কাঁধে ঝোলানো ব্যাগ একটি
ব্যান্ডেজ রোল (২ ইঞ্চি × ৬ গজ) ১২টি
ব্যান্ডেজ রোল (৪ ইঞ্চি × ৬ গজ) ১২টি
ক্রেপ রোল (৪ ইঞ্চি × ৬ গজ) দুটি
তুলা (২০০ গ্রাম/ রোল) একটি
লিউকোপ্লাস্ট (১ ইঞ্চি × ১৫৭ ইঞ্চি) দুই রোল
লিউকোপ্লাস্ট (২ ইঞ্চি × ১৫৭ ইঞ্চি) এক রোল
ড্রেসিং ফোরসেপ (৬ ইঞ্চি) একটি
কাঁচি (৫ ইঞ্চি) একটি
ছুরি (ছোট) দুটি
রাবার গ্লাভস দুই জোড়া
থার্মোমিটার (ফারেনহাইট) একটি
আই শিল্ড তিনটি
প্লাস্টিকের বাক্স ও সাবান একটি
টাওয়েল (মাঝারি) দুটি
প্লাস্টিকের বাটি (৮ ইঞ্চি) একটি
ত্রিকোণী কাপড় (৬০ ইঞ্চি) পাঁচটি
টুর্নিকেট (হাত বা পা বাঁধার প্লাস্টিক) পাঁচটি
কাঠের স্প্লিন্টস (৬/৮/১০ ইঞ্চি) তিন রকমের নয়টি
অ্যান্টিবায়োটিক ক্রিম (টেট্রাসাইক্লিন ৩%) পাঁচ টিউব
অ্যান্টিসেপটিক তরল (ডেটল/স্যাভলন) ১০০ মিলি গ্রাম
খাওয়ার স্যালাইন (ওআরএস) ২০ প্যাকেট
প্যারাসিটামল ট্যাবলেট ৫০টি
নেবানল পাউডার (৫ গ্রাম) পাঁচটি
সেফটিপিন (ছোট ও বড়) ১২টি
পেপার প্যাড ও পেনসিল এক সেট
টর্চ লাইট (২ ব্যাটারি) একটি
গ্যাস লাইটার একটি
খাওয়ার পানির বোতল (১ লিটার) পাঁচটি
টিস্যু পেপার এক রোল
ক্যাপসুল (অ্যামোক্সাসিলিন) ৫০টি
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ১৩, ২০১২
আমার বয়স ২২ বছর, উচচতা ৫ফুট ৮ ইঞ্চি, ওজন ৬০ কেজি। বাংলা হেলথ কে প্রথমেই ধন্যবাদ জানাই কারন বাংলা হেলথ আমার লাইফটাকেই বদলে দিয়েছে। বাংলা হেলথের দেয়া পরামর্শগুলো অনুসরন করে আজ আমি অনেক সুস্থ ও সুন্দর জীবনের অধিকারী। বিশেষ করে ওজন বাড়ানোর নিয়ম মেনে আমি সুন্দর একটি সাস্থের অধিকারি হতে চলেছি।
এ মুহুর্তে আমি দুটি সমস্যা নিয়ে খুব চিনতিত। এ বিষয়ে আমি বাংলা হেলথের সদয় সাহায্য কামনা করছি।
১। গত দেড় মাস যাবত লক্ষ করছি আমার প্রস্রাব হলুদ হচেছ, এখন এটা কি জন্ডিসের কারনে না অন্য কারনে। জন্ডিস আমার হওয়ার কথা না, কারন আমি জন্ডিস প্রতিরোধক টিকা নিয়েছি তিন বছর আগে। তাহলে এমন হচেছ কেন, মাঝে মাঝে অনেক্ষন পর প্রস্রাব করলে সরিষার তেলের মত লাল হয়। আমি খুব চিনতিত প্লিজ হেল্প মি!
২। আমি দাড়ি রেখেছি। কিনতু আমার দাড়িগুলো লাল হয়ে যাচেছ। ।এটা কেন এবং এ জন্য আমি কি করতে পারি। দয়া করে সমাধান দিন!
প্রচুর পানি পান করবেন। তারপরও এমন হলে ডাক্তার দেখাতে হবে। কেননা নানা রোগের ফলে এরকম হতে পারে। তাই আগে সমস্যাটা পরীক্ষা করে নির্ণয় করা উচিত।
আপনার শরীর-স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে এটা কোন রোগের কারণে না হয়ে হরমোন জনিত কারণে হতে পারে। ফ্যামিলিতে আর কারো কি এমন আছে?
অামি শান্ত,প্রথম কমেন্টটি অামি করেছি।
১।অাচ্ছা মাল্টি ভিটামিন কি প্রস্রাব হলুদ করে। অামার যতদুর মনে পড়ে মাল্টিভিটামিন খাোয়া শুরু করার পর থেকে অামার এ সমস্যা হচ্ছে।
২। অামার বংশের অন্যকারো এ সমস্যা নেই। অামি দাড়িতে তেল ব্রবহার করিনা। মাঝে মাঝে সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করি, তবে তা খুব কম। এতে কি এ সমস্যা হতে পারে।
১. হতে পারে। এছাড়া নানা শারীরিক কারণেও হতে পারে। মূলত পানি কম পান করলে এটা বেশি হয়।
২. পরিমিত ব্যবহারে সমস্যা হবে না।
There may be many reason, you must consult a doctor in this regard.