কিডনি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে কিছু কিডনি রোগ আছে, সময়মতো উপযুক্ত চিকিৎসার অভাবে কিডনি ফেইলুর হয়ে যায়। অর্থাৎ কিডনি তার স্বাভাবিক কাজ করতে পারে না। কিডনি ফেইলুরের অন্যতম কারণ হলো অনিয়ন্ত্র্রিত উচ্চরক্তচাপ এবং ডায়াবেটিস রোগ। মেডিসিন বা অন্য চিকিৎসার পাশাপাশি কিডনি ফেইলুরে খাদ্যাভ্যাস পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিডনি ফাংশন এবং ফেইলুরের ধাপ ও অন্যান্য অঙ্গের ফাংশন নিরূপণ করে উপযুক্ত খাদ্যতালিকা অনুয়ায়ী সুষম খাবার খেলে প্রায় স্বাভাবিক জীবন যাপন করতে পারেন।
কিডনি রোগীর ডায়েট কেন প্রয়োজন?
ডায়েটের উদ্দেশ্যই হলো—
সর্বোচ্চ পুষ্টিমান বজায় রাখা
ইউরেমিক বিষাক্ততা কমিয়ে রাখা
শরীরের প্রয়োজনীয় প্রোটিন ভেঙে যেতে বাধা দেওয়া
রোগীর শরীর ভালো লাগা এবং কিডনি ফেইলুরের বর্তমান অবস্থান যেন আর এগোতে না পারে
ডায়ালাইসিসের প্রয়োজনীয়তার দূরত্ব কমিয়ে আনা।
চিকিৎসাবিজ্ঞানীরা একমত হয়েছেন যে প্রয়োজনীয় ভালো মানের প্রোটিন দিতে হবে, যেমন ডিম ও দুধ। অন্যান্য প্রোটিন সীমিত করতে হবে, কেননা ওই সব প্রোটিন শরীরে জমা হয়ে ইউরিয়া নাইট্রোজেন তৈরি হয়।
খাদ্যশক্তি: পর্যাপ্ত পরিমাণ ক্যালোরি দিতে হবে। পর্যাপ্ত ক্যালোরি না দিলে শরীরের টিস্যু ভেঙে রক্তে ইউরিয়া এবং পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিলে কিডনির জন্য ওগুলো অপসারণ করা দুঃসাধ্য হবে। শ্বেতসারই খাদ্যশক্তির প্রধান উৎস এবং প্রোটিনের সঙ্গে একসঙ্গে খেতে হবে। সুতরাং খাদ্যশক্তির জন্য প্রোটিন ব্যবহূত হবে না। বেশি প্রোটিনমুক্ত শ্বেতসার এবং কম ইলেকট্রলাইট সাপ্লিমেন্ট করলে বেশি পরিমাণে খাদ্যশক্তি বাড়ে।
প্রোটিন: প্রোটিন ০.৬ গ্রাম শরীরের প্রতি কেজি আদর্শ ওজনের জন্য দিলে নাইট্রোজেন ভারসাম্য ভালো হয় এবং যাদের ডায়ালাইসিস হয়নি, তারা এর চেয়ে বেশি নিয়ন্ত্রণ করলে শরীর শুকিয়ে যায়। কম প্রোটিনসমৃদ্ধ খাবারযুক্ত (২৫ গ্রামের কম) এসেনশিয়াল এমাইনো এসিড এবং কিটোসিড দিলে কিডনি ফেইলুর রোগীদের নাইট্রোজেন ব্যালেন্স ভালো হয়। হিমোডায়ালাইসিসের রোগীকে ১.০ গ্রাম প্রোটিন প্রতি কেজি শরীরের ওজনের জন্য দিতে হবে, হিমোডায়ালাইসিসে ক্ষতি হওয়া প্রোটিন মেটানোর জন্য।
তেল বা চর্বি: ক্রনিক কিডনি ফেইলুরে সাধারণত লিপিড প্রোফাইল বাড়ে। সুতরাং ট্রাইগ্লিসারাইড ও কোলেস্টেরলের মাত্রা কম রাখতে হবে এবং পলিআনসেচুরেটেড তেল বেশি দিতে হবে।
পটাশিয়াম : অতিরিক্ত বা কম পটাশিয়াম দুইটাই রোগীর জন্য খারাপ। ক্রনিক কিডনি ফেইলুরে সাধারণত পটাশিয়াম বৃদ্ধি পায়। ডায়ালাইসিস হয়নি এমন রোগীদের ১৫০০ মিলিগ্রাম থেকে ২০০০ মিলিগ্রাম পটাশিয়াম দিতে হবে। হিমোডায়ালাইসিস রোগীকে দিতে হবে ২৭০০ মিলিগ্রাম এবং পেরিটনিয়েল ডায়ালাইসিস হলে ৩০০০ মিলিগ্রাম থেকে ৩৫০০ মিলিগ্রাম।
সোডিয়াম: শরীরে রস, উচ্চরক্তচাপ ও হার্ট ফেইলুরের কারণে লবণ নিয়ন্ত্রণ করতে হবে। ডায়ালাইসিস হয়নি এমন উচ্চরক্তচাপসম্পন্ন রোগীকে এক গ্রাম সোডিয়াম দৈনিক দেওয়া যেতে পারে। তবে সোডিয়ামের অভাব থাকলে দুই গ্রাম দৈনিক দিতে হবে। হিমোডায়ালাইসিস রোগীদের দৈনিক ১.০ থেকে ১.৫ গ্রাম দরকার আর পেরিটনিয়েল ডায়ালাইসিস রোগীদের ২.০ থেকে ৩.০ গ্রাম। অনবরত চলমান ডায়ালাইসিস রোগীদের সোডিয়াম নিয়ন্ত্রণ করার দরকার নেই। তবে রক্তচাপ কম হলে সোডিয়াম দিতে হবে।
ক্যালসিয়াম: কিডনি ফেইলুরে সাধারণত ক্যালসিয়ামের মাত্রা কমে যায় এবং কিডনির ক্ষতি হয়। সাধারণত প্রোটিন ও ফসফরাস সমৃদ্ধ খাবার সীমিত করার কারণে ক্যালসিয়ামও কমে যায়। সেরাম ক্যালসিয়াম লেবেল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং এটা সাপ্লিমেন্ট করতে হবে ও স্বাভাবিক মাত্রায় আনতে হবে।
ট্রেস খনিজ: শুধুমাত্র খাদ্যে আয়রন এবং ট্রেস মিনারেলসের চাহিদা মিটাতে পারে না। সুতরাং খনিজ সাপ্লিমেন্ট করতে হবে। কিডনি ফেইলুরে খাওয়ার অরুচি হয়। সে ক্ষেত্রে জিংক সাল্লিমেন্ট করলে রুচির পরিবর্তন ঘটে।
ভিটামিনস: ডায়ালাইসিসের সময় ভিটামিন ‘সি’ ও ‘বি’ ভিটামিন শরীর থেকে বের হয়ে যায়। এই ভিটামিনগুলো কম খাওয়া হয়। কারণ কাঁচা শাকসবজি সীমিত করা হয় এবং খাদ্য অনেক পানির মধ্যে পাক করা হয় পটাশিয়ামের মাত্রা কমানোর জন্য। ফলিক এসিড এবং পাইরিডক্সিনের প্রয়োজনও বেশি হয় অন্যান্য ওষুধের বিপরীত কার্যকরতার জন্য। ভিটামিন ডি-এর বিপাক ক্রিয়ায় ব্যাঘাত ঘটে, কারণ ফেইলুর হওয়া কিডনি ভিটামিন ডিকে অ্যাকটিভ ফর্মে নিতে পারে না। সুতরাং সব ভিটামিন সাপ্লিমেন্ট করতে হয়।
পানি: ক্রনিক কিডনি ফেইলুরে পানি গ্রহণ নিবিড়ভাবে মনিটর করতে হবে। যদি উচ্চরক্তচাপ বা ইডিমা না থাকে, তবে দৈনিক ৫০০ মিলিলিটার যোগ (+) যে পরিমাণ প্রস্রাব হয়, তা দিতে হবে। দেড় থেকে তিন লিটার পর্যন্ত দেওয়া যেতে পারে। ডায়ালাইসিস হওয়া রোগীর ওজন দৈনিক এক পাউন্ড পর্যন্ত বাড়তে দেওয়া যেতে পারে।
মো. মোস্তফা কামাল
সহকারী অধ্যাপক, নিউট্রিশন অ্যান্ড বায়োকেমেস্ট্রি বিভাগ, নিপসম, মহাখালী, ঢাকা।
problemta amar babar.kidney & urine infection,creatinine 1.5-1.8 er moddhe thake. diabetis ase limit er moddhe.tablet khai hipophos,sodicarb,tiginor.2 time ruti khai.r ke ke kete parbe?amar baba ke nie khub voi hoi.please poramorso diben.
সাদা চাল, ময়দা, সুগার, গোল আলু- এসব বাদ দেবেন। লাল আটার রুটি, লাল চালের ভাত খাওয়া উচিত। আর অল্প অল্প করে একটু পর পর খেতে বলবেন।
sir,apni bolesen keshukhon por por khabe but ke khabe seta bolen ni.please jodi bolten. ke ke fruits khabe seta janaben.I will be greatfull to you.
মাছ, মাংশ, ডিম, দুধ, দই- এসব দিয়ে পছন্দ মত খাবার তৈরী করে নিবেন। সাদা ভাত, ময়দা, সুগার, এলকোহল, ক্যাফেইন, নিকোটিন- এসব থেকে দূ্রে থাকবেন। যে কোন শাকসবজি-ফলমূলই ভালো।
sir, salam niben, diabetis rogir ke kidney change kora jai ?
হ্যাঁ, যায়। যারা কিডনি ট্রান্সপ্লান্ট করেন, তাদের বেশির ভাগই ডায়াবেটিস রোগী।
আমার বয়স ২৩ বছর,ওজন ৫৮ কেজি। আমি বিগত ৩ বছর যাবত আমার বা দিকের কিডনিতে প্রচণ্ড বেথা অনুভব করি এছাড়াও আমার বা পাশের টেস্টিস খুব বেথা করে মাঝে মাঝে খুব ফুলে যায় এবং কোমরসহ সারা শরীর তীব্র বেথা করে,তিব্র বেথানাশক ইনজেকশন নিয়ে বেথা কমাতে হয়, আমার আসলে কি সমস্যা দয়া করে জানাবেন …
ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।
সমস্যা হল কিছুদিন ধরে (১৬.০৮.২০১২) আমার ব্যাকপেইন হচ্ছে। পানি খাওয়ার পর ২ ঘন্টার মধ্যে প্রস্রাবের প্রচণ্ড বেগ হয়। াের পর পানি শেষ না হওয়া পযর্ন্ত ১০-১৫ মিনিট পরপর প্রস্রাব হয়। প্রস্রাবের পর পানি খেলে ১০-১৫ মিনিট পরপর আবার প্রস্রাব হয়। না খেলে দু/একবার হয়ে অনেক বিরতির পর প্রস্রাব হয়। চেহারা ফোলা ফোলাভাব। আামর সন্দেহ লাগে এবং কিডনীতে কোন সমস্যা আছে কিনা টেস্ট করি। test টা হল-
Blood:
Serum Creatinine=1.0 mg/dl
Urine:
Physical Examination
Colour- Straw
Appearance- Clear
Sediment- Nill
Sp. Gravity- Not Done
Quantity- Sufficiebt
Chemical Examination
Reaction- Acidic
Excess of Phosphate- Nill
Albumin- Nill
Sugar- Nill
Acetone (Ketone Body)- Not Done
Bile Salt- Not Done
Bile Pigment- Not Done
Microscopic Examination
WBCs/Pus Cells- 2 – 3/HPF
Epithelial Cells- 3 – 4/HPF
RBC- Nill
Granular Cast- Nill
Cellular Cast- Nill
Others- Nill
আমার কোন সমস্যা আছ কিনা জানাবেন। আর সমস্যা থাকলে আমার করণীয় কি তাও দয়া করে বলবেন।
তেমন বড় কোন সমস্যা দেখা যাচ্ছে না। আপনি একজন কিডনি ও মূত্র রোগ বিশেষজ্ঞ দেখিয়ে নিতে পারেন।
sir,
amar age 35yrs, diabetics rogi, amar s.creatinine = 1.20
amar ki kidny rog hoyse?
পুরুষদের 0.75 to 1.3 mg/dL; মেয়েদের 0.6 to 1.1 mg/dL নরমাল।
Amar prosabe beg ashle o prosab hoyar somoy jala kore, majhe majhe prushanger vitor kamray… Blood o urine test normal…. Doctor Urokit plus 200ml 2file khete bolece jar 1file khowua hoye gece but kono unnoti nai…. Agami 1april Amar hsc exam… So, ekhon Amar ki kora uchit???? Ektu janaben plz….
প্রচুর পানি পান করবেন, রাত জাগবেন না বেশি, ঘুম ঠিক রাখবেন। আর সবুজ শাকসবজি খাবেন বেশি।