির ওপরে জ্বর না উঠলে জ্বর নিবারক প্যারাসিটামল খাওয়ার প্রয়োজন নেই।
খান আবুল কালাম আজাদ
অধ্যাপক মেডিসিন, ঢাকা মেডিকেল কলেজ
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৭, ২০১২
MD. HABIBULLAH
আমার শরীলে সবসময় জ্বর থাকে।মাপলে জ্বর পাওয়া যায় শরীলে।তবে আমার শরীরে ব্যাথা আছে মেরুদণ্ডের পাশ দিয়ে ও কোমড়ের বাম বা শে।ডাক্তার বলছে আমার মাসেলগুলো শক্ত হয়েছে তাই ব্যাথার সাথে জ্বর আছে। ঘাবড়ানোর কিছু নেই।এখন কি করা উচিৎ।বিশেষ করে সম্পূর্ণ মেরুদন্ডের বাম ও ডান পাশ দিয়ে ব্যাথা।