এই বর্ষায় প্রকৃতি থাকে ভেজা ভেজা। বর্ষা ফুরালেই কড়া রোদ ওঠে। ঘামে ভেজে শরীর। এমন আবহাওয়া ফাঙাস বা ছত্রাকের জন্য বড্ড অনুকূল। খুব সহজেই এ আবহাওয়ায় ছত্রাক মানুষের ত্বকে রোগ তৈরি করে। কিছু কিছু ছত্রাক আছে যারা স্বাভাবিক অবস্থায় কোনো ক্ষতি করে না। তবে অ্যান্টিবায়োটিকের অপব্যবহারে ছত্রাকবিরোধী প্রতিরোধ ক্ষমতা যখন কমে আসে তখন এ নিরীহ ছত্রাকও ক্ষতিকর হয়ে ওঠে। ছত্রাক এই সময়টায় সাধারণত বহিঃসংক্রমণ অর্থাৎ ত্বক, চুল, নখে সংক্রমণ ঘটায়। এ ছাড়া ত্বকের নিম্নস্থ সংক্রমণ ও দেহ অভ্যন্তরেও সংক্রমণ ঘটাতে পারে।
কেন এই ছত্রাকের আক্রমণ
পরিষ্কার-পরিচ্ছন্নভাবে জীবনযাপন না করা।
যাদের পা ঘামে, তারা যদি দীর্ঘ সময় জুতা-মোজা পরে থাকে।
আক্রান্ত ব্যক্তি থেকে সহজেই সুস্থ দেহে সংক্রমণ ঘটতে পারে।
অল্প জায়গায় অধিক লোকের বসবাস হলে।
ঘরে আলো-বাতাসের কমতি থাকলে।
খালি পায়ে কাদা মাটি জলের সংস্পর্শে এলে ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকে।
প্রতিরোধ হবে যেভাবে
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে সব সময়।
ঘামে ভেজা শরীর মুছে ফেলতে হবে।
দীর্ঘ সময় যাদের জুতা পরে থাকতে হয়, সময় পেলে ধুয়ে ফেলতে হবে পা।
ডা. সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১১, ২০১২
শুভ
আমার দুই পা এঁর চিপাতে দীর্ঘ দিন যাবত চুলকাত ।আমি ও তাই তাই চুলকাতাম কিন্ত এখন আমার এই দুই জায়গা সাদা হয়ে গেসে।আখন চুলকালে অনেক বেথা পাই।আমার বয়স ২০।ওজন ৬০ উচ্চতা ৫;৬।আমি ডাক্তার এর কাসে জেতে পারিনা।অঙ্ক uneasy feel হয়
।তাই আমকে ঐখানে উত্তর
তা দিন।
Bangla Health
পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। গোসল করার সময় ভালো করে পরিস্কার করবেন। তারপর কাপড় দিয়ে পানি মুছে নেবেন। সুতীর আণ্ডারওয়ার পরবেন। বেশী টাইট না হওয়ার ভালো।
saif
Bangla font a likhte na parai sorry.
Vai anekdin dhore amar 2i urur gorai mane penis er pashe chulkai. Pevisone, itch guard cream use korar por ektu komleo puropuri jaina. Pore abaro bere jai. Beshi chulkale atalo ros ber hoi. Oi jaigatai kalo kalo dag hoia gece. Mone hoi dad. Amar boyos 23. Plz suggest me.
Bangla Health
এলার্জির কারণে হচ্ছে। পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। প্রতিদিন ঠাণ্ডা পানিতে ভালো করে পরিস্কার করবেন। ধূলা-বালি এড়িয়ে চলবেন। একটু ঢিলে-ঢালা সুতীর পোষাক পরবেন।
কোন খাবারে এলার্জি থাকলে সেটা পরিহার করবেন।