বাংলাদেশে হেপাটাইটিস বি এবং সির (ভাইরাল হেপাটাইটিস) প্রকোপ বিস্তর। দেশের মোট জনসংখ্যার ৪ থেকে ৭ শতাংশ হেপাটাইটিস বি এবং ১ থেকে ৩ শতাংশ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। এই দুই ভাইরাস ক্রনিক হেপাটাইটিস, লিভার সিরোসিস, লিভার ক্যানসার ও লিভার ফেইলরের প্রধান কারণ। এ দুটি ভাইরাস অনেক সময় উপসর্গহীনভাবে থাকে এবং নানাভাবে একজন থেকে অন্যজনে সবার অজান্তে বিস্তার লাভ করে। অবশেষে একদিন জটিল আকার ধারণ করার পর নির্ণীত হয়, যখন আর করার তেমন কিছু থাকে না। তাই এই দুই ভাইরাসকে বিশ্বব্যাপী ‘নীরব ঘাতক’ হিসেবে গণ্য করা হয়। আশার কথা হলো, ব্যাপক গণসচেতনতার মাধ্যমে এই দুই ভাইরাস বহুলাংশে প্রতিহত করা সম্ভব। যেকোনো ব্যক্তির শরীরে হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের উপস্থিতি নির্ণয়ের পর তিনি শুধু শারীরিকই নন, অর্থনৈতিক, সামাজিক ও মানসিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং অনেক সময় নিরাশ হয়ে অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিকর চিকিৎসার শরণাপন্ন হয়ে আরও জটিলতার সৃষ্টি করেন। এসব কারণেই হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত ব্যক্তি এবং তাদের পরিবার ও বন্ধুদের সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ ২ জুন জাতীয় জাদুঘর মিলনায়তনে এক সম্মেলনের আয়োজন করে। এ ধরনের আয়োজন বাংলাদেশে এটাই প্রথম। এতে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৭০০ হেপাটাইটিস বি এবং সি আক্রান্ত রোগী ও তাদের পরিবার অংশ নেন। স্বাগত বক্তব্য দেন লিভার ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব অধ্যাপক এম আনিসুর রহমান এবং মূল বক্তব্য পেশ করেন লিভার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী।
স্বাস্থ্যকুশল ডেস্ক
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ২০, ২০১২
Robi
২০০৪ সালে আমার শরীরে হেপাটাইটিস বি ধরা পড়ে ।এখনো আমি সম্পূর্ণ সুস্থ । যদিও ডাক্তারের পরামর্শ মতে infovir ঔষধটি আট মাস সেবন করেছিলাম ।আমার আর্থিক অবস্হা ভালো না ।তাই সল্প ব্যয়ে সুচিকিৎসা কোথায় পেতে পারি জানালে খুসি হবো ।আমার বাড়ি চট্টগ্রামে ।
Bangla Health
সরকারি হাসপাতালের দেখতে পারেন।
jewel
স্যার আমার সমস্যা হলো আমার খিদা আছে কিন্তু খেতে পারিনা। মুখে দিলে তা বের হয়ে আসতে চায়। বমি বমি ভাব আসে, খাবার খেতে ইচ্ছে করে না। আমার বয়স ২৪ বছর। ওজন ৪৩ কেজি। ৩ মাস আগে আমি আল্টাস্নোগ্রাফ করেছি সেখানে আমার রিপোর্ট এটা
Ultrasound Examination of Abdomino-pelvic organs:
Liver: Liver is mildly enlarged in size. However, hepatic parenchymal echotexture and echodensity are uniform. No focal hyper or hypo-echoic lesion is seen in the liver. Intrahepatic portion of IVC is normal. Portal vein is normal. Porta-hepatis is normal.
এতে কি কোন সমস্যা আছে যে লিভার লার্জ করনে। এটা কি কোন বড় সমস্যা। আমি এখন কি করতে পারি আপনার উত্তরের অপেক্ষায় রহিলাম স্যার।
Bangla Health
রিপোর্টে তেমন সমস্যা নাই। লিভারের মাপ কি নির্ণয় করা হয়েছিল?
হয়তো কিছুটা ছোট বলে একবারে বেশি খেলে আপনার হজম ঠিক মতো হচ্ছে না। সে কারণে গ্যাস বা বুকজ্বলার মত সমস্যার সৃষ্টি হয় বলে খেতে ভয় লাগে।
আপনি অল্প অল্প করে ঘন ঘন খাবেন। এতে খাওয়ার রুচি বাড়বে এবং বমি ভাব কমে যাবে। বাড়তি চাপ অনুভব করবেন না।
আর নিয়মিত কিছু একটা ব্যায়াম করুন।