সমস্যা: আমার মায়ের বয়স ৫০ বছর। তিনি একজন গৃহিণী। তিন বছর ধরে তিনি কানের সমস্যায় ভুগছেন। কানের ভেতর সব সময় শাঁ শাঁ শব্দ শুনতে পান। মাঝেমধ্যে এত শব্দ করে যে তাঁর মাথা ধরে যায়। নাক, কান, গলা বিভাগের কয়েকজন বিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করেছেন, কিন্তু তেমন কোনো উপকার পাননি। চিকিৎসকেরা বলেছিলেন, এটি তেমন কোনো সমস্যা নয়। কানের কয়েকটি পরীক্ষা করানো হলেও কোনো সমস্যা পাওয়া যায়নি। কিন্তু এখন আমার মায়ের এ সমস্যা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। রাতে ঘুমাতে অসুবিধা হচ্ছে। আমার মা কী ধরনের সমস্যায় ভুগছেন? কীভাবে এর সমাধান হতে পারে?
সাদিক, হোসেনপুর।
সমাধান: আপনার মায়ের কানের মধ্যে যে শব্দ হয়, এটা এক ধরনের উপসর্গ, কোনো রোগ নয়। চিকিৎসাবিজ্ঞানে আমরা একে টিনিটাস বলি। এটা কখনো কানের রোগের সঙ্গে, আবার কখনো শরীরের অন্য সমস্যার জন্য দেখা দিতে পারে। ৫০ বছর পর সাধারণত বয়সজনিত বধিরতা, উচ্চ শব্দজনিত বধিরতা, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, অটোস্কেলেরোসিস ও মেনিয়াজ রোগের কারণে এমনটা হতে পারে। আর কানবর্হিভূত রোগের মধ্যে এনিমিয়া, থাইরয়েডের সমস্যা, স্নায়ুরোগ, হতাশা ও দুশ্চিন্তায় এমন উপসর্গ দেখা দিতে পারে। আপনার মায়ের কানের অডিও মেট্রি বা শ্রবণমাত্রা পরিমাপ করা প্রয়োজন। কানে যদি শ্রবণমাত্রা কম থাকে, তাহলে কানের রোগ আছে বলে মনে করা যাবে। অনেক সময় কিছু ওষুধের সাহায্যে টিনিটাস ভালো হয়; আবার টিনিটাস মাসকার ব্যবহার করলেও উপশম পাওয়া যেতে পারে। তাই শিগগিরই একজন নাক, কান, গলা বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: অধ্যাপক মো. আবুল হাসনাত জোয়ারদার
অধ্যাপক মো. আবুল হাসনাত জোয়ারদার নাক, কান, গলারোগ বিশেষজ্ঞ ও সার্জন, চেয়ারম্যান নাক, কান, গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারি ১৫, ২০১২
স্যার খুব বেশি মাথা ব্যাথা করলে কি করব?
খুব বেশি ব্যথা করলে অবশ্যই ডাক্তার দেখিয়ে পরামর্শ নিতে হবে। অল্প অল্প হলে কিছুক্ষণ চোখ বন্ধ করে স্থির ভাবে শুয়ে থাকলে ভাল লাগবে।
আমার একটা সোমোসসা টা হোলো আমার ২ কান ৪ বোসোর জাবোট সোমোসসা কানে পানি ও পুজ বাহির হোয় । ওনেক ডোকটোর ডেখিসে কিনটু কোনো পোল পাইনি । ১ কান এখোন ফুল বোনডো । ডান কানে কিসু সুনটে পাইনা । বাম কানে ওলপো সওনি । এখোন আমার কি কোনো টাবলিট বা কোনো ডরোপ ডেটে পারবো কি না । একটু বোলবেন খুব উপোকার হোবে । আর আমার কোনো টাকা নাই জে ডাকটার ডেকাবো । ওনেক কোসটো আসি । সোহোজ সোমাডান ডেবেন ।
আপনার মন্তব্যটায় এসে অনেকক্ষণ ধরে থেমে আছি। কি বলব বুঝতে পারছি না। আপনার কোন উপকার করতে না পেরে আমাদেরও খুব কষ্ট লাগছে।
এই ধরনের সমস্যা পরীক্ষা না করে এভাবে বলা সম্ভব না। আপনাকে যেভাবেই হোক, ডাক্তার দেখানোর ব্যবস্থা করতে হবে।
amar boyous 22 . ami dhaka ekta compane te cakri kori . amar dan 2 kan paka . 1 bosor dan kane kesu sunena . r bam kane olpo suni . onek doctor dekalam . kintu kono fol felem na . r amar kono taka poisa ni j boro doctor dekabo . ekhon amar ki kora . emon kono kesu ase j tablet ba dorp babohar korle kono fol paua jabe kina , janaben . r osud er namta bolben . r homeo dactor dekhano ja be kina . pless ami onek kostote asi . r amar kane puj o pani pore . pless olpo takai kibabe somadan kora ji janaben . { allah hapez .}
আপনাকে আগেও একটা উত্তর দেয়া হয়েছিল। সমস্যাটা ধরতে হলে আগে ভালোভাবে পরীক্ষা করে নিতে হবে। এজন্য নাক-কান-গলা বিভাগের কোন ভালো ডাক্তার দেখিয়ে নিতে পারলে ভালো হয়।
আমার বয়স 27, অনেক দিন ধরেই কোন আওয়াজ হলে বা টেবিলে থাপর দিলে আমার বাম কানে দুইবার আওয়াজ হয় অর্থাৎ কোন খালি বড় হল রুমে একা কোন আওয়াজ করলে তা দেয়ালে ধাককা বা প্রতিফলিত হয়ে পুনরায় যেমন কানে লাগে অনেকটা এ রকম, ইদানিং একটু বেশি হছেছ, সমাধান জানাবেন .
এরকম সবারই কম বেশি হয়। আপনার ঘুম কি ঠিক মতো হচ্ছে?
অনেকদিন ধরে যখন হচ্ছে তখন একবার কানের ডাক্তার দেখিয়ে নিন।
বয়স ২৩ বছর । ছোট কাল থেকেই ডান কানে কম শুনি । সুতরাং আপনিTeatment দেবেন ? নাকি কানের Doctor কে দেখাতে হবে ? plz sir answer me…
অবশ্যই কানের ডাক্তার দেখাতে হবে। যদি অপেরাশন করে ভালো হয়, তবে অপেরাশন করাতে পারেন। আর কোন উপায় না থাকলে হেয়ারিং এইড ব্যবহার করতে হয়।
আমি আমার বাম কানে কম শুনি আমাকে কেউ কথা বললে নিকটে বুঝতে পারি, কিন্তু প্রায় ১কিলোমিটার দূরে থেকে আমি শুনি কিন্তু বুঝতে পারি না আমার কি করলে ভাল হবে আপনি আমাকে উত্তরটা দয়া করে দিয়েদিবেন স্যার।
এরকম কিছু কিছু ব্যাপার আছে যা অপেরাশন বা ঔষধ ব্যবহার করলে ভালো হয়। না হলে হেয়ারিং এইড লাগাতে হয়।
আপনাকে আগে পরীক্ষা করিয়ে নিতে হবে।
3 bocor jabot amar bam kane so so sobdho hoy .rat a ghumate pari na sobder jonno.magha modhha batha hoy kan a.doctor dakhayeco onak bar kinto tara bole amar kono problem nai..kinto ai so so sobder jontronay rate ami ghumate pari na.amar age 23 years.please sir give me a solution for solve my problem
সাধারণত ছোটখাটো সর্দি ঠাণ্ডা থেকে এমন হতে পারে। রাতে জ্বর হয় কী?
ঠাণ্ডার ধাত থাকলে এদিকে খেয়াল রাখবেন। আর শারীরিক ফিটনেস ভালো থাকলে এসব সমস্যা কম হয়।
sorry sir bangla type korte pari na..i am 2o years old live in belgium.last 2 year jabot amar kan ar vitor sho sho sobdo hoy ar magha modhha batha hoy.ai sho sho sobder jonno sobsomoy kan ar vitor 1 ta osthirota vab lage.kan ar vitor veja veja lage.kan theke white paper ar moto dola ber hoy.ami onak bar kan porikhha koreci but doctor bolecan amar kono somossa nai.kinto rat ai sho sho sobder jonno ami ghumate pari na.ai sho sho sobdo hoa ke khokono solved kora jabe na.ke jonno ai sho sho sobdo hochha ar ar somadhan ke?amar bd te thakte ai somossa chilo na.doa kore janale upokrito hobo
খুব সম্ভবত ঠাণ্ডা লাগা থেকে আপনার এমন হয়। আর রাতে জ্বর হয় কিনা, খেয়াল রাখেন।
na amar rat a kono jor hoy na..ami ke kore kaner sobdo hoa bondho korte pari..
ঠাণ্ডা এড়িয়ে চলবেন। পারলে একবার বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিন।
Hearing aid babohar kore je kono oporichito kotha valovabe sona jay na ami ki korte pari? R kane sho sho sobdo hay. India gale ki valo hobe? Sir plz amar onek sommossa hay taratari janaben.aibar ami englishe porosno dilam rag korbenna.
প্রথম দিকে এমন হতে পারে।
শো শো শব্দ হলে হেয়ারিং এইড ঠিকমতো সেটিংস করা হয় নাই।
ভালো কোথাও দেখিয়ে নিন।
আমার বয়স ২৭, উচ্চতা ৫-২”, ওজন ৬৫কেজি, বিপি ১২০/৮০। আমার সমস্যা হলোঃ মাঝে মধ্যে আমার বাম কানে শব্দ(ঝিমমম..) অনুভব করি। শব্দটা যত বাড়তে থাকে আমার শ্রবণশক্তি ততটাই কমতে থাকে। শব্দের চরম পর্যায়ে আমি বাম কানে কিছুই শুনতে পাই না। এর চেয়ে বড় সমস্যা হলো সেই সময় আমার প্রচণ্ড মাথা ঘুরানো(Dizziness) সহ বমি শুরু হয়। বমির তিব্রতা এত মারাত্মক যে কখনো কখনো বমির সাথে কিছুটা রক্তও চলে আসে। অনেক সময় মাথা ঘুরানোর কারনে ঘুম ভেঙ্গে যায় এবং বমি হয়। স্বাভাবিক অবস্থায় আমি দুই কানেই শুনতে পাই তবে ফোনে বেশিক্ষণ(১০ মিনিটের উপর) কথা বললে বাম কানে সেই শব্দটা অনুভব হয়। এই সমস্যার কারনে আমি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে তিনি আমাকে Cloxacillin এন্টিবায়োটিক খেতে বলেন। আমি এখন নিয়মিত এই এন্টিবায়োটিক খেয়ে যাচ্ছি। ফলে আমি এখন অনেকটা সুস্থ অনুভব করছি বিশেষ করে মাথা ঘুরানো ও বমি থেকে। কিন্তু কানের সেই শব্দটা মাঝে মাঝে অনুভব হয়। ফোনে বেশিক্ষণ কথা বলতে পারি না। আবার, একদিন এন্টিবায়োটিক না খেলে মাথা ঘুড়ানো ও বমি শুরু হয়। এই সমস্যা বিগত ১ মাস থেকে। উল্লেখ্য যে, আমার কানে চুলকানি বা ব্যাথা নেই।
বিভিন্ন ওয়েবসাইট থেকে যতদুর জেনেছি, Cloxacillin হল একটি এন্টিবায়োটিক যা Staphylococcus ব্যাকটেরিয়ার বা staph infections এর বিরুদ্ধে কাজ করে।
আমার প্রশ্ন হলোঃ ১. আমার উপরোক্ত কানের সমস্যাটা কি কোন রোগ নাকি অন্য কোন রোগের উপসর্গ?
২. আমার কি এখন কানের বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত নাকি অন্য কোন ডাক্তার বা পরীক্ষা করানো উচিত?
৩. Cloxacillin খেলে আমি ভালো বোধ করতেছি কেন? আমার রোগটা আসলে কি?
৪. আমার এই রোগের কি কোন প্রতিরোধক ব্যবস্থা আছে নাকি ঔষধ সেবনই একমাত্র পাথেয়?
৫. আমার এই রোগের মারাত্মকতা কতটুকু?
দয়া করে আমার সমস্যার সমাধান দিয়ে কৃতজ্ঞিত করিবেন। ধন্যবাদ।
আপনার অবশ্যই বিশেষজ্ঞের কাছে গিয়ে কান পরীক্ষা করানো উচিত। পরীক্ষা না করে কিছু বলা যাচ্ছে না।
আর ঔষধে যেসব সাইড এফেক্ট হচ্ছে, সেটার জন্য মনে হয় আপনার শারীরিক দূর্বলতা আছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সেজন্য নিয়মিত ব্যায়াম করবেন।
আমার দুই কানে মাঝে মাঝে যখন একলা বা নিরব থাকি বিশেষ করে রাতে ঘুমানোর এবং পড়ার সময় শো শো শব্দ করে। শব্দটা এমন ধরনের হয় যেন আমার পাশে আরেকজন নাকে নিশ্বাস নিয়ে ঘুমাচ্ছে এমন মনে হয়। এর সমাধান চাই।
একজন নাক-কান-গলা বিশেষজ্ঞ দেখান।
amar 2kan a jeem jeem sabdo kare ame ai samosay pray 3 year jabot bogse akhon kane kom sonta pai
নাক-কান-গলার ডাক্তার দেখাবেন।
স্যর আমার বাম কানে শো শো,শব্দ হয়,কি করলে সারবে?
ঠাণ্ডা লাগা থেকে হচ্ছে কি?
আমি ছোট বেলা থেকেই ডান কানে কম শুনি আমাকে কেউ কথা বললে নিকটে বুঝতে পারি, আবার মাঝে মাঝে কিছুই শোনি না। বাম কানে কিছু শোনি। কিন্তুু দৃরে থেকে কিছু বললে শোনতে পাই না। কি করলে ভাল শোনতে পারব আপনি দয়া করে বললে উপকৃত হব।
বয়স ৩০ বছর।আমি ছোট বেলা থেকেই ডান কানে কম শুনি আমাকে কেউ কথা বললে নিকটে বুঝতে পারি, আবার মাঝে মাঝে কিছুই শোনি না। বাম কানে কিছু শোনি। কিন্তুু দৃরে থেকে কিছু বললে শোনতে পাই না। কি করলে ভাল শোনতে পারব আপনি দয়া করে বললে উপকৃত হব।
আগে দেখতে হবে অপারেশনে ঠিক হবে কি না। না হলে হিয়ারিং এইড ব্যবহার করতে হবে।
আগে দেখতে হবে অপারেশনে ঠিক হবে কি না। না হলে হিয়ারিং এইড ব্যবহার করতে হবে।
আজ সকালে ঘুম থেকে উঠে আমার ডান কানে কম শুনছি বলে মনে হয়ছিল! কিছুক্ষন পর স্বাভাবিক হয়ে যায়! কিন্ত দুপুরের পর থেকে হঠাৎ করেই ডান কানে শোঁ শোঁ একটা শব্দ হচ্ছে! কানটা চেপে ধরলে শব্দ বেড়ে যায়! এটার প্রতিকার কি?
এটাকে বলে টিনিটাস। এটা ঠিক রোগ নয়, এটা শরীরের অন্য কোনো সমস্যার উপসর্গ। শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা আগে জানতে হবে।
ধন্যবাদ! কান পরিষ্কার করার পর এখন ভাল হয়ে গেছে! আর শরীরে অন্য কোন সমস্যা নাই!
আমার বয়স ২০ বছর। ছোট বেলা থেকেয় আমার ঢোক গিললেয় দুই কানে পটপট করে শব্দ হয় এবং দুই কানেই কম শুনি। ইদানিং আর একটা সমস্যা হচ্ছে আমার অল্প করে মাথা ঘুরে এবং কিচিরমিচির শব্দ সবসময় হয়। শব্দের মধ্যে বা ব্যাস্ত থাকলে মাথা ঘুরা টের পায় না। আমার স্রবণ শক্তি আগে যেরকম ছিল এখনো সেরকমই আছে পরিবতন হই না। এখন কি আমার স্রবণ শক্তি উন্নতি করা সম্ভব??
জন্মগত সমস্যা হলে হিয়ারিংএইড ব্যবহার করতে পারেন। আর জন্মগত না হলে অনেক সময় অপারেশন করলে ঠিক হয়ে যায়। আপনি ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন।
কাশি লাগার সাথে সাথে নাক মুখ বন্ধ করায় দুই কান দিয়ে প্রচন্ড শব্দে বাতাস বের হয়, এখন ডান কানে শো শো শব্দ হচ্ছে, কি করব??
কানের শা শা শব্দ এর জন্য ডাক্তার ও দেখিয়েছি মা কে
কয়েকমাস ভাল ছিল এখন আবার সমস্যা হচ্ছে।এর জন্য কি ঘরোয়া কোন উপায় আছে?
ঠাণ্ডা লাগতে দিয়েন না।
আমি সোহেল। বয়স ৩০। আমার বাম কানে কোন শব্দ গেলেই ফর ফর করে। আমার নিজের কথার আওয়াজেও এমনটা হয়। আর বাইরের কোন উচ্চ আওয়াজে খুব চিন চিন করে। আমি এ নিয়ে প্রকট সমস্যায় আছি। তবে এখনও কোন বিশেষজ্ঞ দেখাইনি। আমার কি করা উচিত।
আমার বয়স 52 ।অনেক দিন ধরে কানে ময়লা জমে আছে।গত এক সপ্তাহ আগে আমি কানে ড্রপ দিয়েছি ।তিন দিন ধরে দিয়েছি ।দুদিন ধরে দেখছি পাশ থেকে কেউ কোন কথা বললে আমার কানে সেই কথা গুলো প্রতিধ্বনি হচ্ছে ।কি করব বুঝতে পারছি না।খুবই অস্বস্তি হচ্ছে।
স্যার, আমার কানে আঘাতের ফলে কানে কম শুনছি, কিন্তু কোন ব্যতা নেই, কোন রক্তও বের হয়নি। আজ যাবত ৩ দিন হলো কুমছে না। আমি চিন্তিত কি করবো।প্লিজ পরামর্শ দিবেন।
গত ৪ দিন আগে, সকালের ঘুম থেকে উঠছি তো দেখি আমার বাম কান ব্যথা করছে, এর একদিন পর ব্যথা আর নাই কিন্তু কান মনে হয় বন্ধ হয়ে আছে এমন লাগে আর শুনতে কম পাই, সো সো আয়াজ করে। গতকাল শাহবাগে নাক, কান, গলা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। গেছিলাম শুদু কান দেখে ওষুধ লিখে দিয়েছে, 2দিন থেকে ওষুধ খাচ্ছি কিন্তু উপকার হয়েছে না তো। বলে রাখা ভালো আমার 1 মাস আগে টাইফট জোর হয়েছিল। গতকাল 2 বার বমি হয়েছে আর শরীলে আজো ও জ্বর আছে।।। এখন কি উপায় যদি কিছু জানাতেন উপকার হতো আমার।
হুট করে ঠাণ্ডা লাগলে অনেক সময় এমন হতে পারে। আবার ধরুন শরীর যদি দুর্বল থাকে তাহলেও নানান কারণে এমন হতে পারে। আবার ইনফেকশন থেকেও হতে পারে। ডাক্তার খুব সম্ভবত ইনফেকশন মনে করে ওষুধ দিয়েছেন।
স্যর আমার বাম কানে শোঁ শোঁ শব্দ হয় , কী করলে ভালো হবে একটু বলুন
Amr baby kane kork dokia dise amra ok dhaka medical college nia jai onara ber kore dai but basai ase dekhi akhono kisu onnsu roa gese betore akhon ki kora????
হেয়ারিং এইড ব্যবহার করলে কি কানে শো শো শব্দ কি কমে যাবে ।
Sir Amar kane shobdo hoy Ami ki korbo Amar 2 kane shobdo hoy ji ji shobdo Ami akon ki korbo
Amar babur boyos dui bochor,o kanna korle sob somoy dan kane hat diye rakhe,r sob sound e response kore na,kokhono response kore kokhono kore na, r o baba,ma,allah chara r kono word bolte pare na,abol tabol bole, doctor bolese ok hear aid dite hobe Lifetime er jonno,ata amar jonno onek besi expensive, almost impossible, amar question eta chara kom costly onno kono treatment ki ase? Pls janaben
Amar right eir ekdin bondo halka halka suni doctor bolse throat operation korte hobe.eita ki jukti jukto.amar weight 48 kg age 18.kno hormon er karone ki hearing problem hoi