প্রতিদিন তুমি ৫০-১০০টা চুল হারাচ্ছো। তা ঝরে গিয়ে তোমার সোয়েটারে লেগে থাকছে কখনো বা মুখে।
সাধারণ নিয়মে এ চুল যখনই পড়ে যায়, সে স্থানে নতুন চুল গজায়। কিন্তু যদি এমন হয় যে পড়ে যাওয়া চুলের স্থানে নতুন চুল উৎপন্ন হচ্ছে না কিংবা যত বেশি পরিমাণে চুল ঝরছে, তত আর নতুন করে গজিয়ে উঠছে না, তখন টাক হতে চলে—যেভাবে বড়দের কপাল চুলহীন হয়ে আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। তবে বাচ্চা বয়সেও যদি এমন ঘটে তার নাম এলোপেসিয়া।
চুলকাহিনি
চুল নখের মতো ক্যারোটিন নামক প্রোটিনে তৈরি। এটা ফলিকেলস নামক চামড়ার নিচে ছোট্ট গর্ত থেকে গজায়। এ ফলিকেলে চুলের মূল রোপিত থাকে, যা জীবন্ত এবং বৃদ্ধি পায়। যা চুল বলা হয় তা হলো কাণ্ড, যা মৃত তাই চুল কাটার সময় ব্যথা পাওয়া যায় না। চুল মাসে প্রায় দুই সেন্টিমিটারের মতো বাড়ে।
এভাবে তোমার মাথায় প্রতি শয়ে ৮৫টি চুল বাড়ছে। পরে যখন আর বাড়ে না তখন বিশ্রামে যায় ও ঝরে পড়ে। একেক সময় তোমার মাথার চুলের প্রতি শয়ে ১৫টা এভাবে বিশ্রাম পর্বে থাকে।
কেন চুল পড়ে
বয়স্ক হলে। এনড্রোজেন হরমোনঘটিত। পরিবারে এভাবে বাহিত হতে পারে। কপাল চওড়া হতে থাকে। বাচ্চাদের এটা হয় না।
বাচ্চা বয়সে চুল হারানোর ঝুঁকি হবে—কেমিক্যালসের (চুলে ডাই) ব্যবহার ব্লিস, পার্ন। হেয়ার ড্রাইংয়ের ব্যবহার—বেশি গরম হওয়ায় চুল পড়ে যায়।
শাওয়ারের পানি যেখানে প্রতিদিন বেশি লাগে। জ্বর, মানসিক চাপ, সার্জারি।
ফানগ্যাস (রিং ওয়ার্ম) সংক্রমণ।
এলোপেসিয়া এরিয়াটা-ফ্যামিলিগত। শরীরের ইমিউন সিস্টেম চুল ফলিকেলসের বিরুদ্ধে কাজ করে।
নিজের চুল নিজে টেনে মুচড়ে আঘাত করার কুঅভ্যাস। মনোরোগ।
থাইরয়েড হরমোনের অভাবজনিত সমস্যা। সুষম পুষ্টির অভাব।
ক্যানসার রোগের চিকিৎসায় ব্যবহূত কেমোথেরাপি ও র্যাডিয়েশনের প্রতিক্রিয়াজাত।
চিকিৎসকের করণীয়
চিকিৎসকের পরামর্শ বাঞ্ছনীয়। রিং ওয়ার্মজনিত কারণে ওষুধ প্রয়োগ।
টাক পড়া অবস্থা হয়ে থাকলে তা মেনে নেওয়ার প্রবণতা গড়ে তোলা।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ২৫, ২০১২
amar age 30 amar aste aste hair loss hosse.amar bongsogoto ase.
বংশগত হলে খুব অবাক হওয়ার কিছু নাই। তবে নিজে একটু চেষ্টা করে দেখতে পারেন। যেমন চুল ছোট করে ছাঁটবেন, ধূলাবালি লাগাবেন না, সাবান শ্যাম্পু ব্যবহারে সতর্ক থাকবেন, দুশ্চিন্তা এড়িয়ে চলবেন, রাতে ঘুমাবেন, খাওয়া-দাওয়ার প্রতি নজর রাখবেন।
matha te chul gojabe kivabe. Heir loss hoche. Amar age 25.
amr age 17 . skin colour semla . ami ” ROOP FAIRNESS CREAM ” KINSI . Ata Manufatured by MOTHER 7 SONS COSMETICS , BANGLADES .
Atar Key Ingredients
” Zinc oxide , adua , glycerine , sunflower oil , plamitic acid , teatree oil , UVA & UVB suncreen , mineral oil & perfume . ”
ata use kora koto ta safe ?
কোন ক্রিম বা পদ্ধতি স্থায়ী ভাবে ত্বক ফর্সা করতে পারে না, সাময়িক ভাবে উজ্জ্বল্য কিছুটা বৃদ্ধি করে মাত্র। ত্বকের রঙ বড় কোন ব্যাপার নয়; আসল ব্যাপার হলো আপনার ত্বক কতটা স্বাস্থ্যকর। ত্বক সুন্দর রাখতে (রঙ নয় কিন্তু) নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে, অনেক ঘুমাতে হবে রাতে, আর নিয়মিত ব্যায়াম করতে হবে।
ami jani je rong forsa hoy na . bt ami bolte caysi ami jodi ata use kori tahole ki kono bad effects hobe ? ai crem r elements gulu ki hygienic ? ata ki herbal na chemical ?
নির্ভর করছে আপনার ত্বকের ধরনের উপর। ব্যবহার করে দেখতে পারেন, যদি কোন সমস্যা না হয়, তাহলে ব্যবহার করে যেতে পারেন। এটা কেমিক্যাল। তাই কিছু না কিছু বাজে প্রভাব পড়বেই।
age 30.20 age theke hair loss hosse.hair gojano dakha jay kintu hair soktishi hay na.ekhun ki korbo?
আপনার অন্য মন্তব্যের নিচে উত্তর দেয়া হয়েছিল।
Sir, Amar Age 20. But Amar Aste Aste Anek Chul Peke jasse. ami kono kisu use kori na. akhon ami ki korte pari? Plz Bolben Sir…..
আগে সঠিক কারণটা জানা দরকার। আপনি একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখিয়ে ব্যাপারটা পরীক্ষা করে নিন।
Sir, Apni kichu mone korben na. amar mini laptop tai bangla te likhtey parsi na. sir, apnar joggota ki? PLZ bolle valo hoto. er kaono Document Website A paoa Jabe kina?
যোগ্যতা বলতে কি বুঝাতে চাইছেন?
আমাদের কন্টেন্ট নিয়ে কোন আপত্তি থাকলে বলতে পারেন। ওয়েবসাইটের পিছনের মানুষগুলো কেউই প্রকাশ্যে আসতে চান না।
hair motamoti long , motamoti gono . age silky cilo bt acon anek dry hoye gese . ki korbo ?
r conditioner ki daily use kora jay ?
হরমোনের প্রভাবে এমন হতে পারে। এছাড়া দুশ্চিন্তা, ঘুম বা খাওয়া-দাওয়া অনিয়মিত হওয়া, ধূলোবালি, ইত্যাদি কারণেও এমন হতে পারে।
চুল কি পরিমান বা কত তাড়াতাড়ি ময়লা হয়, তার উপর নির্ভর করে কয়দিন পর পর শ্যাম্পু করবেন। আর শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার ব্যবহার করবেন।
Nera hole ki chul valo hoy?
Dr…chul fele matha nera hole chuler ki kono upokar hoy??? Jodi hoy ta ki ki?
হ্যাঁ, মাঝে মাঝে এটা করলে পরের দিকে চুল একটু ঘন হতে পারে।
Thanx dr..
Amr age 22 male. Ami koybar matha nera korbo.? r koydin por por korbo And nera korar por amn ki kisu mathay use krte hobe ja amr chuler jonno valo hobe? Plz aktu janaben.
মাঝে মাঝে ন্যাড়া করতে পারেন। বছরে ২/১ বার। একবার ন্যাড়া করার সপ্তাহখানেকের মধ্যে আবার ন্যাড়া করবেন।
মাথায় কিছু না দেয়াই ভালো।
amar boyos 19, goto 1 year jabot amar hair loss hochhe. Hair loss-er karone amar kopal onek boro hoye gese. Amar family te karo matai tak nai. Age sunsilk USe kortam, akhon kono sampoo use kori na. Kivabe hair loss komano jabe?
আপাতত চুল ছোট করে ছাঁটেন। পরিস্কার-পরিচ্ছন্ন থাকবেন। দুশ্চিন্তা-কুচিন্তা এড়িয়ে চলবেন। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখবেন।
আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি । বয়স ১৭ বছর ।এই অল্প বয়সেই আমার মাথার সামনের অংশের চুল পড়তে পড়তে পাতলা হয়ে গেছে এখন টাক হওয়া অপেক্ষা মাত্র ।এই ব্যাপারটা নিয়ে আমি প্রায়শ বন্ধুবান্ধবের সামনে অসস্থিবোধ করি।ইতিমধ্যে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ।তিনি আমাকে E-cap 200mg এবং Aristocal -D খেতে বলেছিলেন । খাওয়ার পর দেখলাম আমার মাথায় ছোট ছোট চুল গজাচ্ছে । কিন্তু কোর্সটা শেষ করার দেখি ছোট চুলগুলো বাড়ছে না বরং পরে যাচ্ছে । এখন আমি কি করব ?উল্লেখ্য যে আমাদের বংশে কারো টাক নাই ।আর ওষুধগুলোর কি কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে ?
এটা মূলত জেনেটিকগত কারণে হয়ে থাকে। তবে বংশে টাক না থাকলে ঠিক মতো যত্ন নিলে হয়তো এটা রোধ করতে পারবেন। প্রথমেই দুশ্চিন্তা বাদ দিয়ে রাতে অনেক ঘুমাবেন। ধূলাবালি এড়িয়ে চলবেন। সাবান-শ্যাম্পু ব্যবহারে সতর্ক থাকবেন। আর চুল খুব ছোট করে ছাঁটবেন।
সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
sir amar age 18.amar chul para jasse.ami ki korbo
চুল ছোট করে ছাঁটুন। দুশ্চিন্তা করবেন না। রাত জাগবেন না। খাওয়া-দাওয়া ঠিক রাখুন।
Onekei bole thake chol a lebur rosh dile naki onk upokar paowa jay. Abr peyaj ar sada onsho mathay dile naki chol ar jonno upokari. Agolo ki thik.
বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত নয়।
Matha nera korle taratari chol gojanor kono upay ache?
না।
Amr boyos 23. Amar face ar kichu jaygay dari nei. Ashob jaygay kivabe dari uthate pari. R amr dari golo patla patla. Agolo kivabe ghono krbo.
এগুলো জন্মগত। এসব নিয়ে চিন্তার কিছু নেই। বয়স বাড়লে ঘন হতে পারে।
Ki ans diben na?
Dr ami male
onekei bolen chul a peyajer rosh dile bishes kichu upokar paoya jay. ata ki thik?
r matha nera kore rejor diye ulta achle ki kono lav ba khoti hote pare?
ব্যাপারটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আমাদের জানা নেই।
ন্যাড়া করলে উলটা ভাবে করা ঠিক নয়।
আমার বয়স ১৯. আমি 5 বছর ধরে খুশকি ও চুল পড়ায় ভুগতেছি,আমার ত্বক শীতকালে শুস্ক আর গরম কালে তৈলাক্ত থাকে ফলে শীতকালে Dry খুশকি আর গরম কালে তৈলাক্ত/ভেজা খুশকি হয়।আমি অনেক শ্যাম্পু,তেল,হারবাল ট্রিটমেন্ট করছি কিন্তু কোন ফল পাই নি এখন ও চুল পড়তেছে।আমি এখন কি করব?চর্ম ডাক্তারের কাছে যাব না অন্য কোন কিছু করব প্লিজ আমাকে হেল্প করেন
চুল খুব ছোট করে ছাটেন। কখনো টেনশন করবেন না। ধূলাবালির মধ্যে যাবেন না। সব কিছু পরিস্কার-পরিচ্ছন্ন রাখবেন।
Khub valo sir. Anek upokar pa6i amra anekei.
কোনো কোনো জায়গা চুল পরে গেছে কি লাগালে ভাল হবে
চর্মবিশেষজ্ঞ দেখিয়ে পরীক্ষা করাবেন যে ঠিক কী কারণে এমন হয়েছিল। তারপর যদি প্রতিকার থাকে তো ডাক্তার বলে দেবেন।
Acca mokh vora dari ki kono poddhotite gojano jay?
কোনও উপায় নেই, এটা জন্মগত।
Chul nere korle ki abr ager moto ghono hoye chul gojabe?
sir amar boish 21 bosor mathar chul pore jasche abog ki onek ta pore gache…. akhn ami ki korb R nuton kore chul gojanor kono opai ashe naki jodi bolten ta hoile onek opkar hoito….
চুল খুব ছোট করে ছেঁটে ফেলুন। আর খুব পরিষ্কারপরিচ্ছন্ন থাকবেন। এতেও চুল উঠতে থাকলে একজন ভালো চর্ম বিশেষজ্ঞ দেখাবেন।
Dr.amer boish 18 bosor amer mathar chul por se goto 2 bosor jabot .Chul pore kopal onek ta boro hoye gese .akhon ki kono kisu korar ase …?? {{{{ullek kho ami 2018 te 1 wek por por 4 bar nera hoi c lam tar por thika chul pat la hoya suru kor se . er por 2019 a aber 1 wek por 2 bar nera hole chul aro patla hoi . er 6 month por aber 2020 a rojar surur dike nera hoi . tar por o to chul gono hosse na .
borong aro chul pore jasse }}}. poti ber nera hotam eta mone kore er por mon hoi chul gono hobe . ekhon ki er kono tritement ase?? amer pori bare kono tak nai.
amer matha chul kai and matha thika soto soto b chir moto dana ber hoi . age erokom c lo na age chul aro gono c lo.er ki kono tritment ase ??
Sir alovera mathay dile ki khuski jabe
Sir, amr age 14… age chul onk gono chilo…goto 1 year dhore prochor hair fall hocche..chotobela thekei sunsilk shamppo use kori & akhon almond & coconut oil…kivabe hair aro long & thik korbo…& hair falling stop korbo…plz suggest me or any shamppo..?