শ্বেতী রোগ মানুষের ত্বকের একটি সাধারণ সমস্যা। শ্বেতী রোগ যে কারোরই হতে পারে। সাধারণত শরীরের যেসব অঙ্গ আবরণমুক্ত থাকে যেমন : হাত, পা, বাহু, মুখ এবং ঠোট সেসব অঙ্গে শ্বেতী দেখা যায়। শ্বেতী রোগ মূলত ১০-৩০ বছর বয়সের মধ্যে প্রথম দেখা যায়।
শ্বেতী রোগ কি
শ্বেতী রোগে ত্বক মেলানিন (যা মানুষের ত্বক, চোখ ও চুলের রঙ নির্ধারণ করে) হারায়। যখন ত্বকের কোষগুলো ক্ষয় হয় বা মারা যায় তখন শ্বেতী রোগ হয়। কারণ ত্বকের কোসগুলোই মেলানিন তৈরি করে। শ্বেতীর ফলে ত্বকের উপর সাদা দাগের আকার দেখা যায়। শ্বেতী রোগ তিনভাবে হতে পারে:
- শরীরের অল্প কিছু অংশে
- যে কোন একদিকে (বাম অথবা ডান দিকে)
- শরীরের অধিকাংশ জায়গায়
শ্বেতী রোগ হয়েছে কি করে বুঝবেন
শ্বেতী রোগের লক্ষণ ও উপসর্গগুলো সাধারণত: হলো :
- ত্বকের উপর সাদা দাগ পড়লে
- অল্প বয়সে মাথার চুল, চোখের পাপড়ি, ভ্রু, দাড়ি সাদা বা ধূসর হলে
- মুখের ভিতরের কলাগুলো বর্ণহীন হলে (Mucous membranes)
- চোখের ভিতরের অংশ রংহীণ হলে অথবা রংয়ের পরিবর্তন হলে
কখন ডাক্তার দেখাবেন
ত্বক, চুল এবং চোখ ফ্যাকাসে হওয়ার সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।
কোথায় চিকিৎসা করাবেন
- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
- জেলা সদর হাসপাতাল
- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
- মেডিকেল কলেজ হাসপাতাল
- বেসরকারী হাসপাতাল
কি ধরণের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হতে পারে
- রোগের ইতিহাস
- বংশের রোগের ইতিহাস
- ত্বকের বায়োপসি (Skin Biopsy)
- রক্তের পরীক্ষা
- চোখের পরীক্ষা
কি ধরণের চিকিৎসা আছে
শ্বেতী রোগের চিকিৎসা ৬-১৮ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ডাক্তার নিচের ব্যবস্থাগুলো গ্রহণের জন্য বলতে পারেন :
- ঔষধ ব্যবহার করা (Topical)
- মুখে ঔষধ খাওয়া
- শল্য চিকিৎসা
বাড়তি সতর্কতা
- নিজের প্রতি যত্ন নিতে হবে
- সূর্যের আলো প্রতিরোধ করে এমন মলম (ক্রিম) ব্যবহার করতে হবে
- যাদের গায়ের রঙ ফর্সা তারা গা তামাটে রঙ করা (Tanning) থেকে বিরত থাকতে হবে
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন. ১. শ্বেতী রোগ কেন হয় ?
উত্তর. শ্বেতী রোগ হবার কারণগুলো হলো :
- রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি (Immune System Disorder) থেকে
- বংশগত কারণে
- রোদে ত্বক পুড়ে যাওয়া অথবা মানসিক চাপ থেকে
প্রশ্ন.২. শ্বেতী রোগ কি ছোঁয়াচে?
উত্তর. না,শ্বেতী কোন ছোঁয়াচে রোগ নয়।
প্রশ্ন. ৩. শ্বেতীর কি ধরণের শল্য চিকিৎসা আছে?
উত্তর.
- অটোলোগাস স্কিন গ্রাফটস (Autologus Skin Grafts)
- ব্লিস্টার গ্রাফটিং (Blister Grafting)
- ট্যাটু (Tattoing)
মানহুস
অনেক ধন্যবাদ, এই পোষ্টির জন্য।
রনি
আমি গত ২বছর ধরে এই রোগে ভুগছি । আমি একাধিক বার চিকিত্সা নিয়েছি । কিন্তু কোন উপকার হচ্ছে না । আবার হয় । এখন সারা শরীরে ছড়িয়ে পরেছে । বুকে ও গলায় ঘামাচির মত হয়ে গেছে । বাহুর গূলো কালো হয়ে গেছে । এখন আমি কি করতে পারি???
Bangla Health
চর্ম বিশেষজ্ঞ দেখাতে পারেন।
তুষার
লেখাটি পড়ে খুবই উপকৃত হলাম। ধন্যবাদ !
সোহাগ
আমি গত ২বছর ধরে এই রোগে ভুগছি । আমি একাধিক বার চিকিত্সা নিয়েছি । কিন্তু কোন উপকার হচ্ছে না । কোথাও কেটে গেলে ছিলে গেলে সাদা হয়ে যায় আমি কি ধরনের চিকিৎসা করতে পারি
যদি বাংলাদেশের সবচেয়ে ভাল চর্ম ডক্তারদের নাম দিতেন আর কিভাবে যোগাযোগ করতে পারি ?
উল্লেখ্য : আমার বংশে এই রোগ কারও নাই
Bangla Health
স্থানীয় স্বাস্থ্যবিভাগে খোঁজ নিয়ে বিশেষজ্ঞদের ব্যাপারে জেনে নিন।
Mahfuz
Dear sir,sheti roog chikitsha korale ki valo hoy?ekti meyer shonge amar bear kotha cholche.amar que hochche bear por treatment korale ki se shusto hobe.
Thank u.
Bangla Health
সঠিক চিকিৎসা করতে পারলে অনেকাংশে সুস্থ হয়ে যায়।