সমস্যা: আমার মেয়ের বয়স সাত বছর। ছয় মাস আগে নিচের সামনের দুটি দাঁত পড়ে নতুন দুটি দাঁত উঠেছে। কিন্তু দাঁত দুটি পাশের দাঁতের সঙ্গে বাঁকা হয়ে ভেতরের দিকে উঠছে। বাচ্চার এই দাঁত সোজা করতে আমার কী করণীয়?
নাম প্রকাশে অনিচ্ছুক।
সমাধান: সাধারণত দুধের দাঁত সময়ের তুলনায় একটু দেরিতে পড়লে নতুন দাঁতগুলো একটু ভেতর দিকে ওঠে। এতে চিন্তার কিছু নেই।
বাচ্চাকে বলবেন, ওর জিভ দিয়ে দাঁত দুটিকে প্রায়ই সামনের দিকে ধাক্কা দিতে। তাতেই বেশির ভাগ সময়েই এ ধরনের দাঁতগুলো ঠিক ঠিক অবস্থায় চলে আসে।
যদি কোনো কারণে তেমনভাবে না আসে, তাহলে ১২ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং একজন অর্থোডেন্টিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে। চিকিৎসার মাধ্যমে অবশ্যই দাঁত সঠিক অবস্থানে আনা সম্ভব, যদিও বেশির ভাগ ক্ষেত্রেই কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
পরামর্শ দিয়েছেন: জেবুন নেছা
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
প্রিভেন্টিভ অ্যান্ড চিলড্রেন ডেন্টিস্ট, ডেন্টাল অনুষদ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০১, ২০১২
আমার একটি দাত আতিরিক্ত আছে। পুরানো দাতের কারনে নতুন দাঁত ভিতরের দিকে বাকা হয়ে আছে। কিন্তু পুরান দাঁত সারি ভদ্দ আবস্থায় আছে এতে আমার সমস্যা হয় না কিন্তু দেখতে ভাল লাগেনা। তাই আমি চিন্তা করেছিলাম বাকা দাঁত উঠিয়ে নতুন দাঁত সেট কারার জন্য। অনেকে বলে দাঁত উথালে চখের সমস্যা হয়। এটা কতটুকু সত্য?
কথাটা পুরোপুরি সত্য নয়। আপনি ইচ্ছে করলেই বাঁকা দাঁতটি উঠিয়ে ফেলতে পারেন।
Dear,
For best treatment plan to remove or not to remove your crooked tooth required peri-apical x-ray to evaluate the case.Your old tooth is your baby tooth which may need to remove at your early age.There is no chance to have any eye problem if any tooth is extracted. Its simply a myth. Best way to visit a dentist for further assessment.
আমার বয়স ২৩ বছর। আমার নিচের পাটির দাঁতগুলো সামান্য আঁকাবাঁকা। আর উপরের ক্যানাইনগুলোর অ্যালাইনমেন্ট ও একটু বাইরের দিকে। এই বয়সে অর্থোডন্টিক চিকিৎসা নিলে কেমন ফল পাব ? কোথায় চিকিৎসা নিলে ভালো হবে ? আর এই চিকিৎসার খরচ ও সুস্থ হতে কত সময় লাগতে পারে ?
ধন্যবাদ
Yes, you can do orthodontic fixed braces and align all tooth perfectly in place. So you can start your treatment as early as possible.Let me know if you have any query regarding your treatment.
ফল না পাওয়ার কিছু নেই। এটাই খুবই কার্যকরী একটা উপায়। তবে নির্দিষ্ট করে সময় বলা যায় না। এটা নির্ভর করে দাঁত কতটা বাঁকা- তার উপর। ১ বছর থেকে ৩ বছর পর্যন্ত সময় লাগতে পারে। অনেকের এর বেশিও লাগে। প্রতিমাসে একবার করে ডাক্তার দেখিয়ে ফিটিং ঠিক করতে হয়। তাই খরচটাও নির্দিষ্ট নয়। রাজধানীর অভিজাত এলাকাগুলোতে অনেক ডেন্টাল কেয়ার সেন্টার আছে। সেখানে যোগাযোগ করে দেখতে পারেন।
amar girl friender 2 sari dat khuboi akabaka.amar family o friend kew take like korena dater jonno.ami o k khub valobasi .or dat gulo ke soja hobena.dinajpur ba rongpure ke valo tretment nei.na thakle kothai valo hobe janaben.ok bie na korle o more jabe.amio. so,please.,..
শুধু দাঁত বাঁকা, এজন্য বিয়ে করবেন না বা কেউ পছন্দ করবে না, এটা কোন কথা হতে পারে না। আপনাদের এলাকায় ব্যাপার ঠিক জানি না, তবে ঢাকাতে এর চিকিৎসা আছে। ভালো কোন ডেন্টাল ক্লিনিকে যোগাযোগ করুন।
সার. আমার lip এর নিচের part এ মাংস বেশি. এ জন্ন আমার খুব খারাপ লাগে .প্রেমিকা র এও ভাল লাগে না.
আর কি করলে সমাধান পাব জানালে আমি সান্তি পাইতাম মন খুশি থাকত. প্রেমিকাও খুশি থাকত.
thank you.
এ ধরনের সমস্যায় সার্জারী করা ছাড়া আর তেমন কোন উপায় নাই। তবে আপনার এটা খুব বড় কোন সমস্যা নয়। বরং এখন পুষ্ট টাইপের ঠোঁটই সবাই বেশি পছন্দ করে।
স্যার আমার উপরের সারির সামনের দাতঁ দুইটা একটু বড় এবং বাকানো এটা যদি সমান করতে চাই তাহলে কি কোন সাইট এফেক্ট আসতে পারে?হালকা পাতলা হলেও বলিয়েন।ধন্যবাদ
কোন সাইড এফেক্ট ছাড়াই দাঁত সোজা ও সুন্দর করার ব্যবস্থা এখন আছে।
sir amar samner duto dat ucha a janno ame karo sathe haste parina amar dat duto ke thik kara jabe? ate ke amar kono site affect hobe ? ata kebava thik kara hobe ?please sir amake aktu janaben ata nia ame khub problema ase.
কোন সাইড এফেক্ট ছাড়াই এটা ঠিক করা যাবে। সবচেয়ে সহজ পদ্ধতি ব্রেস (Braces) ব্যবহার করা। ভালো কোন দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করলেই তিনি আপনার জন্য সুবিধাজনক পদ্ধতি বাতলে দিতে পারবেন।
sir amar uporer dute dat ucha ata thik karte hole ke amar dat uthia felte hobe?please aktu bolen.
ফেলতে হবে না। ব্রেস লাগিয়ে কিছুদিনের মধ্যে সমান করে ফেলা যাবে। ভালো দাঁতের ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
বয়স ৩৬,আমার সামনের উপরের দুটি দাতঁ আঁকাবাঁকা সোজা ও সুন্দর করার ব্যবস্থা আছে? কতদিন লাগবে এবং খরচ কত পড়বে? চট্রগ্রামের একজন ভাল ডেন্টিস্ট এর ঠিকানা বলুন।
ব্রেস ব্যবহার করে সোজা করতে পারেন। এইটা লাগানোর পর অনেকদিন লাগিয়ে রাখতে হয়। নির্ভর করে দাঁত কতটা বাঁকা, তার উপর নির্ভর করে। ঠিকানা দেয়া সম্ভব নয়। ভালো ডেন্টাল-কেয়ারে গেলেই হবে।
স্যার আমার এক আত্মীয়ার দাঁতরে মাড়রি উপররে পাটরি দুই পাশরে দুট িদাঁত একটরি উপর আরকেট িথাকাত েসেগুলাে বেশ আকাবাঁকা এবং দৃষ্টকিটু লাগ।ে এর কােন সমাধান আছ েক?ি
একটি উঠিয়ে ফেলতে পারেন।
আমার বয়স ২৮, আমার সামনের দাঁত গুলুর মাজখান দিয়ে ছিদ্র হয়ে উপরের দিকে যাচ্ছে এখন আমি কি করবো?
সেই সাথে দাঁতের গোড়ায় কি কালো কালো দাগ হচ্ছে?
পানিতে আয়রণ বা আর্সেনিক থাকলে সেটা মুখে দেবেন না।
Amar age 21.amar 2 pasher dat 2 ta khoi hoye gorto hoye gece.akhn khabar khete khubi kosto hoi.akhon ki korle e theke rokha pai.plz janaben.
Keo ki ney.Amar age 21.amar dat xra kore jana gece root canal korate hobe.akhon root canal korle kotodin stai thakbe.ba kono prblem hbe kina.
সমস্যা হবে না। দরকার হলে করিয়ে ফেলবেন।
দাঁতের ডাক্তার দেখান। ফিলিং করিয়ে নিন।
খুব ভালো লাগলো। তবে আমার ও উপরের মাড়ির দুইটি দাঁত বাঁকা এবং বড়। কোন ডাক্তারের পরামর্শ নেই নাই। আমার দাতের মধ্যে সব সময় একটা লালসে আবরণ থাকে। যা অনেকভাবে মাজার পরও যায় নাই। এই সমস্যা হইতে কিভাবে বাঁচা যাবে।
আয়রনযুক্ত পানি মুখে দেবেন না।
আমার বয়স ১৭ বছর । ছোটোবেলায় দাঁত ওঠার পর যে নতুন দাঁত হয় সেগুলো সামনের দিকে উচা আর একটু বড় । এটা কি চিকিত্সার মাধ্যমের cure করা সম্ভব ? সম্ভব হলে কিভাবে ? আর ঐ তিন চারটা বড় দাঁত কি কেটে ছোটো করতে হবে ? আমি এ পর্যন্ত ডাক্তার দেখাইনি । দয়া করে একটু বিস্তারিত বললে একটা বড় চিন্তা থেকে মুক্তি পেতাম ।
ডেন্টাল ব্রেস লাগিয়ে নিতে পারেন। তাতে কিছুদিন পর দাঁত সোজা হয়ে যাবে।
ব্রেস লাগাতে কতো টাকা খরচ হবে ?? এবং এই পদ্ধতিতে দঁাত সোজা করলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে নাকি?
ভবিষ্যতে সমস্যা সাধারণত হয় না। খরচের ব্যাপারটা আপেক্ষিক।
আমার বয়স ১৭ বছর।আমার উপরের ৬টি দাত ও নিচের ৮ টি দাত সামনের দিকে উচু।এটা কি সোজা করা জাবে? খরচ কত লাগবে? Please Help Me!