জিমে ব্যায়াম করার রুটিন (ক্লাসিক্যাল পদ্ধতি)
ওজন বাড়ানো ট্রেইনিং-এর ক্লাসিকাল রুটিন (সপ্তাহ ১-৬)
- প্রথম ৫ মিনিট স্টেশনারী বাইক বা অন্যান্য পদ্ধতিতে গা গরম করে নেবেন
- ৫ মিনিট পেশী স্ট্রেচিং করে নেবেন (শুধু যে অঙ্গগুলোর ব্যায়াম করবেন)
- ভারী ওজন নেয়ার চেষ্টা করবেন
- সেটের মাঝে ৩ মিনিট বিশ্রাম নেবেন
- টেম্পো: ৩/০/১*
- ব্যায়াম শেষে আবার ৫ মিনিট পেশী স্ট্রেচিং
ব্যায়ামের গাইডলাইন
- প্রথম দুইবার গা-গরম (ওয়ার্ম-আপ) করার সেট
- ৩-৪ টি মূল কার্যকরী সেট
- ১ বার্ণ-আউট সেট (তুলনামূকম কম ওজনের যাতে ৬-১২ র্যাপস দেয়া যায়)
- ১ টি সুপার সেট (পেশি ফেল না করা পর্যন্ত, ৮-১২ র্যাপস)
সেশন#১ (বুক, কাঁধ, বাহু-ট্রাইসেপ)
ব্যায়ামের নাম | সেট | ||||||
২টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | বার্ণআউট | সুপারসেট | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
ফ্লাট বেঞ্চ প্রেস | ৮/৪৫ | ৮/১৩৫ | ৬/১৫৫ | ৪/১৭৫ | ২/১৯৫ | ১০/১১৫ | |
ইনক্লাইন ডামবেল ফ্লাইস | (বিশ্রাম নেয়া যাবে না) | ১০/৩০ | |||||
শৌলডার প্রেস | ৮/৪৫ | ৮/৯৫ | ৬/১১৫ | ৩/১৩৫ | ১/১৫৫ | ১০/৬৫ | |
সাইড রেইজেস | (বিশ্রাম নেয়া যাবে না) | ১২/১০ | |||||
শ্রাগস | ৮/৩০ | ৮/৫০ | ৫/৬০ | ৩/৭০ | ২/৮০ | ১২/৪০ | |
বেঞ্চ ডীপস | ১৫ | ১৫ | ১৩ | ১২ | ১১ | ||
ট্রাইসেপ পুশডাউন | (বিশ্রাম নেয়া যাবে না) | ১২/৬৫ | |||||
ক্রাঞ্চ | ২৫ | ২৩ | ২২ | ২০ |
সেশন#২ (পা)
ব্যায়ামের নাম | সেট | ||||||
২টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | বার্ণআউট | সুপারসেট | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
স্কোয়াট | ৮/৪৫ | ৮/১৩৫ | ৬/১৭৫ | ৪/২০৫ | ২/২২৫ | ১০/৯৫ | |
লেগ এক্সটেনশন | (বিশ্রাম নেয়া যাবে না) | ১৫/৬০ | |||||
স্টিফ-লেগড ডেডলিফট | ৮/৪৫ | ৮/৯৫ | ৬/১১৫ | ৪/১৩৫ | ১/১৫৫ | ৮/৮৫ | |
হামস্ট্রিং কার্ল | (বিশ্রাম নেয়া যাবে না) | ১২/৫০ | |||||
কাভস রেইজেস (যতগুলো পারেন) | ১০০ | ১৫৫ | ১৭৫ | ১৯৫ | |||
রিভার্স ক্রাঞ্চ | ১৫ | ১৫ | ১২ | ১০ |
সেশন#৩ (পিঠ, বাহু-বাইসেফ)
ব্যায়ামের নাম | সেট | ||||||
২টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | বার্ণআউট | সুপারসেট | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
ওয়াইড গ্রিপ পুলআপ (যতগুলো পারেন) | ১০ | ১০ | ৮ | ৬ | |||
ওয়ান আর্ম রৌজ | ৮/৩০ | ৮/৫০ | ৫/৬০ | ৩/৬৫ | ২/৭০ | ১০/৪০ | |
লাটবার পুলডাউন (যতগুলো পারেন) | (বিশ্রাম নেয়া যাবে না) | ১১/৬০ | |||||
স্টাণ্ডিং ডামবেল কার্লস | ৮/১০ | ৮/২৫ | ৬/৩০ | ৩/৪০ | ২/৫০ | ||
ইজি বার রিভার্স কার্লস | (বিশ্রাম নেয়া যাবে না, অর্থাৎ স্টাণ্ডিং ডামবেল কার্লস ১ সেট করেই এটার ১ সেট করতে হবে) | ৫/২০ | ৫/১৫ | ৫/১০ | |||
ক্রাঞ্চ | ২৫ | ২৫ | ২৩ | ২৩ |
ওজন বাড়ানো ট্রেইনিং-এর ক্লাসিকাল রুটিন (সপ্তাহ ৭-১০)
প্রথম ৫ মিনিট স্টেশনারী বাইক বা অন্যান্য পদ্ধতিতে গা গরম করে নেবেন
- ৫ মিনিট পেশী স্ট্রেচিং করে নেবেন (শুধু যে অঙ্গগুলোর ব্যায়াম করবেন)
- একটা অঙ্গের জন্য শুধু একটা ব্যায়াম
- সেটের মাঝে ৯০ সেকেণ্ড বিশ্রাম নেবেন
- টেম্পো: ৩/০/১
- ব্যায়াম শেষে আবার ৫ মিনিট পেশী স্ট্রেচিং করে নেবেন
ব্যায়ামের গাইডলাইন
- ১০টি মূল সেট, প্রতিটা সেটে ১০ র্যাপস (কোর ব্যায়াম)
- ১০-১৫ র্যাপস করে ৩ সেটের মৌলিক ব্যায়াম
সেশন#১ (বুক, পিঠ)
ব্যায়ামের নাম | সেট | |||||||||||
২টি ওয়ার্মআপ সেট | ওজন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | |
র্যাপস/ওয়েট | (সর্বোচ্চ ২০টি র্যাপস দিতে পারবেন, এমন ওজন) | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | |
ইনক্লাইন ডামবেল প্রেস | ১৫/২০ | ৪০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ |
বারবেল রৌ(রিভার্স গ্রিপ) | ১২/৪৫ | ১৩৫ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ |
পুল-ওভার | ৩৫ | ১৫ | ১৫ | ১২ | (৩ সেট যথেষ্ঠ) | |||||||
লাট পুলডাউন | ৫০ | ১৫ | ১৪ | ১৪ | (৩ সেট যথেষ্ঠ) | |||||||
ডিক্লাইন বোর্ড টুইস্টিং সিট-আপ | ১৫ | ১৫ | ১৪ | ১৪ |
সেশন#২ (পা)
ব্যায়ামের নাম | সেট | |||||||||||
২টি ওয়ার্মআপ সেট | ওজন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | |
র্যাপস/ওয়েট | (সর্বোচ্চ ২০টি র্যাপস দিতে পারবেন, এমন ওজন) | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | |
ডেডলিফট | ১৫/৪৫ | ১৩৫ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ |
কাভস রেইজেস | ১২/২০ | ২০০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ |
রিভার্স ক্রাঞ্চ | ১৫ | ১৫ | ১২ | ১২ |
সেশন#৩ (বুক, পিঠ)
ব্যায়ামের নাম | সেট | |||||||||||
২টি ওয়ার্মআপ সেট | ওজন | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | |
র্যাপস/ওয়েট | (সর্বোচ্চ ২০টি র্যাপস দিতে পারবেন, এমন ওজন) | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | রে | |
বার ডিপ | বডিওয়েট | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | |
রিভার্স কার্লস (ইজি কার্ল বার নিয়ে) | ১২/২০ | ৪০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ | ১০ |
লাটেরাল রেইজেস সিট-আপ | ২০ | ১০ | ১০ | ১০ | ||||||||
ট্রাইসেপ পুল্ডাউন | ৪০ | ১৫ | ১৫ | ১৫ | ||||||||
ডিক্লাইন বোর্ড টুইস্টিং সিট-আপ | ১৫ | ১৫ | ১৫ | ১৩ |
ফ্যাট কমানোর ট্রেইনিং-এর ক্লাসিকাল রুটিন (সপ্তাহ ১১-১২)
- শুরুর আগে ৫ মিনিট বাইক বা হালকা দৌড়ে গা গরম করে নেবেন
- ৫ মিনিট স্ট্রেচিং করে নেবেন
- হালকা ওয়েট নেবেন যাতে প্রতি সেটে ১০-১৫ র্যাপস দেয়া যায়
- সেটের মাঝে ৯০ সেকেণ্ড বিশ্রাম নেবেন
- টেম্পো: ১/০/১
- ব্যায়াম শেষে ৫ মিনিট স্ট্রেচিং করে নেবেন
- সপ্তাহে ৩/৪ দিন কার্ডিও ব্যায়াম করবেন। যেমন দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার।
ব্যায়ামের গাইডলাইন
- ১টি ওয়ার্মআপ সেট (১২ র্যাপস)
- ৩-৪ টি মূল কার্যকরী সেট (১০-১৫ র্যাপস করে)
সেশন#১ (বুক, কাঁধ, বাহু-ট্রাইসেপ)
ব্যায়ামের নাম | সেট | ||||
১টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
ইনক্লাইন বেঞ্চ প্রেস | ১২/৪৫ | ১৩/১১৫ | ১২/১২৫ | ১২/১৩৭ | ১০/১৪৫ |
ফ্লাট ডামবেল ফ্লাইস | ১২/১০ | ১৩/২০ | ১৩/৩০ | ১০/৩৫ | ১০/৪০ |
ডামবেল সাইড লাটেরাল রেইজেস | ১২/১০ | ১২/১৫ | ১২/২০ | ১০/২৫ | |
ট্রাইসেপ পুশডাউন | ১২/৩০ | ১৫/৪০ | ১৩/৪৫ | ১২/৫০ | ১২/৫৫ |
ক্রাঞ্চ | ২৫ | ২৩ | ২০ | ২০ |
সেশন#২ (পা)
ব্যায়ামের নাম | সেট | ||||
১টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
লেগ প্রেস | ১২/১৩৫ | ১৩/২২৫ | ১২/২৭৫ | ১০/৩০ | ১০/৩২০ |
লেগ এক্সটেনশন | ১২/৪০ | ১২/৫০ | ১২/৬০ | ১০/৭০ | |
হামস্ট্রিং কার্ল | ১২/৪০ | ১৩/৫০ | ১৩/৬০ | ১১/৭০ | ৯/৮০ |
কাফ রেইজেস | ১২/৪৫ | ১৫/৯০ | ১৩/১৩৫ | ১০/১৫৫ | ১০/১৭৫ |
রিভার্স ক্রাঞ্চ | ১৫ | ১৫ | ১২ | ১৩ |
সেশন#৩ (পিঠ, বাহু-বাইসেপ)
ব্যায়ামের নাম | সেট | ||||
১টি ওয়ার্মআপ সেট | সেট#১ | সেট#২ | সেট#৩ | সেট#৪ | |
র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | র্যাপস/ওয়েট | |
ওয়াইড গ্রিপ ল্যাট পুলডাউন | ১২/৩০ | ১৫/৬০ | ১৩/৭০ | ১২/৮০ | ১০/৯০ |
ক্যাবল রো | ১২/৫০ | ১৩/৬০ | ১০/৭০ | ১০/৮০ | |
ক্যাবল কার্ল | ১২/২০ | ১৫/৩০ | ১২/৪০ | ১০/৫০ | ১০/৬০ |
রিভার্স ক্রাঞ্চ | ১৫ | ১৫ | ১২ | ১৩ |
—————————
সমস্ত ওজন পাউণ্ড হিসাবে উল্লেখ করা।
২.২২ পাউণ্ড = ১ কেজি
র্যাপস = র্যাপিটিশন (Repetition)
*টেম্পো = যে গতিতে একটা র্যাপ সম্পন্ন করা হয়। একটা র্যাপে দুই ধরনের গতি থাকে- ধনাত্মক এবং ঋণাত্মক। যেমন, বুকডন দেয়ার সময় যখন বল প্রয়োগ করে বুক উপরে উঠানো হয়–সেটা ধনাত্মক গতি। যখন বুক নিচে নামানো হয়, এতে কোন বল প্রয়োগ হয় না–এটা ঋণাত্মক গতি।
যখন বলা হয়, টেম্পো হবে ৩/০/১–তার মানে, ধনাত্মক গতিটা সম্পন্ন করতে হবে ৩ সেকেণ্ডে, ০ সেকেণ্ড অপেক্ষা অর্থাৎ না থেমে আবার ১ সেকেণ্ডের মধ্যে পূর্বাবস্থায় ফিরে যেতে হবে। অর্থাৎ ১, ২, ৩ গুনতে গুনতে বুক উঁচু করতে হবে, না থেমে আবার ১ গুনতে গুনতে বুক নিচু করতে হবে।
খুব সুন্দর একটি পোস্ট, এডমিন কে আন্তরিক ধন্যবাদ ।
স্যার আমার ঠোট কালো হয়ে গেছে এখন আমি ঠোট লাল করার জন্য কি করতে পারি।
বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হঠাত করে ঠোঁটের রঙ পরিবর্তন হয়ে যেতে পারে। আপনার এমন কিছু হলে উচিত হবে শরীরের যত্ন নেয়া। এছাড়া ধূমপানের জন্যও এমন হয়।
আমার পে শি মোটা কর তে হ লে কি কর তে হ বে? ব্যায়ামের পর েকি কি খাবার খে তে হ বে?
হেভি ওয়েট নিয়ে ব্যায়াম করতে হবে। ব্যায়ামের পরে যে খাবারটি খাবেন, তাতে উন্নত মানের প্রচুর প্রোটিন থাকা আবশ্যক।
Sesson boalte ki mean kora.
1-6 wk-a 3ta sesson ace.1st sesson ta jodi photom din kori,2din jodi 2no sesson kori,3 din jodi 3no sesson kori thahole next din gulota ki bayem korbo.
aktu khula boloun.Akhon kon niyem ta follow korbo.
সপ্তাহে ৩ দিন ৩টা সেশন। একদিন বাদে একদিন। শেষ দুইদিন টানা বিশ্রাম।
amner uchoota 5.10.. ami 57 kg…জিমে gela ba korla ki health balo hoba?
ধৈর্য্য ও একাগ্রতা নিয়ে জিম করলে, বেশি খাওয়া দাওয়া করলে না হওয়ার কিছু নাই।
আমার বয়স ২১ বছর | কোন মেয়ের সাথে বসে বা ফোনে কথা বলার সময় লিঙ্গের মাথায় ডিমের লালার মতো বের হয় । এটা সমস্যা হলে সমাধান জানাবেন।
সব সময় সেক্স চিন্তা করলে এমন হয়। নিজেকে কন্ট্রোল করতে হবে। প্রথমে খুব একটা সমস্যা না হলেও পরের দিকে ্মিলিত হতে গেলে তাড়াতাড়ি বীর্যপাত হয়ে যেতে পারে।
10ta badam o 6ta kismis-a ki poriman kelorie ase. sir janale khushi hobo.
ওজনে হিসাবে করতে হবে। ২৮ গ্রাম বাদামে ১৬০ ক্যালরির মত পাবেন। ১৪ গ্রাম কিশমিশে ৪২ ক্যালরি পাবেন।
amar boyes 25, height 5.6 ojon 55kg. arms 11inch, chest-36, stomach-27, thigh-18inch, ami proffessional bodybuilder hote chai, amake pushup koita dite hobe utabosa kotota korte hobe r ki khete hobe janale khushi hobo. bangladeshe bodybuilding er future kemon? ami tar ektu bistarito jante chai. sir jodi janan tahole khushi hotam.
জিম করার ক্ষেত্রে এই রুটিনটা প্রাথমিক পর্যায়ে অনুসরণ করতে পারেন। ধীরে ধীরে নিজেই সব বুঝে যাবেন।
অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে। দুধ, ডিম, দই, মাছ, মাংশ, শাকসবজি ফলমূল বেশি খেতে হবে।
বাংলাদেশে বডিবিল্ডারদের নিয়ে পর্যাপ্ত তথ্য আমাদের হাতে নেই। চেষ্টা করা হবে তথ্য সংগ্রহ করে জানাতে।
amar penis aga mota gora chikon hoye gese. ami etake thik korte chai. penis mota korar ki kono exercise ase. janale khushi hobo.
লিঙ্গের আকার পরিবর্তন করা সম্ভব না। এটা জিনগত। তবে আপনার এতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। শরীর ঠিক রাখুন। লাইফস্টাইল ভাল রাখুন।
THANKS.আমি এ সমস্যার জন্য HOMIOPATHIC ওষুধ খেয়েছিলাম । কিন্তু কোন ফল পাই নাই। এখন কোন ওষুধ থাকলে জানাবেন। আমি PRIVATE পড়াই। কিছু ছাত্রীও পড়াই। প্রতিদিন একই সমস্যা । এক HOMIOPATHIC ডাক্তার বলেছে এটি নিষিক্তকরণ প্রক্রিয়া । কিভাবে *যৌ*ন* চিন্তা থেকে দূরে থাকতে পারি। সমাধানের উপায় বিস্তারিত জানালে উপক্রিত হব।
সবচেয়ে ভালো উপায় হলো ব্যায়াম করে শরীর ঠিক রাখার উপর জোর দেয়া। ব্যায়াম করতে গিয়ে মন যেদিকে টানবেন, সেদিকে যাবে। ধরুন আপনার উদ্দেশ্য শরীর ঠিক রাখা। তখন ব্যায়াম করলে আপনার মন বলবে যে সেক্স্যুয়াল চিন্তা করলে শরীর খারাপ হবে। এছাড়া মনকে কন্ট্রোল করার জন্য মেডিটেশন করতে পারেন। মন-মানসিকতা এবং মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি উন্নত করতে হবে।
উত্তরের জন্য ধন্যবাদ । আমার উচ্চতা 5′-11″ ওজন ৫৫ KG. শরীর ঠিক রাখার জন্য কি খাবার বা ব্যায়াম দরকার ?মেডিটেশন TRAINING ছাড়া করা গেলে উপায় বলুন । আর আমার কি ব্যায়াম করা উচিত্ ? জানালে উপকৃত হব । বি:দ্র: MEDITATION সম্পর্কে একটু বলবেন।
মেডিটেশন আপনার মনকে ভালো রাখবে। মন স্থির হবে।
জিমে গিয়ে এই পোস্টের রুটিন অনুসরণ করে ব্যায়াম শুরু করে দিন।
প্রথমেই খাবার নিয়ে খুঁতখুঁত করবেন না। ব্যায়াম করলে এমনিতেই ক্ষুধা বেশি লাগবে। সবসময় খাওয়ার উপর থাকবেন। ওজন কিছুটা বাড়লে তখন একটু বেছে বেছে খাবেন।
Sir amar age 25 chest 35 stomach 26 arms 11 inch, thigh 18inch nech 13inch. ami shoptahe 3 din uporer exercise kori r shoptaher tin din nicher side korchi. jedin bokdown kori sedin 3 set 50 ti kori, 3set 5kg ojoner dumbell diye triceps er 100t, 3set barbel diye deltroid er 3set samne 3 set gharer pechhone niye exercise kori. aidin gulote ami thigh marina. abar pordin 3-4 set biceps 5kg ojoner dumbell diye 100t kori, shob sheshe 1 set skot instrument chhara 50t. amar exercise e ki vul ase thakle shotikta janaben plz. r amake ki ki khete hobe a koita exercise er jonno janale kritoggo thakbo. thank u sir.
আপনাকে সপ্তাহে মাত্র ৩ দিন ব্যায়াম করতে হবে। এই রুটিনটা ফলো করলেই বুঝতে পারবেন।
ওজন বেশি নিয়ে কমবার ব্যায়াম করতে হবে যদি ওজন বা পেশি বাড়াতে চান। আপনি যেটা করছেন তাতে শরীর নরম হয়ে একটা মেয়েদের মত শেপে চলে যাবে। ওজন বাড়বে না।
আপাতত খাওয়া নিয়ে বেশি চিন্তা করবেন না। ওজন একটু বাড়লে তবেই বাছ বিচার করবেন। খাবারে ডিম, দুধ, দই, মাছ, মাংশ রাখবেন।
sex power tablet er kaaz ki exercise kore pawa shomvob. sex power baranor exercise jodi thake tahole janaben plz. kingba kon exercise korle sex power barano jai.
হ্যাঁ, সম্ভব। সেক্স পাওয়ার বাড়ানোর জন্য আগে শরীর ফিট রাখতে হবে যা ব্যায়াম করে করতে পারবেন। এরপর বেশিক্ষণ বীর্য ধরে রাখার জন্য আলাদাভাবে কেজেল ব্যায়াম করতে পারেন।
amar pacai mangso khub com.jar karone pant parle amake khub kharap lage.pacar mangso badanor janoo kono upay ace ki na
আপনার বয়স, উচ্চতা, ওজন কত? ওজন বাড়াতে চাইলে জিমে গিয়ে ব্যায়াম করতে হবে। বিশেষ করে পিছনের অংশের ব্যায়াম “ডেড-লিফট” এবং “স্কোয়াট” ব্যায়াম দুটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। সাথে খাওয়া-দাওয়া এবং ঘুম বাড়াতে হবে। সব প্রকার নেশা বাদ দিতে হবে।
Sir amar lingo 2″ ame ki bidesh jate parbo.amar cinta hay jade ame medicale unfit hay .ar janoo ki medicale unfit karbe.janale khub upkar hay.amar visa asar katha khub taratari
না, এজন্য আনফিট হওয়ার সম্ভাবনা নাই।
Sir fat diye body barale ki sex er problem hoi? Ami jotoi exercise er madhome body create korina keno. r weekly tin din exercise korle body stemina kome jabe na to sir. plz give me ur advice
প্রথম প্রশ্নটা বোঝা গেল না। ফ্যাট দিয়ে বডি বাড়াতে যাবেন কেন? তার সাথে সেক্সের কি সম্পর্ক?
যারা প্রথম দিকে ওজন বাড়াতে চান, তাদের জন্য ব্যায়ামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো খাওয়া-দাওয়া আর বিশ্রাম-ঘুম। তাই তিন দিনই যথেষ্ট। তাই জিমের পিছে বেশি সময় নষ্ট না করে অন্যান্য দিকে সময় দিন।
ধন্যবাদ |মেডিটেশন সম্পর্কে জানালে খুশি হব।
মেডিটেশন নিয়ে একটা পোস্ট ছিল আমাদের লাইফস্টাইল বিভাগে।
sir,amar age 21(male).amar wight 57kg.hight 5.6″.sir amar age onujae ojonta tig ase naki aro badate hobe r ami aro helth korte chai.kivabe helth kora jabe abong jim korle ki helth kora shomboov.
ওজন আরো ৭-৮ কেজি বাড়াতে পারেন।
জিম খাওয়া আর ঘুম- এই তিনটা ঠিক রাখলে সবই সম্ভব।
দেশী মুরগির ডিমে পুষ্টি বেশি নাকি লেয়ার নাকি হাসের ডিমে? কোন ডিমে কি পরিমান পুষ্টি আছে জানাবেন। HALF-BOILED ডিমে কি পুষ্টি বেশী!
ব্যাপারটা সাইজের। হাঁসের ডিম সাইজে একটু বড় বিধায় এতে পুষ্টিটাও বেশি। ৫০ গ্রাম ওজনের একটা ডিমে ৭২ ক্যালরির মত পাবেন।
amar age 34.amar asma achea.ama ojon 63,hight 5.2enchi.ami ki ezercise korbo.
আপনার হাঁপানি কোন টাইপের বা কতটা সিরিয়াস, সেটার উপর নির্ভর করে। এমনিতে নিজে যতটা সহ্য করতে পারেন, সেরকম ব্যায়ামই করতে পারবেন। যেসব ব্যায়াম অল্প সময় ধরে করা যায়, মাঝে মাঝে বিশ্রাম নেয়া যায়, যেমন জিমে গিয়ে অয়েট লিফটিং ব্যায়াম, এটা যে কেউ করতে পারেন। টানা দৌড়ানো, সাঁতার বা ফুটবল খেলা টাইপের ব্যায়াম করাটা কষ্টসাধ্য হতে পারে। আপনার জন্য হাঁটা ভালো হতে পারে।
ইনহেলার ব্যবহার করলে ব্যায়ামের আগে একবার ব্যবহার করা উচিত। ব্যায়ামের পরে ভালো ভাবে বিশ্রাম নিয়ে শরীর ঠাণ্ডা করে নেয়া উচিত। ঠাণ্ডার মধ্যে বাইরে ব্যায়াম না করাই ভালো। আবার হাঁপানি এলার্জিজনিত হলে বাইরের ধূলোবালি এড়িয়ে চলা উচিত।
amar age 16.amar weight 47 kg.ami kivabe amr figure slim korbo?
ami kon khabar gulo khabo r kon gulo khabo na.
আপনার ওজন খুব বেশি কিনা, সেটা বুঝতে আপনার উচ্চতা জানতে হবে।
সাদা ভাত, ময়দা, সুগার, গোল-আলু, সোডিয়াম, ক্যাফেইন- এসব খাবার এড়িয়ে চলা উচিত। দুধ, ডিম, মাছ, মাংশ, শাকসবজি, ফলমূল বেশি খাবেন। প্রচুর পানি পান করবেন। নিয়মিত ব্যায়াম করবেন।
amr age 16 R ojoon 47kg. ami amr ojoon aro komate chai.
ami kivabe amr ojoon komabo??
ami kon khabar gulo khabo R kon khabar gulo khabo na??
আপনার উচ্চতা বলেন নাই। তবে এইটা খুব বেশি ওজন নয়। শুধু চেষ্টা করুন যাতে ওজন আর না বাড়ে। এজন্য নিয়মিত খেলাধূলা, হাঁটা, বা দৌড়াতে পারলে ভালো হয়।
সাদা ভাত, গোলআলু, ময়দা, সুগার, সোডিয়াম, ক্যাফেইন- এসব এড়িয়ে চলবেন।
ami gym e xecise kori.amar problem holo exercise korle amr Ghar & Komor e pressure pore and betha kore.Bishesh kore ghar betha ta jaite chayna.gym korar 2/3din por o thake.ami free hand exercise kori. Deeps r parallel bar marle pressure ta beshi pore.kivabe ei betha dur kora jay??
Age:22 Sex:Male H:5’6″ W:67KG
যে কোন ব্যায়ামই করেন না কেন, ঘাড় আর কোমর সবসময় সোজা রাখতে হবে। এমন ওজন নিবেন না যাতে ঘাড় আর কোমর বেঁকে যায়। ব্যথা প্রথম দিকে সপ্তাহ খানেক পর্যন্ত থাকতে পারে। কিছুদিন পর যদি ৪৮ ঘন্টার বেশি থাকে, তাহলে বুঝতে হবে আপনার ফর্ম ঠিক হচ্ছে না, কিংবা ওভার ট্রেনিং করে ফেলছেন।
ডিপস্-এর সময় হাত, কনুই বারের ভিতরে, শরীরের কাছাকাছি রাখতে চেষ্টা করবেন। দুইটা বারের মধ্যে দূরত্ব কম রাখবেন।
আমার স্বামীর বয়স – ৪৬+, উচ্চতা – ৫’-৭”, ওজন-৬৮ কেজি, কোমড়-৩২”, বুক-৩২”, লিংগ-৪½” , সে বুকডন দিতে পারে ২০-৩০ বার , সেক্স নাই বললে চলে, সে কি এক জন ফিট পুরুষ ?
ফিটনেস মাপার তিনটি ব্যায়াম এখানে দেখে নিন।
তিনটি ব্যায়ামই টেস্ট করা উচিত।
বুকের মাপ খুব কম। স্বাস্থ্য দেখে শারীরিক ভাবে ফিট বলে মনে হচ্ছে না।
sir amar age 20+ (male) waight 69 onekdin gym korechi(1-1.5yrs), shape o motamuti asheche, but amar chest,hip,belly te ektu besie fat ache ko korle upay hobe ektu janben plz
৩ মাসের এক একটা সেশনের শেষ দুই সপ্তাহ এই পোস্টের ফ্যাট কমানোর রুটিনটা ফলো করতে পারেন।
আমার বয়স ২২,উচ্চতা ৫’৬”,Weight ৬৭ কেজি। আমার বডি অনেক নরম।আমি ফ্রীহান্ড exercise kori. problem ta holo ami jokhon exercise kori tokhon amar chest tight thake.but exercise shesh korar 15/20min por abar ager moto norom hoye jay and ektu jhule jay.ki exercise korle amar chest er chorbi kome jabe and permanently hard hobe?
parle freehand exercise er ekta routine post korun.
জিমে না গিয়েও কিছু ব্যায়াম করা যায়। এখানে দেখুন কিছু বিকল্প উপায় বলা আছে। ব্যায়াম করতে করতে এক সময় বডি শক্ত হবে। সময় লাগবে। নিয়মিত করতে হবে।
আপ্নারা PC সম্পরকে বা HELP,PROBLEM SOLVE ETC, এক ta post banan…..tahole oneker upoker hobe…….plz janaben
দয়া করে আরেকটু খুলে এবং বিস্তাতিত ভাবে বললে আমাদের বুঝতে অনেক সুবিধা হত।
ধন্যবাদ আপনাকে। সবাই শুধু উপদেশ নেয়, কিন্তু আমাদেরকে দিলেও আমরা ব্যাপারগুলো আরো সহজ ও উন্নত করতে পারি।
tin mashe kon session ta korbo aei fat komanor session tai ki????
plz amai ektu help korun
যারা পেশি বাড়াতে চায়, তারা ছোট ছোট টার্গেট ধরে আগায়। ১২ সপ্তাহের একটা কোর্স হতে পারে। প্রথম ১০ সপ্তাহ ওজন বাড়ানোর ব্যায়াম এবং বেশি খাওয়া চলে। শেষ দুই সপ্তাহে খুব অল্প খেয়ে একদিন দৌড় এবং একদিন হালকা ব্যায়ামের মাধ্যমে ওজন বাড়ার সাথে যে বাড়তি ফ্যাট জমে, সেটা কমিয়ে ফেলতে হয়।
১২ সপ্তাহ পরে কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার প্রথম সপ্তাহের রুটিন থেকে শুরু করতে হয়।
আপনার এখন শরীরে ফ্যাট বেশি থাকলে শেষ দুই সপ্তাহের ব্যায়াম দিয়ে শুরু করুন। ফ্যাট কমিয়ে আবার পেশি বাড়ানোর দিকের ব্যায়ামগুলো করবেন। নইলে শরীরে একবারে বেশি ফ্যাট জমে গেলে সেটা ঝরানো কঠিন হয়ে পড়বে।
Dear Admin,খুব সুন্দর একটি পোস্ট….Exercise গুলোর ছবি দিলে বুঝতে সুবিধা হতো।ছবি দেয়া কি possible???
প্রতিটা ব্যায়াম নিয়ে ছবিসহ আলাদা পোস্ট দেয়ার ইচ্ছে রইল। ধন্যবাদ।
Shotti e khub chomotkar.Kritoggo railam.
Shotti e khub chomotkar.Kritoggo railam.
Amar ekta question.Amar body motamuti thik.Kintu arm & hand a muscle khub chikon,khub kharap lage.Pls help me.
হাতের ব্যায়াম অনেক সহজ। করলেই পারেন।
স্যার, আমার বয়স ১৭+। এখন কি জিম এ গিয়া ব্যায়াম করা ঠিক হবে? সমস্যা থাকলে kindly জানান।ঃ)
অবশ্যই ঠিক হবে।
স্যার,আমার বয়স ২০।উচ্চতা ৫;৬।অজন ৬২।আমি হতাত মতা হয়েশি আগে অনেক বেশি ছিকন সিলাম।এখন আমি পুরা থিক আসি।কিন্তু সমস্যা তা হল আমি মতা হউয়ার পর আমি জিম এ গিয়ে সিলাম ১ মাশ জিম এ জাওয়ার পর আমার ডিক তা অনেক ছোট হয়ে গেসে।আমি জখন ছিক সিলাম তখন অঙ্ক লম্বা সিল আর এখন অনেক ছোট হয়ে গেসে।আগে ৭ইঞ্চ ছিল আর এখন ৫ ইঞ্চ।আমি কি করব?আর হস্তমিথুত আর কি কন সঠিক নিয়ম আসে?
জিম করার সাথে এর সম্পর্ক থাকার কথা নয়। মোটা হয়ে তলপেটে চর্বি জমে গেলে লিঙ্গ ছোট মনে হতে পারে।
আলাদা কোন নিয়ম নাই।
Sir,
Ami kisodin Dhore ayron jukto panite gosol kori.Amar Prosno hocce ayron jokto panite gosol korle coler ba sorirer toker kono somossa hobe kina.Edanig amar mathar sol kisota pre jacce.
Ans Dile Upokrito hobo.
হ্যাঁ, সমস্যা হতে পারে। চুল পড়ে যাওয়াটা একটা সমস্যা।
ami routine ta valo vabe bujlam na.bishase kore rapes/wait ai bisoi ta.asomporke jodi aktu bolen tahole valo hoito.
ধরুন ৮/১৩৫, এখানে ১৩৫ হলো ১৩৫ পাউণ্ড ওজন আর ৮ হলো রেপস, অর্থাৎ ১৩৫ পাউণ্ড ওজন নিয়ে ৮ বার উপর নিচ করে ব্যায়াম করা।
sir amar 23 bocor boyes, amar hight 5ft 10in.chest 42in and marshol 13in, and abs(pet) 32in weights 71kg..jym kori matro 4 mas hoy.nimito kori na soptahe 4din.. Sir ami apnar kace jante chai je jym korar somy and jym korar pore and rate ki khete pari mane khabar talika,ta jodi ekto bolten tahole ami soho amar kico frind onek opokar pabe..plz and plz
সপ্তাহে ৪ দিন করাটাও নিয়মিতই। সাধারণত একদিন পর পর করতে হয়। যা হোক, আপনার স্বাস্থ্য ভালো এবং জিম করছেন জেনে ভালো লাগল।
জিম করার সময় কিছু না খাওয়াই ভালো। জিম শুরু করার দেড় থেকে ২ ঘণ্টা আগে খাবেন। আর জিম শেষ করার ৩০ মিনিটের মধ্যে আবার খাবেন। অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। প্রতিবার খাবারে ৪০% প্রোটিন, ৩০% কার্ব, ৩০% ফ্যাট রাখতে পারেন। ডিম দুধ মাছ মাংস দই- এসব প্রোটিনসম্বৃদ্ধ খাবার। এসবের সাথে ব্রাউন রাইস বা আটার রুটি দিয়ে পছন্দ মত খাবার বানিয়ে নিতে পারেন।
sir,,amar penis lombay 4in and mota 4in.. Amar boyes 23 bochor, kokhono sex kori nai..akhon ami mone kori amar penis oporjapto..and choto mone hoy akhon ki korte pari sir…?
এসব নিয়ে ভেবে কিছু করার নাই। আপনাকে সময় বাড়াতে হবে, যার জন্য শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকতে হবে।
আমার বয়স ২৩ বছর.
উচ্চতা ৫’৭” .
ওজন মাত্র
৪৭ কেজি.
আমার পক্ষে জিমে গিয়ে ব্যায়াম করা সম্ভব নয়.
আমার পক্ষে তিন ঘন্টা পর পর খাওয়া ও সম্ভব নয়.
আমি কিভাবে ওজন বাড়াবো?
তাহলে ত ব্যাপারটা কঠিন। বাড়িতেও ফ্রি হ্যাণ্ড ব্যায়াম করতে পারেন। খাওয়াটা বাড়াতে হবে, যেভাবেই হোক।
স্যার আম িসারা দনি বস েকম্পউিটার েকাজ কর।ি আমার শররি েঅতরিক্তি মেদ আছ।ে জিম েনা গয়ি েকি ভাব েমদে কমব ে? জানাবনে। কয়কেট িঘরােয়া ব্যাম পদ্ধত িবলল েঅনকে উপকার হব।েআর আমার ডায়াটরে চাট বল েদবিনে।
হ্যাঁ, জিম করতে পারেন। দৌড়াতেও পারেন। কম কম করে ঘন ঘন খাবেন। সাদা ভাত, ময়দা, সুগার, সোডিয়াম- এসব খাবার এডিয়ে চলবেন।
জিমে প্রতিদিন কতক্ষন করে ব্যায়াম করতে হবে?
৪৫ থেকে ৭৫ মিনিটের মধ্যে শেষ করবেন।
আমার বয়স ১৭ বছর ১০ মাস ওজন 50KG আমিকি জিম করতে পারব আমার কি কি খাবার খাওয়া লাগবে এবং ওজন বাড়াতে কি করব ।
অবশ্যই পারবেন। খাবারে দুধ, ডিম, দই, কলা, মাছ, মাংশ বেশি রাখবেন।
ওজন বাড়াতে এই পোস্ট দেখুন।
ভাই, আমি দিনে ২-৩ বার হস্তমৈথুন করি। প্রতিদিন নীল ছবিও দেখি। খাওয়া দাওয়া খুব ভালো করি। আমার স্বাস্থ্যও ভালো। বেশ কয়েকবার বেশ্যাদের সাথে সেক্স করেছি। ১ বছর আগে যখন ওদের কাছে গেছি তখন অনেক ক্ষন করতে পারতাম। প্রায় ৫-১০ মিনিট। কিন্তু এখন যোনীতে ঢুকানোর সাথে সাথেই বির্যপাত হয়ে যায়। কোন কন্ট্রোলই থাকেনা। কি হয়েছে আমার? কিভাবে আবার আগের মতো হব?
হস্তমৈথুন কমিয়ে দিন। সব সময় সেক্স নিয়ে চিন্তা করবেন না।
sir আমার বুকের এক পাসের পেশি বড় আর এক পাসের পেশি ছুট সমস্যা টা কি বুজতে পারলাম না অনুরুদ থাকল উঃ দিভেন
সামান্য ছোটবড়তে সমস্যা নাই। বেশী হলে ডাক্তার দেখান।
amr boios 20.amr hight 5.8″ and amr weight 56 kg.ami gym kori.. 6month gym coltasa.but amr weight bara only 4kg..amr kaoya daoya r modda egg,horlics regular aca..amr ki gym r jonna extra ki kaita hoba jata amr weight improve hoi.ar gym a jaoar por thaka body akto barla o amr face coto hoiya jassa..akon ami ki korta pari janala kosi hobo kob…
খাওয়া আর ঘুম আরেকটু বাড়িয়ে দিন।
Sir,,,ami Arif..class 10 e pori. amar ওজন 49.5 kg, and উচ্চতা 5.4″ amar bodybuilder hoyar jonno ki kora uchid…???
প্রচুর খেতে হবে, জিমে হেভি ওয়েট লিফটিং, আর পর্যাপ্ত ঘুম।
পেট এ অনেক মেদ আছে। আর জেই জিম এ জাই ওখানে কোনো ট্রেইনার নাই। সেটা বেপার না জদি আপনার দেওয়া রুটিন মেনে চলি।
কথা হচ্ছে আমার পেটের মেদ কমানোর বেয়াম এর পাশাপাশি কি এইগুলোও করতে পারবো? নাকি শুধু পেট কমানোর বেয়াম করব?
should I do full body workout everyday or every other day? I’ve learned that 48 hours of rest is needed before training same muscle again, is it true or just a myth?
একদিন পর পর। সপ্তাহে তিন দিন। সাধারণত ৪৮ ঘণ্টা বিশ্রামের কথাই বলা হয়।
আমি পেশি বড় করার জন্য জিম করতেছি।
নিয়মিত জিমে যাচ্ছি। সপ্তাহে ৬ দিন, প্রতিদিন এক-দেড় ঘন্টার মতো ব্যায়াম করতেছি।
কোনো সমস্যা হবে?
ওজন বাড়াতে ওয়েট লিফটিং করলে সপ্তাহে ৩দিন করলেই যথেষ্ঠ। সবচেয়ে বেশি জরুরি ৮-৯ ঘণ্টা ঘুম।
আমার বয়স ১৮+,, আমার উচ্চতা ৫.৬” আমার ওজন ১০৫ কেজি। আসলে স্যার আমার এখন কি করনীয়? আমি কিভাবে ওজন কমাবো আর শরীর কে ফিট করতে পারব? আমি ব্যায়ম করলে শরীর ব্যাথা হয়। স্যার আমি কি জিমে গিয়ে ব্যাম করতে পারি? একটু সাজেস্ট করবেন প্লিজ
স্যার আমার বয়স ২১। আমার উচ্চতা ৫ ফুট ৩.৫।আমি উচ্চতা বাড়াতে চাই। কি করতে হবে? যদি দয়া করে বলতেন…