সমস্যা: আমার মেয়ের বয়স ছয়বছর। ও স্কুলে যাচ্ছে। আমার মেয়ের দাঁতে এখন পর্যন্ত কোনো সমস্যা ছিলনা।সে নিয়মিত ব্রাশ করে, সব সময় মুখ পরিষ্কার রাখে।
এই ছয় বছর বয়সে তার কোনো দুধদাঁতও নড়েনি। কিছুদিন আগে আমি লক্ষ করেছি, ওর সামনের নিচের দুই দাঁতের পেছন দিয়ে আরও দুটি দাঁত উঠছে। কিন্তু দুধদাঁত দুটি পড়ার কোনো লক্ষণ নেই। এখন আমার কী করণীয়? জানালে উপকৃত হব।
আনোয়ারা বেগম
ধানমন্ডি, ঢাকা।
পরামর্শ: ছয়বছর বয়সের বাচ্চার জন্য এটা খুব সাধারণ সমস্যা। আর আপনার মেয়ে যে নিয়মিত দাঁত ব্রাশ করছে, এটা খুবই ভালো লক্ষণ। এবার সমাধানে আসি। দুধদাঁত না নড়েও স্থায়ী দাঁত ওঠা শুরু হতে পারে, সে ক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের কাছে যেতে হবে। এবং একটি এক্স-রে করিয়ে নিতে হবে। চিকিৎসকের সাহায্যে সামনের দুধদাঁত দুটি ফেলে দিতে হবে। আর স্থায়ী দাঁতটি যেহেতু খানিকটা ভেতর দিকে এসেছিল, তাই বাচ্চাকে জিহ্বা দিয়ে প্রায়ই দাঁত দুটিকে সামনের দিকে ঠেলতে উৎসাহিত করুন। দাঁত দুটি পরিপূর্ণতা পাওয়ার আগে সঠিক স্থানে চলেআসবে।
পরামর্শ দিয়েছেন জেবুন নেছা
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রিভেন্টিভ অ্যান্ড চিলড্রেন ডেন্টিস্ট
ডেন্টাল অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ২৮, ২০১২
ছয়বছর বয়সের বাচ্চার জন্য এটা খুব সাধারণ সমস্যা।দুধদাঁত না নড়েও স্থায়ী দাঁত ওঠা শুরু হতে পারে, সে ক্ষেত্রে প্রথমেই চিকিৎসকের কাছে যেতে হবে। এবং একটি এক্স-রে করিয়ে নিতে হবে। চিকিৎসকের সাহায্যে সামনের দুধদাঁত দুটি ফেলে দিতে হবে।
আমার দাত দিএ রক্ত পরে প্রায় ৩ বসর। কন চিকিথশা করি নাই। কন বেথা নাই। কি করব।
ডাক্তার দেখানো উচিত হবে।
আমার শিশুর বয়স ৪বসর ৬ মাস। বর্তমানে তার সামনের মাড়ির ৪ টা দাঁত অর্ধেক ভেঙে গেসে এবং বাকি অংশ মাড়ির মাঝে রয়ে গেসে এর সমাধান কি জানালে কৃতজ্ঞ হবো।
ইতি
রাবিয়া সুলতানা
অতি সত্বর দাঁতের ডাক্তার দেখাবেন। রয়ে যাওয়া ভাঙা দাঁতে ব্যথা হলে উঠিয়ে ফেলা লাগতে পারে। না হলে পরে যখন দাঁত নড়বে তখন উঠিয়ে ফেললেই হবে।
আমার মেয়ে বয়স ছয় বছর চার।মাস।তার দাত।পড়ে ছে। দুই।তিন।মাস।জাবত।কিন্তু দাত।উডেনা।