সমস্যাঃ স্যার, সম্প্রতি লক্ষ্য করছি, দেহের ওজন কমে যাচ্ছে, গরম ভালো লাগে না। শরীর অতিরিক্ত ঘামে, মাসিক খুবই কম, ঘন ঘন পায়খানা হয়, বুক ধড়ফড় করে, মেজাজ খিটখিটে। খুবই অশান্তিতে আছি। স্থানীয় চিকিৎসকের ওষুধ খাচ্ছি। কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করছি না। অনুগ্রহ করে এর সমাধান দিন।
ডলি আক্তার
ইস্কাটন, ঢাকা
সমাধানঃ আপনি থাইরয়েড সমস্যায় ভুগছেন। দেরি না করে আগামীকাল সকাল ৯টায় পিজি হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগে গিয়ে রক্তের টি থ্রি, টি ফোর ও টিথ্রিএইচ পরীক্ষা করিয়ে রিপোর্ট জানান। আপাতত ট্যাবলেট এডলোক ১০ মিলিগ্রাম ১টা করে রোজ ৩ বার এবং রাতে খাবার পর ১টা করে ট্যাবলেট লেক্সোটেনিল ৩ মিলিগ্রাম খেতে থাকুন।
—————
উত্তর দিয়েছেন…
ডা. বিমল কুমার আগরওয়ালা; ডায়াবেটোলোজিস্ট অ্যান্ড এন্ডোক্রাইনোলোজিস্ট, রিয়াজ ফার্মেসি, ৩১/বি, র্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা।
দৈনিক নয়া দিগন্ত, ২৩ মার্চ ২০০৮
Leave a Reply