বিভিন্ন ধরনের অ্যালার্জেন যেমন-ধুলা-বালি, ধোঁয়া, ফুলের রেণু, কলকারখানার নির্গত বিষাক্ত গ্যাস, গাড়ির ধোঁয়া, বিশেষ কিছু খাবার, ওষুধ ইত্যাদি অ্যালার্জি ও অ্যাজমার সৃষ্টি করে। যে কোনো সুস্থ ব্যক্তির অ্যালার্জি হতে পারে। সামান্য উপসর্গ হতে শুরু করে মারাত্মক উপসর্গ সৃষ্টি করতে পারে, এমনকি হঠাৎ তীব্র আকারে আক্রমণ করতে পারে। নিউইয়র্কে গবেষকরা বলেছেন যে, যানবাহন রাজপথে হাঁচি উদ্রেককারী অ্যালার্জেন সৃষ্টি করে। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মতে, প্রস্তর ফলক, ইস্টক প্রভৃতি দ্বারা আস্তর করার পথে বিভিন্ন উৎস হতে কমপক্ষে ২০টি অ্যালার্জেন পাওয়া যায়। ফুটপাতের ধূলিকণাকে বর্ণনা করেন এভাবে যে এগুলো হচ্ছে মৃত্তিকার ধুলা গাড়ির গচ্ছিত নিঃশোষিত পদার্থ, টায়ারের ধুলা, গাছ পাতার খণ্ড এবং অন্যান্য যৌগিক পদার্থের জটিল সংমিশ্রণ। পথের ধুলা শহরবাসীদের অ্যালার্জি/অ্যাজমাতে প্রবলভাবে গ্রহণ করে। কারণ রাজপথ দিয়ে চলাচলকারী যানবাহন, লোকজন প্রভৃতির মাধ্যমে এগুলো দ্রুতবেগে বায়ুমণ্ডলে মিশে যায়। তাদের মতে শতকরা ১২ ভাগ শহরবাসী নিঃশ্বাসের সঙ্গে এমন বায়ুবাহিত অ্যালার্জেন সৃষ্টি করে।
গবেষকদের মতে, রাজপথের খুব নিকটতম বসবাসকারীদের পথের ধুলার সাথে সম্পর্কযুক্ত অ্যালার্জি ও অ্যাজমার ঝুঁকি সবচেয়ে বেশি এবং রাস্তার ১০০ মিটারের মধ্যে বসবাসকারী শিশুদের মধ্যে কাশি, হুইজ, রানিংনোজ এবং নির্ণীত অ্যাজমার প্রকোপ অধিক। অ্যাজমা এবং অ্যালার্জি নিঃসন্দেহে একটি যন্ত্রণাদায়ক স্বাস্থ্য সমস্যা, তাই অ্যালার্জি ও অ্যাজমা যাতে না হয় সেদিকে লক্ষ রাখা উচিত। অ্যালার্জির সুনির্দিষ্ট কারণ রয়েছে। কী কারণে এবং কোন কোন খাবারে আপনার অ্যালার্জি দেখা দেয় তা শনাক্ত করে পরিহার করে অ্যালার্জি হতে রেহাই পাওয়া সম্ভব। অ্যালার্জি সৃষ্টি হয় তখন যখন ইমোনোগ্লোবিন-ই-এর পরিমাণ রক্তে বেড়ে যায়। যার ফলে অ্যালার্জেন অ্যান্টিবডির বিক্রিয়ার পরিমাণ বেশি হয় এবং এই বিক্রিয়ার ফলে নিঃসৃত হিস্টামিনের পরিমাপ বেশি হয় যা অ্যালার্জি সৃষ্টি করে। মোটকথা ধুলাবালি, ধোঁয়া, গাড়ির বিষাক্ত গ্যাস, কলকারখানার সৃষ্ট পদার্থ, বৃষ্টিতে ভেজা, শীতের কুয়াশা, ফুলের রেণু, বিশেষ কয়েকটি খাবার যেমন-চিংড়ি, ইলিশ, বোয়াল, গাজর, গরুর মাংস, হাঁসের ডিম, পাকা কলা, আনারস, নারিকেল, কসমেটিকস ও অগণিত জানা-অজানা জিনিস আমাদের শরীরে কাশি, শ্বাসকষ্ট অ্যালার্জি ও অ্যাজমার সৃষ্টি করতে পারে।
অ্যাজমা বা হাঁপানি
দীর্ঘদিন ধরে শ্বাসতন্ত্রের প্রদাহ এবং তার প্রতি সংবেদনশীলতাই অ্যাজমা বা হাঁপানি। এর উপসর্গ হিসেবে দেখা দেয় হাঁচি, কাশি, বুকে চাপা ভাব, শ্বাস-প্রশ্বাস গ্রহণে বাধা।
হাঁপানির কারণ
বংশগত এবং পরিবেশগত কারণে হাঁপানি হলেও এ দুটি উৎপাদক কীভাবে সৃষ্টি করে তা পরিষ্কারভাবে জানা সম্ভব হয়নি। তবে প্রদাহের কারণে শ্বাসনালি লাল হয়, ফুলে যায়, সরু হয় এবং ইরিটেন্ট বা উদ্দীপকের গতি অতি সংবেদনশীল হয় যার ফলে হাঁপানির উপসর্গ দেখা যায়। নিম্নবর্ণিত বিভিন্ন উৎপাদকের (Triggers) কারণে হাঁপানির উপসর্গসমূহ সাধারণত দেখা যায়।
ইনফেকশন, সাধারণত ভাইরাসজনিত উপসর্গ যেমন- কোল্ড, ফ্লু ইত্যাদি।
অ্যালার্জেন, বিশেষত ধূলাবালি, পরাগরেণু, গৃহপালিত পশুপাখির ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ ইত্যাদি।
ব্যায়াম বা শারীরিক পরিশ্রম, বিশেষত শীতকালে।
আবেগ, যেমন-উত্তেজনা, ভয়, রাগ।
ইরিটেন্ট, প্রধানত বায়ুদূষণ।
ধূমপান (হাঁপানি রোগী নিজে ও পরিবারের অন্য সদস্যদের ধূমপান পরিহার করতে হবে)।
আবহাওয়ার পরিবর্তন।
খাবার যেমন-কৃত্রিম রঙ এবং কিছু কিছু খাবার।
ওষুধ, যেমন-এসপিরিন ও অন্যান্য NSAIDs এবং বেটা ব্লকার।
হাঁপানির উপসর্গসমূহ
ঘড়ঘড় করে শব্দসহ শ্বাস-প্রশ্বাস
শ্বাস-প্রশ্বাস বাধাগ্রস্ত হওয়া
বুকে ব্যথা এবং
কাশি ইত্যাদি
হাঁপানিতে আক্রান্ত হওয়ার সময় শ্বাসনালিতে নিম্নোক্ত পরিবর্তনগুলো দেখা যায়
শ্বাসনালি লাল ও ফুলে যাওয়ার ফলে সরু হয়।
শ্বাসনালির চারপাশের মাংসপেশিসমূহ সংকুচিত হয়ে শ্বাসনালিকে আরও সরু করে দেয়। শ্বাসনালিতে অধিক পরিমাণ শ্লেষ্মা তৈরি হয়ে শ্বাসনালিতে বায়ুপ্রবাহ আংশিকভাবে বন্ধ করে দেয়।
চিকিৎসা
হাঁপানি একটি দীর্ঘমেয়াদি রোগ। সঠিক চিকিৎসা এবং ওষুধ ব্যবহারের মাধ্যমে হাঁপানি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যেসব উত্তেজনের (ট্রিগার) কারণে হাঁপানির তীব্রতা বেড়ে যায় রোগীকে সেগুলো শনাক্ত করতে হবে এবং পরিহার করতে হবে। এছাড়া সব হাঁপানি রোগীকে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি নজর রাখতে হবে।
ধূমপান এবং তামাকের ধোঁয়ার সংস্পর্শ পরিহার করতে হবে।
ঠান্ডা বাতাস হাঁপানির তীব্রতা বাড়িয়ে দেয়। এই সময় ওষুধের মাত্রা বাড়িয়ে দিতে হবে।
ব্যায়াম এবং শারীরিক পরিশ্রম নিরুৎসাহিত করা উচিত নয়। ব্যায়াম শরীর ভালো রাখে এবং উচ্চরক্তচাপ ও অন্যান্য জটিল রোগবালাই থেকে শরীরকে রক্ষা করে। সঠিক ওষুধ ব্যবহারের মাধ্যমে ব্যায়ামের সময় বা পরে হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা পরিহার করা সম্ভব।
বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাড়িতে অবাধ বিশুদ্ধ বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে।
ওষুধ
দুই ধরনের ওষুধ ব্যবহার করা হয় যেমন-
(১) হাঁপানি প্রতিরোধক (২) হাঁপানি উপশমকারক
হাঁপানি প্রতিরোধক
যেসব ওষুধের ব্যবহার হাঁপানি রোগে আক্রান্ত হওয়া প্রতিরোধ করে তাদের হাঁপানি প্রতিরোধক বলা হয়। দুপ্রকারের ওষুধ হাঁপানি প্রতিরোধক হিসেবে কাজ করে।
অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধসমূহ
এসব ওষুধ শ্বাসনালির প্রদাহ নিয়ন্ত্রণের মাধ্যমে হাঁপানি প্রতিরোধ করে। এই শ্রেণীর বহুল ব্যবহৃত বুসোনাইড, ক্লোমিথাসেন, ফ্লুটিকাসোন ইত্যাদি।
ব্রঙ্কোডাইলেটর বা শ্বাসনালি প্রসারক : এসব ওষুধসমূহ দ্রুত শ্বাসনালিকে প্রসারিত করে হাঁপানির তীব্রতা প্রতিরোধ করে।
হাঁপানি উপশমকারক
ব্রঙ্কোডাইলেটরসমূহ উপশমকারক হিসেবে কাজ করে। ব্রঙ্কোডাইলেটরসমূহ শ্বাসনালিকে দ্রুত প্রসারিত করে ফলে ফুসফুসে সহজে বায়ু চলাচল করতে পারে এবং এর মাধ্যমে হাঁপানি আক্রান্ত রোগীর উপসর্গসমূহ দ্রুত উপশম হয়।
দু ধরনের ব্রঙ্কোডাইলেটর বা শ্বাসনালি প্রসারক আছে যেমন-
ক্ষণস্থায়ী ব্রঙ্কোডাইলেটর যেমন-সালবিউটামল। এসব ওষুধ দিনে ৩-৪ বার ব্যবহার করতে হয়।
দীর্ঘস্থায়ী ব্রঙ্কোডাইলেটর যেমন-ব্যামবিউটামল। এসব ওষুধ দিনে একবার ব্যবহার করতে হয়। মৃদু বা মাঝারি হাঁপানিতে দীর্ঘদিন ধরে ক্ষণস্থায়ী ব্রঙ্কোডাইলেটর (যেমন-সালবিউটামল) ব্যবহার করলে কোনো ধরনের ক্লিনিক্যাল সুবিধা পাওয়া যায় না। তাই এসব ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ব্রঙ্কোডাইলেটর (যেমন-ব্যামবিউটামল) ব্যবহার করতে হবে।
রাত্রিকালীন হাঁপানিতে মোডিফাইড রিলিজড থিওফাইলিনের বিকল্প হিসেবে ব্যামবিউটামল ব্যবহার করে ভালো সুফল পাওয়া যায়।
হাঁপানির পার্শ্বপ্রতিক্রিয়া
অনেক রোগীই হাঁপানি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলে কিন’ অনিয়ন্ত্রিত হাঁপানি আরও ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করে।
সঠিক চিকিৎসা ও ওষুধের ব্যবহারের মাধ্যমে হাঁপানি নিয়ন্ত্রণ না করলে বয়স বাড়ার সাথে সাথে ফুসফুসের কর্মক্ষমতা হ্রাস পাবে এবং অকেজো হবে।
শিশুদের হাঁপানির ঠিকমতো চিকিৎসা না করালে বৃদ্ধি ব্যাহত হয় এবং মায়েদের বেলায় গর্ভস্থ ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়।
হাঁপানি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া
করটিকোস্টেরয়েডের ব্যবহার ওরাল ক্যানডিয়াসিস সৃষ্টি করতে পারে। যেসব রোগী ইনহেলারের মাধ্যমে করটিকোস্টেরয়েড ব্যবহার করে তাদের অস্টিওপেরোসিস প্রতিরোধ করার জন্য নিয়মিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট (যেমন-অসটোক্যাল/অসটোক্যাল জেআর) গ্রহণ করা উচিত।
থিয়োফাইলিন এবং এ জাতীয় ওষুধসমূহ ঘুমের ব্যাঘাত ঘটায় এবং রোগীকে অবসন্ন করে দেয় বলে থিয়োফাইলিনের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্রঙ্কোডাইলেটর যেমন-ব্যামবিউটামল (ডাইলেটর) ব্যবহার করা উচিত।
ডা. একেএম মোস্তফা হোসেন
পরিচালক
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল
মহাখালী, ঢাকা-১২১২
Ami almost 8 year allergy te vuktesi. Amer onek chulkay fule fule uthe, ami everyday alatrol khai, but now amer shas kosto hoitase siter time a, amer nake polip ase, ami doctor dekhaise but se onek kisu khete nised korse ar ousod ajibon kete hobe bolse. Akhon ami sob kisu bad dia sudhu alatrol khai, ata ke purapuri thik hobe na?
আপনাকে প্রথমেই অনেক পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। জামা-কাপড়, বিছানা-পত্র কিছুদিন পর পর ধুতে হবে। আপাতত কিছু কিছু খাবার এড়িয়ে চলবেন, ডাক্তার যেমন বলেছেন।
বাকি থাকল নিজের মধ্যে থেকে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। এটা বাড়াতে হলে ব্যায়াম করতে হবে। পারলে জিমে ভর্তি হন। নিয়মিত জিম করুন।
Sir owshud ki khawa lagbe???
ডাক্তার দেখিয়ে নিবেন।
Assalamu Alaikum
Ami emon amar boyos 20 goto 4 mas theke
Hapani suru hoy photho dik theke aktu kom chilo akhon onk bebr geche sara din nak game hoye thake onk jore jore nisas nite hoy
Jemon 2 tala theke 4 talai uthle
Buke onk kosto hoy + sas nite o pari na akhon koro nio plzz aktu bolen
amr age 18.amr saskosto………
saskosto ki akebare valo hoy?????
jodi valo hoy tahole kivabe????????
বিভিন্ন কারণে এটা হয়। সেই কারণগুলো চিহ্নিত করে সেভাবে জীবনযাপন করলে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
আপনি পোস্টটি পুরো পড়ুন।
Assalamu Alaikum
Ami emon amar boyos 20 goto 4 mas theke
Hapani suru hoy photho dik theke aktu kom chilo akhon onk bebr geche sara din nak game hoye thake onk jore jore nisas nite hoy
Jemon 2 tala theke 4 talai uthle
Buke onk kosto hoy + sas nite o pari na akhon koro nio plzz aktu bolen
19 mas ar bacca hapani kibabe ki korbo bujte parci na akto ki bole diben ki korle valo hobe
Sir,
ami last almost 12 years allergy te vugte asi. First onek culkato & culkale fule fule ut tho. Avabe 10 year cholce ami doctor dekhaise, tate thekha jay joto din owsod khai toto din valo thaki, akhon ami everyday alatrol khai na khele sojjo kora jay na. But last 2 years amer chulkano & siter somoy sas kosto hoitase. Ame jotota somvab khaber bese bese khai. Now ami homio owsod khai but kono progress nai. Amer dust allergy o ase. Nake polip ase & cold lagle hasi kasi hoy, continue sordi hoy. Advice korle onek bor upokar hoito.
আপনি পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। জামা-কাপড়, বিছানাপত্র সব ক্লিন করবেন কিছুদিন পর পর।
আর শরীরের ফিটনেসের উপর নজর দিতে হবে। ফিটনেস বাড়লে বাড়তি সমস্যাগুলো কমে যাবে।
Kidney rogir shash koshto hoy ratrikalin. Khubb koshto hoy shuite pare na. Need help !!
Rupa 10 ..kan sordi ar lagbena
sir, amar age 19. Height 5-8″. Amar problem ta hoccay amar jokon sordi lagay tokon nak diya sordi poray na. Tokon nak bondo takay.Ami doctor ar poramorcay Bibinno nakar drop abong ohsud baybohar koriyaci. Kinto kono istae opokar pai nai. Jokon drop baybohar kori tokon kisuta nag poriskar hoilau kisukon por abar ager motoi nag bondo hoya jai. Bises koray ratray gumanur somoy ai problem ar karoney dum bondo hoya asay. Amar naker kono mangso baray ni. Plz sir akon bolben ki karoney amar ai somossha abong ki treatment nilay istae babay aroggo paua jabay.
খুব পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। বিছানা-পত্র ধূলোবালি মুক্ত রাখবেন। বাইরে কম বের হবেন।
ঘুমানোর সময় দেখবেন কিছু পজিশনে ঘুমালেএকটু পর নাক বেশি বন্ধ মনে হয়; আবার কিছু পজিশনে ভালো লাগে। সেই সব পজিশনে ঘুমাবেন।
এসময় চিকেন স্যুপ বা অন্য ভাবে মাংশ খেলে উপকার পাওয়া যায়।
নাসাল স্প্রে ব্যবহার চালিয়ে যাবেন ডাক্তারের পরামর্শ মেনে। নাকে আঙুল দিয়ে খুটবেন না। নাক ঝাড়বেন না। পরিস্কার ন্যাপকিন বা কাপড় দিয়ে মুছে ফেলবেন।
ভালো হয়ে গেলে আবার যাতে না হয় সেজন্য শারীরিক ফিটনেস বাড়াতে হবে।
bambutamol bolta kon doroner inhelar.bambutamol inhelar ar name bol-la upokar hoba.
ব্যামবিউটামল দীর্ঘস্থায়ী অর্থাৎ দিনে একবার ব্যবহার করলেই চলে।
shas kosto ki ake bare valo hoy?
1.yes
2.no
হ্যাঁ, ভালো করা সম্ভব।
kivabe??ake bare valo kora possible???
পোস্টে বিস্তারিত বলা আছে।
একেবারে ভালো না-ও হতে পারে।
Shashkosto
amar boyos 20. aj theka oneak agei amar hapani r elargy suru hoy. bt ami bujhte parina. goto bosoy hapanita khub voyanok akare rup nay ray a gum venga jaito sas atke jaito. ami 4 mas age doctor dekhai. doctor amay ekta ousodh dise. Brodil aquacup tablet. convyhelar er sahajje ousodh khai jokhon e somossa hoy. kin2 tateo beshi somoy valo thakina. plz help me
আরো ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে পারলে ভালো হত। আর নিয়মিত হালকা ব্যায়াম করতে পারলে ভালো। ধূলোবালি বা যেখানে বায়ূদূষণ বেশি, সেসব জায়গা এড়িয়ে চলবেন।
Amr 17 bochor, amr first class 4 e xm er somoy shas kosto hoye6ilo..erpor theke pary majhe majhe hoy…bises kore thandar somoy…doctor ama k inhelar nite na bole6e..acid er moto ekta medicine kha66i…kintu ki korle amr shash kosto kombe bolle valo hoto sir…
ধূলোবালি, গাড়ি-কলকারখানার কালো ধোয়া থেকে দূরে থাকবেন। সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবেন। খোলা আলো-বাতাসে থাকবেন। নিয়মিত ব্যায়াম করবেন।
Sir. Amar boyos 17 Amar khub shas kosto hoccha ki korla komba plz help me
osukh na thakle ki inhaler use kora jai? r jodi kora jai tahole konta use korte hoii…?
আমার স্ত্রি ২৩বছর
সে জদি ভয় পায় বা তার সাথে রাগারাগি হলে প্রাই তার শাস বব্ধহয়ে আসে এবং এমনো হয় তখন তার হাতেপায়ের আংগুল বাকা হয়ে আসে আমরা তা দেখে বয় পেয়ে জাই।
এখন এইটার পতিক্রিয়া কি।
Amar age 18 female.amr hotath korei nishshash off hoye jay. Amr kono allergic problem nei. But kichu proyojonio topic serious vabe nile amr shash automatic off hoye jay. Amr ki koronio?
ওজন কি ঠিক আছে? দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করুন।
Amaro thik eki somossa
amar age 18…maje majei amar nissas nite problem hy…. and khub ghono ghono nissas nite hy….tokhon abar kashi hy…..mone hoy buk jomat lagtece…..and amar alarji ace….akhn Ami akhn ki owshud khabo….
আমার ছোট বোন(১৬বছর)এর শ্বাসকষ্টসমস্যা।ডঃদেখানোর পর বলেন টেনশন থেকে এমন।বুকে চাপ দিয়ে,ঘার এর রগ ছিড়ে আসে এমন,ঘার বাঁকাহ, চোখ উল্টে আসা।কোনো ওষধ ই কাজ করছে নাহ।কি করণীয়?
Sir. Amar golai alltime cough jome thake . 4 din jor er er por kal theke onek sas kosto hocce. Ki kora jai….pls janaben.
স্যার আমার প্রথম হঠাৎ ০৩দিন ধরে শুধু হালকা শ্বাসকষ্ট আর কোনো সমস্যা নেই সে খেএে আমার কি কড়নিয়
আমার প্রতিনিয়ত সর্দি লাগে!! কিছুদিন পর পরেই এর পর এটি বুকে জমে যায়!! কফ হয়!! পরে কাশি থেকে শ্বাসকষ্ট এর সমস্যা দেখা দেয়!!! আমার এলার্জি সমস্যা আছে ছোট বেলায় অনেক ডাক্তার দেখিয়েছি ডাক্তার কি একটা গ্যাস জাতীয় ওষুধ দিয়েছি সেটা ইউস করার পর ৫/৬ বছর সব কিছু কন্ট্রোল এ ছিল!! তখন আমি স্কুলেে পড়তাম!! কিন্তু ইদানীং অসুখটা বেরেছে এখন মন্টেয়ার খায় খুবব বেশি শ্বাসকষ্ট হলে ইনহেলার নেই! এখন আমি বিশ্ববিদ্যালয়ের পড়ি বয়স ২২!
আপনি ব্যায়মের কথা বলেছে!! জানতেন চাইছি ব্যায়ম গুলো কোন ধরনের হবে?
শ্বাসকষ্টের জন্য কোন ট্যাবলেট সবচাইতে ভালো।মনাক নাকি অন্য কোন ট্যাবলেট
Saskosto outca prochur ..akhon amar ki koroneyo… Masin deya aktu oxijan desi.. taw plm akhon o koma nai.. akhon ki korbo .plz bollan sir
Age 16 maybe… Plz fast reply
Hi ,amr onekdin jabot SAS kosto hoy .sodhu rate dine ekdom valo thaki rate onek SAS kosto hoy ggumate pari na .doctor dekhailam doctor bollo alarjir karone emonta hoy .tar por doctor bollo sarajibon 1 ta oushod kheye jete hobe………. M- cast 10 khete bolche .Ami evabe oushod khete chai na amake plz ekdom valo houyar oushod bole den .ki korle amr ekta oushod o khete hobe na bole den .plz plz you told me what I should do
Sir amar majhe majhe shashkosto hoy, shash nite khub kosto hoy, ghor ghor shobdo onek jore kore, kashi hoy, porisrom korle sohojei hapiye jai, majhe majhe hayleo shash koshto shuru hoye jay, akhetre ki oshudh nite pari permanent solution er jonno, dhonnobad.
Assalamualikum sir
Amar apa sas kosto ruge bugcen..
Alarji teke aegma..aegma teke sas kosto
Onek dactor ar kace geci susto hoccen na
Amar akon koroniyo ki …amar apa one cintito sir…plz akto poramosso din