আমেরিকান ক্যান্সার সোসাইটির জার্নাল ’ঈধহপবৎ’ পত্রিকায় স্থূলতার সাথে মহিলাদের ওভারিয়ান ক্যান্সারের সম্পর্কিত এক গবেষণা তথ্য প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয় মোটা বা স্থূলকায় মহিলাদের ওভারিয়ান ক্যান্সার খুবই ঝুঁকিপূর্ণ। স্থূলকায় মহিলাদের ওভারিয়ান ক্যান্সার থেকে আরোগ্যের সম্ভাবনাও স্বাভাবিক ওজনের মহিলাদের চেয়ে কম। স্থূলকায় মহিলাদের ফ্যাট সেলের গঠনও তুলনামূলকভাবে স্বাভাবিক ওজনের মহিলাদের ফ্যাট সেল থেকে ভিন্ন।
সমীক্ষায় গবেষকরা অভিমত দেন যে ফ্যাট কোষ এমন ধরনের হরমোন বা প্রোটিন তৈরি করে যা ওভারিয়ান ক্যান্সারগ্রস্ত রোগীর ক্যান্সার কোষের বৃদ্ধিকে ত্বরাম্বিত করে। (উৎ· খর)। উল্লেখ্য, আমেরিকা ও উত্তর ইউরোপে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।
বিজ্ঞানীরা স্থূলতার (ঙনবংব) সাথে ক্যান্সারের জৈবিক যোগসূত্র খুঁজতে তৎপর এবং এ ব্যাপারে কোষের মলিকিউলার পর্যায়ে গবেষণা অব্যাহত রয়েছে।
————————
কায়েদ-উয-জামান,
সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, শহীদ জিয়াউর রহমান কলেজ জামালপুর।
দৈনিক ইত্তেফাক, ১২ এপ্রিল ২০০৮
Leave a Reply