সমস্যা: আমার বয়স ২৬ বছর এবংওজন ৬২ কেজি। আমি অনেক দিন থেকে প্রোস্টেটের সমস্যায়ভুগছি। প্রস্রাব করার সময়এবংবীর্যপাতের সময় ব্যথা হয়। আমি প্রায়ই প্রস্রাবের ইনফেকশনে ভুগি, এটা সম্ভবত প্রোস্টেটের ইনফেকশন।
প্রস্রাব করার পরও কয়েক ফোঁটা বের হয়।আলট্রাসাউন্ড রিপোর্টে দেখা যায়, আমার প্রোস্টেট কিছুটা বড় হয়েছে। অ্যান্টিবায়োটিক খেলেসাময়িকভাবে সমস্যা দূর হয়,পরে আবার ব্যথা অনুভব হয়। বর্তমানে একজন ইউরোলজিস্টের পরামর্শনিচ্ছি। তিনি আমাকে ইউরোম্যাক্স প্রায় চার মাস সেবন করতে বলেছেন। কীভাবে সুস্থথাকব, পরামর্শদিলে কৃতজ্ঞ থাকব।
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।
পরামর্শ: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার অসুস্থতার বর্ণনা শুনে মনে হয়আপনি প্রোস্টেট গ্রন্থির প্রদাহে ভুগছেন। প্রোস্টেট গ্রন্থির প্রদাহ সাধারণত মারাত্মক অসুস্থতা নয় এবংবড় কোনো জটিলতাও সৃষ্টি করে না। তবে অবশ্যই এটি বেশদীর্ঘ সময়ধরে এবং বারবার হয়ে থাকে বলে বেশ ভুগিয়েও থাকে।
অন্যদিকে এই অসুস্থতার চিকিৎসা সহজ, সাধারণ ও সহজলভ্য হলেও প্রয়োজন হয় দীর্ঘস্থায়ী চিকিৎসার।
আপনার কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন—প্রসাবের কারণ, ধরন নির্ণয়ের চেষ্টা করতে হবে। আপনার প্রস্রাবপ্রবাহে কোনো বাধা আছেকি না, তা নিশ্চিত হতে হবে। নিশ্চয়ই আপনার চিকিৎসক এসব বিষয়ে নিশ্চিত হয়ে চিকিৎসা দেবেন।
প্রোস্টেট গ্রন্থির প্রদাহে জীবনাচারে পরিবর্তন আনা, খাদ্যে কিছু পরিবর্তন আনা, বহুমূত্র রোগ থেকে থাকলে তা নিয়ন্ত্রণ করা, নিয়মিত ব্যায়াম করা ও দীর্ঘমেয়াদি যথাযথ অ্যান্টিবায়োটিক গ্রহণ প্রয়োজন হয়েথাকে।
পরামর্শ দিয়েছেন: কাজী রফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক (ইউরোলজি), ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ১৪, ২০১২
Shuvo
Amaro akoi somossa.tobe ami mischubration korechilam.dakter akhon o dekhai ni.amake poramorsho din.ata ki somadhan hobe.
Bangla Health
অবশ্যই সমাধান হবে। কিছুদিন চিকিৎসার উপর থাকতে হবে। ডাক্তার দেখান।
MAHMUD
ভাইয়া আমার স্বাস্থ্য ভালোনা। কারন একদম শুকনা। কঙ্কালের মতন দেখতে। আমার স্বাস্থ্য মোটা এবং শক্ত িমান করত েচাই। শরীর েএকদম বল পাইনা। এবং *যৌ*ন*র দিক দিয়ইে খুবই নরমাল। লিঙ্গ টা বাকা, রগ ঢিলা, উত্তজেতি হলইে বীরজ পড় েযায়। গাল একদম ঢুকানাে দেখত েএকদম বাজ েলাগ েআমাক।ে
এই সব থকে েআমাক েমুক্ত িচাই। দয়া কর েযদ িআপনারা পরামশর্টা দেন তা হল েচির কৃতজ্ঞ থাকব। আম িচাই আমাক েএকটা প্রেসক্রিপশন কর েতারপড় েস্ক্যান কর েআমার মেইল েপাঠয়ি েদিন। তাহল েআমার বিশষে উপকার হব।ে
Bangla Health
খাওয়া-দাওয়া বাড়ান। ব্যায়াম করেন। আর রাত জাগবেন না একদম। রাতে অনেক ঘুমাবেন। বেশি হাঁটাচলা বা দৌড়াদোড়ি করবেন না। কোন প্রকার নেশা করবেন না।
Sagor
Ami 5 year dohore prosaber problem a vugchi. Jokhon abosore thaki tokhon Dine 15-20 bar prosab hoi. R jokhon kono kaje thaki tokhon savabik prosab hoi. Ami akjon student. Tai ami besher vag somöi boshe thaki. R tokhon kichu khon por por amak prosab korte hoi. Majhe majhe prosab dhire dhire hoi . Abar kokhono savabik gotite. Tobe beshir vag somoi prosab dhir goti te hoi. Please amak poramorso din
Bangla Health
দুশ্চিন্তা বা মানসিক চাপ থাকলে একবারে প্রসাব ঠিক মতো হয় না। সে জন্যই বার বার এমন হতে পারে। গতি ঠিক না হওয়াটা শরীরিক দূর্বলতার জন্য হতে পারে। অবসন্ন ভাব কাটাতে ব্যায়াম করেন। ঠিক মতো খান আর ঘুমান।
sabysachi
অনেকক্ষন ধরে স্ত্রীকে উত্তেজিত করার (১০-১৫মিনিট) পর বা মিলন করার আগে আমার ধোন থেকে এক ধরনের লালা বের হয় ।
ফাকা (ক*ন*ড*ম ছাড়া)মিলন করলে এই লালাটি *যৌ*ন*ির মধ্যে প্রবেশ করে যাবে ? কিন্তূ বীয্ ফেলি না পরে কনডোম পরে নিয়ে বীয ফেলি ।
প্রশ্ন-
১) এই লালা কি ?
২) এই লালাই কি শুক্রানু থাকে ?
৩) এই লালাটি কি আমার স্ত্রীকে গভবতী করতে পারে বা সমভবনা আছে ?
ধন্যবান
Bangla Health
এটা জননাঙ্গপথ পিচ্ছিল করার কাজে ব্যবহৃত হয়। এতে প্রেগন্যান্ট হওয়ার সম্ভবনা খুবই কম।
Mahib
ভাইয়া আমার বেশি প্রস্রাব হয় না,আটকে থাকে।৬-৭ জাবত এই সমস্যা। এটা কিভাবে ভাল হবে।।
Bangla Health
বেশি করে পানি খান, ঘুমান। ভালো না হলে ডাক্তার দেখাতে হবে অবশ্যই।
Rohan
আমার তল পেটে চীন চীন করে ব্যাথা কোর্সে মাঝে মাঝে ইটা কিসের লক্ষণ। পেটের বাম পাশে পিছনে ব্যাথা মনে হয়.সারাদিন এসির মধ্যে বসে কাজ করি। রাতে খুব ক্লান্তি মনে হয় কি করবো এখন জানালে খুব খুশি হবো
Bangla Health
কিডনিতে সমস্যা থাকতে পারে। পরীক্ষা করিয়ে নিলে ভালো করবেন।