সমস্যা: আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি একজন গৃহিণী। তিন বছর ধরে তিনি কানের সমস্যায় ভুগছেন। কানের মধ্যে সব সময় শোঁ শোঁ শব্দ হয়। মাঝেমধ্যে এত শব্দ করে যে তাঁর মাথা ধরে যায়। নাক, কান ও গলা বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু তেমন কোনো উপকার পাননি।
চিকিৎসক বলেছিলেন, এটি তেমন কোনো সমস্যা নয়। কানের কয়েকটি পরীক্ষা কারানো হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু এখন আমার মায়ের এ সমস্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমার মা কী ধরনের সমস্যায় ভুগছেন? কীভাবে এর সমাধান হতে পারে?
সাদিক
হোসেনপুর।
সমাধান: আপনার মায়ের কানের মধ্যে যে শব্দ হয়, এটা এক ধরনের উপসর্গ, কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানে আমরা একে টিনিটাস বলি। এটি কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে।
৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চশব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে। আর কানবহির্ভূত রোগের মধ্যে অ্যানিমিয়া, থাইরয়েডের সমস্যা, স্নায়ুরোগ, হতাশা ও দুশ্চিন্তায় এমন উপসর্গ দেখা দিতে পারে।
আপনার মায়ের কানের অডিও মেট্রি বা শ্রবণমাত্রা পরিমাপ করা প্রয়োজন। কানে যদি শ্রবণমাত্রা কম থাকে, তাহলে কানের রোগ আছে বলে মনে করা যাবে।
অনেক সময় কিছু ওষুধের সাহায্যে টিনিটাস ভালো হয়; আবার টিনিটাস মাসকার ব্যবহার করলেও উপশম পাওয়া যেতে পারে। তাই শিগগির একজন নাক, কান ও গলা বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক মো. আবুল হাসনাত জোয়ারদার
চেয়ারম্যান: নাক, কান, গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, মার্চ ০৭, ২০১২
Tito
Dr ami tutla noi and ami valo shoddho kotha bolte pari but maje maje karo sathe kotha bolar somoy ami uchcharon vol kori … Jemon– Reletive kothata bolte giye ami reretive bole felchi.. a rokom onk word..e amr mukh theke vol uchcharone beriye ase bishesh kore jokon ami meyeder sathe kotha boli.. Ami ar jonno ki use korte pari??
Bangla Health
ব্যাপারটা আত্মবিশ্বাসের অভাবে হচ্ছে। বিশেষ করে মেয়েদের বেলায় আপনি বেশি নার্ভাস হয়ে যাচ্ছেন। কথা বলার সময় ধীরে ধীরে বলবেন। তাহলেই ঠিক হয়ে যাবে। আর আত্মবিশ্বাস বাড়াতে ব্যায়াম করতে পারেন।
এরকম ভুল উচ্চারণ আমরা সবাই-ই কম বেশি করে থাকি। ভুল উচ্চারণ করে ফেললে সেটা যদি সাথে সাথে বুঝতে পারেন, তাহলে হেসে সরি বলে আবার সঠিক উচ্চারণটা করার চেষ্টা করবেন। ভুল স্বীকারে নিজেরও ভালো লাগবে, অন্যরাও ভালো দৃষ্টিতে দেখবে।
MD Azim
এটি কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে।
৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চশব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে।
munna chasa
পাগল ছেলে।