আজকাল পত্রিকার পাতা খুললেই দেখতে পাই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে বা মারা যাচ্ছে। শীতের এই সময়ে শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার মধ্যে নিউমোনিয়া ও ডায়রিয়া অন্যতম।
সব শিশুর কিন্তু নিউমোনিয়া হয় না, যদি শিশুদের বুকের দুধ খাওয়ানো না হয়, শিশুরা অপুষ্টিতে ভোগে, শিশুদের সামনে ধূমপান করা হয়, শিশুদের ভিটামিন এ-র অভাব থাকে, শিশুদের সঙ্গে পরিবারের অনেক লোক এক ঘরে থাকে, শিশুকে টিকা দেওয়া না হলেই শুধু তারা নিউমোনিয়ায় আক্রান্ত হয়। ঘনবসতি ও বায়ুদূষণও নিউমোনিয়ার কারণ।
শিশুর সর্দি, কাশি, সামান্য জ্বর, নাক বন্ধ থাকলে বা বুকে শব্দ হলেই মনে করার কোনো কারণ নেই যে শিশুর নিউমোনিয়া হয়েছে। এই লক্ষণগুলোর সঙ্গে যদি শিশু দ্রুত শ্বাস নেয় বা বুকের পাঁজরের নিচের অংশ ভেতর দিকে দেবে যায়, তাহলে বুঝতে হবে শিশুর নিউমোনিয়া হয়েছে। এ ক্ষেত্রে শিশুকে দ্রুত হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে হবে।
সাধারণ সর্দি, কাশি ও জ্বরের চিকিৎসা বাড়িতেই করা সম্ভব।
কী করবেন
জ্বর থাকলে প্যারাসিটামল সিরাপ দিন, ভেজা নরম কাপড়ে বারবার শরীর মুছে দিন।
সর্দি পড়লে নরম কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন।
সামান্য কাশিতে ওষুধের প্রয়োজন হয় না। শিশুর বয়স ছয় মাসের বেশি হলে কুসুম গরম পানিতে লেবু ও মধু দিয়ে শিশুকে খেতে দিন। আদা ও মধু বা তুলসীপাতার রস ও মধু মিলিয়ে খাওয়ালেও কাশি কমে যায়। কাশি বেশি হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।
শিশুকে প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করান।
শিশু স্বাচ্ছন্দ্যবোধ করে এমন কাপড় পরান।
দরজা-জানালা খোলা রাখুন, যাতে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে।
বারবার বুকের দুধ দিন।
ফলমূলসহ পরিবারের সব খাবার শিশুকে খেতে দিন। অনেকের ধারণা, কলা, কমলা, লেবু ইত্যাদি খেলে কাশি বেড়ে যাবে। এসব ধারণা ভুল।
আপনার শিশু যদি নবজাতক হয়, তাহলে কিছুটা বাড়তি সাবধানতা আপনাকে নিতে হবে। বাচ্চাকে ভালোভাবে ঢেকে রাখবেন। মাথায় টুপি, মোজা পরাবেন। সিনথেটিক কাপড় না পরিয়ে মোটা সুতি বা উলের জামা কাপড় পরালে শিশু আরাম বোধ করবে। বেশি শীত থাকলে গোসল না করিয়ে শরীর ও মাথা মুছে দিতে পারেন। অনেকে তেল মেখে শিশুকে রোদে ফেলে রাখেন, এতে করে বরং শিশুর বেশি ঠান্ডা লেগে যেতে পারে। আপনার নবজাতক শিশুকে শুধু বুকের দুধ দিতে হবে—এ কথা ভুলে গেলে চলবে না।
কখন শিশুকে হাসপাতালে নিতে হবে
শিশু দ্রুত শ্বাস নিলে
পাঁজরের নিচের অংশ ভেতর দিকে দেবে গেলে
শ্বাসকষ্ট হলে
খেতে না পারলে
জ্বরের সঙ্গে খিঁচুনি হলে
শিশু যা খাচ্ছে সবকিছু বমি করলে
শিশু নিস্তেজ হয়ে গেলে।
অধ্যাপক তাহমীনা বেগম
শিশুরোগ বিশেষজ্ঞ, শিশু বিভাগ, বারডেম।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৪, ২০১১
Showkat
স্যার আমার ভাতিজার বয়স ৬মাস। ৩থেকে ৪মাস আগে সে ৪থেকে ৭দি পর মল ত্যাগ করত প্রস্রাব করত ঠিক মত কিন্তু কয় এক দিন ধরে সে দিনে ৬থেকে ৭ বার মল ত্যাগ করে এটা কি সমস্যা? কি করা যায়?
Bangla Health
এটা কোনও সমস্যা নয় বরং স্বাভাবিক বলেই মনে হচ্ছে। এই বয়সে যতবার খাওয়াবেন ততবারই মলত্যাগ করতে পারে। কম হলেও সমস্যা নেই। শুধু খেয়াল রাখবেন মলের রঙটা যেন অস্বাভাবিক না হয়। শুধু বুকের দুধ খাওয়ালে একটু গাঢ় হলুদ হবে। এছাড়া খাবারের ভিন্নতার উপর নির্ভর করে ব্রাউন বা সবুজাভও হতে পারে।
Showkat
স্যার আমাষয় হলে বাচ্চাকে ডিম, মাছ,দুধ থাওয়ানো যাবে? বাচ্চার বয়স ৭মাস। দয়া করে একটু তাড়া তাড়ি উত্তর দিন।
Bangla Health
আমাশয়ের সাথে খাবারের সম্পর্ক নেই। সম্পর্ক হলো খাবারের রোগজীবানুর। খাবার অপরিষ্কার-অপরিচ্ছন্ন, পচা, বাসি, বা মেয়াদ উর্ত্তীর্ণ হলেই আমাশয়ের মত রোগ বেশি হয়।
আমাশয় হলে হজম শক্তি অনেক কমে যায় বলে গুরুপাক খাবার না খাওয়ানোই ভালো। আবার অনেকেই দুধ হজম করতে পারেন না। এই হিসাবে ডিম-দুধ আপাতত বন্ধ রাখতে পারেন। লঘুপাক, তরল, সহজে হজম হয়- এমন খাবার দেবেন।
শ্রীকান্ত
আমার ছেলের ব্য়স ৫ মাস ওর খুব ঠান্দা লেগে যাচ্ছে , খুব কাশি হচ্চে ওকে এই শিতে কিভাবে রাখা উচিত। রাতে কি গায়ে দিয়ে শুয়ানু উচিত। কি ভাবে রাখলে ছেলে ঠিক থাকবে।
Bangla Health
সবসময় মোজা পরিয়ে রাখার চেষ্টা করবেন। মাথা, কান, গলা ঢেকে রাখবেন। তারপর গায়ে কম্বল টেনে দিলেই সমস্যা হওয়ার কথা নয়। খোলা বাতাসে কম নেবেন।
MUKULMAHMUD
Sir,সালাম নিবেন্।আমি মুকুল্।আমি আপ্নার কাছে এক্টি সমস্সার কথা বল্বো।।তা হল-আমার ভাগ্নীর বয়স ৫ বছর্।ওর সব সময় বুক ধড় পড় করে । যা সাভাবিক মানুষের চেয়েও বেশি।সেই অল্প কিছুতে হয্রান হয়ে যায়্।তাই দয়া করে যদি পরামর্শ দেন এবং ওষুদের নাম যদি লেখেন তাহলে উপক্রিত হব.Thank you,sir.
Bangla Health
এর হার্টটা ভালো করে পরীক্ষা করানো দরকার। অবশ্যই শিশু বিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ নেবেন। এছাড়া হাঁপানির সমস্যা আছে কিনা, সেটাও পরীক্ষা করে নেবেন।
ফয়সাল
ডা: সাহেব আমার ছেলরে বয়স ১৮ দিন, তার ঠান্ডা লেগছেে, নাক বন্ধ প্রায় থাক,ে জোর েশ্বাস নেয়, বুকে শব্দ হয়, খাবার ঠিক মত খাচ্ছ,ে তব েকষ্ট হয়, এটা কি সমস্যা হত েপারে
Bangla Health
অবশ্যই ডাক্তার দেখাবেন।