বাংলাদেশে ডায়াবেটিস রোগ ও রোগীদের চিকিৎসা-সহায়তায় ‘১ম জাতীয় ডায়াবেটিস ব্যবস্থাপনা নির্দেশিকা’ প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির আয়োজনে ও বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সানোফি এভেন্টিস বাংলাদেশ লিমিটেডের সহায়তায় ৩ মে এ নির্দেশিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্দেশিকাটির মোড়ক উন্মোচন করেন এ কে আজাদ খান, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও ডায়াবেটিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হাজেরা মাহতাব। অনুষ্ঠানে ডায়বেটিস বিশেষজ্ঞ জাফর আহমেদ লতিফ ও মোহাম্মদ ফারুক পাঠান সংক্ষেপে নির্দেশিকার বিষয়বস্তু তুলে ধরেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সারা দেশের দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক, ডায়াবেটিস বিশেষজ্ঞ ও এন্ডোক্রাইনোলজিস্ট অংশ নেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে হাজেরা মাহতাব তাঁর বক্তব্যে বলেন, ‘বারডেম হাসপাতাল ১৯৮২ সালে ডব্লিউএইচও-কোলাবোরেশন সেন্টার ফর ডেভেলপিং কমিউনিটি ওরিয়েন্টেড প্রোগ্রামস ফর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অব ডায়াবেটিস স্বীকৃতি অর্জন করে। বারডেম হাসপাতালের এ ধরনের অর্জন ছিল সারা এশিয়ায় প্রথম। জাতীয় অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের অসামান্য অবদানের জন্য এ স্বীকৃতি পায় বারডেম হাসপাতাল। তিনি ১৯৫৭ সালে ঢাকার সেগুনবাগিচায় একটি আউট-পেশেন্ট ক্লিনিকের মাধ্যমে ডায়াবেটিসের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। তাঁর সে চেষ্টার ধারাবাহিকতায় আজ ৫৫ বছর পর আমরা ডায়াবেটিস ব্যবস্থাপনায় অনেক দূর এগিয়ে গেছি। যার ফল ডায়াবেটিস ব্যবস্থাপনাবিষয়ক এ জাতীয় নির্দেশিকা। নির্দেশিকাটিকে যথাযথভাবে প্রয়োগ করা গেলে এটি ডায়াবেটিস ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।’
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৬, ২০১২
MD. Obidur Rahman
আমার সন্তান হয়েছে ২/১/ ২০১৯ ইং তারিখে।
আমার সন্তান দুধ পান করা অবস্থায় সহবাস নিয়মিত করছি। এখন আমার স্ত্রীর প্রায় এক মাস থেকে ঋতু স্রাব হয় না। তাহলে কী গর্ভধারন করার সম্ভাবনা আছে?
Bangla Health
লাস্ট কবে পিরিয়ড হয়েছিল?