মহিলাদের যে সময়ে মাসিক শেষ হয়ে যায় অর্থাৎ প্রজনন ক্ষমতার অবসান ঘটে তাকেই মেনোপজ বলে। মেনোপজের বয়সসীমা সাধারণত ৪০ থেকে ৫৫ বছর। মেনাপজের সময় মহিলারা আবেগজনিত সমস্যা এবং মানসিক চাপে ভুগতে পারেন। মোট কথায় জীবনধারায় একটি পরিবর্তন লক্ষ্য করা যায়। মেনোপজে মুখের সমস্যার অন্যতম হলো মুখে ব্যথা হতে পারে। এছাড়া ওরাল ডায়াসেসথেসিয়া ব্যতিক্রম নয়। মুখ শুষ্ক হয়ে আসতে পারে এবং মাঢ়ির রোগ দেখা যেতে পারে। ওরাল ডায়াসেসথেসিয়ার ক্ষেত্রে রোগী জিহ্বা এবং মুখে প্রদাহ অর্থাৎ জ্বালাপোড়ার অভিযোগ ডাক্তারের কাছে করে থাকেন।
তাই মেনোপজের সময় সমস্যা দেখা দিলে একজন মনোচিকিৎসক এবং একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নেয়া অতীব জরুরি।
————————-
ডা. মোঃ ফারুক হোসেন
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
আমার দেশ, ১লা এপ্রিল ২০০৮
Leave a Reply