বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভোগে। প্রায় এক-তৃতীয়াংশ রোগীর ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ থাকে না, তাই উচ্চ রক্তচাপে ভোগা অনেক মানুষ কোনো দিন জানতেই পারে না যে সে এ রোগে ভুগছে। ৪০-এর বেশি বয়সী সবার বছরে দুবার রক্তচাপ মেপে দেখা উচিত। চিকিৎসা না করলে উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ফেইলর, অন্ধত্ব হতে পারে। তবে উচ্চ রক্তচাপ প্রতিরোধযোগ্য। তেল, চর্বি, মিষ্টি ও লবণ কম খেলে, ওজন নিয়ন্ত্রিত রাখলে, নিয়মিত এক নাগাড়ে সকালে বা সন্ধ্যায় ৪৫ মিনিট হাঁটলে, সবুজ শাকসবজি ও ফলমূল খেলে উচ্চ রক্তচাপ হওয়ার আশঙ্কা কমে যায়। উচ্চ রক্তচাপের ওষুধচিকিৎসকের পরামর্শ ছাড়া হঠাৎ করে বন্ধ করা যাবে না, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও।
কে এম এইচ এস সিরাজুল হক
কে এম এইচ এস সিরাজুল হক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান কার্ডিওলজি, মডার্ন মেডিকেল কলেজ
রাজিব
আমার বয়স ২৪ কিছু দিন হোল আমার বুকের বাম পাশে ব্যাথা করতেছে ,আমার পেসার ১১০।৯০ যা খাই তাই গ্যাস হয় কি করবো আমার ভয় করতেছে ,দয়াকরে পরামর্শ দিবেন আশা করি ।
Bangla Health
নিয়মিত ব্যায়াম করেন। আপাতত ভোর বেলা দৌড়াতে পারেন। আর অল্প অল্প করে ঘনঘন খাবেন। তেল, মসলা কম খাবেন।
দূর দিগন্ত
sir ….আমার উচ্চ রক্তচাপ আছে …..
আমি কি sex এ পারদর্শী হতে পারব …….
আমার উচ্চতা :৫’৭”
ওজন :৬৯ kg
আমার কি করা উচিত …..?সম্প্রতি আমার বিয়ের কথা চলছে……….
Bangla Health
ব্যায়াম করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারেন। ঔষধ খাওয়া শুরু করলে খেয়ে যেতে হবে। খাওয়া-দাওয়া বেছে বেছে খেতে হবে।