ধাপ#১: ব্যাণ্ডের সাইজের মাপ নির্ধারণ
নিঃশ্বাস ত্যাগ করুন, ফুসফুস থেকে সমস্ত বাতাস বের করে দিন। এবার মেঝের সাথে সমান্তরাল করে বুকের চারদিকে ফিতা দিয়ে বক্ষোদেশের নিচে অর্থাৎ যেখানে ব্রা শেষ হয়ে গেছে, সেখানে মেপে নিন।
দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন। যেমন, ২৮.৫ ইঞ্চি বা এর কম হলে ২৮ ইঞ্চি ধরবেন। ২৮.৬ ইঞ্চি বা এর বেশি হলে ২৯ ধরবেন।
সংখ্যাটা জোড় হলে, তার সাথে ৪ যোগ করবেন।
সংখ্যাটা বিজোড় হলে, তার সাথে ৫ যোগ করবেন।
ধাপ#২: কাপের সাইজের মাপ নির্ধারণ
সোজা হয়ে দাঁড়িয়ে, হাত দুদিকে ছেড়ে দিয়ে, ব্রার উপরে যেখানে সর্বোচ্চ উঁচু, সেখানের মাপ নিন। খেয়াল রাখবেন যাতে মাপার সময় ফিটা মেঝের সমান্তরাল থাকে, কোথাও উঁচু-নিচু যেন না হয়।
দশমিক সংখ্যা এলে তার কাছাকাছি পূর্ণ সংখ্যা ধরবেন। যেমন, ৩৪.৫ ইঞ্চি বা এর কম হলে ৩৪ ইঞ্চি ধরবেন। ৩৪.৬ ইঞ্চি বা এর বেশি হলে ৩৫ ধরবেন।
ধাপ#৩: ব্রার সাইজের মাপ নির্ধারণ
কাপের সাইজের মাপ (ধাপ#২) থেকে ব্যাণ্ডের সাইজের মাপ (ধাপ#১) বিয়োগ দিন। এই সংখ্যাটা দিয়েই পেয়ে যাবে কাপের সাইজ। নিচের টেবিলে দেখে নিন।
উদাহরণ:
স্টেপ#১: ব্যাণ্ডের সাইজের মাপ (২৮+৪=) ৩২
স্টেপ#২: কাপের সাইজের মাপ ৩৫
স্টেপ#৩: ৩৫-৩২=৩, অর্থাৎ “সি”
তাহলে, স্তন বা ব্রার সাইজ হবে “৩২সি”
=====================
পার্থক্য: | কাপ সাইজ: |
০”-১/২” | AA |
১/২”- ১” | A |
২” | B |
৩” | C |
৪” | D |
৫” | DD or E |
৬” | DDD or F |
৭” | G |
৮” | H |
৯” | I |
১০” | J |
=====================
A = ছোট
B = মাঝারি
C = বড়
D = বেশি বড়
E = অনেক বেশি বড়
1 . sir amr band size 28 . amr cup size 32 . bt amr 32 size r kono bra i hoy na . ki korbo bolte paren ?
2.sir breast boro korar kono cream or pill r name bolben ki ?
আপনার ২৮-এর সাথে ৪ যোগ করে ৩২ হলো আপনার ব্রার সাইজ। এর সাথে কাপের মাপ A, B, C, D…এভাবে প্রকাশ করে। তবে আপনার কাপের সাইজ ছোট বলে অর্থাৎ যথেষ্ঠ উঁচু নয় বলে ব্রা মাপ মত হচ্ছে না। বয়স কম হলে চিন্তা করবেন না।
পিল বা ক্রিম কোন স্থায়ী সমাধান নয়। এই ব্যায়ামগুলো করতে পারেন।
bt bra sara jama porle decte ucu lage . r ami suti r bra use kori . shopkeeper bolse ar size 34 . ami setai use korsi . ata amr cup size o thik hoy . bepar ta bujte parlam na . r sob ceye valo bra company r name bolun plz .
ভালো কম্পানি বলে কোন ব্যাপার না। ফিটিং হলেই হলো।
Hlw
01705321165
আমার মেয়ের বয়স ১৪ অসমভব মুটা।ব্যাণ্ডের সাইজের মাপ ৩৯।কাপের সাইজের মাপ ৪৪।তাহলে, স্তন বা ব্রার সাইজ কত জানাবেন প্লিজ
ব্যাণ্ডের সাইজ (৩৯) বিজোড় হওয়াতে তার সাথে ৫ যোগ করে ব্রার সাইজ পাওয়া যাবে -> ৪৪
কাপের সাইজের (৪৪) থেকে এটা বিয়োগ করলে পাওয়া যাবে -> ০, অর্থাৎ এখনো কাপের আকার হয় নাই।
তার মানে ব্রার সাইজ হবে ৪৪এএ (44AA)।
এটা পুরোনো পদ্ধতি।
বর্তমানে যে ধরনের ব্রা পাওয়া সেগুলতে ৫ যোগ না করে ২ বা ৩ যোগ করা উচিত।
আর যারা খুব ফ্যাটি তারা কিছু না যোগ করে ভাল রেজাল্ট পেতে পারেন !!
চেস্ট্=৩৯, বাস্ট্=৪৪, সুতরাং বডি টাইপ অনুযায়ি 40D,42Bও হতে পারে।
অঞ্চলভেবে মাপের পদ্ধতি এবং সাইজ ভিন্ন হয়ে থাকে।
ধন্যবাদ আপনাকে।
Amar Sthon 32 ami kon size er bra kinbo?
Sir, Ami Sunechi je, stan A cheleder hat porle taratari baro hai. Eta kato tuko sotti. Plz Bolben…
সবসময় সত্য নয়। তবে অনেক সময় মালিশ করলে সেখানে রক্ত সঞ্চালন বেশি হলে বাড়তে পারে।
Sir if band size 31 and bust size 36 then which will be perfect size? Pls An’s me
Dear sir,amar age 20,hight4’8″,waight45kg& masurement32-24-32.amar que:golo holo…
(1).amar waight Ok ache kina?
(2).amar hight aro 5″ barate chai & ki vabe seti shomvob?
(3).amar masurement 34-24-34 banate chai.seta ki shomvob?details bolben please.thankyou.
এই চার্ট থেকে উচ্চতা অনুসারে ওজন দেখে নিতে পারেন।
উচ্চতা জেনেটিক। আলাদা ভাবে বাড়ানো যায় না। তবে আপনার লম্বা হওয়ার বয়স এখনো পার হয়ে যায় নাই। নিয়মিত সাঁতার কাটতে পারেন। এতে উপকার হতে পারে।
এটা বাড়াতে পারবেন ব্যায়াম করে। সেই সাথে ভালো খেতে হবে।
স্যার আমাকে সবসময় সেক্স করার ইচ্ছা করে কিন্তু আমার করার মতো জায়গা নেই কি করি বলুন তো
মাঝে মাঝে হস্তমৈথুন করুন। সঙ্গী খুঁজে নিন।
আমার ব্যান্ড সাইজ ২৮,কাপের মাপ ৩৩.২।এখন আমার ব্রার সাইজ কত হবে জানাবেন প্লিজ!
sex er ason golo somporka pic saho 1ta link add korlay kub opokrito hvo. . .
আসনগুলো এখানে পড়ে নিতে পারেন।
ছবি গুললে সার্চ করলে পাবেন।
chalader bogol and navir nicer lom poriskar korar kono hair remover aca ke?taklay nam,price and pic saho 1ta link add korlay opokrito hvo. . .
এখানে দেখতে পারেন: naircare.com/men/landing.aspx
আমার বয়স ২৪| হস্তমৈথুনের অভ্যাস নেই|আমার যখন স্বপ্নদোষ হয় কেবল প্রস্রাবের মত তরল পদার্থ বের হয়| এটা কি রোগ? আমার কি করা উচিত?
না, রোগ নয়।
এমনিতে বীর্য কেমন?
আমি 32 B ব্রা পড়ি, কিন্তু ইদানীং আমার ব্রায়ের ব্যান্ড অনেক টাইট হচ্চে, তাহলে আমাকে এখন সামান্য লুস ব্যান্ড এর জন্য কত সাইজ পড়া উছিত?
ফিতা টাইট হওয়ার মানে আপনার বুকের পরিধি বাড়ছে। ৩৪বি ট্রাই করে দেখতে পারেন।
Sir,cheleder Birjo Jeno Taratari Na Ber Hoy Tar Jonno Ki Kora Ucit?
ব্রায়ের সাইজ সবসময় জোড় সংখ্যায় হয় কেন?