বর্তমানে প্রজনন স্বাস্থ্য সেবার অতি পরিচিত একটি শব্দ এম. আর (Menstrual Regulation) বা মাসিক নিয়মিতকরণ। এটি একটি পদ্ধতি যার মাধ্যমে জরায়ুর অভ্যন্তরীন পরিবেশ বিঘ্নিত হয়, ফলে জরায়ুতে ভ্রুন স্থাপিত হতে পারে না বা হতে দেয়া হয় না।
এম.আর কেন করা হয়
অনিয়মিত রক্তস্রাব/মাসিকের জন্য এম. আর একটি চিকিৎসা পদ্ধতি যা অন্য কোন শারীরিক অসুস্থতার জন্যও করা হয়।
শল্য চিকিৎসায় এম.আর
শল্যচিকিৎসায় এম. আর একটি সহজ ও নিরাপদ পদ্ধতি। একটি নমনীয় প্লাস্টিকের নল এবং সিরিঞ্জের সাহায্যে এম. আর সম্পাদন করা হয়। এই প্রক্রিয়ায় সাধারণত: রোগীকে অজ্ঞান করার প্রয়োজন হয় না।
এম.আর করার উপযুক্ত সময়
নির্ধারিত মাসিক হওয়ার সময়ের ১৪ দিনের মধ্যে যে কোন সময় এম. আর করা যেতে পারে। সবচেয়ে ভালো সময় হচ্ছে শেষ মাসিক হওয়ার প্রথম দিন থেকে হিসাব করে ৩৫ দিনের পরে এবং ৪৫ দিনের পূর্বে। সবচেয়ে নিরাপদ সময় হচ্ছে ৪২তম থেকে ৪৯তম দিনের মধ্যে।
এম.আর করার পূর্বে প্রয়োজনীয় তথ্য
সাবধানতার সাথে রোগীর ইতিহাস জানা, বিশেষ করে মাসিকের নিয়মানুবর্তিতা সম্পর্কে, শারীরিক মিলন সম্পর্কের বিষয়ে, সহবাসের সময় সম্পর্কে
গর্ভধারণে ব্যর্থতার সম্ভাবনা, কোন কারণে দুঃশ্চিন্তা বা মানসিক চাপ যা অনেক সময় মাসিক না হওয়ার কারণ হতে পারে অথবা যদি গর্ভধারণ করে থাকেন তবে সন্তান গ্রহণ না করার কারণ সমূহ ইত্যাদি
এম.আর সম্পাদনের পূর্বে নারীকে এম.আর এর ঝুঁকি ও জটিলতা সম্পর্কে অবহিত করা জরুরী
প্রয়োজনে গর্ভধারণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য আরেকবার নারীকে (pregnancy test) পরীক্ষা করা উচিত
কারা এম.আর সম্পাদন করতে পারেন
স্ত্রী রোগ বিশেষজ্ঞ
চিকিৎসক
নার্স এবং
প্যারামেডিক নিরাপদ এবং কার্যকর এম. আর সম্পাদন করতে পারেন
এম.আর বা মাসিক নিয়মিতকরণ সেবা কেন্দ্রসমূহ
জেলা হাসপাতাল
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
মা ও শিশু কল্যাণ কেন্দ্র
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
সচরাচর জিজ্ঞাসা
প্রশ্ন.১.এম.আর কেন করা হয়?
উত্তর. বিলম্ব অথবা অনিয়মিত রক্তস্রাব বা মাসিকের এম. আর একটি চিকিৎসা পদ্ধতি বা গর্ভধারণ বা অন্য কোন শারীরিক অসুস্থতার জন্য করা হয়।
প্রশ্ন.২.এম.আর করার উপযুক্ত সময় কখন?
উত্তর. নির্ধারিত মাসিক হওয়ার সময়ের ১৪ দিনের মধ্যে যে কোন সময় এম. আর করা যেতে পারে। সবচেয়ে ভালো সময় হচ্ছে শেষ মাসিক হওয়ার প্রথম দিন থেকে হিসাব করে ৩৫ দিনের পরে এবং ৪৫ দিনের পূর্বে। সবচেয়ে নিরাপদ সময় হচ্ছে ৪২তম থেকে ৪৯তম দিনের মধ্যে।
প্রশ্ন.৩.কারা এম.আর করতে পারেন?
উত্তর.
স্ত্রী রোগ বিশেষজ্ঞ
চিকিৎসক
নার্স এবং
প্যারামেডিক নিরাপদ এবং কার্যকর এম. আর সম্পাদন করতে পারেন
সূত্র: জাতীয় ই-তথ্যকোষ
Bangla Health
nafiza
নভেম্বর ৩, ২০১১ – ১১:০২ pm
আমার বয়স সতের বছর ।আমার মাসিক সবসময় অনিয়মীত ।সবসময় মেয়াদ উত্তীর্ন হওয়ার অনেক দিন পর ,আমার মাসিক শুরু হয় ।আমি অবিবাহিত ।কি করতে পারি আমি এক্ষেত্রে ?
Bangla Health
নভেম্বর ৫, ২০১১ – ৯:৪৮ pm
বয়স অল্প বলে এখনো হয়তো হরমোন সুবিন্যস্ত হতে পারেনি। আর এই বয়সে এমন হতেই পারে। আপাতত চিন্তার কিছু দেখি না।
sharmin akter
নভেম্বর ১৩, ২০১১ – ১১:২৪ pm
আমার বয়স ২৩, ২ বছর হল বিবাহ করেছি। আমার মাসিক নিয়মিত। কিন্তু মাসিকের সময় প্রচন্ড ব্যাথা অনুভব কর। অসহ্য ব্যাথা। দয়া করে এ থেকে পরত্রানের উপায় জানালে উপকৃত হব।
Bangla Health
নভেম্বর ১৪, ২০১১ – ৩:০৪ am
বিয়ের পরে মেয়েরা অনেকটাই টেনশন মুক্ত হয়ে যান বলে মাসিক তখন প্রায় নিয়মিত হয়ে যায়। সেই সাথে নিয়মিত সেক্স করলে পেলভিস পেশীর উপর চাপ পড়ে এবং সেটা ধীরে ধীরে সুগঠিত হয়। তাতে মাসিকের সময়ের ব্যথা চলে যাওয়ার কথা। চেষ্টা করবেন দীর্ঘক্ষণ ধরে মিলিত হতে। সেক্স ব্যাপারটা মনভরে উপভোগ করার চেষ্টা করবেন।
বাড়তি হিসাবে কেজেল ব্যায়াম করতে পারেন। নিয়মিত হাঁটাচলা, দৌড়াদৌড়ি করলেও অনেক উপকার পাবেন।
তিন্নি
নভেম্বর ১৪, ২০১১ – ২:০১ pm
মেয়েরা কি মাসিক চলাকালে সেক্স করতে পারে? যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কি করতে পারি?
Bangla Health
নভেম্বর ১৫, ২০১১ – ১০:৩০ am
মাসিক চলাকালে সেক্স করতে কোনো বাঁধা বা সমস্যা নেই। এটা দুজনের ইচ্ছা-অনিচ্ছার উপর নির্ভর করে। গবেষণায় দেখা গেছে, এই সময়টাতে মেয়েদের জননাঙ্গ অনেক ফুলে ফাঁপা হয়ে থাকে এবং ভিতরে রক্ত প্রবাহের কারণে সেক্স কালে তীব্র অনুভূতি হয়। সেক্সের সময় লিঙ্গের ঘর্ষণে ভিতরে জমে থাকা রক্ত সহজে বেরিয়ে এসে মাসিক হওয়ার সময়টা অনেক কমিয়ে দেয়। তবে অনেকে ধর্মীয় মতের কথা ভেবে সেক্স করতে চান না।
এ সময় সেক্স করলে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রোটেকশন ব্যবহারের ব্যাপারে বাড়তি নজর দিতে হয়, কেননা রক্ত প্রবাহের কোনো জীবানু মিশে জননাঙ্গ অভ্যন্তরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে।
Lina
নভেম্বর ১৭, ২০১১ – ৮:২৩ pm
এনাল সেক্স ও ওরাল সেক্স কি খারাপ?
Bangla Health
নভেম্বর ১৯, ২০১১ – ৭:১০ am
ভালো-খারাপের ব্যাপার না। দুজনের ভালো লাগা মন্দ লাগার উপর নির্ভর করে। তবে জোরাজুরি করা ঠিক নয়।
Lina
নভেম্বর ১৭, ২০১১ – ৮:৩৬ pm
pregnantমেয়েরা কি সেক্স করতে পারে? যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কি করতে পারি?
Bangla Health
নভেম্বর ১৯, ২০১১ – ৭:১১ am
অবশ্যই পারে। কোনো সমস্যা হওয়ার কথা নয়। শুধু দেখতে হবে পেটে যেন চাপ না লাগে।
Sajna
নভেম্বর ৩০, ২০১১ – ৩:১২ pm
MR korar kotodin pore mashik hoy?
Bangla Health
নভেম্বর ৩০, ২০১১ – ১১:০৭ pm
পরের দুই থেকে চার সপ্তাহের মধ্যে হওয়ার কথা। না হলে ডাক্তারের সাথে ফলোআপ করে নিশ্চিত হতে হয়।
worried
ডিসেম্বর ১, ২০১১ – ১:৫৬ pm
Amar boyosh 30, bibahito and 4 bochorer ekti chele ache (Caesarean section er madhhome). Amar cycle er 12th din theke halka halka spotting hoy. Pelvic pain o ache. Er karon ki ebong er theke relief pawa jabe ki kore?
Sajna
ডিসেম্বর ২, ২০১১ – ১২:২১ am
MR korle ki ki complication hote pare?
simon
সালাম নিবেন
আমার বউ এর নিয়মিত মাসিক হত এবং মাসিক এ স্বাভাবিক রক্তকরণ হত।কিন্তু এবার মাসিক হবার প্রথমদিন হাল্কা রক্তকরণ হয় এর পর রক্তকরণ একদম হাল্কা হয়,,,,এটা কি কোন রোগ?
এটা হবার কারণ কি জানতে চাই
ধন্যবাদ,,,,
Bangla Health
আর কোনো উপসর্গ, যেমন, চুলকানি বা ব্যথা–এসব যদি না থাকে তাহলে রোগ না হওয়ার সম্ভাবনাই বেশি।
লাছমিন
আমি লাছমিন
আমার 15 বছর
আমার bf এর সাথে করার সময় ভুলে বিতরে পডে গেছে কোন সমস্যা হবে কী?
2, 3 বার তার লিঙ্গ বিতরে দিছে এর পরই বিতরে পডে গেছে।
ভুলে ভিতরে পড়লে কোন সমস্যা
হবে কী?
Bangla Health
দেখতে হবে কবে হয়েছে। মানে মাসিক শুরু হওয়ার কততম দিনে।
tanjida rahman
Ami ajk sokalei normens kheyechi sokale r dupure khawar por amr bikale 1tu blood dekha jay r dekha Jayni akhn Ki ami osud khabo naki khabonah
S*****
Amar sex korar por oi mash e ekdom mash sesh a period hoa chilo ja du mash e peyechilo mane r ek mash er 1st kodin,,,but ekhon e goto mash er sesh a period hoi ne rozar mash a khawa dawa o kom hoya chilo ojon kome gechilo…ekhon ami pregnant!
Anisha
13 din er bachcha ki babe nosto korbo
Anisha
12 din er bachcha ki babe nosto kora jai plz bolen
Anisha
13 din er pregnant ki babe nosto kora jai plz bolen
BOBY
আমার মাসিক নিয়মিত ৷আমার মনে হয় প্রথমবার বাচ্চা নষ্ট হয়ে যাওয়াতে অত্যাধিক মানসিক দুশ্চিন্তার ফলেই এমন হতে পারে prolactin (হরমন বেশি ৩৭.৬১)।prolactin (হরমন বেশি) এর সাথে বাচ্চা নেয়ার সাথে কোন সম্পর্ক আছে কি?prolactin নিয়ন্ত্রনে আনা যায় কি ভাবে ও কত দিনের মদ্দে? plese তাড়াতাড়ি উত্তর টা জানাবেন
Sanjida
Assalamualaikum amr boyosh 19 6 mash age amr miscarriage hoyeche kintu abr akhon beby concept hoyche kintu amr husband akhon beby nite chai na ami jdi akhon kono pill khai tate ki future a kono problem hobe naki akhon amr beby ta rakha uchit
রিয়া
মাসিক হওয়ার পর কতদিন পরযন্ত সেক্স করলে বাচ্চা হয় না ?
Bangla Health
আসলে নির্দিষ্ট কোনও সময় নেই। যে কোন সময়, এমনকি মাসিক চলাকালেও কোনও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়া মিলিত হলে বাচ্চা এসে যেতে পারে। ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত এই ঝুঁকিটা অনেক বেশী থাকে।
রিতা
আমি মাসিকের চার দিন পর সেক্স করেছি কিন্তু জরায়ুতে বীর্য স্খলন করিনি তাহলে কি আমার বেবি আসার কোনো চান্স আছে
Bangla Health
ন, সে সম্ভাবনা খুবই কম।
Shuva bala
Sir ami Nov 23 taric sex korechi tar porer din unwanted 72 khaiyechi or 1 taric means howar kotha 1;taric hoyeche ar kono pregnant voi ache
Anisha
Baya amr mone hoi ami pregnant. 12 din hoise. Ekhon ki babe bachcha nosto korbo. 12 din er bachcha nosto korar upai bolen plz….?
রিয়া
এম.আর মানে কি ?
Bangla Health
এম.আর অর্থাৎ Menstrual Regulation অর্থাৎ মাসিক নিয়মিতকরণ।
bishal chakma
সেসেক্স করার পর ইমেরজেন্সি পিল ১ঘণ্টা মদ্দে খেয়ে ৪ দিন পর মাসিক হলে কি প্রেগ নেন্ত??
Bangla Health
না। মাসিক হওয়ার মানেই বাচ্চা আসে নাই।
nawsin
salam niban.
amar masik suru thakai oniomito 6mas por por hoi r hole valo hote chai na osud kha bondo korte hoi. amar bea hoisa 6yr holo baby hoinai. dr. bolsa amar thyroid r pcos ar problem asy .
dr amaky metformin khata disa. akon masik niomito hossa . bt amar baby hossa na . amar ki mr korla masik niomito hobe r ami baby nita parbo? pls janaben
Bangla Health
মাসিক নিয়মিত হচ্ছে কত মাস থেকে?
এম.আরের ব্যাপারের আপনার ডাক্তারের সাথে আলাপ করে দেখতে পারেন। মাসিক নিয়মিত হতে শুরু করলে শরীরের অনেক সমস্যা কমে আসবে ধীরে ধীরে। সেই সাথে লাইফস্টাইল উন্নত করবেন। পুষ্টিকর খাবার খাবেন, পর্যাপ্ত ঘুমাবে, এবং পারলে নিয়মিত ব্যায়াম করবেন। মাসিক শুরু হওয়ার ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নিয়মিত মিলিত হবার পাশাপাশি এই সময়টাতে অবশ্যই আলাদা গুরুত্ব দেবেন।
এরপরও বাচ্চা না হলে বাচ্চা না হওয়ার অন্যান্য পরীক্ষাগুলো করিয়ে নিশ্চিত হয়ে নেবেন। তবে এসব পরীক্ষা দুজনেই করাবেন। সমস্যাটা যে কারোর বা দুজনেই হতে পারে।
nawsin
salam niban
amar hypothyroidsm asy ami roj 1ta kore thyroid tablet khai khali pata. onakar kase sunsi j thyroid ar prob thakle naki baby hoina .ata ki sotto ? pls janaben .r ami bortomane sudhu glukomet r thyroid ae 2ta osud e khassi ? dr. disa. glukomet khala ki piriod mormal hoi . glukomet cjola kale ki ami preagnent hote parbo. ata bondo kora dila ki amar abar oniomito piriod hobe pls janaben .pls pls….
Bangla Health
হ্যাঁ, অনেকাংশে সত্য। ডাক্তারের পরামর্শ মেনে ঔষধ খেতে থাকেন। তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে আসবে।
তবে অবশ্যই দুশ্চিন্তামুক্ত থাকার চেষ্টা করবেন।
nawsin
salam niban .
hypothyroidsm a ki ki somossa hote pare pls janaben . dr. bolse ja amar hypothyroidsm akon normel posision a asy so akon o ki ami ma hote parbona .hypothyroidsm ak ki ojon bera jai ami 5fit1inc amar ojon 54 kg amar ojon ki tic asy pls janaben ?plsssssssssssss
Bangla Health
হ্যাঁ, এটা হলে ওজন বেড়ে যেতে পারে। এছাড়া বাচ্চা হতে সমস্যা, জয়েন্টে ব্যথা, হৃদরোগসহ অনেক সমস্যা হতে পারে। তবে এর পরিপূর্ণ চিকিৎসা আছে। তাই ভয় পাবার কিছু নাই। প্রথম পর্যায়ে ধরা পড়লে, সঠিক চিকিৎসা করলে পরে আর সমস্যা হয় না। ডাক্তার যদি পরীক্ষা করে বলেন যে এটা নর্মাল, তাহলে এদিক থেকে বাচ্চা নিতে কোনও সমস্যা হবে না। উচ্চতা অনুসারে আপনার ওজন ঠিক আছে। এই চার্ট থেকে দেখে নিন।
রুহি
আমার মাসিক নিয়মিতই ছিল। কিন্তু গত ২ বছর যাবৎ অনিয়মিত হয়ে গেছে। দুইআড়াই মাস পর পর হয় যদি আয়রন ট্যাবলেট খাই। গত এক মাস আগে আমার বিয়ে হয়েছে। এখন আড়াই মাস পেরিয়ে গেলেও মাসিক হচ্ছে না। প্রেগনেন্সি টেস্ট করিয়েছি নেগেটিভএসেছে।আয়রন ট্যাবলেট খাচ্ছি তবুও মাসিক হচ্ছে না।আমি এখন কি করতে পারি।আমার উচ্চতা ৫ফুট, ওজন ৫৫ কেজি।
Bangla Health
খুব সম্ভবত বিবাহ পূর্ব দুশ্চিন্তা এবং সেটা এখনো চলছে মনে হচ্ছে। আর দুশ্চিন্তা হলেই খাওয়া-দাওয়া এলোমেলো হয়ে যায়। তখন নানা সমস্যা হয়। এরকম কিছু হলে দুশ্চিন্তা পরিহার করে রিলাক্সে থাকুন। খাওয়া-দাওয়া এবং ঘুমের প্রতি নজর দিন। বিবাহ উত্তর কোন সমস্যা হলে সেটা স্বামীর সাথে খোলাখুলি আলোচনা করুন, শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। মোট কথা, আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে।
এতেও সমাধান না পেলে ডাক্তার দেখিয়ে নেবেন।
lisa
amar masiker date 01.02.12 but akhon porjonto amar masik hoinai. ekbar jormonirodhok cara sohonas hoicilo. ami akhoni baby nite chi na . akhon ki korbo?
Bangla Health
কয়েকদিন এদিক-ওদিক হওয়া অস্বাভাবিক কিছু নয়। আরো কিছুদিন দেখতে হবে। তারপর টেস্ট করাবেন। বাচ্চা এসে গেলে নিজের শরীর স্বাস্থ্য এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে ডাক্তারের সাথে পরামর্শ করে ঠিক করবেন কি করলে ভালো হয়।
poonam
salam niban!!
amar mashik prote monthe 5din age hoi.jmon december e date celo 23tarik..5din age hoi bole january te 18tarik hoiclo.portek month e ae babe date change hoi..ami bebahito.amar same bahire tahk.asce ae january te.ami akhon baby nety chai.amr age 23.kento portek din meleto hobar por o kono fol pacce na.ami akhon ki korbo?
Bangla Health
মাসিকের সার্কেলটা মূলত ২৮ দিনের। সুতরাং ডেট চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক। কারো একটু আগে বা পরে হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়।
আপনার মাসিক শুরু হওয়ার ১৩ থেকে ১৭ তম দিনের মধ্যে নিয়মিত মিলিত হবেন। এই সময়টাকে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর বীর্যটা আপনি ধারণ করবেন নিচে চিত হয়ে শুয়ে, স্বামীকে উপরে রেখে। স্বামীর বীর্যপাতের পর পরই লিঙ্গ বের করতে দেবেন না। ওই ভাবেই কিছুক্ষণ শুয়ে থাকবেন যাতে বীর্য বের হয়ে না যায়।
খুব চিন্তিত হলে দুজনেই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেবেন কোন সমস্যা আছে কিনা।
Farhala
Amr period er 6th day te ami normens khawa start kori cause tokhon honeymoon e jay husband er sathe tay period jate off hoi , course sesh kori 21days er, emn obosthay ki preganant hoar possibility ache?
shada
dear medam
amar doita somosa pills duya kore bolben ki (1)amar neum moto masek hoy na (2)amar joyner moke alarji jateu kiso goda kinto cholkay
ai doite somosay bogce pills janaiben ki r amar same bedesy take doi bosor por por deshe ashe kinto basca konce hoyne dahktar dekece kito kono lab hoyne dahktar bolce doi joner kono somosa nai.( aita amar samer email adds.
Bangla Health
আপনার দুইটা সমস্যার মধ্যেই খুব সম্ভবত কোন যোগ সূত্র আছে। অর্থাৎ একটা ঠিক হলেই আর সবও ঠিক হয়ে যাবে। তবে এগুলো ভালো ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেয়া উচিত। এবং সেই ভাবেই চিকিৎসা নেয়া উচিত। আপনার উচিত হবে অন্য কোন ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানোর। চুলকানিটা নিশ্চয়ই কোন কারণে হচ্ছে। এবং সেই একই কারণে মাসিক অনিয়মিত হতে পারে।
আপনার লাইফস্টাইলটা ঠিক কিরকম? সারাদিন কিভাবে কাটে, কি কি করেন, কি কি খান?
নিয়মিত একটু ব্যায়াম করতে পারলে মনে হয় ভালো হত।
shada
dear medam
donubad aponar enformaison dewyhar jono acha ai obostay ki sohobahs kora jahbe na kondom bebhar korte hobe> pills bolben ki donubad
Bangla Health
সহবাস করতে কোন সমস্যা নাই। ক*ন*ড*ম ব্যবহার করাই ভালো।
িপংিক
আমার বয়স ১৫ বছর, আমার গত ৩মাস যাবত মাসিক হচ্ছে না। আমি ছাত্রী, খুব টেনশন করছি। আমি যাকে ভালবাসি তার সাথে মিলন হয়েছে ক্তিু ক*ন*ড*ম ব্যবহার করতাম। আমি টেনশন করছি কোন ভুল হল কি না? এখন বাসায় মাসিক হচ্ছে না কাউকে বলতে পারছি না ভয়ে। তারা কি মনে করবে তাই। ডাক্তার দেখাতেো ভয় পাই। এমতবস্থায় কি করতে পারি বললে উপকৃত হব। ডাক্তারের কাছে যাওয়া ছাড়া কি করতে পারি বাড়িতে।
Bangla Health
দেখা দরকার, আপনি কবে মিলিত হয়েছিলেন। কতদিন আগে, এবং তারপর কয়বার মাসিক মিস হয়েছে।
ক*ন*ড*ম ব্যবহার করলে সমস্যা হওয়ার কথা না, যদিও কোন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিই ১০০% নিশ্চয়তা দেয় না। তবে আপনার এই বয়সে মাসিক অনিয়মিত হওয়া অনেক স্বাভাবিক ঘটনা। সেই সাথে যদি দুশ্চিন্তা করেন, তাহলে এটাও মাসিক অনিয়মিত করে দিতে পারে।
বাজারে প্রেগন্যান্সি টেস্ট করার এক ধরনের স্টিক পাওয়া যাওয়া। তার উপর প্রসাব ফেলে স্টিকের রঙ পরিবর্তন হওয়া দেখে মোটামুটি নিশ্চিত হতে পারবেন। বিস্তারিত ব্যবহারবিধি প্যাকেটের গায়ে পাবেন, বা বিক্রেতাকে জিজ্ঞেস করলে বলে দেবে। আপাতত এটা করতে পারেন।
তাছাড়া বাচ্চা চলে আসলে নিজের শারীরিক অবস্থাও কিছু পরিবর্তন হওয়ার কথা। মাথা ব্যথা, বমি বমি ভাব- এরকম কিছু না হলে মনে হয় না চিন্তার কিছু আছে।
সুমনা
পিংকি- তোমার প্রেমিককে ধন্যবাদ । এ বয়স আর ফিরে পাবে না । কেন বলছি? বিয়ের পর বুঝবে । I like it- ধন্যবাদ ।
ই, কে
সুমনা, আপনি কেমন ধরনের মেয়ে? নিজের ছোট বোন যদি এরকম কাজ করে গর্ভধারন করে তাহলে আপনি কি মেনে নিবেন?
একজন প্রেমিকা বা বউ যেমন তার প্রেমিক বা স্বামীকে খারাপ পথে যেতে চায় না তাহলে আপনি কেন খারাপ পথে চলবেন।
সবুজ
মজা লও
Anisha
Amr mone hosse ami pregnant. 12 din hoisse sex koresi.. Ami ekjon hsc student. Ekhon bachcha nosto korte chai. Ki babe korbo plz bolen….?n
Anisha
13 din er bachcha ki babe nosto korbo
রুপা
আমার
বয়স ১৮, আমার প্রতি মাসে মাসিক এর তারিখ থেকে ৫ দিন আগে মাসিক হয়। আমি
এক জনকে ভালবাসি, তার সাথে আমার বিয়ে ও হয়েছে, কিন্তু তা আমাদের বাড়িতে
জানেনা, তার সাথে আমার প্রতি মাসে sex হয়। ২ ১ বার, সব সময় সে আমার সাথে
sex এর সময় ক*ন*ড*ম ব্যবহার করতো। কিন্তু এবার মাসিকের ২৩ তম দিনে ওর সাথে
আমার sex হয়, তখন সে ক*ন*ড*ম ব্যবহার করেনি! আমার গত মাসে মাসিকের তারিখ ছিল
১৫ February সে হিসেবে এবার হয়ার কথা ১০ March, কিন্তু এখনো হয় নি। ওকে বলাতে আমাকে আজ ১৫ তারিখে ৫ টা আয়রন ট্যাবলেট খাওয়ায তাতেও মনে হয় কনো কাজ হলনা। এখন যদি টেস্ট করি, আর টেস্ট এর রেজাল্টে যদি বাচ্চা পাওয়া যাই! তাহলে আমি কিবাবে মাসিক টাকে নিয়মিত করতে পারি? (আমার এখন বাচ্চা নেয়া অসম্ভব) তাই দয়া করে তার সমাদান দিলে ভাল হয়।
রুপা
আর টেস্টে যদি নেগেটিভ আসে তাহলে কি করা দরকার?
টেস্টে যদি পযেটিভ আসে তাহলে কি করা দরকার?
Bangla Health
নেগেটিভ এলে কিছুই করার দরকার নেই। তবে বাচ্চা নিতে না চাইলে সবসময় প্রোটেকশন ব্যবহার করা উচিত।
বাচ্চা এসে গেছে মনে করলে আগে কোন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে নেবেন। তারপর ডাক্তারের সাথে পরামর্শ করবেন কি করলে ভালো হয়। ডাক্তার আপনাকে পরীক্ষা করে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।
Sunvi
Rupa tomar jodie pregnency test korar por pojetiv ase tahole d&c korate hobe r jodie nagativ ase tahole konu boy nei bojle
Bangla Health
মাসিক এমন একটু আগে পরে হওয়াটা একেবারে অস্বাভাবিক কিছু নয়।
ক*ন*ড*ম ছাড়া সেক্স করলেই যে বাচ্চা আসবে, এমন কোন কথা নেই। দেখতে হবে, বীর্যপাত কোথায় করা হয়েছে।
এখনই টেষ্ট করলে সঠিক ফলাফল পাবেন না। অন্তত ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে। বাচ্চা এসে গেলে বাচ্চা না হওয়া পর্যন্ত আর মাসিক না হওয়ার সম্ভাবনাই বেশি। বাচ্চা না নিতে চাইলে ডাক্তারের সাথে যোগাযোগ করে পরামর্শ নেবেন।
পিরতি
আমার বয়স ২২ বছর। আমার মাসিকের সময় অনেক অসহ্য ব্যাথা হ্য়। অনেক ডাক্তার দেখাইছি কিন্তু কিছুই ধরা পরে নি। আমি বিবাহিত কিন্তু আমার স্বামি দুরে থাকে তাই সহবাস নিয়মিত হ্য় না। দয়া করে সাহায্য করুন।
পিরতি
স্যার দয়া করে আমার উঃ তা দিন
Bangla Health
আপনার ঠিক নিচের মন্তব্যের উত্তরটা দেখুন। পাশাপাশি একই সমস্যা বলে হয়তো আপনারটার নিচে না দিয়ে নিচেরটার নিচে দেয়া হয়েছে। সরি।
আমাদের ফেসবুক পেজেও এই ব্যাপারে স্ট্যাটাস দেয়া হয়েছিল।
life_speed
amar boios 22. Amar premekar boios 20,ochota 5’3”, ojon 35 kg.. Amader relaon 3 bochor. Amara sex korenai. . . Amra tik korech beiear age sex korbona. Amar jan e somosa hoche or masek oneome2. Age ba pore hoi. R masek er somoi kov betha take… Eta ki kono somosa? R masek er date hesab korte hoi jeidin teke masek sorohoi seidin teke? Naki jidin teke masek ses hoi sei din teke…? R amar jan er masek sese pri 10,15 din sada sarrab jai. . . Ete ke kon koti hobe? Plz janale opokreto hobo. . .
Bangla Health
আগে পরে বলতে কত আগে পরে?
ব্যাথা কমাতে গরম ছ্যাক নিতে হবে। কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে বলবেন। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে বলবেন। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথ। ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়।
আরেকটা পদ্ধতি আছে- কেজেল ব্যায়াম। এটাও খুব উপকারী।
এগুলো করলে জননাঙ্গ মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত না হয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে, ব্যাথাও কমে যাবে।
আমাদের দেশের অনেক মেয়েদেরই শারীরিক ফিটনেস ভালো নয় বলে এরকম সমস্যা বেশি হয়। একে একে এই পদ্ধতিগুলোর কথা সবাইকে বলে দিন। একজন আরেকজনকে বলে দিন।
মাসিকের সময় হিসাব রাখবেন মাসিক শুরুর দিন থেকে। সাদা স্রাবের নানা কারণ থাকতে পারে। ভালো হয় যদি ডাক্তার দেখিয়ে সঠিক কারণটা নির্ণয় করা যায়।
শান্তা
আমার বয়স ২০ আমার ১০ দিন আগে বিয়ে হয়েছে নিয়মিত কডম use করে সেক্স হচ্ছে ।আমারা কেওই এখন বাচ্চা নিতে চাইনা কিন্ত আমার স্বামী ক*ন*ড*ম ও use
করতে চায়না। ও চায় ক*ন*ড*ম ছাড়া করতে না হলে নাকি ওর সান্তি লাগে না। এখন যদি আমি পিল খাই তাহলে কি problem হবে? আর পিল যদি না খাই তাহলে কি pregnent
হয়ে যাব ?
শান্তা
আমার বয়স ২০ আমার ১০ দিন আগে বিয়ে হয়েছে নিয়মিত ক*ন*ড*ম use করে সেক্স হচ্ছে । আরা কেওই এখন বাচ্চা নিতে চাইনা কিন্তু আমর স্বামী ক*ন*ড*ম ও use করতে চায়না । ও চায় ক*ন*ড*ম ছাড়া করতে না হলে নাকি অর শান্তি লাগে না ।এখন যদি আমি পিল খাই তাহলে কি problem হবে? আর যদি পিল না খাই তাহলে কি pregnent হয়ে যাব ?
Bangla Health
পিল খান বা না খান, বাচ্চা না চাইলে যে কোন একটা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা উচিত। পিল খেতে কোন সমস্যা নেই। তবে তার আগে একবার ডাক্তার দেখিয়ে শরীর চেকআপ করে ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন।
NILA
এম আর কতো বার করা যায়?
Bangla Health
বয়স ত্রিশের দিকে হলে বছরে ২ বার, বিশের দিকে হলে বছরে ৩ বার করা যেতে পারে।
srimanta
Amar bouer boyos 26 bochor. ama der 7 maser ekti chele ache or means houar kotha chilo 25.03.2012 tarikhe kintu ekhono hoi ni pregnency test kore chi bari te to negetive eseche. keno hoche na bujh te parchi na abar ki test korbo r bacha houar por or oniomito means hoi ki kora uchit.
Bangla Health
খুব সম্ভবত ব্রেস্টফিডিং-এর জন্য হচ্ছে। যত বেশি ব্রেস্টফিডিং, তত বেশি অনিয়মিত হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া হয়তো এখনো হরমোনগুলো সাম্যাবস্থায় আসেনি।
এ নিয়ে দুশ্চিন্তা না করাই ভালো। কেননা দুশ্চিন্তাও মাসিককে আরো অনিয়মিত করে দেয়।
খাওয়া-দাওয়ার আর ঘুমের উপর নজর রাখতে বলুন।
Farhala
Amr period er 6th day te ami normens khawa start kori cause tokhon honeymoon e jay husband er sathe tay period jate off hoi , course sesh kori 21days er, emn obosthay ki preganant hoar possibility ache?i
srimanta
amader 1 ta bacha ache jodi baccha abar chole ase tahole last means houar koto diner modhe doctor er sange consult korle bacha na neuar babostha kora jai. last means er koto din por test korle sothik reslt ashe posetive na negative barite je gult diye test kora jai segulor result ki sothik hoi?
Bangla Health
শেষ মাসিকের ৪৫ দিন পর অর্থাৎ মাসিক মিস হওয়ার সপ্তাহ দুয়েক পর টেস্ট করলে ফলাফল পাবেন। এর পর ডাক্তারের সাথে যোগাযোগ করে পরীক্ষা করিয়ে নিশ্চিত হতে পারবেন। তারপর বাকিটা ডাক্তারের সাথে পরামর্শ করবেন।
বাড়িতে কি দিয়ে পরীক্ষা করার কথা বলছেন? দয়া করে বাংলায় লিখুন।
ria
dear mam
amar bois 28.amar bea hoese 1.5 month.ami and amar hasband dui jaigai thaki.ami sosur sasurir sathe thaki.amar hasband 3 days thake amar sathe.amra baby nite chassi but baby concept korse nah.ai month e ami means hisab kore 13-17 er modhe 2 days relation hoi.amaer relation valo.ami bujhte parsi nah keno concept korse nah.ami ki test korle bujte parbo je kono problem ase kina.pls kindly janaben je ki test korle ami bujte parbo amar kono problem ase kina.
Bangla Health
আমাদের মনে হয় আপনারা এখনো যথেষ্ঠ সময় দেন নাই। এখনি ডাক্তারী পরীক্ষা করার কিছু হয় নাই। আপাতত কয়েক মাসে মাসিক শুরু হওয়ার পর ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত মিলিত হন বেশি করে। বীর্যপাতের সময় খেয়াল রাখবেন যাতে বীর্য আপনার জননাঙ্গ মধ্যে থাকে। এসময়টাতে চিৎ হয়ে থাকবেন কিছুক্ষণ। আগে কয়েকবার চেষ্টা করে দেখুন, তারপর না হলে ডাক্তার দেখিয়ে দুজনেই পরীক্ষা করে নেবেন কোন শারীরিক সমস্যা আছে কিনা।
ria
dear mam
ami asole jante chachilam je amar sob kichu normal ase naki.ami baby nite chai.age jante chasilam sob kichu ok ase naki.seta ki test korale bujha jabe.bier por theke to ralation hoche but concept korse nah keno.kono protection to nei ni.ami jante chasi ami fit asi kina.r intercourse korar somoi 2 joner e ki full satisfaction dorkar naki.relation ki rokom hobe.
Bangla Health
আপনার উচিত ডাক্তার দেখানো। ডাক্তার আপনাকে দেখে তবেই বলতে পারবেন কি ধরনের পরীক্ষা করানোর দরকার আছে বা আপনি বাচ্চা নেয়ার জন্য শারীরিক ভাবে ফিট আছেন কিনা।
শুধু বাচ্চা নেয়ার জন্য মিলিত হলে যে দুজনেরই পরিপূর্ণ তৃপ্তি পেতে হবে, এমন কোন কথা নেই। তবে এমনিতে মিলিত হলে তৃপ্তির দরকার আছে।
সম্পর্ক অবশ্যই বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। সেই সাথে দুজনের প্রতি দুজনের ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস- এগুলোও দরকার।
তুলি
clitoris কি? এর কাজ কি?
Bangla Health
এর বাংলা হচ্ছে ভগাঙ্কুর। নারীদের জননাঙ্গর উপরের দিকে শুরুতে যে বোটার মত অংশটা থাকে, সেটাই হচ্ছে ভগাঙ্কুর। এটা নারীদের সবচেয়ে সংবেদনশীল অঙ্গ। সেক্সের সময় এখানে ঘর্ষণ বা লেহন করলে নারীরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হন।
সুমনা
আমি একজন ছাত্রী। অষ্টম শ্রেণীতে পড়ি। আমার প্রতি মাসে নিয়মিত ২বার মাসিক হচেছ প্রায় ১২ দিন পর পর। কিন্তু স্বাভাবিক ভাবে তো মাসে ১বার হওয়ার কথা। প্রায় দেড় বৎসর যাবৎ এই সমস্যায় ভোগছি। আমি কোন ডাক্তার দেখাইনি দেখাতে ভয়/লজ্জা পাই। এটাকি বড় ধরণের কোন সমস্যা? আমি খুব ভয় পাচ্ছি। কিভাবে এটাকে মাসে ১বারে নিয়ে আসা যায় দয়া করে জানাবেন কি?
Bangla Health
আপনার আগের মন্তব্য যদিও বয়স জানান নাই, তবুও আমরা সন্দেহ করেছিলাম যে আপনার বয়স কম। আগের মন্তব্যের উত্তরে বলা হয়েছে, “আপনার বয়স খুব কম হলে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। প্রথম দিকে এমন হয়ে থাকে। বড় হলে ঠিক হয়ে যায়।”
এতে ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। মনে রাখবেন, রোগ-শোক নিয়ে কখনোই লজ্জা পেতে নাই। এতে বরং সমস্যা আরো বাড়ে। ডাক্তার দেখান বা না দেখান, অন্তত মা বা বড় বোন- এরকম কারো কাছে এসব লুকাবেন না। আর যে কোন ধরনের সমস্যা হলে আমাদের এখানে জানাবেন। আমরা চেষ্টা করব সঠিক পরামর্শ দিতে।
01721
আমার age ১৭ বছর. আমার সবসময় সাদা স্রাব ভাঙ্গে. (28)দিন ই আই রকম হয়.( মাসিক স্টার্ট হয় ১৪ তারিখ এ) সময় . বেশি সময় কম. এর কি প্রতিকার নাই .আমি হমিও এবং allopathic ঔসুদ খাইসি কোন কিছু হই না. এখন কোন ঔষূদ খাই না কি করলে প্রতিকার পাব. জানান please.
Bangla Health
সাদা স্রাব নিয়ে আপনি এই লেখাটি পড়ুন। এর সাথে আরো এই সংক্রান্ত ট্যাগে ক্লিক করে আরো কিছু আর্টিকেল পাবেন।
খুব সম্ভবত আপনার বয়স কম বলে এমন হচ্ছে। যদি দুর্গন্ধ বা চুলকানি না হয়ে তাহলে এসব নিয়ে দুশ্চিন্তা না করে রাতে ভালো ঘুমাবেন, নিয়মিত খাওয়া-দাওয়া করবেন। সর্বোপরি শরীরের যত্ন নিবেন। ধীরে ধীরে এসব ঠিক হয়ে যাবে।
S Mahmudi
আমাদের বাচ্চার বয়স ৪ মাস ৭ দিন মাত্র। জানুয়ারী মাসে বাচ্চা প্রসব হয়েছে।
এর ২ মাস পর থেকে মার্চের ২৮ তারিখ ও এপ্রিলের ২৯ তারিখ মাসিক হয়েছে।
কিন্তু মে মাসে কোন মাসিক আসেনি, অলরেড়ি আজকে জুনের ২ তারিখ হয়ে গেছে!
এখন করনীয় কি? টেনশনে আছি খুব। ((কনডম ইউজ করা হয়েছিল))
িস্মথ
তারিখ-১৬.০৪.১২
আমার স্ত্রীর বয়স ২৬ বছর। আমাদের বিয়ে হয়েেছ ৩ বছর এবং ১টি ১.৫ বছরের সন্তান রয়েছে। এখন আর কোন বাচ্চা নিতে চাইছি না কিন্তু আমার স্ত্রীর মাসিক হচ্ছে না যা প্রতিমাসে ১-২ তারিখে হয়। ২ বার গভর্ধারণ টেস্ট রেজাল্ট নেগেটিভ এসেছে কিন্তু এখনো মাসিক হচ্ছে না তাই খুব চিন্তা হচ্ছে এবং গাইনী ডাক্তার দেখালাম উনি বলেছেন মেডিসিন (Normes) দিচ্ছি পরবতর্ী ১০দিনে না হলে এবোরশান করতে হবে। কিন্তু টেস্ট রেজাল্ট আবার নেগেটিভ আসলে এবোরশান করার প্রয়োজন আছে কি? আবার আমার স্ত্রীর অনেকদিন ধরে সেক্সেো সমস্যা হচ্ছে এবং প্রায় সময় জ্বর অনুভব করে এছাড়া তার মধ্যে সেক্সে কোন ইচ্ছা জাগে না কিন্তু অামি যেহেতু দূরে থাকি তাই মাত্র ৭-১৫ দিনে ১-২ দিন মিলিত হই তা সেটা সে বুঝতে চাই না। মাসিক ো সেক্সের সমস্যার জন্য কি করতে পারি? িপ্লজ পরামরশ দিন।
Bangla Health
অন্য কোন শারীরিক সমস্যার জন্যও এমন হতে পারে। সবকিছু একবার চেকআপ করে নিলে ভালো হয়।
সব সময় জ্বর থাকাটায় মনে হয় শারীরিক ফিটনেস ভালো নয়। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখতে বলেন। এসব ঠিক হয়ে গেলে সেক্সে সমস্যা হবে না।
anwar
ami amar bow ar sathay sex kora bacha nita chai but ami ki vaba sex korla ba masik ar koto din pora korla bacha hoba?
Bangla Health
যে কোন মিলিত হলেই বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। তবে মাসিক শুরুর ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত এই সম্ভাবনা খুব বেশি থাকে। মিশনারি পদ্ধতিতে অর্থাৎ স্ত্রী নিচে, স্বামী উপরে- বীর্যপাতের সময় এভাবে বীর্যপাত করলে ভাল হয়। বীর্যপাতের পর সাথে সাথে লিঙ্গ বের করে না এনে কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকবেন যাতে বীর্য সাথে সাথে বের হয়ে না আসে।
রিমা,সসবরখিলা,শেরপুর।
বয়স ১৭ আমার প্রতি মাসে মাসিক এর তারিখ থেকে ৫ দিন আগে মাসিক হয়। আমি
এক জনকে ভালবাসি, তার সাথে sex করসি,পুলিশ লাইন মেসে প্রতি মাসে sex হয়। ২ ১ বার, সব সময় সে আমার সাথে
sex এর সময় ক*ন*ড*ম ব্যবহার করতো। কিন্তু এবার মাসিকের ২৩ তম দিনে ওর সাথে
আমার sex হয়, তখন সে ক*ন*ড*ম ব্যবহার করেনি! আমার গত মাসে মাসিকের তারিখ ছিল
১৫ February সে হিসেবে এবার হয়ার কথা ১০ March, কিন্তু এখনো হয় নি। ওকে বলাতে আমাকে আজ ১৫ তারিখে ৫ টা আয়রন ট্যাবলেট খাওয়ায তাতেও মনে হয় কনো কাজ হলনা। এখন যদি টেস্ট করি, আর টেস্ট এর রেজাল্টে যদি বাচ্চা পাওয়া যাই! তাহলে আমি কিবাবে মাসিক টাকে নিয়মিত করতে পারি? (আমার এখন বাচ্চা নেয়া অসম্ভব) তাই দয়া করে তার সমাদান দিলে ভাল হয়।
Bangla Health
সব সময় যে আগে হবে, এমন কোন কথা নেই। পরেও হতে পারে। আর আপনার যা বয়স তাতে আরো অনিয়মিত হওয়াও অস্বাভাবিক কিছু নয়। বাচ্চা এসে গেলে এখনই হয়তো বুঝতে পারবেন না। পরের তারিখ মিস হয়ে গেলে তারপর করলে ফলাফল পেতে পারেন। বাচ্চা এসে গেলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ব্যবস্থা করতে হবে।
পুন্য
আমার period ভাল হওয়ার পর দিন আমার husband এর সাথে ছিলাম কিন্ত সেদিন সমস্যা হয়নি।আবার ৬ দিন পর ছিলাম, সেদিন থেকে অল্প অল্প রক্ত যাচ্ছে। এখন বন্ধ হয়নি।এখন আমি কি করব?
Bangla Health
খুব ব্যথা বা চুলকানি না হলে এটা সমস্যার কিছু নেই। ব্যথা হলে ডাক্তার দেখাবেন।
মৃথিলা
স্যার
আমার মায়ের বয়স ৫১ বছর চলছে….২ বছর আগে আমার মা ৮৯ কেজি ওজনের ছিলেন বর্তমানে গ্রামের বাড়ীতে যাবার পর তিনি অনেক শুকিয়ে গেছেন
আমার প্রশ্ন হলো মা যখন অনেক দুর রাস্তা হাটাহাটি করেন তো অনেক ক্লান্ত হয়ে পরেন এবং সংগে সংগে ওনাকে পানি খাওয়াতে হয় আর সন্ধ্যা
বেলার দিকে এমনিতেই অতিরিক্ত পানি পান করেন না করলে ওনার নাকি দম বন্ধ হয়ে আসে….ওনার মাসিক বন্ধ হয়েছে প্রায় ২ বছর হলো ওনার হাত ও পা প্রচন্ড ব্যাথা করে থাকে
আমরা দুই বোন আমার ছোট বোন আমার ১১ বছরের ছোট…..আমার ছোট বোন হবার পর আমার মায়ের এসব লক্ষণ দেৰখা দেয়। প্লিজ স্যার আমাকে বলবেন কি কি করলে আমার মা সবসময় সুস্থ্য থাকবেন আরএমন কো ভাল ডাক্তারের ঠিকানা আমাকে দিন যে আমি আমার মাকেদেখাতে পারি প্লিজ স্যার আমি আমার মাকে অনেক ভালবাসি যেমনটি সবাই বাসে আর অফিস থেকে বাড়ী গেলে মাকে অসুস্থ দেখলে আমার ভাল লাগে না আমি চাই মা যতদিন বাচেন যেন সুস্থ ভাবে থাকে।আমি আমার মাকে অনেক সেবা যন্ত করি যতটুক আমার সাধ্য হয় তারপরও মা সুস্থ হন না
প্লিজ স্যার এতো লেখা দেখে রাগানিত্ব হবেন না প্লিজ দয়া করে উত্তর দিবেন
মৃথিলা
Bangla Health
আপনার মায়ের ওজন এমনিতে অনেক বেশি। আর হাঁটাহাটি করলে কমাটাই স্বাভাবিক। যদি একটু শুকিয়ে থাকেন, তাহলে সেটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
তবে ব্যথা বা ক্লান্তি নিয়ে বেশিদূর না হাঁটাই ভালো। উনি কি প্রতিদিন হাঁটেন? কতক্ষণ? কতজোরে?
সাথে সবসময় পানি রাখতে বলবেন। একবারে বেশি না পান করে অল্প অল্প করে পান করতে বলবেন। হাঁটলে, ওজন বেশি থাকলে অতিরিক্ত পানি পান করার চেষ্টাই করতে হবে।
আপনারা আপাতত উনাকে কোন জেনারেল ডাক্তার দেখিয়ে নিতে পারেন। শরীর চেকআপ করে কোন সমস্যা থাকলে তবেই সেই মতে বিশেষজ্ঞ দেখাতে পারেন।
মৃথিলা
স্যার আমার মায়ের বুকের ডান পাশে প্রচন্ড ব্যাথা করে থাকে
আমার ছোট বোন হবার পর যখন ও দুধ খেতো তখন মায়ের বুকের মাথায় একটি ব্রণের মতো একটা ছোট ফোড়া দেখ দিল তারপর আমার মা সেটাথেকে অনেক পুজ বের করলেন তবে কোন সমস্যা হয়নাই তবে এখনও ভিতরে ব্যাথা করে তিনি সবসময় হাতদিয়ে বুকের উপর ঘুষি মারেন তখন নাকি ওনার ভাল লাগে ওনার বুক ধরফর করে আৎকিত থাকেন কোমরে ব্যথা অনুভব করেন বসলে বুঠতে কষ্ট হয় আর উঠার পর বসতে গেলে কষ্টও পান তবে উনি অকেন পরিশ্রম করেন গ্রামের বাড়ীতে
Bangla Health
এই ব্যাপারটা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে নেয়া উচিত।
life speed
amar premakr boios..20. Ochota 5’3”, ojon 37 kg, or masek neometo hoi . . . But masek er somoi tol pet, komor, pa kov betha kore. . . E2 betha j pri kanna kore pele. . . Betar somoi naki joner bethore tan ki. . . Moneho kechoekta jeno kocha mare. . . Ekon or masek choltecheg bethao prochor… Ei betha teke ki mokter kono opai ache? R ei betha fole bobesote ki problem hote pare? Plz janale kretuogo takebo. Or kosto amar sojjo hoina. . Amar sex koreni.
Bangla Health
এরকম সমস্যা নিয়ে কিছুদিন আগে আমরা আলোচনা করছিলাম। আমাদের ফেসবুক পেজেও স্ট্যাটাস দিয়েছিলাম-
মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশে একটা কমন ব্যাপার। কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায়।
কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে। এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথ। ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়।
আরেকটা পদ্ধতি আছে- কেজেল ব্যায়াম। (এটা নিয়ে বাংলা হেলথ বিভাগে বিস্তারিত বলা আছে।) এটাও খুব উপকারী।
এগুলো করলে জননাঙ্গ মধ্যে রক্ত চলাচল প্রক্রিয়া বাধাপ্রাপ্ত না হয়ে আবার ঠিকঠাক হয়ে যাবে, ব্যাথাও কমে যাবে।
আমাদের দেশের অনেক মেয়েদেরই শারীরিক ফিটনেস ভালো নয় বলে এরকম সমস্যা বেশি হয়।
asad
amar chamray choto choto ghmasir moto ki jano fotsa ago tip dila pani bar, hoy khob cholky,rat a basi cholky. ami ki khaila ba ki use korla ago thaka mokti pabo?
Bangla Health
এলার্জি এড়াতে ধূলাবালি থেকে দূরে থাকুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। কিছু খাবার খেলে এলার্জি হয়, সেগুলো এড়িয়ে চলুন।
পারলে একজন চর্ম বিশেষজ্ঞ দেখিয়ে নিতে পারেন।
masud
আমার age ১৭ বছর. আমার সবসময় সাদা স্রাব ভাঙ্গে. (28)দিন ই আই রকম হয়.( মাসিক স্টার্ট হয় ১৪ তারিখ এ) সময় . বেশি সময় কম. এর কি প্রতিকার নাই .আমি হমিও এবং allopathic ঔসুদ খাইসি কোন কিছু হই না. এখন কোন ঔষূদ খাই না কি করলে প্রতিকার পাব. জানান please.
Bangla Health
আপনার বয়স কম বলে এমন হচ্ছে। ধীরে ধীরে এসব ঠিক হয়ে যাবে। এমনিতে দুশ্চিন্তা করবেন না। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখবেন।
রবি
স্যার,
আমি আমার প্রেমিকার সাথে ক*ন*ড*ম ছাড়া সেক্স করেছি।
ক*ন*ড*ম ছাড়া সেক্স করলে কি বাচ্চা হওয়ার ভয় থাকে?
পিরিয়ড এর কতদিন পর সেক্স করলে গর্ভবতী হওয়ার আশংখা কম থাকে?
আমাকে দয়া করে সবিস্তারে একটু বুঝিয়ে বলুন……
Bangla Health
প্রটেকশন থাকা সেক্স করলে যে কোন সময়ই বাচ্চা হওয়ার ভয় থাকে। এখানে পিরিয়ড কোন ব্যাপার না। পিরিয়ড শুরুর ১৩ থেকে ১৭ তম দিন পর্যন্ত এ সম্ভাবনা খুব বেশি থাকে। অন্যদিনেও আকাঙ্ক্ষা থাকতে পারে।
বাচ্চা না চাইলে সবসময় প্রটেকশন ব্যবহার করা উচিত। নইলে বীর্যপাতের আগে লিঙ্গ বের করে বাইরে বীর্যপাত করা উচিত।
রবি
স্যার বীর্যপাত হওয়ার আগে পিচ্ছিল যে পদার্থ বের হয়,তা থেকে কি গর্ভবতী হওয়ার আশংখা থাকে?
Bangla Health
এই জিনিসটা জননাঙ্গ পথে পিচ্ছিল করার জন্য হয়। এতে যদি শুক্রানু থাকে তাহলে সম্ভাবনা থাকবে। এতে শুক্রানু থাকার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না।
life speed
masik er somoi pad er sathet tiso bebohar korle ki koti hobe? R koto somoi ontor ontor pad taltile masik sabik take. . . Ta bojte parbo. . Amar gonti pri 2 bar kore pad paltite hoi.. Ete ki kono prblm hote pare? Amar boios 20, ochota 5”2′, ojon 37 kg. Plz doai kore janaben,
Bangla Health
পরিষ্কার হলে ব্যবহার করতে পারেন।
প্যাড পালটানো নির্ভর করে কি পরিমান স্রাব হচ্ছে, তার উপর। ভারী হয়ে গেলে বা অস্বস্তি লাগলে পালটে ফেলানো উচিত। এখানে সমস্যার কিছু নাই।
তবে আপনার ওজন একটু কম আছে। খাওয়া-দাওয়ার ব্যাপারে নজর দিন।
Abu Bokkar Siddque
Endrogen..oramet..giane35…tablet golo dr..amaka katha bolsa Amer masik neyomito korar jonno…tahola tablet kawyar obostai ki amer pagnanci hoyar kono cans asa plz bolan…r ai tablet kala ki amer pagnanci hoba
তন্নি
আমার বয়স ২২ । আমার last মাসিক হয় ৩ এপ্রিল। last মাসিকের পর থেকে আমি আমার প্রেমিকের সাথে কয়েক বের সেক্স করি। কিন্তু আমার গত কয়েকদিন ধরে হটাতকরে অনেক মাথা ঘুরে আসছে। পেটে ও বাথা করছে। প্রতি sex এর সময়ই condom use করা হয়েছে। তবুও আমার অনেক tension হছে pegnency নিয়ে।। এখন আমি কি করব?? plz আমাকে জানাবেন……।। আমি আয়রন ট্যাবলেট ১টা খেয়েছি কাল।।
Bangla Health
ক*ন*ড*ম ব্যবহার করলে তো দুশ্চিন্তার কারণ থাকার কথা না। টেনশন করলে আপনার এই সমস্যা আরো বাড়বে। তাছাড়া এখনো আপনার পরবর্তী মাসিকের সময় পার হয়ে যায় নাই। মাথা ঘুরানো গরমের জন্য হতে পারে। পেট ব্যথা খাবারের জন্য। দুশ্চিন্তা না করে একটু রেস্টে থাকেন। ঠিক হয়ে যাবে। পরবর্তী মাসিক হলেই চিন্তার কিছু থাকবে না।
সমালোচক
যারা যারা প্রেমিকের সাথে সেক্স করেন , সেক্স করার সময় দুশ্চিন্তা থাকেনা মাথায় ??? করার পর কেন এতো দুশ্চিন্তা আসে। থু আপনাদের মুখে। আপনাদের গর্ভ হয়ে বাজে অপবাদ পাওয়া উচিৎ বলে মনে করি।
Bangla Health
একটা সুস্থ্য-স্বাভাবিক মানুষের একটা স্বাভাবিক চাহিদা হলো সেক্স। এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তবে হুটহাট করে করে ফেলা ঠিক না। একটু প্লান করে ব্যাপারটা এনজয় করা উচিত। সেজন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রটেকশন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ। আমাদের দুশ্চিন্তা হয় কেননা আমাদের দেশে-সমাজে বিয়ের আগে বাচ্চা এসে গেলে সেটা ভালো চোখে নেয় না। অথচ কাউকে অপবাদ দেয়ার অধিকার কিন্তু অন্যের থাকা উচিত নয়।
mon
আমি সঙ্গম করার সময় ১ম বার ক*ন*ড*ম ছাড়া এবং পরে বীর্জপাতের কিছু আগে ক*ন*ড*ম ব্যবহার করেছি। তার পর ২য় বার লিঙ্গ মুছে আবার একই ভাবে সঙ্গম করেছি। ৩য় বার লিঙ্গ মুছে আবার একই ভাবে সঙ্গম করেছি । এখন ওর মাসিক হচ্ছে না । ২৮ তারিখ ওর মাসিক হওয়ার কথা ছিল। এখন কি করতে পারি? Pls help me.
Bangla Health
মুছলেও অনেক সময় বীর্য থেকে যেতে পারে, আর সেখানে একটা শুক্রানুই প্রেগন্যান্টের ঘটনা ঘটিয়ে দিতে পারে। তবে অনেক সময় বিভিন্ন কারণে মাসিক কিছুটা এদিক-ওদিক হতে পারে। এক্ষেত্রেও হয়তো এমন কিছু হয়ছে। ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যায়, ডাক্তারের পরামর্শ মেনে সেটা ব্যবহার করে দেখতে পারেন।
mon
আয়রন ট্যাবলেট খেলে মাসিক হওয়ার সম্ববনা কতটুকু??
Bangla Health
শরীরের আয়রনের অভাব থাকলে আয়রন ট্যাবলেট খুব ভালো জিনিস। সেটা অবশ্য আপনার ডাক্তার বলতে পারবেন। প্রেগন্যান্সি রোধে এটা ততটা কার্যকরী নয়। তার চেয়ে বাজারে ইমার্জেন্সি জন্মনিয়ন্ত্রণ পিল পাওয়া যায়, ডাক্তারের পরামর্শ মেনে সেটা ব্যবহার করে দেখতে পারেন।
nazma
আমার মাসিক নিয়মিত, (২৬ দিনে) ৪দিন থাকে। বয়ছ ৩৬, ১২ বছর আগে বিয়ে হয়। যেদিন স্বামীর সাথে মিলিন করি সে দিন পিল খাই, এই ভাবে তারিখ ঠিক রাখতে কিছু পিল বাদ দিয়ে লাল পিলগুলা খাই। লাল পিল ৩/৪ টা খাওয়া হতেই মাসিক হয়ে যায়। এইভাবে ২/৩ বছর হল। এইমাসে লাল পিল সব খাওয়া শেষ হবার ৩দিন পর (৩৫ দিনে) ২/৩ ফোটার মত ব্লাড দেখলাম, তারপর আর ব্লাড আসেনাই, আজ ৭ম দিন অবস্থা অপরিবর্তিত, এখন কি করতে পারি দয়া করে জানাবেন ।
Bangla Health
পিল খেলে নিয়মিত ভাবেই খাওয়া উচিত। ডাক্তারের পরামর্শ ছাড়া এভাবে বাদ দেয়া ঠিক নয়।
মাঝে মাঝে নানা কারণে মাসিক আগে বা পরে হতে পারে। দুশ্চিন্তা এটাকে আরো বেশি অনিয়মিত করে দেয়। খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখুন।
sumi,ct
মাসিকের পরিমান যদি কম হয় তাহলে কি আবার পেগনেন্ট হওয়ার সম্ববনা আছে?
Bangla Health
না, মাসিক সব সময় সমান হবে, এমন কোন কথা নেই।
mona
এইমাসে লাল পিল সব খাওয়া শেষ হবার ৩ দিন পর অল্প ব্লাড দেখলাম, তারপর আর ব্লাড আসেনাই, আজ ৫ম দিন অবস্থা অপরিবর্তিত, এখন কি করতে পারি দয়া করে জানাবেন ?
Bangla Health
পিল নিয়মিত খেয়ে যাবেন। বাদ দেবেন না। কয়েকদিন পর প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিবেন।
Poly
আমার এ প্রিল মাসের ৩০ তারিখে মাসিক হওয়ার কথা ছিল কিন্তু আমার মাসিক শুরু হয় গতকাল ৯ই মে
থে কে ব্লাড খুব অল্প বের হ চ্ছে আ মি বিবাহিত আমার এক বছর আ গে ডান বেস্টে টিউমার ছিল অপারেশন
ক রেছি এখন ও মাঝে মাঝে আমার ডান বেস্ট ব্যাথা ক রে । আমার মাসিক ১-২ দিন দেরী হয় কিন্তু এবারের মত এত দেরী আর ব্লাড এত কম কখ নো হয় নাই আমার গতমাসে মাসিক হবার পর একবার মিলিত হই। কেন আমার মাসিক এমন হল এ তে কি প্রেগ নেন্ট হবার সম্ভবনা আ ছে ।Gynaecosid ট্যাবলেট খে লে কি হয় এটা কি শরীরের জন্য ক্ষতিকর। দয়া ক রে উওর দি লে উপকৃত হব।
Bangla Health
মাসিক ১-২ দিন দেরী হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। মাঝে এর বেশি এদিক-ওদিক হলেও ভয় পাবার কিছু নাই। নানা কারণে এরকম হতে পারে। দুশ্চিন্তা একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া লাইফস্টাইলে কোন পরিবর্তন এলেও এমন হতে পারে। আর মাসিকের অল্প-বেশিও এসব কারণে হতে পারে।
যে কোন ঔষধেরই একটা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই নিজ থেকে, ডাক্তারের পরামর্শ না মেনে কোন ঔষধ খাওয়া ঠিক নয়।
বিশাল বাবু
আমার বৌ এর মাসিক হইছে। আমি কি এখন ক*ন*ড*ম ছাড়া মিলন করতে পারব? ক*ন*ড*ম ছাড়া মাসিকএর সময় মিলন করলে কি গর্ভবতী হউয়ার সম্ভবনা আছে?
Bangla Health
মাসিকের সময় মেয়েদের গর্ভাশয়ে ডিম্বানুর হার সবচেয়ে কম থাকে। অনেক সময় থাকেও না। তবে কথা হচ্ছে, গর্ভবতী হতে একটা মাত্র ডিম্বানুই যথেষ্ট হতে পারে। তাই বাচ্চা নিতে না চাইলে ঝুঁকি নেয়া ঠিক না। সবসময় কোন না কোন প্রোটেকশন ব্যবহার করা উচিত।
এছাড়া মাসিকের সময় জননাঙ্গমধ্যে রক্তসঞ্চালনের মাত্রা বেড়ে যায়। তখন পরিস্কার-পরিচ্ছন্নতা অবলম্বন না করলে ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকে, তাই ক*ন*ড*ম ব্যবহার করাই ভালো।
বিশাল বাবু
আমি আমার প্রেমিকার সাথে এখনও সেক্স করি নি । ঐ দিন প্রথম বারের মত ওর সাথে কথা বললাম এ ব্যাপারে ।ওর মাসিক এর প্রথম দিন ।আমি খুব সতর্কতার সাথে পরুষঅঙ্গ শুধু একটু ঢোকানুর চেষ্টা করছিলাম। ঢুকাই নি পুরুটা। ক*ন*ড*ম ছাড়া বলে ভয় পাই । ইতিমধ্যেই বীর্য বের হয়ে যায় আর আমি টান দিয়ে বের করে ফেলি। তারপর ও ভয় পাই ওখানে লাগলো কিনা। সাথে সাথে ও টিস্যু পেপার দিয়ে মুছে ফেলে আর ওয়াশ করে আসে বাচ্চা হউয়ার কি সম্ভবনা আছে? আমি কি ক*ন*ড*ম ছাড়া মাসিক হউয়ার সময় মিলিত হতে পারব?
Bangla Health
বাইরে পড়লে ভালো ভাবে ধুয়ে ফেললে সমস্যা হবে না। বাচ্চা না নিতে চাইলে কখনোই কোন প্রোটেকশন ছাড়া সেক্স করা ঠিক নয়।
সুজয়
আমার বয়স ২৩ বছর , আমি জানতে চাই যে ,মিলনের সমায় সেক্স কতখন করতে হয়। আর কত সময় ধরে মিলন করলে সাভাবিক মিলন হয় ।
আমি আর জানতে চাই যে লিঙ্গ মিলনের সমায় কতখন শক্ত রয় ? আনুগ্র ক্রে জানালে উপ কিরত হব।
Bangla Health
লিঙ্গ কতক্ষণ শক্ত থাকবে, সেটা নির্ভর করে আপনার শারীরিক এবং মানসিক অবস্থার উপর। মিলনের একেকটা সেসন আগের ফোরপ্লে, আদর, উত্তেজিত হওয়ার সময় ধরে কমপক্ষে ৩০ মিনিট হওয়া উচিত।
পূর্ণ ধারনা নিতে কামসূত্র পড়ে নিন।
sodipti
At present i live in West Africa. i am 29 years old. After marrige 1 month later, my husband went to aboard. then after 13 month later i came to my husband. within 13 month my minstrual was regularly. but when i came to my husband, and making sexual relation , from that time my minstrual stoped. then i take doctors advise. doctor give me this medicine. Clotrimazole vaginal insert USP
Imidil
Antifungal,anti-trichomonal
Vaginal insert contains
Clotrimazole usp 100 mg, inert excipients q.s
Folic acid,
iron tablet.
after taken this medicine 23days my bleeding continue.
then i took CEFUROXIME AXETIL this medecine for stooped bleeding.
then again 2 month minstrution was stoped.
20-22 দিন থেকে অনিয়মিত ভাবে 2-1 ফোটা bleeding হচ্ছে৷ কখনও কখনও কালচে blood, কখনও কখনও রক্তরসের মতো ৷ 4-5 দিন থেকে sex করার পর টকটকে লাল blood যাচ্ছে৷ please give me your suggestion , what can i do now. please. i want to concep baby form starting my conjugal life. but ………….. please give me your advise. my height 4 feet 9 inch. day by day i am becoming fat. please help me.
Bangla Health
মোটা হয়ে যাওয়াতে মনে হচ্ছে আপনার জীবন যাপনে বড় কোন পরিবর্তন হয়েছে। সেটা মানসিক এবং শারীরিক- দুই ভাবেই হতে পারে। নিয়মিত মিলিত হতে শুরু করার সময় অনেকেরই মাসিক একটু এদিক-ওদিক হয়। এটা কিছুদিন পর যখন মনে প্রশান্তি আসে, তখন ঠিক হয়ে যায়। মানসিক ভাবে আপনি কতটা দুশ্চিন্তামুক্ত আছেন, সেটা একটা বড় ব্যাপার।
শারীরিক ভাবে আপনার আবার ডাক্তারের কাছে গিয়ে সব পরীক্ষা করানো উচিত।
িরনা
আমরা দুই বোন জমজ্
আমি ছোট, আমরা প্র তি মাসে মাসিক হয় না ৪-৬ মাস পর হই, তা আবার এক বোন হলে অন্য বোন হই না। অ নেক ডাক্তার দেখালাম, ঔষুধ চল চ্ছে। কিছু হচ্ছে না।
গত ২৫ দিন ধ রে এক বোন অসুস্থ তিনবার ডাক্তার দেখানোর পরও কিছু হ্চ্ছে না।
দয়া ক রে বল বেন কি করতে পারি।
ধন্যবাদ
Bangla Health
আপনাদের বয়স কত? কতদিন ধরে এমন সমস্যা? প্রথম কবে থেকে মাসিক শুরু হয়েছে?
বোনর জন্য আরো উন্নত চিকিৎসার দরকার। বর্তমান ডাক্তাররা রোগের আসল কারণটা ধরতে পারছেন না।
িরনা
আমাদের বয়স ২০ বছর, আমরা ২০০৩ সালে মাসিক হই। ২০০৯ এর শেষ থেকে এই সমস্যা। উন্নত ডাক্তার দেখানোর পর একটি কথা বলেন যে- বিয়ের পরে টিক হয়ে যাবে। তবে কি এটি কোন সমস্যা নয়। দয়া করে জানাবেন।
Bangla Health
হ্যাঁ, এরকম অধিকাংশ সমস্যাই বিয়ের পর ঠিক হয়ে যায় যদি বিয়ের পর মানসিক ভাবে শান্তিতে থাকতে পারেন। এ নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না।
সুমি
আমার গত মাসে সেক্স হয় এবং তারপর ১৭ দিন পর মাসিক হয়। কিন্তু এখন আমার প্রছন্দ মাথা বেথা , বমি বমি লাগসে। খুব চিন্তাই আছি। প্রেগ্নেন্ত হয়ার সম্ভাবনা নাইত।
Bangla Health
১৭ দিন পরে মাসিক হলে প্রেগন্যান্ট হবার ভয় নেই।
মাথা ব্যথা গরমের জন্য হতে পারে। বমিও তাই। ঠাণ্ডায় বিশ্রাম নিন।
হারুন
আমার বউ এর সেক্স করার কোনো ইচ্চা হয় না। এমন কি মাস এ ১ বারও ওর সেক্স করার ইচ্চা হয় না। এমন কি আমি ওর কাছে গেলেও সে বিরক্ত হয়। এই অবস্থায়, এখন আমার কি করা উচিত? এর সমাধান কি? সম্ভব হলে উত্তর টা দিবেন please?
Bangla Health
আপনার স্ত্রীর শারীরিক ও মানসিক অবস্থা কেমন, সেটা জানা দরকার। আপনাদের কতদিনের বিয়ে, আপনাদের মধ্যে সম্পর্ক কেমন, এসবও জানা দরকার। আপনাদের উচিত হবে কোন মনোবিদের সাথে কথা বলা।
kalu
আমার হবু ওয়াইফ-এর মাসিক ৮ তারিখ। কত তারিখ হতে কত তারিখ প্রজন্ত প্রোটেকশন ছাড়া সেক্স করলে প্রেগনেণ্ট হবার ঝুকি থাকবে না? দয়া করে জানাবেন প্লীজ।
Bangla Health
উর্বর সময় (ফারটাইল পিরিওড) ও নিরাপদ সময় (সেফ পিরিওড) পোস্টটি দেখুন। তারপরও না বুঝলে আবার বলুন।
জ়াকিয়া
আমার বিয়ে হইসে ৩বছর। আমি এখন আর আগের মত সেক্স করার Energy পাই না। এখন আমার কি করা উচীত?
Bangla Health
আপনার একটা সাধারণ দৈনন্দিন জীবনের হিসাব দিন তো, মানে ২৪ ঘন্টায় কখন কি কি করেন, কিভাবে দিন কাটে।
kajol
ami borthomane desher barire thaki. 5 mas por deshe asar iccha. tho
amar boyfrind er iccha ase amar sathe sex korar amar o iccha ase sex korar.
ekon kub boy lagche jodi baccha gorbe chole ase . ar amader biyero aro 5 bochor
deri ase. tho ekon amra ki korbo ? ki korle baccha gorbe asbena ?
Bangla Health
অবশ্যই ক*ন*ড*ম ব্যবহার করবেন।
al ifty
sami ifty, amar wife tar boyos 18.tar ojon 36kg. amra sex korar somoy kono protaction nai na.amader bia hoyce 4 mash.amra shoptay 2-4 bar sex kori, or masik hoy masher 1-5 tarikher moddhe.but aj 11 tarikh okohno misik hoccena tor peteo kono pain nai to akhon amader ki kora dorkar? please taratari janan
Bangla Health
প্রোটেকশন ব্যবহার না করলে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা থাকে। আপাতত প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিন।
আবার অনেক সময় অন্য কারণেও মাসিক কয়েকদিন এদিক-ওদিক হতে পারে। দুশ্চিন্তা করতে নিষেধ করবেন। খাওয়া-দাওয়া আর ঘুমের প্রতি খেয়াল রাখবেন।
ifty
amr wife ar gorve baby asegiachilo,amra sheta 15/06/2012 te medicine dia sere feli.but ahono tar blood beruchche.& tolpete pain hochche.she onen durbol tar rokto khubi kom,take ki khawale she valo hobe
Bangla Health
পূর্ণ বিশ্রামে রাখুন। নড়াচড়া যেন কম করে। অল্প অল্প করে ঘনঘন খাওয়াবেন। ডাক্তারের সাথে কথা বলে ব্যথানাশক ঔষধের ব্যবস্থা করতে পারেন। এছাড়া আয়রণ ট্যাবলেট খাওয়াতে পারেন।
আয়রন, ভিটামিন বি১২ এবং ফলিক এসিড সম্বৃদ্ধ খাবার খাওয়াবেন। দুধ, দই, ডিম, মাছ, মাংশ, শাকসবজি, ফলমূল বেশি খাওয়াবেন।
আতিয়া
সালাম নিবেন, আমার বয়স ২৭, ৬-৭ মাস থেকে বাচ্চা নেবার জন্য চেষ্টা করছি কিন্তু কোনো ফল না পাওয়ায় ডাক্তার দেখিয়ে ডাক্তার আমাকে (Giane-35,BoniD, Defaz, obid 500) ৩ মাস খেতে দিয়েছে, আমার প্রশ্ন হচ্ছে Giane-35 কি ধরনের ট্যাবলেট, এটা খেতে খেতে কি প্রেগনেন্ট হবার সম্ভাবনা আসে?? এটা এক পাতা খাবার ৮ দিন পরে মাসিক হয়, কিন্তু যদি না হয়??? আর মাসিক শুরু হবার ৫ দিন থেকে এটা খেতে শুরু করা লাগে যদি কোনো কারনবশত কয়েকদিন পর থেকে খাই তাইলে কি সমস্যা??? আর এটা খেতে খেতে প্রেগনেন্ট হলে বাচ্চার কোনো সমস্যা হবে কি?? ডাক্তার থেকে একটু দূরে থাকায় প্রশ্ন গুলো এখানেই করলাম, দয়া করে একটু তারাতারি জানালে খুবই উপকার হবে।
Bangla Health
ঔষধগুলোতে আপনার মাসিক নিয়মিত হবে। এতে ডিম্বানুর হার বৃদ্ধি পাবে। তখন প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। একটু কষ্ট হলেও ঔষধ নিয়ম মতো খাওয়ার চেষ্টা করবেন।
মাসিক হোক বা না হোক, সেসব নিয়ে এখন চিন্তা করবেন না।
বাচ্চার সমস্যা হবে না।
আতিয়া
অনেক ধন্যবাদ, আমি উপরের ঔষধগুলো ৩ মাসই নিয়মিত খেয়েছি কিন্তু এখন ও প্রেগন্যান্ট হওয়ার কোনো ফল পেলাম না এবার ও আমার মাসিক হয়েছে, আমি এখনো আমার ডাক্তার থেকে দূরে আমি কি ঔষধগুলো খেয়েই যাবো নাকি ডাক্তারের কাথামতো ৩ মাস পর আর খাবো না, ১ মাস পর আমি বাসায় গেলে ডাক্তার দেখাবো নাকি এখন অন্য ডাক্তারের কাছে যাবো কিছুই বুজতেছি না, আর বাচ্চা হতে কেন এমন প্রবলেম হচ্ছে??
মাঝে মাঝে আমার বডি(শরিল) অনেক গরম থাকে অন্য কারো গায়ে হাত দিলে বোঝা যায়, কিন্তু থারমোমিটার এ মাপলে নরমাল তাপমাত্তা দেখায়, এটা কি কোনো সমস্যা করতেছে??
আমার মাসিক আগে থেকেয় নিয়মিত না ঔষধ খেলে নিয়মিত হয়, এখন আমি কি করতে পারি দয়া করে জানালে খুবই উপকার হবে
Bangla Health
মাসিক নিয়মিত না হওয়া পর্যন্ত ঔষধ খেতে যেতে হবে। মাসিক হতে শুরু করলে তখন বাচ্চার জন্য চেষ্টা করবেন।
শারীরিক ব্যাপারটা পারিপার্শ্বিক অবস্থা এবং খাবারের জন্য হতে পারে। সমস্যার কিছু নাই।
স্মৃতি
আমার গত ২-৩ মাস হচ্ছে মাসিক হচ্ছে না, এর আগে ৪মাসের মত বন্ধ থাকার পর ডাক্তারের পরামর্শে ঔষধ নেওয়ার পর আবার হয়েছিল। আর গত দেড় বা দুবছর আগে এমন সমস্যা হয়েছিল তারপর ঠিক হয়ে যায়। আমার বয়স ১৮, উচ্চতা ৪.১১, ওজন ৫২। আমার একজনের সাথে সম্পর্ক আছে, শারিরিক কোন সম্পর্ক হয়নি তবে মাঝে মাঝে ফোনালাপে সেক্সুয়াল কথাতে আমার *যৌ*ন*াঙ্গ ভিজে ওঠে, এতে কোন সমস্যা কি না ??
Bangla Health
বয়স বাড়ার সাথে সাথে এসব সমস্যা কমে যাবে। আপাতত কোন ব্যাপার না। উত্তেজিত হলে *যৌ*ন*াঙ্গ ভিজে যেতে পারে- স্বাভাবিক।
Jibon
স্যার আমার বয়স ১৮ বছর, উচ্চতা ৫, ওজন ৫২ কেজি। গত ৩ মাস যাবত আমার পিরিয়ড হচ্ছে না, এর আগেও একবার এমন হয়ছিল তখন ডাক্তার দেখিয়ে ঔষধ খাওয়ার পর ঠিক হয়ছিল। ৩-৪ মাস ভাল যাওয়ার পর আবার এমন হচ্ছে। আমার একজনের সাথে সম্পর্ক আছে, এখন পর্যন্ত সেক্স করিনি, তবে এই ধরনের ফোনালাপ মাঝে মাঝে হয় আর তখন জননাঙ্গ দিয়ে একধরনের তরল পদার্থ বের হয়, আমি খুব দুশ্চিন্তায় আছি, কি করতে পারি ?? উল্লেখ্য আমার বয়ফ্রেন্ডের সাথে ওই ধরনের কথা বলার কারনে এমন হয় কি না ??
Bangla Health
এ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই। কথা বলার সাথেও এর কোন সম্পর্ক নাই। বয়স এখনো অনেক কম। এই বয়সে এমন অনিয়মিত হওয়া অস্বাভাবিক কিছু নয়। বয়স বাড়লে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
masud
amar girl friend ekbar mr koriyeche.date chilo june er 20 tarikh.mr koranor por aj july er 26 tarikh akhono masik hoyni.keno hoyni?akhon amra ki korte pari.
Bangla Health
এতদিনে কি মাসিক হয়েছে?
ifty
amar er age amar 2 ta post ache 11 & 19/06 12 oi gulu porle valo hoy, amar wife pregnet chilo, sheta oushud dia 15/06/12 sere felsi, 4-5 diner moto blooding hoy, tarpor theme jay, but 15/07/12-05/08/12 ei porjonto masik hoy ni, er majhe 3-4 bar shohobas hoice, or tol pete vison pain hoy,kichu khete parena,jototuku khay bomi kore fele dey ar nake kono ghran/gondho sojjho korte parena, aj 05/08/12 baby tast kori, test tub pregnet dekhay,akhon ki kore bujhbo je or pete beby ache naki 15/06/12 e jeta nosto korechi setar oboshisto kichu ache, janale valo hoto
Bangla Health
একবার বাচ্চা নষ্ট করলে এত তাড়াতাড়ি আবার প্রেগন্যান্ট হওয়ার কথা নয়। আপনি পুরো ব্যাপারটা ডাক্তার দেখিয়ে পরীক্ষা করান।
ogosalo
amar wife er mashik shesh hoy goto masher 28 tarikh. amra sex kori 1 tarikh. tar jonite birjopat hoay ami ta k i pill khaoai. sex er din i ami ta k pill ta khaoai. aj 7 tarikh tar hothat joni te rokto dekha gese. but, mashiker kono lokkhon nei. eta ki pill ta khaoanor jonne????? ebong ki kore bujhbo j, pill ta kaj korese??? amar wife er ma bonder vitor birth control pill kaj na korar history ase.
Bangla Health
মাসিক শুরুর প্রথম সপ্তাহে প্রেগন্যান্ট হওয়ার ঘটনা বিরল। তাই এসময় প্রোটেকশন না নিলেও চলে। আর পিল খেলে নিয়মিত খেতে হয়। হঠাত শুরু করলে সাথে সাথে কাজ হয় না। তবে ইমার্জেন্সি পিল কাজ করে অধিকাংশ সময়। আপনারা দুশ্চিন্তা করবেন না। মাঝে মাঝে মাসিক অনিয়মিত বা কিছুদিন আগে পরে হতে পারে।
Fahim
সমস্যাটা আমার বউয়ের ওর মাসিক নিয়মিত ছিল কিন্তু গত মাসিক এর পর এইবার মাসিক হচ্ছেনা,কিন্তু মাসিকের আগের syndrom ঠিক আছে।আমি ক*ন*ড*ম ছাড়া সেক্স করেছিলাম।ki korle mashik niyomito hobe? janale upokrito hobo
Bangla Health
মাঝে মাঝে অনিয়মিত হতে পারে। মানসিক অবস্থা অনেকাংশে দায়ি এজন্য। ক*ন*ড*ম ছাড়া সেক্স করলে বাচ্চা এসে গেলেও মাসিক বন্ধ হয়ে যেতে পারে। পরীক্ষা করে দেখুন।
িশিশর
স্যার,
আমার স্ত্রীর শরীর খুব পাতলা। সে দুই সন্তানের মা। আগ েএই রকম ছিলনা। তার মাঝে মাঝে সাদা স্রাব হয়। অনেক সময় বেশী হয়। তাকে কি খাবার বা ঔষধ খাবার দিলে তারাতারি সাস্থ্য ভাল হবে স্যার দয়া করে জানাবেন। আমি এখন সিরাপ সিনকারা খাবার জন্য দেয়া হয়েছে। স্যার আর কি খাবার দেব।
Bangla Health
রেগুলার খাবারই দেবেন। তবে তার মধ্যে ডিম দুধ কলা মাছ মাংশ ডাল শাকসবজি ফলমূল বেশি খেতে বলবেন। দুশ্চিন্তা করতে বারণ করবেন। রাতে যেন ভালো ঘুম হয়, সে ব্যবস্থা করবেন।
আরফি
আমি আমার হুব বউ এর যনি তে আমার লিংগ পুস করাছিলাম কিন্তু বিরয পাত করি নাই , এখন প্রব্লেম হল অর মাসিক আর তারিখ চলে যাwর পর অ মাসিক হচ্ছে না ।। অর মাসিক তারিখ হল ৫ তারিখ ।।। এখন কি করব । ???
Bangla Health
এতদিনে মাসিক হয়ে যাওয়ার কথা। সরি, লেট হলো।
Manik
Handel marle ki roga hoye jai.Amar boyos 18 ami dine ekbar handel mari ete ki kono osubidha hobe.
Bangla Health
হতে পারে। দিনে একবার বেশি হয়ে যায়। এই বয়সে এত বেশি না করাই ভালো। সপ্তাহে একবার করবেন।
Kotha
আমার বয়স, ১৮। ২৩জুন ২০১২ তারিখে আমার বিয়ে হয়। প্রতি মাসের ০৫ তারখিে আমার মাসিক হয়। কিন্তু জুন মাসে হয়েছে ০৫, জুলাই মাসে ০৯, এবং আগস্ট মাসে ০৫ এবং ১৬ তাং হয়েছে। আমার প্রশ্ন এই মাসে দুই বার হলো কেন? এক্ষেত্রে আমি ক িকরত েপারি?
Bangla Health
আপনার বয়স এখনো অনেক কম। এই বয়সে একটু অনিয়মিত হওয়া কোন ব্যাপার না। এছাড়া দুশ্চিন্তা করলেও এমন হয়। হয়তো বিয়ে নিয়ে দুশ্চিন্তা বা বাড়তি চাপ আছে নিজের উপর।
ovi
আমার স্ত্রি এর মাসিক ১৮ দিনে হয়। আমারা এখনি সন্তান নিতে চাই না। আমি গত ২৮ তারিখে সেক্স করি কিন্তু নিরাপদ থাকার জন্য i-pill খায়। এবং ৫ তারিখে তার মিন্স হয়। এরপর আমি তার সাথে কিছু সময় সেক্স করি কিন্তু inside ejaculation kori na(সিমেন আউট করি না)। ২৫ তারিখে তার মিন্স হয়ার কথা কিন্তু আজ নেক্সট মাসের ২০ তারিখ মানে পিরিয়ড টাইম ২৫ দিন ওভার হএ গেছে।এর সাথে সাথে তার পেটে বাথা আছে। তার কি প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে? যদি থাকে তবে কিভাবে abortion করা যাবে। আর কোথায় করান যাবে। প্লিজ জানাবেন।
Bangla Health
মাসিক অনিয়মিত হলে মাসিকের হিসাব ধরে প্রেগন্যান্সি নির্ধারণ করা কঠিন হবে। নিজেরা টেস্ট করার জন্য বাজারে স্টিক পাওয়া যায়। টেস্ট করে দেখুন।
বাচ্চা এসে গেলে অতিসত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নিতে হবে।
ovijit
সার
আমার প্রেমিকার সাথে ক*ন*ড*ম ছাড়া সেক্স করেছি কিন্তু ভিতরে সিমেন গেছে কিনা সিওর না, সুধু মাত্র pre-ejaculation হইছে কিন্তু পুরো এজাকুলেসন হয় নি।তার আগের মাসে ২৮ তারিখ সেক্স করি i-pill খায় পরে ১৫ দিনে মাসিক হয়। তার মাসিক ২০ দিন পর পর হয়। মাসিকের ৯-১০ দিন পর আমরা এটা করছি। তার মাসিকের টাইম ২৫ দিন ওভার হএ গেছে এখনও মাসিক হয়নি। এখন কিভাবে বুঝব সে প্রেগন্যান্ট কিনা? কি টেস্ট বা কিভাবে টেস্ট করতে হবে। জদিও বেপারটি লজ্জার।তাই আক্তু পরামর্শ দরকার।র যদি সে প্রেগন্যান্ট হয় তবে কিভাবে এবরসন করানো যাবে।
Bangla Health
লজ্জা বা ভয় পাবেন না। বাজারে প্রেগন্যান্সি টেস্ট করার এক ধরনের স্টিক পাওয়া যায়। সেটা দিয়ে বাড়িতে বসে টেস্ট করতে পারবেন। দরকার হলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নেবেন। এবং ডাক্তারের পরামর্শ মেনে ব্যবস্থা নেবেন।
রাজিব
স্যার আমার গার্ল ফ্রেনড্ এর জরায়ুতে শিষ্ট হয়ছে।এখন চিকিৎসা চলছে মাসিক নিয়মিত।বিয়ে করতে দেরি হবে,ভয় হয় সন্তান হবে তো আমাদের ?
Bangla Health
এখনই ভয়ের কিছু নাই। চিকিৎসা করালেই ঠিক হয়ে যাবে।
রিক্তা
স্যার,
আসসালামু আলাইকুম,আমার বয়স ১৮ বসর, ৩ বছর আগে থেকে আমার সাদা স্রাব ভাঙ্গে। আমি অনেক ওষাধ খেয়েছি, এবং গাছড়া ওষাধও খাচ্ছি । গাছড়া ওষাধ খাওয়ার পরে হালকা কম হয়, কিন্তু পরাপুরি সারেনা। হাটা- চলা ফেরা করার সময় বুঝা জাইনা, গোসুলের পরে হালকা কাপড়ে লেগে থাকে, বেশি বের হলে আমি শারীরিক দুর্বল অনুভব করি।শারীরিক উন্নতি নেই বললেই চলে। এখন আমার প্রশ্ন হল, এমন হলে বিবাহিত জীবনে আমার কি কোন সমস্যা হবে? আর এর কি কোন টিটমেন্ট আছে?
অথবা কি কি ওষাধ খেতে হবে?
দয়া করে একটু তাড়াতাড়ি জানালে খুবই উপকৃত হব।
Bangla Health
তাতে কি খুব দুর্গন্ধ হচ্ছে? জননাঙ্গমুখে বা ভিতরে কি চুলকানি বা ব্যথা হচ্ছে? এসব না হলে এটা তেমন বড় কোন সমস্যা নয়। আপনার বয়স কম বলে হয়তো এমন হচ্ছে।
শারীরিক দূর্বলতা এড়াতে সুষম খাবার সময় মতো খাবেন আর রাতে ঘুমাবেন অনেক।
এমনিতেই ধীরে ধীরে কমে যাবে।
shiplo
Menstrual Regulation>>>
M.R korale ki vobisshote bacca nite kono doroner problem hote pare,,,???
plzzzzzzzzzzzzzzzzzzzzzz judi taratari answer ta diten ,,,tahole vishon opokrito hotam,,,,,,,, ami opekkhay asi,,,,,,???
*** ami amar ager prohono kothay koresi,thik mone nei,,,,bolben ki amar post kora likhata kuthay giye search korle pabo,,,,,????????????
Bangla Health
সমস্যা হওয়ার কথা নয়।
সঠিক ইমেইল ব্যবহার করলে ইমেইলে এক কপি চলে যাওয়ার কথা।
shiplo
acca, madam ami biye korlam 2 mash holo,kinto amra ekhoni bacca nite caina,tarpor o goto 20 din age amra onek govir vabe shohobash kori r ek porjay amr birju or vitore provesh hoye jay,ekhon aj 20 din hoye gelo kinto or mashik hossena,tarpor o DR. er kase giye Test kore r shekhan theke bollo o naki pregnant,kinto amra tu ei mohorte bacca nite raji na,, ar amr wife university te porashuna kortese r boro kotha holo or shamne exam ,, tu o ki akhon MR korte parbe,,,,???? r MR korar por ki future e amader bacca nite kono oshobidha hobe ki ,,???????? r MR korte ki ki koroniuo ekto taratari judi janaiten,tahole vishon vishon opokrito hoitam,,,,???????? plzzzzzzzzzzzzzzzzzzz answer ta diben joto taratari shomvob.
Bangla Health
দুঃখিত দেরী হওয়ার জন্য।
ডাক্তারের কাছে যখন নিয়েছিলেন তখন তিনিই সব দেখেশুনে কোনটা ভালো হয়, বলে দিতে পারতেন।
প্রত্যয়
আমার বউ এর বয়স ২১ বছর । ২ বছর আগে তার উভয় ovary তে follicles দেখা দিয়েছিল যা এখনো ভাল হয়নি । বর্তমানে তার বাম ovary অপেক্ষাকৃত বড় হয়ে যাচ্ছে । এতে তার পেট বড় হয়ে যাচ্ছে । মাসিক তো পূর্বে থেকেই হচ্ছে না । এখন কি করা যায় ?
Bangla Health
অবশ্যই ভালো ডাক্তার দেখাবেন।
আরিফ
আমার স্ত্রির স্তন শরিরের অনুপাতে অনেক ছোট। অপারেশন ছাড়া ছোট স্তন বড় করার কোন উপায় থাকলে জানাবেন।
Bangla Health
ঘুমাতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে ১৫-২০ মিনিট ২০০-৩০০ বার নিচ থেকে উপরের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসাজ করে দেখতে পারেন। হাত গরম করে নেবেন। একটু তেল বা লোসনও ব্যবহার করতে পারেন।
ratri
sir amr age 19f .wight 58.amr 8month dore bia hoise.2month dore masik er time ager thake kom blooding hoy.akhon 3din er basi blooding hoy na. masik hobar 1 din age dan par hatur opore pain hoy..r sorir khub durbol lage.ate kono problem ase naki?
Bangla Health
বিয়ের পর নিয়মিত সেক্স করলে মাসিকের সময় এবং ব্লাডের পরিমান এমনিতেই কমে আসতে পারে। এটা সমস্যা নয়। দূর্বলতার জন্য খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক
আমার wife এর মাসিক এর date ছিল ১১-০৯-২০১২ সন্ধ্যা থেকে। আমি আমার wife এর সাথে কোনো protection ছাড়া sex করি ০৮-০৯-২০১২ দিবাগত রাতে। এর ৪-৬ ঘন্টা পরে তাকে emergency pill খাওয়াই। এর পর ০৯-০৯-২০১২ তারিখ দিবাগত রাতে sex করার সময় Condom use করি। কিন্তু Condom ফেটে যায় ও তার যোনীর ভিতরে বীর্যপাত হয় (আমি ঠিক sure না যে বীর্য তার যোনীর ভিতরে পরছে। কিন্তু ধারনা করছি যে পরছে। কারন, লিঙ্গ বের করার পরে দেখি যে comdon ফেটে লিঙ্গের মাথা থেকে গোড়ায় চলে গেছে। কিন্তু লিঙ্গের কোথাও বীর্য দেখি নাই। লিঙ্গ শুস্ক ছিল। লিঙ্গের গোড়ার দিকে comdom এর ভিতরে বীর্য দেখতে পাই।)। আমার wife উপরে এবং আমি নিচে ছিলাম। বীর্যপাত হওয়ার ৫-৭ মিনিট পরে লিঙ্গ বের করে ফেলি। এখন problem হচ্ছে, আজকে ১৪-০৯-২০১২ তারিখ হয়ে গেল কিন্তু আমার wife এর মাসিক এখনো শুরু হয় নাই। ১২-০৯-১২ ও ১৩-০৯-২০১২ তারিখে অল্প পরিমানে সাদা স্রাব এর মত বের হইছিল। আমি যতটুকু শুনেছি যে emergency pill খাইলে মাসিক শুরু হওয়ার সময় পিছিয়ে যায়। আমার wife এর problem টা কি এই কারনেই হচ্ছে? last ৬+ মাস ধরে আমার wife এর মাসিক নিয়মিত। ১ দিন ও এদিক ওদিক হয় নাই। অই হিসাবে ০৮-০৯-২০১২ থেকে ১১-০৯-২০১২ পর্যন্ত safe period ছিল। যার কারনে আমি protection ছাড়াই sex করেছিলাম। আমি always comdom use করি। protection ছাড়া এটাই আমার প্রথম sex ছিল। এই মুহুর্তে আমি ও আমার wife খুবই ভয়ে আছি। আমার wife pregnant হয়ে গেছে কিনা বুঝতেছি না। আমি ও আমার wife কেউই এই মুহুর্তে বাচ্চা নিতে চাই না। কি করব জানালে উপকার হয়।
ধন্যবাদ।
Bangla Health
দুঃখিত, আপনার সমস্যার জন্য আমাদের উত্তর অনেক দেরী হয়ে গেল।
সময়টা সেফ পেরিওড। তাই দুশ্চিন্তার কিছু ছিল না।
জান্নাত
আমার বয়স উনিশ।তিন বার এম আর করা হয়।আমার জনিতে মাঝে মাঝে খুব চুল্কায়,ছুল্কানর ফলে জনির এক পাস খুব বর আর ফুলে জায়।পভিসেভ বেবহার করি তেমন লাআভ হয়নি।জদি ভাল কন অwসুদ বা ক্রিম এর নাম দিতেন খুব উপক্ক্রইত হতাম,
Bangla Health
ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিন।
রিমা
আমার ২-৩ মাস হল মাসিক হয়নি। মাঝে ১দিন হয়ছিল কিন্তু খুবই কম। আমি শারিরিক সম্পরক করেছি আনেক বার কিন্তু বিরয বাইরে ফেলি। আগে এমন হয়নি কখন।আমার শরির খুব দুরবল। বেশি খেতে পারিই না। এখন কি করলে সব মিতবে।
Bangla Health
শারীরিক দুর্বলতা ঠিক করতে হবে। সেজন্য খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রাখবেন। পারলে হালকা ব্যায়াম করবেন।
বয়স কম হলে সেক্সুয়াল সম্পর্ক এড়িয়ে চলুন আপাতত। টেনশন করবেন না একদম।
রুবি
আমার ১৬ এপ্রিল মাসিক হবার কথা ছিল কিন্তু ৩০ তারিখ হয়ে গেছে কিন্তু মাসিক হয় নাই পরে ঘরে বসে আমি টেস্ট করলাম positive।পরে আমার স্বামী এক্তা পিল নিয়ে আসল ওটা দুই টা খেলাম র একটা জননাঙ্গ পথে দিলাম।সকালেই period হয়ে গেল।এখন আমার ভয় হচ্ছে আমি পরে pregnant হতে পারব??আর ভিতরে কি কিছু আসে নাকি???
Bangla Health
পজেটিভ হওয়ার পর পিল খেয়ে মাসিক হওয়ার ব্যাপারটা একটু গোলমেলে ঠেকেছে। তবে ভয়ের কিছু নাই। কিছুদিন দেখুন আবার সব ঠিকঠাক ভাবে চলে কিনা।
রুবি
আসলে ওটা ছিল বাচ্চা নষ্ট করার tablet। আমি 2 may আপনাকে একটা মেইল করেচিলাম।আপাতত কিছু হচ্ছে না।কিন্তু ভয় হচ্ছে দের মাসের কম বাচ্চাটা নষ্ট হয়ে ভিতরে কিছু থেকে যাবে কিনা???
Bangla Health
সে সম্ভাবনা কম।
emon
sir,amar girl friend ar sathea ami sex koreaci.akhone sea pregnant.but kono medecine acea ki?thakle janaben.
Bangla Health
ডাক্তারের সাথে যোগাযোগ করে তারপর ব্যবস্থা নিবেন।
Parve
০৭ মাস আগে আমি এম.র ও ডি এন ছি করি । এর পর গত ০৬ মাস থেকে conceive এর জন্য অসুদ খাই। Duphaston 10mg, Ovuclon 50, । কিন্তু conceive হয় নি । মাসিক আগে নিয়মিত ছিল কিন্তু MR & DNC পর মাসিক ১ দিন এর বেসি থাকে না।তল পেটে প্রাই মিষ্টি বেথা অনুভব করি। বরতমানায় আগের অসুদ এর কোর্সে শেষ করে IRON এর অশুদ খাচ্ছি। so what can I do for Conceive & pain ?
Bangla Health
মাসিক শুরুর ১৩ থেকে ১৭ তম দিন সবচেয়ে ভালো সময়। এই সময়ে চেষ্টা করে দেখবেন।
sumi
amar husband bahire thake,amader biye hoese 5 yrs tobe amara ekhono kono baby nei nai tobe ebar nibo bole asha korsi.kisu din por amar husband ashbe tobe 1 masher sutite.amar emnite mashike kono pblm nai.ami ki 1 mashe pragnent hobo ami khub tention a asi.na hole abar 1 yar wait korte hobe..
Bangla Health
মাসিক শুরুর ১৩ থেকে ১৭ তম দিন সবচেয়ে বেশি উর্বর সময়। এই সময়ে চেষ্টা করবেন। আর একেবারেই দুশ্চিন্তা করা যাবে না।
Mosharof
amader ekti baby ace. baby er boyos 2.20din baby howar 40din porei amar waif er mashik hoyeche. er maje amra condom use kore milamisha koreci kintu ei maser 3 tarikh masik howar date thaka sotteo ta hoini… that means 7din date over hoyegece. ekhon amader ki kora ochit? please answar this..
Bangla Health
পরের মাসের তারিখেও মিস হলে ডাক্তার দেখাবেন।
Rimi
Comment.
ami march er 18 tarikh a period thaka kalin husband er shathe condom charai sex korechilam but birjopat baire hyse. and sex er por nor peel khaisi.. kintu ei mash er 17 tarikh period er date chilo ekhono period hocche na.. ta hole ki baccha ashse?? plz ektu help koren!!
Bangla Health
পিরিয়ডচলাকালীন সময়ে নিরাপদ টাইম থাকে। মূলত পিরিয়ড শুরুর এক সপ্তাহ আগে থেকে শুরুর এক সপ্তাহ পর পর্যন্ত নিশ্চিন্তে নিরাপদ ধরে নেয়া যায়। আপনার মাসিক না হওয়ার কারণ হয়তো অন্য কিছু।
আগে কি সবসময় টাইম মতো হয়েছে? না কি একটু এদিক-ওদিক হয়েছে?
Dipa
আমার বয়স ১৮ বছর,,, অবিবাহিত,,, আমার মাসিক হয় ১১ বছর বয়সে,, তখন নিয়মিত ছিল না। ১৩-১৭ বছর পর্যন্ত নিয়মিত হয়েছিল,,, কিন্তু ১৭ এর মাঝামাঝি এসে আবার অনিয়মিত হয়ে যায়,,,, প্রথমে ভেবেছিলাম কয়েক দিন পর ঠিক হয়ে যাবে,,কিন্তু ১৮ পেরিয়ে ১৯ এ পরবো ২ মাস পর এখনো মাসিক নিয়মিত হচ্ছে না,, কখনো কখনো ২-৩ মাস পর পর ও হয়,,, আমি কি করতে পারি??
Bangla Health
দুশ্চিন্তার কিছু নেই। হয়তো মানসিক চাপে আছেন এখন। সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলে সময়মতো খাওয়া আর ঘুম ঠিক রাখবেন। আশা করি আবার সব ঠিক হয়ে যাবে।
রাজীব
আমি বিয়ে করেছি এক বছর হয়েছে।আমার বউর গত দুই মাস ২০দিন হল মাসিক হয় না পরীক্ষা করে জানতে পারি ও গর্ভবতি কিন্তু তার বর্তমানে বাচ্চা নেয়ার মত ক্ষমতা নাই কারণ তার সাস্থা অবস্থা অনেক খারাপ তাই আমি আরও এক বছর পড়ে বাচ্চা নিতে চাচ্ছি এ অবস্থায় আমি কি করতে পারি এবং কি করলে ভবিষ্যতে কোন সমস্যা হবে না তার জন্য পরামর্শ চাচ্ছি।
Bangla Health
ভবিষ্যতে সমস্যা হবে কি না, সেটা ডাক্তার আপনার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে বলতে পারবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া রিস্ক না নেয়াই ভালো।
ফয়সাল
আমার স্ত্রীর মার্চ এর ১১ তারিখ এম আর ওয়াস করাই।
আবার একই মাসের ২৭ তারিখ ওয়াস করানো হয়, আমার প্রশ্ন হচ্ছে আমরা নব বিবাহিত। আমরা কখন থেকে আবার সন্তান নিতে পারব। এখন চাইলে কি পারব। জানাবেন দয়াকরে।
Bangla Health
হ্যাঁ পারবেন।
sudipta chakraborty
Amr gf er sathe masik cholakalin ami open vabe sex korechi…and spam ta bire falechi..ete amr ki kno prblm hote pare? plz janan
sudipta chakraborty
Amr gf er sathe masik cholakalin ami open vabe sex korechi…and spam ta bire falechi..ete amr ki kno prblm hote pare? plz janan
sonia sarker
akdiner vetor period houar jonno kikora darker ! pls help me
Bangla Health
ঠিক বুঝলাম না। তবে ইচ্ছে করলেই যখন তখন পিরিয়ড হওয়ানো যায় না।
সানী
আমার স্ত্রী সাথে আমি ঠিক একমাস আগে শারিরীক ভাবে মিলিত হয়েছিলাম । এর পর আর হয়নি । মিলিত হওয়ার 26/27 দিন পর থেকেই ওর ঘন ঘন বমি হয় । ও মাথা ঘুরাই ।সন্দেহ হলে ওকে টেস্ট করাই আর জানজতে পারি যে ওর পেটে একটা ভ্রুন হয়েছে । কিন্তু আমরা এখনি বাচ্চা নিতে আগ্রহী না । এখন কোনো উপাই আছে কি এই ভ্রুন টাকে বের করার??
সানী
আমার স্ত্রী সাথে আমি ঠিক একমাস আগে শারিরীক ভাবে মিলিত হয়েছিলাম । এর পর আর হয়নি । মিলিত হওয়ার 26/27 দিন পর থেকেই ওর ঘন ঘন বমি হয় । ও মাথা ঘুরাই ।সন্দেহ হলে ওকে টেস্ট করাই আর জানজতে পারি যে ওর পেটে একটা ভ্রুন হয়েছে । কিন্তু আমরা এখনি বাচ্চা নিতে আগ্রহী না । এখন কোনো উপাই আছে কি এই ভ্রুন টাকে বের করার?? থাকলে প্লিজ বলুন…
Bangla Health
বাচ্চা নিতে না চাইলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবস্থা নিতে পারেন। এতে ভয়ের কিছু নেই।
তানিসা
আমার husband এর সাথে মিলন ঘটে মে এর ৫ তারিখ। কিন্তু আমাদের ভিতর তেমন গভির কিছু হয় নি। বলতে গেলে জতটুকু হওয়া দরকার তার ৪০% হয়েছে। বির্যপাত বাইরে হয়েছে। আমার মে মাসের ১৩ তারিখ period hoy. এর ভিতর আমি র কোন সংগম এ লিপ্ত হই নি। এই জুন মাসের ১৩ তারিখ হয়ে গেছে। এখনো পিরিয়ড হয় নি। তাহলে আমার কি গর্ভ ধারনের আশংকা আছে? আমি আপাতত বাচ্চা নিতে চাচ্ছি না। দয়া করে জানাবেন।
Bangla Health
হিসাব অনুসারে ঐ তারিখটা নিরাপদ সময়ের মধ্যেই পড়ে। তাই প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা কম। তবুও একবার প্রেগন্যান্সি টেস্ট করিয়ে নিতে পারেন।
এর আগে কখনও কি পিরিয়ড অনিয়মিত হয়েছে?
নাম প্রকাশে অনিচ্ছুক
আমি আমার প্রেমিকার সাথে ১ম বার সেক্স করি। তার মাসিক শুরু হবার আগের দিন। একন তার মাসিক হচ্ছে না,তার মাসিক আগের মতো করার জন্য কি ঔষধ খাওয়াতে হবে? তার মাসিক হওয়ার কথা ছিল ১৮ তারিক কিন্তু তার মাসিক হয়নি একন যদি সে প্রেগন্যান্ট হয়ে যায় তা হলে আমাদের লজ্জার সিমা থাকবে না আর আমরা তারাতারি বিয়ে ও করতে পারছি না ডাক্তারের কাছে ও যেতে পারব না তাই আপনার কাছে প্রশ্ন করলাম।দয়াকরে আমাকে সাহায্য করুণ। উত্তর টা একটু তারাতারি দিলে উপক্রিত হবো
Bangla Health
সেক্স করার পরের দিন মাসিক হয়েছিল? যদি হয় তাহলে তো ১০০% নিশ্চিত যে প্রেগন্যান্ট নয়। আর এমনিতেই এই সময়টা নিরাপদ। প্রেমিকাকে দুশ্চিন্তামুক্ত থাকতে বলুন। অনেক সময় দুশ্চিন্তার জন্য মাসিক অনিয়মিত হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক
সেক্স করার পরের দিন মাসিক হয়নি কিন্তু এর ৩,৪ দিন পর হয়েছে। আমরা কি সেক্স করতে পারি? কোন সময় করলে? মানে মাসিকের কত দিন আগে করলে ঝুকি থকবে না? কিছু ব্যবহার না করলে কি কোন অসুবিধা হবে?
Bangla Health
মাসিকের ৭ দিন আগে থেকে মাসিক শুরুর ৭ দিন পর পর্যন্ত নিরাপদ সময়।
Mrs. Chompa Islam
Dear madam, amader biya kora 2 bocor holo . amar sami bidasa thaka . next month amar sami desa asbae. to amra planing korci ja baby nibo.to aie masa ami doctor check-up koranar por doctor kicu TEST diacilo segulo koroner por docter amaka aie medicine dilo (“Giane 35”) .medicine koyer pore amar khub bomi bomi lagca & soril bata korca . akhon ami janta chi ja amaka doctor aie medicine kisar jonno dilo ?? ata ki amar baby hota kono osubidha korba? karon aie medicine ta dekta onak ta birth control pill ar moto . doya kora aktu tara tari janaben madam.thanks
Bangla Health
আপনার কি ব্রন আছে খুব? বা চুলকানি, শরীরে র্যাস–লালচে দাগ? বা অবাঞ্চিত লোম? হরমোনজনিত সমস্যার কারণে এগুলো হতে পারে। সেটার জন্যই এই ওষুধ। আপনি আবার ডাক্তার দেখিয়ে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো ডাক্তারকে বলবেন।
Upama shaw
Ami niyomito pills khai……. Amar period o niyomito hoto….. But aimase pills sesh hoye geche 10din holo….. But akhono kichu hoini…. Ami ki pregnant hote pari…. Pls hlep me…
Bangla Health
কোনো প্রকেটশন ছাড়া মাসিক শুরুর ৭ দিন আগে থেকে শুরুর ৭ দিন পর পর্যন্ত প্রায় পুরোই নিরাপদ সময়। বাকি সময়ের জন্য অবশ্যই প্রোটেকশন নিতে হবে যদি বাচ্চা না চান। পিল শেষ হয়ে গেলে ক*ন*ড*ম ব্যবহার করতে পারেন। পরে পিন কেনা হলে আবার মাসিক শুরুর দিন থেকে পিন খাওয়ার নিয়ম মতো পিল খাওয়ার শুরু করতে হবে।
Santanu Mondal
masik jdi 1mas basi somoy ny hota kno probulm achi ..ki aktu jnaban
Bangla Health
যদি বাচ্চা না চান, তাহলে প্রেগন্যান্ট কি না, সেটা পরীক্ষা করে দেয়া উচিত।
tannykhadem
amr
tannykhadem
ami nirapoder jonno osudh kheya ci akhn soril kharp ar date ki vabe pothm mase thik korbo plz aktu janabn
Bangla Health
ঠিক বুঝলাম না আপনার সমস্যাটি। বাংলায় লিখতে পারবেন?
tannykhadem
osudh khaya akhn bade dita cay kivabe akhn date thik rakbo priyoder plz aktu janabn
tannykhadem
ami ove state gold kheyeci 1year akhn r kheta cayna nirapod din beca nita cay akhn amr masik ar date ki vabe thik rakbo age to osudh khaoya sesh hole masik hoto akhn jodi na khay osudh tahole ki vabe thik rakbo plz aktu janabn r osudh na kheye nirapod somoya sex korle darita bassa nila ki somossa ace
Bangla Health
বাচ্চা নিতে চাইলে ওষুধ খাওয়ার দরকার নেই। ওষুধ না খেয়ে দেখতে পারেন মাসিক সময়মতো হয় কিনা। বাচ্চা নিতে চাইলে মাসিক শুরুর পরে ১৩ থেকে ১৭তম দিন পর্যন্ত ভালো সময়।
tannykhadem
plz aktu tra tari ans dan
নাবিলা
পিরিয়ড বাদ এ হঠাৎ রক্তক্ষরণ এর কারণ কি? এটা কি ইমারজেন্সি কন্টাসেপটিভ পিল খাওয়ার কারণে? নাকি অন্য কোনো কারণ এ? ইমারজেন্সি কন্টাসেপটিভ খাওয়ার পরেও কি প্রেগন্যান্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে?
Bangla Health
পরীক্ষা না করে ঠিক করে বলা যায় না এটা কেন হয়। নানা কারণেই হতে পারে।
শুধু ইমার্জেন্সি পিল নয়, কোনো প্রোটেকশনই ১০০% নিশ্চয়তা দেয় না। সর্বোচ্চ ৯৭%। পিল দেরি করে খেলে ফল কম দেয়।
tannykhadem
ami janta ata e cacci osudh na kheye ki vabe nirapod thaka jabe kone kone din sex korle bassa hoyar sombavona ny r ami pil khaoya bade dici kintu age masik hoto 23tarika akhn 15tarika hoyca kintu soril kharp komca na jodi aktu jantan plz ami akhn bassa nita caccina osudh bade diya ki vabe nirapod thaka jy plz aktu janabn aktu tara tari ans dan plz pil khela ki somossa
Bangla Health
আপনার অন্য কোনো সমস্যা আছে কি না সেটা আগে জানতে হবে। ধরুন যদি থাইরয়েডে কোনো সমস্যা হয় তাহলে হরমোন জনিত নানান সমস্যা দেখা দিতে পারে। যার কারণে মাসিক অনিয়মিত হতে পারে। তাই আগে সেই রোগটা ধরতে হবে, সেটার চিকিৎসা করতে হবে।
এমনিতে শরীর ঠিক রাখার মন্ত্র তিনটি–পরিমান মতো খাওয়া, সময়মতো ঘুম এবং নিয়মিত ব্যায়াম।
মাসিক একটু আগে পরে হওয়াটা খুব সমস্যার কিছু নয়। সাধারণত মাসিক শুরুর আগের এক সপ্তাহ এবং পরের এক সপ্তাহ নিরাপদ সময়। আপনার যেহেতু মাসিক ঠিক থাকছে না তাই আগের সপ্তাহের হিসাব বাদ দিয়ে মাসিক হওয়ার পরের সপ্তাহে মিলিত হবেন বেশি। এই সময় ঝুঁকি কম। বাকি সময়ে ক*ন*ড*ম ব্যবহার করবেন।
নাফিসা
পিরিয়ড শুরুর ৮ম দিন কি নিরাপদ? অর্থাৎ ওই দিন কি প্রেগন্যান্ট হওয়ার কোনো ঝুঁকি থাকে? এর পর এও ২৪ ঘণ্টার ভিতর ইমার্জেন্সি পিল খাওয়ার পরও কি ঝুঁকি থাকে?
Bangla Health
৭ দিন পরে ঝুঁকি একটু একটু বাড়তে থাকে। ইমার্জেন্সি পিলের জন্য হয়তো ঝুঁকি থাকবে না।
Mita
Meyedr Joni porda na fatle ki pregnant Howar chance thake? Porda fatle bujhba ki vabe?
Bangla Health
খুব রেয়ার হলেও চান্স থাকে। জননাঙ্গর উপরে বীর্য পড়লে, সেটা ভালো করে না ধুলে ওখান থেকে একটিভ শুক্রানু গর্ভাশয়ের দিকে চলে যেতে পারে। আর সাধারণত পর্দা যখন ফেটে যায় তখন রক্ত বের হয়ে আসে কম বেশি। এটা দেখেই বোঝা যায়। আবার অনেক সময় রক্ত বের না-ও হতে পারে, বা খুব কম যা চোখে পড়ল না–তখন বোঝা যাবে না ঠিক কখন ফেটেছিল।
tannykhadem
hlw plz ans me
মিতু
আমাদের বিয়ে হইছে ১০ মাস, আমার স্রীর বয়স ১৬ বছর, আমরা আপাতত সন্তান নিতে চাচ্ছি না,এই জন্য বিয়ের সপ্তাহ খানেক পর মেরিস্টোপস থেকে একটা ৩ বছর মেয়াদি পরিকল্পনা ব্যাবস্থা নেই,কিন্ত সমস্যা হচ্ছে আমার স্রীর মাসিক নিয়মিত হয়না, আর মাসিক হলে অনেক দিন স্থায়ী হয়, আবার পিল খেলে মাসিক বন্ধ হয়, মেরিস্টোপস এ যোগাযোগ করলে ওরা সুখি পিল খেতে দেয় ৩ মাস, ৪ মাস হয়ে গেছে এখনো সমস্যার সমাধান হয়নি,আবার যোগাযোগ করলে ওরা ঐ পদ্ধতি বন্ধ করতে বলে,আমরা ঐ পদ্ধতি বাতিল করে কোন পদ্ধতি গ্রহণ করতে পারি জানালে উপকৃত হব,আর পিল খেলে ওজন বেড়ে যাবার সম্ভাবনা আছে কি না?
Bangla Health
দীর্ঘদিন পিল খেলে কিছু সাইড এফেক্ট হতে পারে। আর আপনার স্ত্রীর বয়স অনেক কম। উচিত হয়নি ১৮-এর নিচে বিয়ে করা। যা হোক, বয়স যেহেতু কম তাই এখনো হয়তো শরীর সব কিছুর উপযুক্ত হয়নি, তাই পিরিয়ড নিয়মিত হচ্ছে না। বয়স হলে আশা করি ঠিক হয়ে যাবে। পিল বাদ দিয়ে, সেক্স এড়িয়ে চলতে পারলে ভালো। মাঝে মাঝে যদি ইচ্ছে হয় তবে ক*ন*ড*ম ব্যবহার করা উচিত।
alamin
আমি আমার বউ এর সাথে কি মাসিক চলার সময় সেক্স করতে পারি, তাহলে আমাকে কি করতে হবে যাতে মাসিকের সময় সেক্স করলে ও বাচ্চা না হয়?
Bangla Health
যদি দুজনেই ইচ্ছে করেন তাহলে করতে পারেন। আপনার বউ যদি শারীরিক ভাবে সুস্থ না থাকেন, বা ইচ্ছা না থাকে তাহলে জোর করতে যাবেন না। আর মাসিকের সময় সেক্স করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। যেভাবে ইচ্ছে দুজনের, সেভাবেই করতে পারেন।
ardhendu
Mm kit khaoar folafol o upai
Bangla Health
আপনার প্রশ্নটি ঠিক বুঝিনি।
Ardhendu
20 din er pregnant ki oshud khele bachcha nosto kora jabe r seta khele kono khoti hobe na to r jodi hoy tahole ki korte hobe plz plz plz plz plz bolun
Bangla Health
এভাবে বলা যায় না। ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে যে উপায়টা সবচেয়ে ভালো হবে, সেটা করা উচিত। তাতে ক্ষতি হওয়ার সম্ভবনা কম থাকবে।
nur
assalamualaikum,ami sahon bolcilam, biye koreci pray mas,akn bacca nite caccina,but amr wife er vuler karone or pete bacca asce pray 4 mas hoice akn ki korte pari,amr family satheo kotha bole dekeci ora akn nite day kenona bacca nile amr wife er mittur jhuki ace,sadaronoto or masik ak mas por por hoto but biyer pray 1 mas por or masik gab jay mane 2 mas por hoy,o vabcilo hoyto sontan pete asce but 2 mas por masilk hoy,er por amra niyomito saririk milone jorito thaki or masik colakalin bondo raki er por or 1 mase masik hoy na,o vabe abaro hoyto 2 maser dike hobe,but hoyni o vabe jehetu akber gap gace tai aber hoyto 2+ a hote pare avabe pray 3mas hoye jaya kalin o bomi ,kaw oruci ettadi lokkon deka jay,doctor er kace jai 3mas+ hoy but doctor bole se osustho and nosto kora naki sommvob na,doctor M,R na ki jani bole osob kore nosto korte bole,But ami suneci otate naki bes jhuki acen,ami akn kub bipode aci please amk akta sohoj opay or jeta korle amr wife er koti or kisu hobe na se bisoy ta bole diben please!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Bangla Health
আপনি বলেছেন বাচ্চা নিলে আপনার ওয়াইফের মৃত্যুর ঝুঁকি আছে। এটা বুঝলাম না। কী ঝুঁকির কথা বলছেন?
আর আসলেই অনেক দেরি হয়ে গেছে গর্ভপাত করানোর। এখন গর্ভপাত করালে সেটা অনেক দিক থেকেই ঝুঁকিপূর্ণ। আমাদের মতে আপনাদের উচিত হবে এখন একটু কষ্ট করে হলেও বাচ্চাটাকে মেনে নেয়া, তাকে রেখে দেয়া।
sahon
jhuki bolte or boyos akono temon besi na,inter 2nd year a r tik 5+mas por final exam hsc,r bacca newar 2.5+mas er modde naki vitamin calciam ettadi ki ki kawa lage but o to asob kisui kayni r or sarik obostha kub mane kubei karap maje maje se nije aka colte pare na,amr hat dore colte hoy,or payer sommossa taw akno puro puri vabe tik hoyni + coker problem lence lagano doctor o bisoye onek sabdan kore diyece,bolun akn ami ki korbo,please amake akta upay bolun apnar ciro kritoggo thakbo,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
Bangla Health
আপনি ভালো একজন গাইনোকোলজিস্ট/স্পেশালিস্ট দেখান। তাকে সব সমস্যার কথা খুলে বলুন। তিনি সব পরীক্ষা করে যা ভালো হয়, সেটা করার বুদ্ধি দিতে পারবেন। আমরা এখানে রোগী না দেখে না পরীক্ষা করে সব বলতে পারি না। আশা করি আমাদের সীমাবদ্ধতা আপনি বুঝতে পারছেন।
nur
sorry pray maser okane 8 mas hobe
sahon
sorry ami vule 8 like feleci,4 mas hobe mane
sahon
amr prosner ki somadan hobe janina tobe apar website a arokom jogajog babostha sotti acchajojonok,,,,,,,,,,,,,,,,
sahon
kisu to bollen please akta somadhan to din ?please please please
md masum
amar wife vul kore miloner por 2 ta emargency pill kheye fele..2 mounth hoise..akhon masik a rokto pat ager tulonay kom hoy..tahole ki 2 pill khaoway kono somossa hoise..ar 2 pill khaoway ki onno kono problem hote pare? please poramorso diben.
Bangla Health
না, খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। মাসিক হলে সব ঠিক। রক্ত কম-বেশি খুব একটা বড় ব্যাপার নয়।
আশরাফুন্নুর
আমি বিবাহিত, বয়স ২১ বছর। এতদিন যাবত নিয়মিত মাসিক হলেও, গত ৬০ দিন থেকে মাসিক হচ্ছেনা। স্বামী না থাকায় গতমাসে সেক্স না করার পরেও মাসিক হয়নি। এমাসে ৪৭-৫০তম দিনে সেক্স হয়েছে, কিন্ত মাসিক হয়নি। প্রেগন্যান্সি টেষ্ট নেগেটিভ। এখন কি করব?
Bangla Health
আপনার ওজন, উচ্চতা–শরীর স্বাস্থ্য কেমন? এই দুইমাসে লাইফে বড় কোনো চেঞ্জ হয়েছে কি না।
আশরাফুন্নুর
আমার উচ্চতা ৫.৪”। ওজন ৫২ কেজি। আমি খুবই হাসিখুশি একজন মানুষ। কখনোই অসুস্থ হইনা বললেই চলে। বড় কোন চেন্জ হয়নি। তবে গত কয়েক মাস ধরেই পড়াশুনা এবং পারিবারিক বিভিন্ন কারণে একটু প্রেসারে ছিলাম। এখনো মানসিক অশান্তিতে আছি নানাকারণে।
Bangla Health
আশা করি মানসিক অশান্তি কাটিয়ে উঠতে পারবেন।
Ardhendu bhunia
Amr stri ke 14 September sohobas korechilam stri er masik er date chilo 2 October kintu hoyni aj 9 October aj masik hoeche amr prosno holo je se ki ekkhon pragenant. Ebong masik ta savhabik vhabe hoeche
Bangla Health
মাসিক হওয়া মানে প্রেগন্যান্ট নয়। চিন্তার কিছু নেই। তবে যেহেতু আপনার স্ত্রীর মাসিক টাইম মতো হচ্ছে না, তাই বাচ্চা নিতে না চাইলে প্রোটেকশন ইউজ করবেন।
Ardhendu bhunia
Amr stri er du din rokto ber hobar por r berai ni to amr prosno holo je se ki ekkhon pragenant
Bangla Health
মাসিক হলে তো প্রেগন্যান্ট হওয়ার কথা নয়। আপনার সন্দেহ হলে প্রেগন্যান্সি টেস্ট করাতে পারেন।
Ardhendu Bhunia
Sir amr stri er sanga sohobas korechilam 14 September..r masik er date chilo 2 tarik kintu seta hoyni .masik hoeche 9 tarik ..masik er 3 din rokto pore bondho hoegheche ekkhon se ki pragenant..
Bangla Health
মিলিত হওয়ার পরে যদি মাসিক হয়, তার মানে প্রেগন্যান্ট নয়।
SabyaSachi Paila
আমার গার্লফ্রেন্ড এর মাসিক শুরু হয়েছে ছিল গত মাসে ২১/৯/১৭ তে। আমি এখন যদি sex করি কোন অসুবিধা নেই। ও পেগমেড হবে না তো
Bangla Health
মাসিক শুরুর আগের ৭ দিন থেকে পরের ৭ দিন নিরাপদ। প্রেগন্যান্ট হওয়ার ভয় কম। তবে একদম বাচ্চা না চাইলে প্রোটেকশন ব্যবহার করাই ভালো।
উনার মাসিক যদি নিয়মিত হয়ে থাকে, তাহলে এখন নিরাপদ সময়।
Ardhendu bhunia
Plz reply me plz plz plz plz plz plz plz plz
Rakib
আমার স্ত্রীর মাসিক হওয়ার কথা ১৯ তারিখে। নিয়মিত ভাবেই প্রতিবার মাসিক হয়ে যায়। কিন্তু এইবার, একটু ব্যাতিক্রম দেখতে পাচ্ছি। আজ ২২তারিখ। তার হাত ও পা অনেক ব্যাথা হয়ে আছে। কিছু বুঝতিছি না। তাহলে, আমার স্ত্রী কি প্রেগন্যান্ট??
Bangla Health
প্রেগন্যান্ট কি না সেটা পরীক্ষা করে দেখতে পারেন।
Nafia Afrin
আমার বয়স ১৯ বছর।আমি এই মাসের ৪ তারিখ সেক্স করেছি কিন্তু আমার পার্টনার বীর্যপাত বাহিরে করেছে।তাও আমি 5x ইমার্জেন্সি পিল খাই ৪৫ ঘন্টা পর।আমার সেপ্টেম্বার মাসের ১৪ তারিখ পিরিয়ড হয়েছিল কিন্তু এই মাসে এখোনো হয়নি।আমি ১৭,২০,২২,২৪ অক্টবর তারিখ গুলতে প্রেগ্ননেনসি টেস্ট (ইউরিন home pregnancy test) করেছি কিন্তু রেসাল্ট নেগেটিভ।আমার তলপেটে কিছু ব্যাথা করছে ৬-৭ দিন থেকে।breasts are also painful.আমি প্রেগ্ননেন্ট কিনা জানতে চাই।
Bangla Health
টেস্টে নেগেটিভ এলে চিন্তার কিছু নেই। আপনি দুশ্চিন্তা না করে স্বাভাবিক হোন। খাওয়াদাওয়া আর ঘুম ঠিক রাখুন। সামনের মাসেও পিরিয়ড না হলে তখন আবার টেস্ট করাবেন।
টুটুল
সালাম নিবেন,
আমার স্ত্রীর গত মাসের ১৯ তারিখে পিরিয়ড হবার কথা, মানে অক্টোবরের ১৯ তারিখে যা এখনো হয়নি।
গত সেপ্টেম্বরের ১৯ তারিখে তার পিরিয়ড হয়েছিল।
আমরা ইজি চেক ও ল্যাবে ইউরিন চেক করিয়েছি সে গর্ভবতি নয়।
অক্টোবরের ১২ তারিখে আমার স্ত্রী প্রথম বারের মত ইমার্জেন্সি পিল খায়।
এখন তার মাসিক নিয়মিত করতে আমার করনীয় কি। জানাবেন অনুগ্রহ করে।
আমি বেশ চিন্তিত আছি ব্যাপার টা নিয়ে।
Bangla Health
স্ত্রী যদি এ নিয়ে বেশি টেনশন করে তাহলে মাসিক আরো অনিয়মিত হয়ে যেতে পারে। লাইফস্টাইলে কোনো চেঞ্জ হলে সেটা মাসিকের উপর প্রভাব ফেলতে পারে। তখন একটু এদিও ওদিক হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা দেখুন এই মাসে হয় কি না।
mim
25 tarik masik hoice 30 ba29 tarik valo hoice….r 1tarik sex korci.8 tarik abar blood jaye. kono problem hove nato?. ar pregnant hove nato? plz ans me?
Bangla Health
না, প্রবলেমের কিছু নেই।
kabbo
অামার বয়স ২২ বছর ,প্রথম মাসিক হইছিল অাগষ্ট ১১ তারিখ এরপর অার মাসিক হইনি,টেষ্ট করছি নেগেটিভ অাসছে ,অামি মা হতে চায়,এখন কি করলে মাসিক হবে তা দয়া করে বলবেন?
kabbo
আমার বয়স ২২ প্রথম মাসিক হয়েছিল ১১ আগষ্ট এরপর আর মাসিক হয়নাই , টেষ্ট করেছি প্রেগনেনসি কিন্তু তা নেগেটিভ এসেছে , আমি মা হতে চাই , আমার করনিয় কি ? দয়াকরে বলবেন ?
Bangla Health
আগে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে সঠিক কারণটা জানতে হবে যে কেনো মাসিক নিয়মিত হচ্ছে না।
Liton
আমার স্ত্রীকে ৭ সপ্তাহের প্রেগনেন্টে Mtp Kit খাওয়াইছি।এখন ১দিন চলছে।ব্লিডিং হচ্ছে।প্রচুর বমি হচ্ছে।জরায়ুর ভেতর হালকা একটু নাড়ির মত কি যেন অল্প বেরিয়ে আসছে।বমি হতে হতে গলার ভেতর নাকি কি যেন ভরে আছে মনে হচ্ছে।তাহলে এটা কতটা সিরিয়াস?এতে কতটা ক্ষতি হতে পারে একটু জানাবেন প্লীজ
Rezwan
আমার স্ত্রী প্রেগন্যান্ট হওয়ার পর ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিত করায় এর কিছু দিন পর আবার মাসিক শুরু হয়েছে। এক্ষেত্রে এখন করনীয় কি জানতে চাই।
ashik
আমার এক বন্ধুর gf এর মাসিক হবার কথা প্রতি মাসের ১ তারিখ কিন্তু এই মাসে ১০ দিন আগে ই হয়েছে।তবে তারা মাসিক হবার কিছু দিন পর সহবাস করছিল এখন তার gf এর বয় করে কোন সমস্যা হবে কি না।তবে তাকে ইমাজেন্সি একটা ঔষধ ও খাওয়াইছে।এতে কোন সমস্যা হবে কি না?
Bangla Health
না সমস্যা হওয়ার কথা নয়।
Md nur
সেক্স করারপর২ বার মাসিক হয়েছে তাহলে কি গভবতী? আর concaved kora por ki priod hoi 1 bar o
Bangla Health
মাসিক হলে বুঝতে হবে প্রেগন্যান্ট নয়। প্রেগন্যান্ট হলে পরে পিরিয়ড হয় না।
Papiya Sultana
আমার স্ত্রীর বয়স ১৯ তার ২মাস যাবত মাসিক হচ্ছেনা এখন সে এক সপ্তাহ যাবত বমিভাব অনুভব করছে এবং ২-৩ বার বমি করেছে এটা কিসের লক্ষণ এবং এর সমাধান কি
Papiya Sultana
আমার স্ত্রীর বয়স ১৯ তার ২মাস যাবত মাসিক হচ্ছেনা এখন সে এক সপ্তাহ যাবত বমিভাব অনুভব করছে এবং ২-৩ বার বমি করেছে এটা কিসের লক্ষণ এবং এর সমাধান কি।
mitu
আমার সব সময় হালকা হালকা রক্ত বের হয় কেন? আর মাসিক হলে আর ভাল হয় না তার কি করনিও?
trishna
abortion করার পর স্বাভাবিক হাটা চলা, বা সুস্থ হতে কতদিন সময় লাগে।
Bangla Health
নির্ভর করে কতদিন পরে করিয়েছেন, তার উপর। কয়েক সপ্তাহের মধ্যে করালে পরে কয়েক ঘণ্টা লাগে স্বাভাবিক হতে।
MD Saddam hosan
আসসালামু আলাইকুম আমার ওয়াইফের বয়স 19 আমাদের বিয়ের 4 বছর+আমাদের একটি দেড় বছরের মেয়ে আছে এর আগে একটা বাচ্চা মারা গেছে 6 মাসের অবস্থায় পেটে মারা গেছে,এখন প্রায় দুই মাস পর পিরিয়ড হচ্ছে না তার পর ফার্মেসি থেকে 20 টাকা দামের টিউব এনে ইউরিন টেস্ট করছিলাম, ইউরিন টেস্ট রেজাল্ট পজিটিভ আসছে এখন আমরা চাচ্ছি না বাচ্চাটা নিতে এখন আমাদের কম খরচের মধ্যে কি করনীয় জানালে উপকৃত হইতাম।
Bangla Health
দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে ডাক্তার দেখিয়ে পরামর্শ নিবেন।
sahaf
গফ এর সাথে সেক্স করেছি গত মাসের ৩০ তারিখ ওর পিরিয়ড হয় ২৮ দিনে এখন ২৯ তম দিন চলে এখনো হচেছ না ।কি করতে পারি?
Bangla Health
সরি, উত্তর দিতে দেরি হয়। এখন কী অবস্থা, জানাবেন।
প্রমি
অামার বয়ষ ২৬ বছর।অামি পেগন্টে হয়েছি দের মাসে হলো। অামার পিরিয়োড হয়েছে এক মাস ১৬ দিন।অামি শেষ পিরডের ১৭বা ১৮ তম দিনে সেক্স করি। চেষ্ট করেছি তাতে পেগন্টেন পজেটিভ অাসছে।অামি প্রথম বার পেগন্টেন হয়েছি।অামি এখন বাচ্চা নিতে চাচ্ছি না।
১/কিন্তু পরে যদি এর খারাপ প্রভাব পরে তাই এটার কোন খারাপ প্রভাব পরে পরবে কিনা সেটা জানতে চাই?
২/এখন কোনটা করলে ভালো হবে?
৩/বাচ্চা নষ্টো করলে কি তা পরবর্তী বাচ্ছা নিতে সমস্যা হবে কি?
Bangla Health
প্রথম বাচ্চা হলে কিছুটা রিস্ক থেকেই যায়। তবুও বাচ্চা নিতে না চাইলে ভালো ডাক্তার দেখিয়ে তার পরামর্শ নিতে পারেন।
হৃদি
পিরিয়ডের ডেট ছিলো ১৩ তারিখ। কিন্তু আজকে১৯ তারিখ এখনো হচ্ছে না।
গত মাসে ঠিক সময়ে হয়েছিল।
এখন কি কোনো সমস্যা হচ্ছে?
Bangla Health
কিছু একটা সমস্যার জন্যই এরকম অনিয়মিত হচ্ছে। পরের মাসেও সময় মতো না হলে ডাক্তার দেখাবেন।
Ahmed
আমার স্ত্রীর M R হয়েছিল এখন থেকে 45/47 দিন আগে(বেবি নিতেচাইনি তাই),কিন্তু এখনও প্রিয়ড হচ্ছেনা।recently সামান্য পেট ব্যথা হচ্ছে,কিছুটা দূর্বলতাও অনুভব করতেছে। সবমিলিয়ে tension এ আছি।
Rashed
Amar wife er 24 August period start howar kotha cilo but aj 30 August ekhono tar period hoy ni.sha ki pregnan???
Anisha
13 din er pregnant ki babe nosto kora jai plz bolen
বৃষ্টি
আমার এক মাস আগে গর্ভপাত হয়েছে, এখন মনে হচ্ছে আমি আবার গর্ভবতী হয়েছি। কারন আমার এখনও মাসিক হয় নাই। এই ক্ষেত্রে যদি আমি আবার গর্ভবতী হই সেই ক্ষেত্রে কী করনিয়?
রাজ্জাক
এম আর করানোর পরে ২ সপ্তাহর মধ্যে যদি সহবাস করা হয় সহবাসের সময় যদি বীয বের হয় আর যদি না হয় তাহলে কি নারি গভবতী হবে কি
রাজ্জাক
এম আর করানোর পরে ২ সপ্তাহর মধ্যে যদি সহবাস করা হয় সহবাসের সময় যদি বীয বের হয় আর যদি না হয় তাহলে কি নারি গভবতী হবে কি দয়া করে কেউ বলবেন একটু
tasnim tuly
বয়সঃ১৯
ওজনঃ৫০ kg
পরিয়ড শেষ হয় 14 march
sex:15 march সহবাস করি।প্রটেকশন হিসেবে condom and norix ব্যবহার করি।
Next period date:13 April ছিলো হয়নি।20 April বাসায় কিট দিয়ে পরীক্ষা করছি নেগেটিভ আসছে।
কিন্তু শরীরে অনেক লক্ষণ দেখা দেয় যেমনঃবমি বমি,পেট বড় হওয়া।
এর পর 20 April রাতে MM kit খাই। ২৪ ঘন্টা পর ৪ টি ট্যাবলেট খাই
এর পর রক্ত পরা শুরু হয় 25april পযর্ন্ত চলে।রক্ত থেমে থেমে যেতো,যখন যেতো তখন প্রচন্ড ব্যাথা হতো।
এরপর ৩০ april আবার কিট দিয়ে পরীক্ষা করি নেগেটিভ আসে।
২৫april হতে 10 may পযর্ন্ত বমি বমি লাগতো।খাবার গন্ধ লাগতো,স্তনেব্যাথা আছে এবং চাপ দিলে সাদা তরল পদার্থ বের হয় । কিন্ত এখন এটা ভালো হয়েছে। (স্তন ব্যাথা আছে তরল বপর হওয়া বন্ধ হয়েছে)
10may kit দিয়ে পরীক্ষা করছি নেগেটিভ।
এখন কয়েক দিন পর পর তল পেটে ব্যাথা হয় এবং নিচে ব্যাথা লাগে।সবসময় হয় না(যেমন আজকে ব্যাথা নেই) । একটু দৌড় বা বারি কাজ করলে ব্যাথা লাগে
১৮ may আবারও কিট দিয়ে পরীক্ষা করি নেগেটিভ।
::mm kit খেয়েছি আজকে ৩২ দিন হলো।এখনও পিরিয়ড আসে নি।
পিরিয়ড কবে আসবে?
চিন্তার কি কোন কারণ আছে?
এগুলে কি স্বাভাবিক?
abrar
আমার স্ত্রির মাসিক হওয়ার ডেট চলে গেছে আজ ১২দিন। প্রেগনেন্সি পরীক্ষা করে দেখলাম ওর রিপোর্ট পজেটিভ।আমরা বাচ্চা নিতে চাইনা তাই গতকাল রাতে ওকে MM KIT এর প্রথম বড়ি টি খাওয়ায়।এর পরে ও কিছু খেলেই বমি করে দিচ্ছে এবং শরীরর খুব দুর্বল হয়ে গেছে।এখন ও কি বাকী ৪টা বড়ি খাবে? বা কি করতে পারি?
abrar
আমার স্ত্রির মাসিক হওয়ার ডেট চলে গেছে আজ ১২দিন। প্রেগনেন্সি পরীক্ষা করে দেখলাম ওর রিপোর্ট পজেটিভ।আমরা বাচ্চা নিতে চাইনা তাই গতকাল রাতে ওকে MM KIT এর প্রথম বড়ি টি খাওয়ায়।এর পরে ও কিছু খেলেই বমি করে দিচ্ছে এবং শরীরর খুব দুর্বল হয়ে গেছে।এখন ও কি বাকী ৪টা বড়ি খাবে? বা কী করা উচিত?
Smile group
আসসালামু আলাইকুম,
স্যার আমার ওয়াইফ এর গত মাসের ২৬তারিখ পিরিয়ড হয়েছিল, এবং আমরা ৩১তারিখ মানে পিরিয়ড এর ৬তম দিনে সেক্স করি কনডম দিয়ে,এখন এই মাসের আজকে ২তারিখ চলে যাচ্ছে এখনো তার পিরিয়ড হয়নি। আমার ওয়াইফ কি প্রেগন্যান্ট?? যদিও আমরা এখন বেবী নিতে চাইনা। তবে আমাদের করণীয় কি? তবে, ওর পিরিয়ড প্রতি মাসে ১-২দিন লেইট হতো,কিন্তু এই মাসে অনেক বেশি লেইট হচ্ছে, তাই প্রেগন্যান্ট কিনা দুঃচিন্তায় আছি।একটু জানালে উপকৃত হতাম।
অগ্রিম ধন্যবাদ
Eshita IslamEsha
mem amr boyosh 20amr biye hoyecheh 2 years.amr mashik akabareii oniyomito.akkhettre ami jodi m.r korai tobeki amr mashik niyomito hobe
.r bby nite parbo ki?
Araddha Shultana
Mem amr mashik akabareii oniyomito.amr biye hoyechah 2 years. Baby hocheh na.tai akhn jodi ami M.R korai tobeki amr mashik niyomito hobe r bby nite parbo ki??
শামিম
মাসিক নিয়মিতকরণ এম আর করলে পরবর্তীতে বাচ্চা নিতে কোন সমস্যা হয় কি?
S Mahmudi
আমাদের বাচ্চার বয়স ৪ মাস ৭ দিন মাত্র। জানুয়ারী মাসে বাচ্চা প্রসব হয়েছে।
এর ২ মাস পর থেকে মার্চের ২৮ তারিখ ও এপ্রিলের ২৯ তারিখ মাসিক হয়েছে।
কিন্তু মে মাসে কোন মাসিক আসেনি, অলরেড়ি আজকে জুনের ২ তারিখ হয়ে গেছে!
এখন করনীয় কি? টেনশনে আছি খুব। ((কনডম ইউজ করা হয়েছিল))