অ্যান্টিবায়োটিক ব্যবহারে দায়িত্বশীল না হলে জীবাণুসমূহ অ্যান্টিবায়োটিকে অকার্যকর হয়ে যেতে পারে। ফ্লু অথবা সর্দি জ্বরের মতো ভাইরাসজনিত অসুখে অ্যান্টিবায়োটিকের কোনোই ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক ভাইরাসজনিত রোগ সারায় না। এ ছাড়া অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ না করলে জীবাণুসমূহ পরে অকার্যকর হয়ে যেতে পারে। যেসব স্থানে অ্যান্টিবায়োটিকের অনেক ব্যবহার হয়, যেমন হাসপাতাল বা ক্লিনিক, সেসব স্থানে নানা ধরনের জীবাণু ছড়িয়ে থাকে। সে কারণে শুধু সামাজিকতা রক্ষার জন্য হাসপাতালে সুস্থ ব্যক্তির আগমন নিরুৎসাহিত করা হয়।
কাজী তারিকুল ইসলাম
অধ্যাপক মেডিসিন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ১২, ২০১২
Leave a Reply