শরীর থেকে বর্জ্য নিঃসরণ কিডনি ও মূত্রতন্ত্রের মূল কাজ। শরীরে পানি ও লবণের মাত্রা নিয়ন্ত্রণেও কিডনি মূত্রতন্ত্র রাখে বিশেষ অবদান। বর্জ্য নিঃসরণে মূত্রতন্ত্রের অপর্যাপ্ত ক্ষমতা বা অক্ষমতায় এসব বর্জ্য শরীরে জমা হয়ে আমাদের শরীরের সুস্থ আবহকে বিঘ্নিত করে।
স্বাভাবিক প্রস্রাবের অভ্যাস কেমন?
একজন মানুষ ২৪ ঘণ্টায় সাধারণত ২ দশমিক ৫ থেকে তিন লিটার পানি বা পানীয় পান করে থাকে।
কিডনির কাজ করার ক্ষমতা স্বাভাবিক থাকলে, পারিপার্শ্বিক আবহাওয়ার খুব বড় তারতম্য না হলে প্রতি ২৪ ঘণ্টায় এক হাজার ৫০০ সিসি প্রস্রাব কিডনি তৈরি করে থাকে। আমাদের শরীর থেকে কিছু পানি ঘাম আকারে, কিছু পানি শ্বাস-প্রশ্বাসের সঙ্গে, কিছু পানি মলের সঙ্গে বের হয়ে যায়।
যেহেতু আমাদের প্রস্রাবের থলির স্বাভাবিক ধারণক্ষমতা ৩০০ সিসি, তাই স্বাভাবিকভাবে একজন মানুষ ২৪ ঘণ্টায় পাঁচবার প্রস্রাব করে থাকে।
সাধারণত দিনে চারবার আর রাতে একবার।
তবে নানাবিধ স্বাভাবিক বা অস্বাভাবিক কারণে বারবার প্রস্রাবের প্রবণতা দেখা দিতে পারে, আবার কমেও যেতে পারে। যদি আমরা অতিরিক্ত পানি বা তরলজাতীয় খাবার খাই, তবে প্রস্রাবের পরিমাণ বেশি হয়, বারবার প্রস্রাব হয়। বারবার প্রস্রাব হয় ডায়াবেটিসেও। অন্যদিকে পুরুষের ক্ষেত্রে বয়োবৃদ্ধির সঙ্গে বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন হিসেবেই বৃদ্ধি ঘটে প্রোস্টেট গ্রন্থির। প্রোস্টেট গ্রন্থি প্রস্রাব প্রবাহে বাধার সৃষ্টি করে। ফলে প্রস্রাবের থলি সব সময় সম্পূর্ণ খালি হয় না। আর বৃদ্ধি পাওয়া প্রোস্টেট সৃষ্টি করে প্রস্রাবের থলির মুখে এক ধরনের অস্বস্তি।
বয়োবৃদ্ধির কারণে নারী-পুরুষনির্বিশেষে সবার প্রস্রাবের থলিরই ধারণক্ষমতা কমে যায়। বারবার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যায়।
প্রস্রাব করা বা না করার এই নিয়ন্ত্রণ কি সব সময় রক্ষা করা সম্ভব?
না। তবে অবশ্যই তা স্বাভাবিক নয়। নানা ধরনের স্নায়ুবিক অসুস্থতা, প্রস্রাবের থলির কার্যক্রম নিয়ন্ত্রণ করে যেসব স্নায়ু তার বৈকল্য বা সমন্বয়হীনতা, প্রস্রাব প্রদাহে, হরমোনের ভারসাম্যহীনতা বৃদ্ধি ও প্রস্রাবের থলির নানাবিধ অসুস্থতায় এ নিয়ন্ত্রণ সাময়িক বা স্থায়ীভাবে বিঘ্নিত হতে পারে। ব্যক্তি যখন এ নিয়ন্ত্রণ হারায়, তখন সে আর পারে না নিজ ইচ্ছানুসারে প্রস্রাব করতে। কখনো কখনো কারও কারও ক্ষেত্রে ঘটে অনভিপ্রেত অনিচ্ছা সত্ত্বেও নিজের অজান্তে প্রস্রাব ঝরে যাওয়ার মতো বিব্রতকর ঘটনা, যা কেবল অসুস্থতাই নয়, সামাজিকভাবে বিব্রতকরও বটে। তবে এসবই নিয়ন্ত্রণযোগ্য ও নিরাময়যোগ্য। প্রয়োজন শুধু সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা।
স্বাভাবিক প্রস্রাব কেমন?
স্বাভাবিক প্রস্রাব পরিষ্কার, রংহীন বা হলুদাভ। প্রস্রাব পরিত্যাগের প্রক্রিয়াটি বাধাহীন, ব্যথাশূন্য সম্পূর্ণই স্বস্তিকর। প্রক্রিয়াটি শুরু করা যায় নিজ ইচ্ছায়, প্রয়োজন হয় না কোনো চাপ দেওয়ার। গতি থাকে একটানা, শেষ হয় ২০ সেকেন্ডে।
প্রক্রিয়াটি শেষ করে অনুভব করা যায় এক স্বাভাবিক পরিতৃপ্তি।
যদি প্রস্রাব হয় ঘোলা, অতিরিক্ত ফেনাযুক্ত বা অস্বাভাবিক দুর্গন্ধযুক্ত, প্রক্রিয়াটি যদি হয় ব্যথা, জ্বালা-যন্ত্রণাপূর্ণ, তাহলে এটি স্বাভাবিক নয়। এমনটা হতে পারে প্রস্রাবের প্রদাহসহ নানাবিধ অসুস্থতায়। এ ক্ষেত্রে প্রয়োজন সঠিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। প্রস্রাবের রং যদি লাল হয় বা থাকে, তাতে রক্তের অস্তিত্বের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়া জরুরি। ব্যথাশূন্য প্রস্রাব পরিত্যাগ-প্রক্রিয়ায় যদি প্রস্রাবে রক্ত থাকে, তবে তা নিতে হবে অতীব জরুরি ও ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যসমস্যা হিসেবে। সামান্য কালক্ষেপণও এ ক্ষেত্রে হতে পারে অসামান্য ক্ষতির কারণ। অথচ সময়োপযোগী ব্যবস্থা গ্রহণ, রোগনির্ণয় ও উপযুক্ত চিকিৎসায় এ ধরনের জীবনঘাতী অসুস্থতা নিয়ন্ত্রণ নয় শুধু, অনেক ক্ষেত্রেই নিরাময় সম্ভব।
কাজী রফিকুল আবেদীন
সহকারী অধ্যাপক, ইউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি
সূত্র: দৈনিক প্রথম আলো, নভেম্বর ০২, ২০১১
আমার বেস কিছু দিন থেকে ঘন ঘন প্রসাব হচ্ছে,এর জন্য এক বার ডা. কাছে গিয়ে ছিলাম কিন্ত কোন লাভ হয় নাই । এখন কি করা যায় । বললে ভাল হোত।
ডায়াবেটিস আছে কিনা, পরীক্ষা করিয়ে নিন।
আমার বয়স ২৩/২৪। গত ২০ দিন যাবত আমার প্রস্তাবে যন্ত্রনা হচ্ছে। ভাল ডাক্তার দেখিয়েও ফল পাচ্ছিনা। লিঙে মাঝে মাঝে কিট কিট করে কামড় দেয়। খুবই অসুবিধা বোধ করি। কোন সমাধান থাকলে বলেন.??
শরীর কড়া হয়ে যাওয়া বলতে একটা কথা প্রচলিত আছে–সেরকম কিছু কি? প্রচুর পানি পান করুন। রাত জাগা চলবে না, সেক্সুয়াল একটিভিটি কমাতে হবে, নেশাদ্রব্য এড়িয়ে চলতে হবে। আর সময় মতো খাওয়া। কিছুদিন এভাবে নিজেকে কন্ট্রোল করে দেখতে পারেন অবস্থার উন্নতি হচ্ছে কিনা।
স্যার আমার। ৪-লিটার পানি পান করি।। কিন্তু আমার ৩-৪-৫ঘন্টা পর পর প্রসাব হয়। এটা কি ঘন ঘন প্রসাব। আমার প্রসাবের বেগ কমে গেছে কিছুটা। প্রসাব করার শেষ হওয়ার পর হালকা চাপ দিয়ে দিয়ে বাকি প্রসাব বের করতে হয়। আর আমার ঘুম খুব কম হয় স্যার। সারা দিন চিন্তা মাথায় থাকে।।। আর আমার সেক্স করার প্রবনতা কমে যাচ্ছে।। আমি মেডিসিন খাই। Zatral / ucol 2. স্যার আমার সারা দিন রাত খুব দুর চিন্তা হয়৷ সকালে প্রসাব করলে হালকা একটু হলুদ প্রসাব হয়।। কিন্তু সারা দিন রাত সাদাও একটু হলুদ হয়। আমি।। creatinine 1.2 urine text..normal…sugar test.5.2.. Ctscn-KUB normal… আমি এখন কি করতে পারি স্যার।।
আসসালামু আলাইকুম,, আমার ঘন্টায় দুই বার প্রসাব হয় প্রসাবে গন্ধ করে নাভির নিচে প্রচুর ব্যাথা করে যখন প্রসাদ আসে,, প্রসাব পরীক্ষা দিছি এবং নাভির জায়গাটা ও নিচে কম্পিউটার পরীক্ষা দিছি,, ডাক্তার বলছে কোন সমস্যা হয় না বেশি বেশি পানি খাবেন,,,,কিন্তু আমি ঠিকই বেশি বেশি পানি খায় কিন্তু আমি কোন উন্নতি দেখতেছি না আমার শরীরের,,আমি আপনার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এ সমস্যা সমাধানের ,,,,,
আমার বয়স ৪২ বছর। প্রসাবের সময় আমার একটানা হয় না, থেমে থেমে হয়। শেষ হওয়ার আগে ধাতু বের হয়। এটা কি কোন রোগ। যদি সমাধান দিতেন।
Dear Sir,
Amar boyes 32 Years . 2month dhore amar urgent urination and back pain hochchilo, Ami nije thekei USG/ Creatinine /PSA/Blood Fasting report /Color dropler / XRAY KUB/ korai , Sudhu USG report Prostate size 25.6gms mane samanno berechilo, Urine Routine result samanno albumin indect korchilo but culture report no growth , Dujon Urologist Doctor k dekhai Tara bolche bhoy pawar kichu nei , Urologist doctor suggestion den Orthopedic surgeon k dekhate bole arr ak jon doctor Neurologist k dekhate bolen ,Prostate 25.6gms size hoyeche onara puro ignore kore,Bolche report thik ache .
Erpore ami orthopedic doctor k dekhai uni blood test den HLA B27 AND VITAMIN D (25-OH) .
Only vitamin D result 21.60 Insufficiency pawa jay.
Now 2Month Vitamin D per week akta kore are daily calcium tablet kheye jachchi tobuo ghono ghono toilet ar pain bhalo hochchena
আমার ওভারিয়ান সিস্ট এর অপারেশন হইছে ২৪ দিন আগে।এখন পিটে হাড্ডির মাঝে খুব বেশি ব্যাথা করে আর প্রস্রাবের চাপ ও বারবার ধরে।কি করতে পারি??
আমার ঘুমের মধ্যে বীর্যপাত হয় বুঝতে পারিনা তার পর হটাত ঘুম ভেঙে যায় তার পর জালা করে এটা কেনো জল তো পরিমান মতো খাই
Sir
আমার নুনুতে ফেটে যাওয়ার মতো হয়েছে বা সাইড গোল ভাবে ফেটে গেছে
বলতে গেলে আমরা প্রসাব করার সময় যে নুনুটার গ্লাপস টেনে আনি আর যে চামড়া আসে গোড়ার দিকে ওই চামড়ায় ফেটে সাইড ভাবে ফেটে গেছে ঠিক হচ্ছে কি করবো যদি বলেন ঘরোয়া পদ্ধতি কারণ ডক্টর কে বলতে পারছি না ঠিক আপনি যদি বলেন sir please খুব টেনশন স আছি ঠিক হয় না আর প্রসাব এর পর ওই ফাটা জায়গায় জ্বালা পড়া করে
আমার বয়স ১৮। আমার হঠাৎ হঠাৎ যৌনাঙ্গের রাস্তায় জ্বলে আর মাঝে মাঝে মনে হয় পিপড়ের কামড় হচ্ছে।এটার কারণ আমি কিছু বুঝতে পারছি না। দয়া করে একটু জানাবেন
আমার বয়স ১৮। আমার হঠাৎ হঠাৎ যৌনাঙ্গের রাস্তায় জ্বলে আর মাঝে মাঝে মনে হয় পিপড়ের কামড় হচ্ছে।এটার কারণ আমি কিছু বুঝতে পারছি না। দয়া করে একটু জানাবে
সার আমার পুসাবে জালাপুরা করে। সব সময় না ২/৩ মাস পরে পরে জালা পুড়াকরে বা পসাবের সাতে সাদা সাদা আসে।
Amar ekjon 5 year er soto bon er urin ber houar somoy sathe white colour er poka ber hoy ekhon ki kora jete pare?
আমার বাম লাইটের নিচে যালা পুরা করে কি করবো
আমার মেয়ে বাচ্চার বয়স ১ বছর ৫ মাস। কার গত কিছু দিন ধরে প্রস্বাবের রাস্তা চুলকায় সেজন্য নিজেই হাত দিয়ে চুলকাতে থাকে এর সমাধানের জন্য কি করণীয়।
আমি যখন মুত্র করি তখন আমার মূত্র নাল র মূত্র খুব ই গরম থাকে
আমার মল ত্যাগ করার সময় মাঝে মাঝে প্রসাবের সাথে ভাতের মাড়ের মত কিছু যায়।
এটা কেন হয়?
হটাত করে আমার ছোট ভাইয়ের মত্রনালির রগ ফুলে গেসে এখন কি করনিয়?
Assalamu oyalaikum..
Ami Akta somossai vugsi onekdin holo..
Pani dakle nijeke atkai rakte pari nah..onek Pani khai..tar sate sate dine 20 ber we Moto prossab kori..
Protiber prossab korar por amr pa kapa Suru Hoy tokhon hatteo somossa hoy.
Amake Akta upay den kivabe e ATA tik korbo
Amar daibatis nai kento gono gono prosab hoi karon ke.
এটা আপনার পানি পানের মাত্রার উপর নির্ভর করতে পারে। অনেকের ব্লাডার ছোট থাকলেও এমন হয়। তাছাড়া মূত্রনালীতে কোন ধরনের ইনফেকশন থাকলেও এটা হতে পারে। খুব সমস্যা মনে করলে ডাক্তার দেখিয়ে নিবেন।
hi sir, this is joynal abedin
amar onek din jjabot kidney te pator, ami desher baire taki, (oman) goto 3 months age hotat kore amar komore beta shoro hoy and posraab er shate blood giye chilo, tar por amai ekhaner akta hospital teke treatment ni ultrasonography of abdomen korai, amar left kidney te 5.6mm stone dhora pore, ami ekhane pratomik treatment ni but kono lab ha howoate ami deshe jai,goto 2month age, Chittagong c.s.c.r hospital doctor ma. kashem er kach teke treatment start kori uni onek xray r ultra diye chilo, shob koralam, koranor por amar left kidney te 7mm 2ta and right kidney te 8 mm ta dhora poreche, doctor k report dekhalam uni bollen kono problem nai, 3 ta medicine dilo amai ( ranulof,cd-3,and febus) ami akhono porjonto medicine golo continue kortechi, goto 3din dhore amar posraab shys korar por vision jontrona kore, amon jontrona kore ta bashai prokash kora jabe na, r rate jokon gumate jai hatat kore linge pain shuro hoy tik same time a pain ta shuro hoy goto 2din dhore, r ami stone dhora porar por teke daily 6/7litre pani pan kori, r ha ami goto 25/11/17 te ami abar ultra korai tokon amar 2ta stone dhora pore, akta chilo centar a 4.3mm onnota kidney te chilo 6.3mm akhon amar kota hosse ami ey jontrona teke mukti pai kmne??????? r atar karon ta ki (jontronar)
ওষুধে সমাধান না হলে অপারেশন করে ফেলাই ভালো।
ভাই আমার ৪ মাস ধরে জোর।ডক্টর বোলসে আমার নাকি প্রসবের ইনফেকশন আসে ।
মেডিসিন নেই কিন্তু সাড়ে না কারণ কি।
আমার বেশ কয়েক মাস ধরে প্রস্রাব শেষ হয়ে আসার সময় ব্যাথা করে, শুরুতে ব্যাথা করে না। দিনে যতবার প্রস্রাব হয় তার মধ্যে দু তিনবার ব্যাথা করে , বিশেষত মলত্যাগের সময় প্রস্রাবের বেগ আসলে সেই সময় খুব বেশি ব্যাথা করে। 3-4 লিটার জল পান করি। কি করলে সমাধান পাব জানালে উপকৃত হব।
সির… আমি প্রচুর পানি পান করি… আমার ঘন ঘন প্রসাব হই।আইটা কি কোন সমস্যা…।
পানি বেশি পান করলে প্রস্রাব একটু বেশি এবং ঘনঘন হবে। সমস্যা নেই।
মেরুদণ্ড সহ কোমরে ব্যথা আর তল পেটে ব্যথা, অনেকদিন যাবথ সমস্যাটা, অনেক ডাক্তার দেখিয়েছি ফল পাচ্চি না, যদি একটি সমাধান থাকে তাহলে বলবেন প্লিজ
Alamin
আমার বেশ কয়েক মাস ধরে প্রস্রাব শেষ হয়ে আসার সময় ব্যাথা করে, শুরুতে ব্যাথা করে না। দিনে যতবার প্রস্রাব হয় তার মধ্যে দু তিনবার ব্যাথা করে , বিশেষত মলত্যাগের সময় প্রস্রাবের বেগ আসলে সেই সময় খুব বেশি ব্যাথা করে। 3-4 লিটার জল পান করি। কি করলে সমাধান পাব জানালে উপকৃত হব।
না পানি পান করার কিছু নিয়ম আছে আপনি যদি একটানে এক জগ পানি পান করেন তাহলে প্রাস্রাব ও পর পর হতে থাকবে এটা সমস্যা হবে না তাও ইউরোলজিস্ট দেখিয়ে কিছু পরিক্ষা করে নিতে পারেন
Amar linger mathar sedro bere gese samner dik e etar jonno pant porte problem hoi ata aste aste bere e jasse ekhon amar ki koroniyo
হালকা চিন্তায় ২ কান গরম হয় সমাধান কি?
সমস্যাটা শুরু হয়ে কাধ এবং গলা থেকে। টেনশন হলে এই জায়গা শক্ত হতে শুরু করে। আপাতত কাধে, গলায়, মাথায় ম্যাসাজ নিয়ে দেখতে পারেন।
আমার ঘনঘন প্রসাব, ডক্টর বলেছে ইনফেকশন , ঔষধ খাই ফুল কোচ চারমাস,এরপরে ও আমার ঘনঘন প্রসাব হয়,প্রসাব করে আসলে ও মনে হয় আবার প্রসাব আসছে,তলপেটে কেমন যেন লাগে,আর লিঙ্গের মাথায় প্রসাব আছে এ রকম লাগে সবসময়, কি করবো এখন
ভাই আমার একটা এক্সিডেন্ট হয় পরে ডাক্তার কিছু ঔষধ দিছে খাওয়ার পর প্রসাবের রাস্তা চেপে গেছে বা চিকন হয়ে গেছে এখন ডাক্তার বলতেছে অপারেশন করতে এখন কি অপারেশন ছাড়া কি কোনো চিকিৎসা ব্যবস্থা আছে কি
এখন প্রসাব হয় কিন্তু চিকন হয়ে আসে
হালকা চিন্তায় ২ কান গরম হয় সমাধান কি? এ প্রস্নের উত্তরে আপনি পরামর্শ দিয়েছেন, কাধে, গলায়, মাথায় ম্যাসাজ নিয়ে দেখতে পারেন। দেখা হয়েছে কোন উপকার পাই নাই ২য় পরামর্শ দয়া করে দিবেন কি?
কিছুদিন চালিয়ে যাওয়া উচিত।
আপনার কানের ভিতরে কোন ইনফেকশন আছে কিনা বা অন্য কোন সমস্যা আছে কিনা, সেটাও নাক কান গলা বিভাগের কোন ডাক্তার দেখিয়ে পরীক্ষা করে নিতে পারেন। এরকম কিছু হলে হয়তো ঔষধ বা অন্য কোন উপায়ে এর চিকিৎসা হতে পারে।
স্যার আমার বয়স 23 বছর
আমার 3 মাস যাবত প্রসাব এ জালাপোড়া হয় এবং তলপেটে ব্যাথা করে।
আমি প্রথম অবস্থায় প্রাথমিক চিকিৎসা নেই আমাকে সিপ্রো দেয় খাইতে ৭ দিন খাওয়ার পরে কমে যায় কিন্তু কিছু দিন পরে আবার প্রসাব করতে গেলে জালাপোড়া শুরু হয় পরে আমি পুপুলার এ চেকাপ করাই প্রসাব কিডনি আল্টা করায় সেখানে শুধু প্রসাবের ইনফেকশন ধরা পরে আমাকে u maction bd 100 খাইতে দেয় ১০ দিন আজ থাকে 2 দিন হলে খাওয়া শেষ। আজ আবার তলপেটে ব্যাথা এবং প্রসাব এ জালাপোড়া ভাব হচ্চে আমি বুঝতে পারতাছি এইটা আবার বেশি হবে আর আগেও এমন হইছিলো।
এ ক্ষেত্রে আমার করুনিও কি প্লিজ জানাবেন স্যার অনেক টেন্সন হয়।
আমি ইমকন ১ ঔষধ টি খাওয়ার ১ দিন পরেই যোনিপথে চাকা চাকা রক্ত যায়। এটা কোন সমস্যা হবে কিনা? একটু জানাবেন প্লিজ
Amar posraber shate birjo ber hoy ar jonno doctor dhekiyce kon opkar paccina
মূলত বীর্যপাতের সময় বীর্য বের হয়ে আসতে বাধাপ্রাপ্ত হলে এরকম সমস্যা বেশি হয়। আপনি যখন বীর্যপাত করেন, তখন কি কোনভাবে লিঙ্গ চেপে বা অন্য কোন ভাবে বীর্য বের হয়ে আসতে বাধা দেন?
আমার বয়স ২৯ ডায়বেটিস নাই,প্রসাব হয় নালে নালে, প্রসাব পুরা শেষ হয়না,অনেক ২ -১ সময় দেখা যায় প্রসাবের সাথে পাতলা বিরযো বেরহয় আর এমনেতে বিরযো পাতের সময় বিরযো বের হয় খুবই আস্তে আস্তে স্পিড সারাই, করনিও কি বলবেন স্যার
স্যার অামার মাঝে মাঝে কোমর দুর্বল হয়ে যায়, ধাতু ক্ষয় হয় কিনা শিওর না
বেশকিছুদিন থেকে আমার ঘন ঘন প্রশ্রাব হচ্ছে । আমি প্রচুর পানি পান করি সেটা কি কারন ? আবার প্রশ্রাবের আগে ও পরে প্রশ্রাবের রাস্তা জ্বালাপোড়া করে কিছুক্ষন । ইদানিং একটু মানসিক টেনশনে আছি । মাঝে মাঝে তলপেটে একটু অস্বস্তি বোধ হয় । যদি সমাধান জানাতেন বা কোন ডাক্তারের কাছে যাব কি না ।
ধন্যবাদ
খুব সম্ভবত প্রচুর পানি পান করার জন্যই হচ্ছে। প্রস্রাবের জ্বালাপোড়ার জন্য কিছুদিন রাতে একটু বেশি ঘুমানোর চেষ্টা করেন। কোন মতেই রাত জাগবেন না। সেই সাথে খাওয়ার দিকেও খেয়াল রাখবেন না। কখনোই যেন খাওয়া মিস না হয়ে যায়। শাকসবজি-ফলমূল বেশি খাওয়ার চেষ্টা করবেন।
এতে যদি সমাধান না পান, তাহলে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করাবেন।
আমার প্রস্রাবে ইনফেশন ছিল।এখন পাস সেল ০-৩,তারপর ও পানি একটু কম খেলে মনে হয় হালকা জ্বালা করে পানি খেলে ঠিক হয়ে যায় আমি এন্টি খেয়েছি কে,ইউ.বি করেছি
বেশি বেশি পান পান করুন।
অনেক দিন থেকে আমার ঘনঘন প্রশ্রাব হচ্ছে। তার সাথে আমার শরিল সুকিয়ে যাচ্ছে| আমার চোখ নিচের দিকে যাচ্ছে আমি অনেক চিন্তায় আছি কি করব বুঝতে পার ছিনা
ডায়াবেটিস আছে কিনা, পরীক্ষা করিয়েছেন?
পানি বেশি খেলে ঘন ঘন প্রস্রাব হতে পারে। যদি এমন কিছু না হয়, তাহলে একবার ডায়াবেটিস পরীক্ষা করে নিন।
শরীর শুকিয়ে যাচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না বলে। সেই সাথে ঘুম কম হলে চোখ কোটরাগত হয়ে যেতে পারে।
আমার বেশ কয়েক মাস ধরে প্রস্রাব শেষ হয়ে আসার সময় ব্যাথা করে, শুরুতে ব্যাথা করে না। দিনে যতবার প্রস্রাব হয় তার মধ্যে দু তিনবার ব্যাথা করে , বিশেষত মলত্যাগের সময় প্রস্রাবের বেগ আসলে সেই সময় খুব বেশি ব্যাথা করে। 3-4 লিটার জল পান করি। কি করলে সমাধান পাব জানালে উপকৃত হব।
Sir Ami India theke bolchi Amer somosa holo je khub ghono ghono prosab hoy urologists doctor dekeyachi doctor RGU test kore bolchi he prosab er nali uchu Acha kintu doctor amke silodosin capcul deyacha kintu khub atka Valo nai Ami sir please help me
আসসালামু আলাইকুম স্যার,, আমার প্রসাব ক্লিয়ার না,,ফোটা ফোটা আসে,,করার পরে,,,,ইসলামমি ব্যংকে ড,আসাদুজ্জামান স্যারকে দেখাইছি সে বল্লো অপারেশন করতে হবে,,আর অপারেশন করলে বাচ্চা হবে না,,,এখন স্যার আমার সেকক্স খুব দুর্বল,, কি করবো ভেবে পাচ্ছি না,,,,আমাকে একটা ভালো পরামর্শ দেন স্যার প্লিজ, প্লিজ আমি খুব টেনশনে আছি,,io
আমার প্রস্রাব করার সময় বাধা মনে হয় আর প্রায় সময় ব্যথা অনুভুত হয়। আমি uriten10mg(1month) ,pinor25mg(1month),nystat7days খেয়েছি।বাধা এখন কম হলেঅ ব্যাথা এখন ও আছে। আমি কি করব এখন।।।।।দয়া করে পরামরশ দিবেন
ডাক্তার দেখিয়ে ছিলেন?
বেশি বেশি পানি পান করুন। রাত জাগবেন না। সময় মতো খেয়ে নেবেন। নিয়মিত কিছু না কিছু ব্যায়াম করুন।
Sir Ami India theke bolchi Amer somosa holo je khub ghono ghono prosab hoy urologists doctor dekeyachi doctor RGU test kore bolchi he prosab er nali uchu Acha kintu doctor amke silodosin capcul deyacha kintu khub atka Valo nai Ami sir please help me
amar somossa hossa ami prosab control korta parsina .j kono somoy prosab bar hoya jassa .ar basihon prosab dhora rakta parsi na .akon ami ki korta pari.
প্রস্রাব ধরে না রাখাই ভালো। তবে একেবারে কন্ট্রোলের বাইরে চলে গেলে ডাক্তার দেখানো উচিত যে কোন ইনফেকশন আছে কিনা। তবে মানসিক দুশ্চিন্তা না থাকলে এসব সমস্যা কম হয়। আর কেজেল ব্যায়াম করলেও উপকার পাবেন।
আমি ইমকন ১ ঔষধ টি খাওয়ার ১ দিন পরেই যোনিপথে চাকা চাকা রক্ত যায়। এটা কোন সমস্যা হবে কিনা? একটু জানাবেন প্লিজ
Sir amar nunu theke sadha pani pore.. R amar mutu korar somoy. Onek betha kore.. Ami onek pani pan kori.. Kono kaj hoi nai…7 day hoa gelo. Akhon amar voi kortache amar nunu futa fak hoiya thake.. Ki korle amar ai shada pani pora off hobe. Janaben.please sir.
আমার বয়স ২৩, অববিাহতি, আমি প্রসাব control করতে পারছি না ।বিশেষ করে ঘুমন্ত অবস্থায় প্রসাব ঝড়ে যায়।
কি বিরক্তিকর অবস্থা! এক জন *যৌ*ন* ডাক্তার সাথে দেখা করছিলাম কোন কাজ হয় নাই।
আমি এর জন্য কোন বিষয়রে ডাক্তার এর কাছে যেতে পারি?
বাংলাদশে এর কি কোন ভালো চকিৎসা আসে?
please give me…………….
details information.
মানসিক ভাবে দুশ্চিন্তাগ্রস্থ থাকলে তার একটা পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে এমন হতে পারে।
নিজে বুঝতে না পারলে অন্য ডাক্তার দেখাতে পারেন।
আমি দিন দিন অনেক শুকিয়ে যাচ্ছি আমি আগে সাভাবিক মোটা ছিলাম এখনও আমি ১৫-২০ ভালো থাকি তার পর আমি আবার অনেক শুকিয়ে যাই আর আমি এক মাস পরপর হস্তমৈথন না করি তাহলে আমার প্রসাবের সাথে বির্য বের হয় আমি এটা নিয়ে খুব চিন্তায় আছি। plz plz আমাকে খুব তারাতারি যানাবেন
হস্তমৈথুন বা সেক্স না করলে একটা সময় পরে স্বপ্নদোষ হবে। তা না হলে বীর্য বর্জ্য হিসাবে প্রস্রাবের সাথে বেরিয়ে যাবে। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই।
১৫-২০ ভালো থাকার ব্যাপারটা বুঝলাম না। জীবনযাত্রায় হঠাত করে বড় রকমের পরিবর্তন আনবেন না। সবদিনই সময় মত খাবেন, সময় মতো ঘুমাবেন। নিয়মিত ব্যায়াম করবেন। এতে সব ঠিক থাকবে।
Sir amar nunu theke sadha pani pore.. R amar mutu korar somoy. Onek betha kore.. Ami onek pani pan kori.. Kono kaj hoi nai…7 day hoa gelo. Akhon amar voi kortache amar nunu futa fak hoiya thake.. Ki korle amar ai shada pani pora off hobe. Janaben.please sir.
আমি প্রস্রাব করে আসার পর ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়তে থাকে অনেক খন যাবত এটার কোনো সলিউশন আছে ।
আমার গত দুই দিন যাবত প্রশ্রাবে জ্বালাপোড়া আর হালকা পুঁজ বের হচ্ছে।এখন কি করবো বুঝতে পারছিনা,যদি কিছু সাজেস্ট করেন।
আমার বয়স ৩০ বছর আমি আমার বউ এর সাথে সেক্স করে আনন্দ দিতে পারি না কিভাবে সেক্স পায়র বানাবো দয়া করে খুব তারাতারি যানাবেন স্যার
একটু খুলে বলুন। কেন আপনার এমন মনে হচ্ছে? সেক্সের সময় কী হয়?
সেই সাথে আপনাদের দুজনের বয়স উচ্চতা ওজন জানান।
ami jokhon handalin kori tokhon linge betha hoy r mal khaile ki kono oshuvida ase
ব্যথা হলে হয়তো চাপ বেশি পড়ছে বা আপনি বেশি বেশি হস্তমৈথুন করছেন।
অসুবিধা নাই। এটা যার যার রুচির ব্যাপার।
আমার সমস্যা টা নিয়ে আমি অনেক টেনশনে আছি এখন। সমস্যা টা বিশাল হয়ে গেছে এখন। আজকে সারা দিন আপনার সাইটে সময় কাটালাম। অনেক কিছু অজানা ছিল, সেইগুলো জানতে পেরেছি। এই জন্য আপনাকে বা আপনাদেরকে, যারা এই সাইট এর পিছনে মূল্যবান স্রম ও সময় দিয়ে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ রইলো প্রথমেই।
আমার সমস্যার ব্যাপারে শুরু করছি। জাস্ট একটা অনুরধ, ‘প্লিজ আমাকে বাঁচান’।
আজ থেকে প্রায় ৩.৫-৪ বছর আগে থেকে আমার ঘন ঘন প্রস্রাব শুরু হয়। প্রথমে এক ‘general practitioner’ ডাক্তার এর কাছে গিয়ে ছিলাম। তিনি কিছু এন্টিবায়োটিক দেন, নাম মনে নেই, তখন এর প্রাইস ছিল ৫০ টাকা পার ট্যাবলেট। ত এক সপ্তাহ খাওয়ার পর কিছুটা কমে। কমে বলতে আগে আধা ঘণ্টা পর পর হত। এইটা খাওয়ার পর ১ ঘণ্টায় যায়। তারপর ১৫-২০ দিন পর থেকে আবার আধা ঘণ্টায় চলে আসে। এরপর থেকে শুরু হয় বিরিক্তিকর অভিজ্ঞতার পর অভিজ্ঞতা। আমি ঢাকায় আসি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার এ ভর্তি হতে। এসে পরি বিপাকে। কারন আগে গ্রামে ছিলাম। প্রস্রাব ধরলে ও আশে পাশের ঝোপ ঝারে কাজ সারা যেত। কিন্তু ঢাকায় এসে ত আর তা সম্ভব না। বাসা থেকে বের হয় ১০ টাকার রিস্কা পথ পারি দিয়ে মেইন রোড এ এসে মসজিদের টয়লেট এ প্রস্রাব করি একবার। তারপর ৫ টাকার বাস পথ পারি দিয়ে কোচিং সেন্টার এ করি একবার। ক্লাস হয় ৪৫ মিনিট এর। ক্লাস সেশ করে দৌরে জেতে হয় টয়লেট এ। প্রচুর ভিড় কাঁটিয়ে যখন টয়লেট এ যেয়ে কাজ শেষ করতে করতে মনে হয় প্রস্রাব থলি ফেটে যাবে, এই অবস্থা।
আমি গ্রামের ছেলে। সাড়ে তিন বছর আগে ঢাকায় এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে যে অনার্স এ ভর্তি হয়েই পড়াশোনার ফাকে একটা পার্ট টাইম জব খুজে নিবো অথবা টিউশনি করবো। আর যে সময় পাব খালি রাস্তা ঘাট ঘুরে ঘুরে দেখবো। তখন হিমু পড়তাম অনেক। হুমায়ন আহামেদ এর প্রায় সব বই আমার মুখস্থ। যাইহোক, এখন পরি তিতুমিরে। আর থাকি টঙ্গি তে। টঙ্গি থেকে তিতুমিরে জেতে আমার প্রায় জান চলে যায়, প্রস্রাব এর বেগ ধরে রাখতে গিয়ে। অনেক সময় বিপদ এর উপর বিপদের মতো, প্রস্রাব এর বেগ ধরে রাখতে রাখতে পায়খানার বেগ ও চলে আসে। এইসব কষ্ট এর ভয়ে এখন আর কলেজেই যাই না। ফার্স্ট ইয়ারে কষ্ট করে ও কিছু ক্লাস করেছিলাম। সেকেন্ড ইয়ার থেকে আজ অব্দি, এখন থার্ড ইয়ার এ আছি, কলেজে নিতান্ত প্রয়জন না হলে যাই না। আমার পরীক্ষাগুল আমি মন মতো শান্তিতে দিতে পারি না। প্রথম বর্ষে আমার ফার্স্ট ক্লাস থেকে ১০নাম্বার কম এসেছে। এইজন্য অনেক বকা খেতে হয়েছে গার্জিয়ান এর কাছ থেকে। আসলে পরিক্ষা দিবো কি ! প্রস্রাব এর বেগ সামলাতে গিয়েই বিপাকে থাকি। এমন ও হয়েছে, স্যার বা মেম পরিক্ষা শেষ না হলে কাউকে বের হতে দেয় না। আবেদন করে বুজিয়ে ও কাজ হয় না। শেষে পরিক্ষা শেষ না করেই খাতা জমা দিয়ে বের হয়ে আসতে হয়েছে। এইগুলো বন্ধুরা বা আশে পাশের কেউ বুজে না। বুজতে চায় না। তারা হেসে উড়িয়ে দেয়। বাবা মার কাছে বললে তারা টেনশনে এ থাকে। চিকিৎসা করে। কিন্তু কাজ হয় না। আর জার সমস্যা সে বুজে যে কত বর সমস্যা। অন্ন লোক তো আর বুজে না। তাই বাবা মা ও অনেক সময় বন্ধুদের মতো বলে যে এইসব কিছু না। কিন্তু আমি জানি যে এইভাবে চললে আমি শেষ। সেকেন্ড ইয়ার এ পরিক্ষায় মাত্র ৩ টা পরিক্ষায় অংস নিতে পেরেছি। বাকি গুল ২০-৩০ নাম্বার আন্সার করেই বের হয়ে যেতে হয়েছে। এই প্রস্রাব সমস্যা আমার লিখা পড়া ও ক্যারিয়ার একদম শেষ করে দিচ্ছে তিলেতিলে। তাই এখন স্বপ্ন দেখি না। ঘরে বন্দি থাকি। স্বেচ্ছায় নির্বাসন জাকে বলে, সেই অবস্থায় আছি। বন্ধুরা ঘুরে ফিরে, আমি শুনি। ওরা কলেজে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁটায় আমার খুব যেতে ইচ্ছা করে, ভয় পাই। গেলে ও থাকতে পারি না। বার বার টয়লেট এ যেতে হয়। কোন মেয়ে বান্ধবি নেই আমার। এই সমস্যার কারনে কোন মেয়ের সাথে কথা বলি না। পাছে, বন্ধুত্ত হয় এবং সে জেনে যায়, আর যদি আবার হাসাহাসি করে ! যাইহোক, আমি ধিরে ধিরে এখন মানসিকভাবে এতোটা ই দুর্বল হয়ে গেছি যে, নিজে এখন ছায়া মানব হয়ে গেছি। চেষ্টা করি মানুষের সাথে মিশার। এখনো চেষ্টা করি। কিন্তু পারি না। আমি আমার সব প্রচেষ্টা দিয়ে চেষ্টা করছি মানসিকভাবে স্থির থাকার জন্য। মানুষের সাথে মিশে চলার জন্য। কিন্তু পারচি না আমি। বার বার বেরথ হচ্চি। ফলে এখন মানুষের সাথে চলা ফেরার অনেক রিতি নিতি আমি ভুলে গেছি। আমি হয়ে গেছি মানুষের মাঝে থেকেও ভিন গ্রহের প্রানি। এত চেষ্টা করতে করেত ক্লান্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় আত্মহত্তা করি। বাবামার বড় সন্তান আমি। অথচ এখনো বাবার টাকা দিয়ে আমার পকেট খরচ চালাতে হয়। এই লজ্জা আমি কোথায় রাখি ! যেখানে বন্ধুরা ৩-৪ বছর আগে থেকেই নিজের খরচ নিজে যোগায় টিউশনি করে। টিউশনি করতে গেলে পড়াতে পারি না ঠিকমতো। এখন ১০-২০ মিনিট পর পর প্রস্রাব এর বেগ ধরে। তাই মনোযোগ চলে যায় প্রস্রাব এর বেগ সামলাতে গিয়ে। চেষ্টা করি অন্যদিকে মনোযোগ দিয়ে পরিয়ে যেতে। পারি না আমি, পারি না। বাবা খুব বড় চাকরি করে না। ছোট একটা চাকরি করে। আমার অবস্থা জানে বলে কিছু বলে না। কিন্তু তারপর ও মাঝে মাঝে বলে উঠে যে কিছু একটা কর, আর পারছি না আমি। আমার যে কি অসহায় লাগে তখন!
ডাক্তার দেখিয়েছি কত তা আমার নিজের ও মনে নেই। এক্সরে, কিডনির যে একটা টেস্ট আছে, নাম ভুলে গেছি, ওইটা ও অলরেডি ৪-৫ বার করিয়ে ফেলেছি। এছাড়া ইউরিন টেস্ট, ডাইবেটিস টেস্ট ও করিয়েছি। বারডেম এর ডাক্তার, উত্তরা মেডিক্যাল হাস্পাতাল এর ডাক্তার, পাড়ার হোমোপেথি ডাক্তার, হোমোপেথি তে এক্সপার্ট এইরকম ডাক্তার, পার্সোনাল চেম্বারের ডাক্তার, বাকি নাই। এই পর্যন্ত মনে হয় টোটাল ১২-১৫ ডাক্তার আমি আমি দেখিয়েছি। রিপোর্ট এ কোন সমস্যা পান না তারা।
কিছু ঔষধ এর নাম আমি বুজতে পারছি না। যেইগুল পারছি, সেইগুলো লিখে দিলাম যে আমি কি কি এই পর্যন্ত খেয়েছি।
Ucol2-(3 months)
Zymet(5 months)
melixol and frenxit(5 months)
Eormax(2 months)
Vicet(2 months)
Enablix(7.5)(one months)
Afix-200mg
Nixon-500mg
ইত্যাদি
মানসিক অস্তিরতা আগে ছিল না। এখন এক দের বছর ধরে আছে। যে অশান্তিতে বাস করছি, মানসিক অস্থিরতা কন্ট্রোল করতে হিমশিম খাচ্ছি। মনোজগৎ পরতাম আগে। তাছাড়া আমি বইয়ের পোকা। তাই, বিভিন্ন বই এ বর্ণিত উপায়ে মানসিক অস্থিরতা কমানোর চেষ্টা করি, কিন্তু পারি না। আগে কোন এক্সাটিং ব্যাপারে ও সবকিছু কন্ট্রোল করে নিতে পারতাম। পরিক্ষার আগের রাতে সুন্দর সুনিদ্রা হত। এখন পরিক্ষার আগের রাতে ঘুমাতেই পারি না পরের দিনের টেনসন এ। মানুষ থাকে পরিক্ষার টেনশনে। আর আমি থাকি কিভাবে পরের দিন পরিক্ষার হলে প্রস্রাব এর বেগ সামলাবো সেই টেনশনে।
আমি আপনার অনেক সময় নষ্ট করে ফেললাম। এই পোস্ট পরতে গিয়ে আমি নিশ্চয়ই মনে মনে আমাকে বকা দিয়েছেন, যে এত বর পোস্ট লিখার কারনে। কিন্তু কি করবো স্যার, এইটা যে আমার জীবন মরন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ নাকি কাউকে হেল্প করার জন্য অন্ন কাউকে উসিলা করে দেন। তাই আপনার কাছে আকুল আবেদন প্লিজ আমাকে সাহজ্জ করুন। না হয় কবে আত্মহত্যা করে বসি আমি নিজেও জানি না। কন্ট্রোল করতে করতে হাঁপিয়ে উঠছি। আর পারছি না। :'( :'( :'(
একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি মাঝে মাঝে হস্তমউথুন করি। এতে প্রস্রাব এর বেগ ১ ঘণ্টার মতো বাড়ে তাই। আসলে সুখের চেয়ে ১০-২০ মিনিট থেকে ১ ঘণ্টা পর পর প্রস্রাব হয়, সেই কারনে বেশি করা হয়। সপ্তাহে ৩-৪ বার এর মতো। তবে এই ১ ঘণ্টা পর পর সময়তা হস্তমউথুন করার পর ৪-৫ ঘণ্টার মতো থাকে।
বয়স ২১ বছর নয় মাস। উচ্চতা- ৫ ফুট৬.৫” ওজন ৬৭ কেজি। ঘুম- ডেইলি-৮-৯ ঘণ্টা। লিঙ্গের আকার- ৫.১০”(উত্তেজিত অবস্থায়), নর্মাল অবস্থায়- ৩.৮”, রাউনড- ৫”(উত্তেজিত অবস্থায়), উত্তেজিত হলে লিঙ্গের উপরের রগ দেখা যায়। সেক্স করার দিকে প্রচুর আগ্রহ। এই পর্যন্ত চারবার প্রতিতালয়ে গিয়েছি ২ মাসের ভিতরে। আসলে গিয়েছিলাম, বন্ধুরা বলে সেক্স করলে নাকি এই সমস্যা কমবে তাই, কিছুটা উপকার পেয়েছিলাম সেই সময়। শেষ গিয়েছি প্রায় এক বছর আগে। এর পর আর যাইনি। যেই ওষুধ ই খাই না কেন, কয়েকদিন কমলে ও আবার বেরে যায় প্রস্রাব।
দয়া করে আমাকে সাহায্য করুন। প্লিজ প্লিজ প্লিজ।
হস্তমৈথুনের সময় লিঙ্গের পাশাপাশি পেলভিস পেশীতেও রক্তসঞ্চালন হয়। ফলে সেটা শক্ত, সুদৃঢ় থাকে কিছুক্ষণ। ফলে প্রস্রাবের বেগ চাপিয়ে রাখতে পারে। কিন্তু মাত্রাতিরিক্ত হস্তমৈথুন খারাপ হতে পারে পরের দিকে। তাই এই পেলভিস পেশীটাকে স্থায়ী ভাবে শক্ত করতে আপনার কেজেল ব্যায়ামটাই উত্তম।
আরেকটা ব্যাপার, দুশ্চিন্তা বেশি হলে পেশি ঢিলা হয়ে যাবে, তখন প্রস্রাব ঠিক মতো হবে না, বার বার হতে চাইবে। তাই সমস্যাটাকে স্বাভাবিক ভাবে নিয়ে প্রতিকারের ব্যবস্থা করবেন। একদম টেনশন করবেন না। বন্ধুদের সাথে আড্ডা দিন, হাসিখুশি থাকার চেষ্টা করুন।
আমার বয়স 22। আমার দিনে প্রচুর প্রস্রাব হয় 20 বার এর মতো । আমি Doctor দেখাইছি সবগুলো রিপোর্ট নরমার। এখনো প্রচুর প্রস্রাব হয়। এখন কি করণীয়
আপনি খুব সুন্দর করে আপনার সমস্যাগুলো তুলে ধরেছেন। পড়তে পড়তে বিরক্ত নয়, আপনার জন্য কষ্টই হচ্ছিল। এখনো হচ্ছে। ডাক্তার দেখেও যদি সমস্যা না ধরতে পারে, তাহলে আমরা শুধু এটুকু শুনে কতটুকু করতে পারব, জানি না।
সমস্যাটা অনেকদিনের। তাই একদিনের এর নিরাময় করতে পারবেন না। এতদিন যখন ধৈর্য্য ধরেছেন, তখন আরো কিছুদিন দেখুন। আমরা আপাতত আপনার জন্য কেজেল ব্যায়ামের কথা বলতে পারি। এই পোস্টটিতে বিস্তারিত পাবেন। এইটা করলে আপনার পেলভিস পেশী সুদৃঢ় হবে। প্রস্রাব সামলাতে এটা কাজে দেবে। এটা কিছুদিন নিয়মিত ভাবে, মনোযোগ দিয়ে করে দেখুন। আশা করি উপকার হবে।
এছাড়া নিয়মিত অন্যান্য ব্যায়াম চালিয়ে যেতে পারেন।
*এ ধরনের *যৌ*ন* বাহিত লোক টেনশনে বেশি কথা বলবে তা সাভাবিক..
*যেহেতু লোকটির রোগ অনেক দিন হয়ে গেছে এখনও ভালো হয়নি।সেহেতু,
তার প্রথমে প্রোসাব ইনফেকশন হয়ে তা এনটিবায়টি ঠিক মতো শেষ না করায় অনেক দিন জমে থাকায় তার ইরোথাইটিস রোগ আসতে,আসতে তার পোস্টেট এ ইনফেকশন বা প্রেস্টেটাইটিস হয়েছে মনে হয়। তাই ওনাকে তিন মাসের জন্য টামসোলজিন দিতে পারেন। স্যার যেহেতু প্রোসাব কনটলের বাহিরে চলে গেছে তাই ।যুগের পরিবর্তন হয়েছে,পরন্য মুভি বেড়েছে ,সব কিছুর পরিবর্তন এসেছে…..
প্রেস্টেটাইটিস এখন শুধু ৬০ এর পরের ব্যক্তিদেরই হয় না যুবকদেরও হয়।
কেজেল বেয়াম কিভাবে করে।।
এখানে দেখুন– https://goo.gl/YXBckh
কেজেল বেয়ামের নিয়ম কি
Hello, দাদা আমার ও তো একই অবস্থা, আমিও তো প্রসাব করতে করতে বিরক্ত হয়ে গেছি।
অমনি এখন কেমন আছেন?
আমি কোরিতে আছি। বয়স ২৭, ওজন ৪২ (ওজন কোনভাবেই বারাতে পারচি না)। অবিবাহিত। অনেক দিন ধরে আমার বা পায়ে প্রচন্ড বেথা হচ্ছে। শুধুমাত্র বা পা। কিছু দিন ভাল থাকে আবার সুরু হয়, বিশেষ করে হস্তমৈথুন করলে পরের দুই তিন দিন বেশি বাথ্যা থাকে। কিন্তু হস্তমৈথুন ও কন্টল করতে পারছি না। Newral-B খেয়ে কিছুটা আরাম হয়। কিন্তু এটা কিসের কারনে হচ্ছে সেইটা জানা বিষেশ প্রয়োজন। solution দিলে বিশেষ উপকার হত। ধন্যবাদ।
ব্যায়াম করেন। বেশি বেশি খান আর ঘুমান।
আমার পায়খানার রাস্তাই কেন জানি মনে হয় ছোট কাটা আছে। যা একটু একটু পায়খানার সামই ব্যাথা করে। একটু blod গেছে। কিছু extra বেড়েছে বলে ও মনে হয় না।
শাকসবজি বেশি বেশি খান। তারপরও সমস্যা মনে হলে ডাক্তার দেখাবেন।
আমার বয়স ২৪বছর।আমি গত ১৫ দিন ধরে ঘর থেকে বের হইনা ইদানিং দেখছি আমার দিনে প্রতি এক থেকে দুই ঘন্টা পর পর প্রস্রাব ধরে এবং প্রসাব করার শেষ পর্যায় দেখি প্রসাব বের হতে বাধা প্রাপ্ত হচ্ছে।আর ঘরের বাহিরে থাকলে ছয় সাত ঘন্টা পরে প্রসাব ধরে।আমি স্বাভাবিক পানি পান করি কম ও না বেশি ও না।আমার প্রস্রাবের রং মাঝে মধ্যে হলুদ দেখি আর সবসময় সাদা থাকে।দিনে বেশি প্রস্রাব করলে লিঙ্গে হাল্কা বেথা অনুভব করি।আমি এখন খুব চিন্তার মধ্যে আছি যে আমার লিঙ্গে পাথর হল নাকি।সামনে আমি বিয়ে করবো বিবাহ জীবনে কোন সমস্যা হবে নাকি এ নিয়ে এখন আমি খুব চিন্তিত।আমাকে ভালো একটি পরামর্শ দিয়ে সাহায্য করুন please।
ঘর থেকে একেবারে বের না হওয়া ঠিক নয়। হাটাচলা বজায় রাখুন। মাঝে মাঝে হলুদ হয় যখন পানি খাওয়া কম হয়। তবে হলুদ মানেই সমস্যা নয়। প্রস্রাবে শরীরের বর্জ্য থাকলে তখন কালার হয়। পানি বেশি খান, খাওয়া-দাওয়া আর ঘুম ঠিক রাখেন। শরীর যেন কড়া না হয়ে যায়। ব্যায়াম করেন।
আমার বয়স ২৬।আমি অনেক বেশি হস্থমইথুন এ অভ্যস্ত ছিলাম। এই রজায় আমি হস্থমইথুন করিনাই। কিন্তু আমি একটা সমস্যা খেয়াল করছি।আমি প্রসাব এর সাথে বীর্যপাত হয়।৩-৪ দিন হয়েছে এই সমস্যতা।।উত্তর দিলে উপকৃত হব।
হস্তমৈথুন না করলে বীর্য স্বপ্নদোষ বা অন্য কোন উপায়ে বের হয়।অনেক সময় বীর্য মুত্রথলিতে জমা হয়। সেখান থেকে প্রস্রাবের সাথে বের হয়ে যায়।
স্যার আমার হঠাৎ করে ১ মাস আগে প্রচুর প্রসাবের বেগ আসতো প্রসাব ঝরে ও পরত ইউরোম্যাক্চ. ৪ এক মাস খেয়েছি। এখন মনে হচ্ছে কিডনির কোন সমস্যা হল কিনা ভয় হচ্ছে।
মানসিক দুঃচিন্তায় ভুগছি। প্রসাবে কোন জ্বালা পোড়া নাই। এখন কি করতে পারি।
প্লিজ একটু সহযোগিতা করেন।
Sir,
১)আমি হস্তমৈথুন করি না কিন্তু স্বাভাবিক ভাবে *যৌ*ন* উত্তেজিত হয়ে ইচ্ছা করে লিঙ্গ মুণ্ড চেপে ধরে রাখি যাতে বীর্য না বেরিয়ে আসে ।।তারপর কিছুক্ষন পর প্রসাব করে আসি। এটা কি খুবই ক্ষতিকর ???
২)আমার মাঝে মাঝে প্রসাবের সময় লিঙ্গের মাথায় খুবই খুবই কাঁটা কাঁটা অনুভূত হয়।সমস্যাটি আমার বয়স যখন ৯ বা ১০ বছর তখন ও দেখা দিয়েছিল ডাক্তার বলেছিল মুসলমানি করালে ঠিক হয়ে যাবে,ঠিক হয়েছিল কিন্তু আজ এত বছর পর এসে আবার এই সমস্যাটি হঠাত্ হঠাত্ করে দেখা দিচ্ছে ।।
কি করতে পারি আমি???
দয়া করে জানালে খুবই উপকৃত হতাম ।
ধন্যবাদ
ওরকম কাজ বেশি করবেন না। বীর্য বেরিয়ে এলে বাইরে ফেলে দেয়াই ভাল।
বেশি বেশি পানি পান করে দেখতে পারেন প্রস্রাবের সমস্যার সমাধান হয় কিনা। সেই সাথে রাত জাগা যাবে না। ঘুমও ঠিক রাখতে হবে।
আমার বয়স 22। আমার দিনে প্রচুর প্রস্রাব হয় 20 বার এর মতো । আমি Doctor দেখাইছি সবগুলো রিপোর্ট নরমার। এখনো প্রচুর প্রস্রাব হয়। এখন কি করণীয়
আমার বয়স ১৭ বছর।ভাত খাওয়ার সাথে স্বাভাবিক পানি খাওয়ার পর, একটানা প্রস্রাব হতে থাকে ৭ থেকে ৮ বার হয়।প্রস্রাবের সময় কোনো ধরনের সমস্যা হয়না।দুইবার প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল।আমার এখন কি করা উচিত?
ভিতরে কোন ইনফেকশন আছে কিনা, ডাক্তার দেখিয়ে পরীক্ষা করান।
প্রসাব হওয়ার পর আবার ফোটা ফোটা করে প্রসার বের হয়। কিছুক্ষণ পর তা বন্ধ হয়ে যায়। বয়স ২৩। এ কারনে আমি নামাজ ঠিক মতন পড়তে পারছি না।
মানসিক দুশ্চিন্তা এড়িয়ে চলে। ঘুম আর খাওয়া ঠিক রাখেন। কেজেল ব্যায়াম করেন।
আমার প্রশাব পুরোপুরি ক্লিয়ার হয় না। পুরুষাঙ্গের কোথাও আটকে থাকে এবং নড়াচড়া করলে বের হয়। সকালে ঘুম থেকে উঠার সময় যেহেতু প্রশাবের বেগ বেশী থাকে তখন এরূপ হয় না। তবে অন্যান্য সময়। এখানে উল্লেখ্য, আমার বয়স ৫২ এবং আমি আই.বি.এস এর রোগী। আই.বি.এস এর প্রকোপ যখন বেশী হয় আমার মনে হয় তখনই এরূপ হয়। আমার কি করা উচিৎ?
পানি বেশী বেশী পান করুন। নিয়মিত হাঁটাচলা করুন। শাকসবজি বেশি বেশি খান আর খাবার দাবার যেন পরিস্কার-পরিচ্ছন্ন হয়, সেদিক খেয়াল রাখবেন।
আমার বয়স ৩৭ বছর, ৬বছর হলো বিয়ে করেছি এক সন্তানের বাবা আমি একজন ডায়াবেটিস রোগী তবে ডায়াবেটিস নিয়ন্ত্রনে রেখে স্বাভাবিক জীবন যাপন করছি। গত রজমানের মাঝখানে থেকে আমার পশ্রাবে সমস্যা দেখা দেয়। পশ্রাব করার পর অজু করে যখন নামাজে দাড়ায় অথবা অজু শেষ করে আসছি তখন মনে হয় পশ্রাব ফুটা বের হচেছ এই অবস্থায় করুনীয় কি?
রমজানে পুরা লাইফস্টাইল পরিবর্তন হয়ে যায়। তখন কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে। সেই হিসাবে এমন হতে পারে। এখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে জীবন। এখনো ওমন হলে জানাবেন।
ami prosrab korar por bar bar mone hoi prosrab aro hobe ba kichu roye geche. toilet theke ber hower por fota fota prosrab ber hoe ase. ami kisu din kegel exercise korechi.kegel korle tolpete betha hochche. ekhono emon hochche. namaz porte khub somossa hochche. amar age 30, 5ft 7inch, 58 kg and married. ami night a job kori and diner belateo ekta part time job kori. timely ghumate pari na.
Thanks
aro ekta bisoye, amar hand and pa er pata prai somoye gorom thake. amar wife sobsomoy bole take na touch korte karon amar hand gorom tar ossosthi lage. pls solution den ki kora jai. one more thing ami sex korte chaile amar wife bole tar ichcha kortese na ba vhalo lagtese na. ami jigesh korle bole tar eaisob onek kom i mean sex er ichcha ta onek kom. ami night a job kori tai only sat and sun te basai thaki. tai eai two days ami sex korte chaile amar wife nana ojuhat dekhai ki kora jai.asoleai ki karo sex er ichcha ba na korar ichcha kom hote pare? eta ki physical kono somossa na onno kichu?
সেক্স একটা স্বাভাবিক চাহিদা। কারো খুব কম থাকলে নিশ্চয়ই কোন সমস্যা আছে। সেটা হয়তো মানসিক নয়তো শারীরিক। সম্পর্ক টিকিয়ে রাখতে এটা অস্বীকার করা যায় না। আপনি আপনার স্ত্রীকে বুঝিয়ে বলুন যে কেন তার ইচ্ছে করছে না। শারীরিক হলে ডাক্তার দেখাবেন। মানসিক ব্যাপার হলে সেটারও চিকিৎসা আছে। আপনার কোন কিছু অপছন্দ হলে সেটাও খুলে বলতে বলুন। যেমন হাত গরম বলে তার অস্বস্তি লাগে, এমন আরো কিছু থাকলে খুলে বলতে বলুন। হাত গরমের ব্যাপারটা ডাক্তার দেখাবেন। স্ত্রী যদি আরো অন্য কোন ব্যাপারে বলেন, সেগুলোও ঠিক করার চেষ্টা করবেন।
প্রথম প্রথম পেশি সংকুচনের ফলে এমন ব্যথা হতে পারে। তবে আপনি মনে হচ্ছে কেজেল ব্যায়াম করার সময় সঠিক ভাবে করছেন না, ভুল করে তলপেটের পেশি সংকুচন করে ফেলছেন। আসলে এমন হবে না। পেলভিস পেশিতেই চাপ বেশি দিতে হবে। আপনার ঘুমটা ঠিক রাখা দরকার। আর দুশ্চিন্তা করা চলবে না।
আমি আগে হস্তমৈথুন করতাম। কিছুদিন হলো বাদ দিছি। কিন্তু এখন প্রসাব করার পর হালকা দৌড়ালেই ফোটা ফোটা প্রসাব বের হয়। এখন আমার করনীয় কি?
আমার প্রসাব ক্লিয়ার হয় না। অনেক ক্ষন বসে থাকতে হয়। আর আমার বিয্য পাতলা। আমি বেশি ক্ষন আমার স্ত্রীকে যেৌন তৃপ্তি দিতে পারি না। এ ব্যাপারে আমাকে পরামশর্ দিবেন কি?
শারীরিক দূর্বলতা আছে মনে হচ্ছে। এছাড়া মানসিক দুশ্চিন্তা। এগুলো কাটিয়ে উঠুন। খাওয়া আর ঘুম সময়মতো করুন। ব্যায়াম করুন। আলাদা ভাবে কেজেল ব্যায়াম করুন।
amar khub taratari beerjo pat hoye jay r amar lingo khub taratari sethil hoe jayy.plz upay ki besikhhon sex korar?
সেক্সের সময় মানসিক দুশ্চিন্তা বা ভয় থাকা উচিত নয়। শরীর ভালো রাখবেন। আলাদা ভাবে কেজেল ব্যায়াম করুন।
আমার স্ত্রীরি অনেক মোটা তার সাথে কিভাবে সেক্স করব একটু জানা বেন
নিজে নিচে শুয়ে স্ত্রীকে উপরে মুখোমুখি বা পিছন ফিরে বসিয়ে, ডগি স্টাইল, X পজিশন অর্থাৎ স্ত্রীর দু পায়ের মাঝে আড়াআড়ি হয়ে।
আমি সদ্য বিবাহিত বয়স ২৬ উচ্চতা ৫ ফুত ২ ইঞ্ছহ আমার সাস্থ ভাল আমার বউ ১৮ উচ্ছতা ৫ ফুত এক্তু রগাতে গরন আমি সপ্তাহের সাত দিন *যৌ*ন* মিলন করি আবার এক দিনে দুই তিন বার হয়ে জাই আমআর প্রশ্ন হল এর জন্য আমাদের শারিরিক কন সমস্যা হতে পারে কি আর বেসি *যৌ*ন* মিল করআ কি সাস্থের পক্ষে খ্রাপ ।আম্আর বউ পিল খাচ্ছে ৪ মাস ধরে তবে অর মাথা ঘরা বা বমি ভাব এসব কিচ্ছুই হইনা এই পিল খাবার জন্য কি কন সমস্যা হতে পারে আমি আগামি ৫ বচ্ছর কন বাবা হতে ছইনা ।জদি পিল বাদে অন্য কন উপায় থাকে জানাবেন।
সেক্স করা নির্ভর করে শরীর স্বাস্থ্যের উপর। বেশি করে যদি শরীর ঠিক থাকে তাহলে সমস্যা নাই।
পিল খেয়ে শারীরিক সমস্যা না হলে চালিয়ে যেতে পারেন। নইলে ক*ন*ড*ম ব্যবহার করতে পারেন।
আমার অনেক দিন ধরে মাথার চুলে অনেক যন্তনা করছে, মাথার চুল ছিরে ফেলতে ইচ্ছে করছে , মাথার চুলে হাত দিলে চুল ছিরছে, রাতে ঘুমানোর আগে এ সমসা বেশি হয়, এবং ঘুম হয় না, এ সমসা বেশি হওয়ার কারনে একটা তেল বাবহার করছি তাতে কোন কাজ হয়না, প্রতিদিন 10-15 চুল ছিরতে হয় , চুল এত যন্তনা করার কারন কি ? কিভাবে এটার হাত থেকে রক্ষা পাওয়া যাবে , কোন ঔশুদ বা ভালো কোন উপাই দয়া করে বলবেন. উত্তর টা একটু তারা তারি দিবেন
মাথায় খুশকি থাকলে সেটার ব্যবস্থা নেবেন। ভালো শ্যাম্পু ব্যবহার করে চুল পরিস্কার রাখবেন। দুশ্চিন্তা-কুচিন্তা করবেন না। রাতে ঘুমাবেন অনেক।
ভাই প্রব্লেম গুল কথাই লিখব বুজতাসিনা
আম্র দাত থেকে রক্ত বের হই, ব্রাশ পরিবরতন করসি, তাও হয়
আআমার পিথ আর বুকে শাদা শাদা স্কিন এর প্রব্লেম হছে, মুখে অ হছে, সৈয়দ মনে হই।
kisu tei valo hoina. plz help
ভিটামিন সি সম্বৃদ্ধ খাবার খান বেশি বেশি।
সাদা স্কিনের জন্য চর্মরোগ বিশেষজ্ঞ দেখাবেন।
আমার প্রব্লেম হলঃ সকালে প্রস্রাব করার সময় জালা করে। সাথে প্রস্রাব লালছে হয়। প্রস্রাবের রাস্তায় কিট কিট করে।অল্পতেই শরীর কসে যায়। আমি অনেক মেডিসিন খাইছি। কোনো লাভ হয় না। একটু কমে যায়। তার পর আবার শুরু হয়। প্রশ্ন হল আমার কি হইছে। আর আমার কি করতে হবে। আমি প্রচুর পরিমানে পানি পান করি।
আমার বয়স 17.আমার অনেক sex power কম.একটুতেই লিঙ্গ দারিয়ে যায় ও পানির মত তরল বের হয় kintu আমি হস্তমৈথুন করি না…..
যদি আমি হস্তমৈথুন করি তাহেল তারাতরি মাল বের হয়ে যায়..
sex power বারাব কিভাবে একটু বলবেন,….
plsssS,……
ব্যায়াম করুন। আগে শরীর ঠিক করুন। এসব নিয়ে আপাতত না ভাবাই ভালো।
amr gf er priod er shmy peshaber rasta theke ak pindo mangsho ber hoyeche. ata nia o khb tension a ache, age 17 45kg. ar o akhn o kumari. any idea whts the prblm?
সমস্যাটা ঠিক বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়ে পরীক্ষা করিয়ে পরামর্শ নিন।
আসসালামু আলাইকুম ভাইজান । ভাই জান আমার বয়স ২৬ উচ্চতা ৫.৫” ওজন ৭৫ , বডি ৪২ “কমর ৩৬। গত প্রায় ২ মাস ধরে ২-৩ দিন পর পর আমার বুকে শুঁড় শুঁড় করে কোন দিন বাম সাইটের দুধের আশে পাশে দিয়ে আবার কোন দিন ডান সাইটের দুধের পাশ দিয়ে । এতে আমার খুবই শুঁড় শুঁড় লাগে , বিশেষ করে শার্ট বা গেঞ্জি পড়লে এমন মনে হয় , তবে উদাম গাঁয়ে শুঁড় শুঁড় করেনা , এবং কোন ব্যাথাও করেনা ,মাঝে মাঝে দুধের বোটাটা খাড়া হইয়া থাকে এবং শুঁড় শুঁড় তখন বেশি লাগে , বুকের মাঝে কেমন যেন একটা অনুভব হয় শিরশির করে । এটা কি কোন রোগ না অন্য কিছু , কিন্তু এর কারণে বুক ফুলে উঠেনি আগের মতনই আছে । এটা কি কোণ *যৌ*ন* সমস্যা নাকি এটা স্বাভাবিক ব্যাপার ? আগে এমন হতো না এই মাস ২ হবে , তবে ২-৩ দিন পর পর এমন অনুভব হয় , দুধের পাশের লোম গুলা দাড়িয়ে যায় আর এই জন্যই শুঁড় সুঁড়ি বেশি লাগে , আমি এখন কি করতে পারি ?????? তাড়াতাড়ি জবাব দিলে খুশি হবো …।
এটা সমস্যা নয়। শরীর কোন কারণে শিহরিত হলে এমন হতে পারে।
sir ame sakala gum thake uthe prosab korle prosab holud hoy and maje maje prosabe gondo ase sir ata ke amar kono problem please aktu bolven………
বেশি বেশি পানি পান করুন। রাত জাগবেন না। আজে বাজে দিকে মন দেবেন না।
আমার ঘনঘন প্রসাব, ডক্টর বলেছে ইনফেকশন , ঔষধ খাই ফুল কোচ চারমাস,এরপরে ও আমার ঘনঘন প্রসাব হয়,প্রসাব করে আসলে ও মনে হয় আবার প্রসাব আসছে,তলপেটে কেমন যেন লাগে,আর লিঙ্গের মাথায় প্রসাব আছে এ রকম লাগে সবসময়, কি করবো এখন
সেক্সের সময় বাড়ানো যায় কীভাবে?
আগে ফিটনেস, তারপর সেক্সের কৌশল।
আমার বয়স ২১|বেশি পানি পান করলেও আমার প্রসাবের বেগ কম এবং প্রথমে দু নালে বের হয়| দয়াকরে জানাবেন কি করতে পারি?
আরো বেশি করে পানি পান করুন। নিয়মিত করুন। একবারে বেশি পান করলেন, আবার অনেকক্ষণ কিছুই করলেন না, এমন করবেন না।
আমার বয়স ১৯ ।।আমি পুরুষ ।। আমার উচ্চতা মোটে ৫’ আড়াই ইঞ্চি।।আমার উচ্চতা নিএ খুব সমস্যায় আছি ।।কি কর লে উচ্চতা বারবে।।প্লিয সে ব্যাপারে জানাবেন
এখনো উচ্চতা বাড়ার সময় পার হয়ে যায় নি। আরো বাড়তে পারে। নিয়মিত সাঁতার কাটবেন আর ভালো খাওয়া দাওয়া করবেন।
আমার প্রসসাব এর জালা হই তাই আমি একন কি করব??
sir ami sabbir amr age 15 years. Amar problem holo prosab korar shomay maje maje prosab er rastai jala kore and prosab holddd colour hoye jai tai ami akon ki korbo
বেশি করে পানি পান করে দেখতে পারেন। আর রাত জাগা চলবে না।
আমার বয়স 19 বছর আমার প্রস্রাব দুই নালে হয় যখন প্রসাবের গতি কম থাকে এর উপায় কি
আমান বাবার প্রস্রাব বন্ধ হয় আর সে কারনে বুক গলা ও মুখ ফুলে যায়।আর ফুসিড৪০মিঃগ্রাঃ টেবলেট খেলে ২/৩বার প্রস্রাব হয় এবং কিছু আরাম হয়। কি করা উচিত?
পরীক্ষা না করে বলা যাবে না। হয়তো কোনো অপারেশন লাগতে পারে।
আসসালামু আলাইকুম,
আমার সমস্যাটা গত বছর দেড়েক ধরে,বয়স ২৬, আমার প্রস্রাব দিনে স্বাভাবিক। কিন্তু রাতে ঘুমাইলে প্রস্রাব ধরলেও কোন খবর হয়না, প্রস্রাবের তীব্রতা বাড়লেও কোন রকম ঘুম ভাঙ্গে না, সকালে ঘুম থেকে উঠে আমার আর প্রস্রাব হয় না, কিন্তু তলপেটে ব্যথা করে, এক গ্লাস পানি খেয়ে খানিকক্ষণ হাঁটাহাটি করার পর একটু করে হয়। এরপর আবার এসে ঘুমাই, আধা ঘণ্টা/১ ঘণ্টা পর থেকে স্বাভাবিক প্রস্রাব হয়। কিন্তু চিনচিন করে তলপেটে ব্যথা করে। যদিও বা আমি পানি কম খাই, আমার মনে হয় পানি বেশি খাইলে তলপেটে ব্যথা বেশি করবে।
একটু হেল্প করবেন
পানি বেশি খেলে ব্যথা হবে–এটা আপনার ভুল ধারণা। বেশি করে (ঘন ঘন) পানি খান, হয়তো তাতে ঠিক হয়ে যাবে।
আমি আগে সপ্নদশ হলে পেসাব করতাম না ফলে আমার পেসাব এর রাস্তা চিকন হইএ গেচে,,আর এখন সপ্নদশ হলে আস্তে আস্তে চিকন হইয়া জাচ্চে,, লিংগের আগাই এসে পেসাব বাধা পাই আমি বুজতে পারি,এটা ভাল করার কি কন অসুদ আসে???
প্রস্রাবে বাধা পেলে বা জ্বালাপোড়া হলে ডাক্তার দেখানো উচিত। তবে আপনি বেশি বেশি পানি পান করে দেখতে পারেন জ্বালাপোড়া কমে কিনা আর বাধা দূর হয় কিনা।
vai somosa ektu onno rokom help dorkar ekhon i
সমস্যার কথা লিখুন।
Amar 1 boshor jabod diabetes.ami prosab korar somoi maje maje torol kisho dekte pai.prosab onak holod, ar pena hoy, Gonda hai.kisho mash por amar beya. At ami tansane aci ami ki amr wife ke kushi korte parbo. Amr sex onak cam.ami ki korbo janaben….?
প্রচুর পানি পান করবেন, শাকসবজি বেশি খাবেন, নিয়মিত ব্যায়াম করবেন, রাত জাগবেন না – ঘুম ঠিক রাখবেন।
আমার বয়স ২৯ বছর, অবিবাহিত, আমার মূত্রথলির একটি বিচি ছড়ানো, মানে বৃত্ত আকৃতি নেই, আর একটি ঠিক আছে। এক্ষেত্রে আমার বিবাহিত জীবনে কোন সমস্যা হতে পারে কি?
না, এটা অধিকাংশ সময়েই স্বাভাবিক ব্যাপার।
এটা প্রায় মানুষের চোট লাগার ফলে হয় ও একটু ব্যাথাও করে আমি এটা জানি
আমি যে পরিমাণ পানি পান করি প্রতিদিন সে তুলনায় দুই দিন ধরে খুব কম প্রস্রাব হচ্ছে, ততটা ঘনও না , কিছুটা হলুদ । প্রস্রাবের সময় হালকা জ্বালাপোড়াও হয়,, এটা কি মারাত্মক কোন লক্ষণ??? আমার কি করা উচিত?? প্লিজ?? চিন্তিত বেশি
হয়তো আপনি যথেষ্ট পানি পান করছেন না, বা ঘুম কমিয়ে দিয়েছেন।
লিঙ্গে পাথর হলে করনিয় কি
লিঙ্গে নয়। তবে কোথাও হলে সেটা যদি ব্যথা না করে বা বাড়তে না থাকে, তাহলে ভয়ের কিছু নেই। নইলে অপারেশন করে ফেলানোই ভালো।
আমার মুএ্য লবনের পরিমান কমে গেছে আমি বুঝতে পরছি না আমি কি করব? plees
plees
সমস্যাটা ঠিক বোঝা গেলো না।
Please joldi bole na ami ki korbo
আমার বয়স ২৩/২৪। গত ২০ দিন যাবত আমার প্রস্তাবে যন্ত্রনা হচ্ছে। ভাল ডাক্তার দেখিয়েও ফল পাচ্ছিনা। লিঙে মাঝে মাঝে কিট কিট করে কামড় দেয়। খুবই অসুবিধা বোধ করি। কোন সমাধান থাকলে বলেন.??
আমার বয়স ২৬..হস্তমৈথুন একটু বেশি করা হয়।আর মাঝে মাঝে শরির করা থাকলে প্রসাব এর সাথে সাদা সাদা বের হয়।।তারপরে আমি কিছুদিন আগে একটা পতিতার সাথে ডিরেক্ট সেক্স করি।।কিন্তু আমার শরির এর ওজন খুবি কম।। ৪৭..মাত্র।।হাইট ৫- ফিট ২’।কিন্তু সেক্স করার ইচ্ছা শক্তিঅনেক।।।।সেই পতিতাকে আমি এক রাতে ৬ বার করেছিলাম।।।কিন্তু তার কিছু দিন পরেই দেখি প্রাসাব করার সময় প্রথম সময় সাদা সাদা বের হয় আর জালাপোরা করে প্রসাবের রাস্তায় কিটকিট করে কামরায়।।।সব সময় প্রসাবের রাস্তা ভিজা থাকে।।আর সেই পতিতাত সাথে সেক্স এর সময় আমি কোনো প্রটেকশন ইউজ করিনাই।।।এখন আমি কি করতে পারি?? কিন্তু সেক্স করার আগ্রহ অনেক বেশি।।।আর আমি মাল আউট হবার আগে আগে মাল টা আউট করিনা। অপেক্ষাকরি।।।কি করবো একটু বলেন।। লজ্জায় কাউকে বলতেও পারছু না
amar mutre loboner poriman kome geche mane amar mutra theke lobonakto vab ta nei ami ki korbo?
কীভাবে বুঝলেন যে কমে গেছে?
march mase
বুঝলাম না আপনি কীভাবে বুঝলেন যে কমে গেছে?
ami test kore chlam
ar amar mutre pipra o dhore kintu alpo tai
কীভাবে কী টেস্ট করিয়েছিলেন? কোনো ডাক্তারকে দিয়ে কী?
আমার বয়স ৩৭ বছর পুরুষ আমার সমস্যা হচ্ছে কোন কোন সময় সামান্য পরিমানে পেশাব ঝরে আমার অজান্তে কোন ঝালা পোডা নেই পেশাব স্বাভাবিক হয়। অনুগ্রকরে পরামর্শ দিবেন।
আমার বয়স ২৬/। গত ২০ দিন যাবত আমার প্রস্তাবে যন্ত্রনা হচ্ছে। ভাল ডাক্তার দেখিয়েও ফল পাচ্ছিনা। লিঙে মাঝে মাঝে কিট কিট করে কামড় দেয়। খুবই অসুবিধা বোধ করি। কোন সমাধান থাকলে বলেন.??
বেশি করে পানি পান করুন। আর রাত জাগবেন না। সময় মতো ঘুমাবেন। এভাবে কিছুদিন দেখুন ঠিক হয় কিনা।
আমার বয়স ১৫ বছর।।আমি পস্রাব করার পর যখন ঘরে আসি তখন আমার অনিচ্ছাই ১ ফোটা বা ২ ফোটা পস্রাব পরে যাই।।।বা একটু কাত চিত হলেয় এই সমস্যা হই,,এর জন্য আমি ঠিকমত নামায আদায় করতে পারি না,,,,
সত্যি বলতে এটা প্রায় সব মানুষেরই কম-বেশি হয়। বিজ্ঞানের দিক থেকে খুব সিরিয়াস কিছু না।
আমার মাথা বেথা করে পিছনে দিকটা সবসময়।অনেক ডাক্তার দেখান হয়েছে কেন কাজ হয় না। আমার স্বপ্নদোষ হয় অনেক। স্বপ্নদোষ বেশি হলে কি মাথা বেথা করে কি করতে হবে বলেন। plz bolen onek din thake 1.5 year hoyce mone hoy ki korbo bollen?
মাত্রাতিরিক্ত স্বপ্নদোষ বা হস্তমৈথুন বা সেক্স হলে মাথা ব্যথা বা আরো নানা ধরনের সমস্যা হতে পারে। বিশ্রাম নিন। রাতে বেশি করে ঘুমান।
আমার প্রসার লাল এবং লিঙ্গের ভিতর কেমন যেন করে, খুব খারাপ লাগে.
প্রচুর পানি পান করবেন। সেক্স বা হস্তমৈথুন থেকে আপাতত দূরে থাকবেন। এতেও না কমলে ডাক্তার দেখাবেন।
বেশি করে পানি পান করুন। বেশিক্ষণ না খেয়ে বা না ঘুমিয়ে থাকবেন না।
আমার প্রসাব অতিরিক্ত গরম এর জন্য হলুদ হসসছিল্ক ভাবছিলাম,কিন্তু রোজার ২য় দিন প্রসসাব এ জালা পরা শুরু হল,এবং অনেক কস্তে প্রসসাব শেষ করলাম, কিন্তু মনে হল কয়েক ফুটা লাল কালার পানি বের হল, এখন আমার সমসসা কি জানতে পারি
বেশি করে পানি পান করে দেখুন ঠিক হয় কিনা।
apnar ki kono dharona ache thakle bolun ki korbo
প্রশ্ন বুঝি নি।
আমার বয়স ১৫ বছর।।আমি পস্রাব করার পর যখন ঘরে আসি তখন আমার অনিচ্ছাই ১ ফোটা বা ২ ফোটা পস্রাব পরে যাই।।।বা একটু কাত চিত হলেয় এই সমস্যা হই,,এর জন্য আমি ঠিকমত নামায আদায় করতে পারি না,,,,এর সমাধান টা একটু বলবেন please
Amar 10/12 Bosor Holo Prosab Dui Vage Vag Hoye Ber Hoy Mane Duita Lain Hoy Kintu Ami Kono Somosa Bodh Korina Pore Ki Kono Somosa Hobe Hole Amar Ki Koro Nio Doya Kore Jana Ben
ভিতরের দিকে কোথাও বাধার সৃষ্টি হলে অনেক সময় এমন হয়। অধিকাংশ সময়ে এটা আপনা থেকেই আবার ঠিক হয়ে যাবে। বেশি করে পানি পান করবেন। যদি ঠিক না হয় তাহলে ডাক্তার দেখাতে পারেন যদি সমস্যা মনে করেন।
Amar 3/4 Mas Holo Dater Gora Diye Blad Ase Doya Kore Bolben Amar Ki Koro Nio
ইনফেকশন হয়েছে কিনা ডাক্তার দেখে বলতে পারবে। আপাতত পুরানো বা সস্তা ব্রাশ হলে বদলে ফেলুন। নয়তো বেডিং সোডা, সরিষার তেল ও লবন মিশিয়ে সেটা দিয়ে দাঁত মেজে দেখতে পারেন।
Sir, amar ujon onek kom only 42 age 27 prochur khaileo ujon barena r hormonal plm thakle ki ujon barena?plz janaben
6 teke 7 bosor holo biya koreci , kintu kono bassa hona ar karon ki janaben+ oseter nam likedeben. amr bois 29 r amr boy 25 bosor. amar jana moto karo kono somosa nai.
মাসিক শুরু হওয়ার পরে ১৩তম থেকে ১৭তম দিন মিলিত হলে বাচ্চা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাতেও না হলে দুজনেরই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো উচিত।
ghono ghono prosab hoi, majhe majhe gondho jukto & lalche prosab hoi o scrotum onek beshi jhule jai and betha kore.prosab er jonno doc dekhaisi , onek kisu test koraisi kono problem pawa jaini.scrotum sono koraisi kono prob nai.osud khassi but kono osukh e valo hose na. ki korbo plz ans me.age 26. married.
লালচে বা গোলাপি হওয়াটা খুব সিরিয়াস কিছু নয়। বেশিরভাগ সময় দেখা যায় এগুলা খাদ্যজনিত কারণে হয়েছে। এছাড়া কিডনিতে সমস্যার কারণেও হতে পারে। পরীক্ষা করে যদি সেরকম কিছু না পাওয়া যায় তাহলে চিন্তার কিছু নেই। বেশি বেশি পানি পান করলে ঠিক হয়ে যাওয়ার কথা।
amar bowr guponanger tute dana dana puri beriyese. kub kub chulkani hoy. ki korbo ans me.
অবশ্যই ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাবেন।
amaka pachur gham dey, ghama gayar jama pant sab vija jay .mana haba ami san korachi . a rakam 3 bachar holo ar amar sarir khub durbal.amak ar solusation dila khub upakar habo .thank you
ঘুম হওয়া তো ভালো। রাতে প্রতিদিন একই টাইমে ঘুমাবেন। আর পারলে প্রতিদিন ব্যায়াম করবেন একটু। এতে হার্ট ভালো থাকবে। তখন অহেতুক ঘাম কম হবে।
ভাই আর কয়েকটা কথা,
১।এখন প্রসাব ব্লাডারে যা ই জমা হোক না কেন ১.৫-২ ঘন্টার মধ্যে (রাতে ২-৩ ঘন্টা) পর প্রসাব করতেই হচ্ছে। না করলে খুব সমস্যা করছে (মাথা ঘুরছে, গ্যাস্ট্রিক সমস্য করছে ইত্যাদি) । কিন্ত ucol 2 খেয়ে আগেকার মত ৩-৪ ঘন্টা থাকলে ব্লাডার যেমন হারে প্রসাব লোড হত ঠিক সে হারেই লোড হচ্ছে।আগেকার মত হলে এ পর্যায়ে সাধারন বা স্বাভাবিক হয়েগেছে।(অর্থাৎ ২ঘন্টা পর প্রসাব করলে আনুমানিক ১৫০-৩০০ml প্রসাব তৈরি হচ্ছে এবং ত্যাগ হচ্ছে)। এখন এ জন্য কি করণীয়?
২। প্রসাব করার পর থেকে শুরু করে আবার প্রসাব করা পর্যন্ত সব সময় হালকাভাবে প্রসাবের বেগ (প্রসাব চাপানো ভাব) হয়েই থাকছে।অথচ প্রসাব ব্লাডারে ফুল না হলেও এরকম হচ্ছে। ডাক্তারকে কয়েকবার বলেছি এগুলো কিন্ত এ কথাগুলোই গুরুত্ব দিচ্ছে না।
এখানে যে ঔষধ খাচ্ছি তা হল Ucol2,Siloflo(8mg), সাইট্রা কে।
এখন কি করতে পরি এবং কেন হচ্ছে আন্তরিকভাবে বলবেন প্লিজ?
উপরের প্রশ্নটি আমার ছিল। বয়স ২২.
সকল প্রকার সনো ও পরীক্ষা করিয়ে MCC 577 ML &PVR 142 ML হয়েছিল (অর্থাৎ প্রসাব করার পরও ১৪২এমএল জমা ছিল)।
প্লিজ কিছু মনে নিবেন না আমি আসলে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনাই,সব প্রশ্নের উত্তর আসাকরছি।
আমার ৩০ দিন এর মদ্দে১৫ দিন সপ্ন দুস হয়। এতে কি আমার বেক্তিগত জিবনে প্রবাব ফেলবে
এত ঘন ঘন হলে পরের দিকে শরীর ভেঙে পড়তে পারে।
আমি একজন সোনিক এমনিতে আমার কনো সমসা নাই। তবে আজ সকালে হটাত করে লিংগের আগায় জালা করে ফোটায় ফোটায় প্রসাব আসিছে এবং তল পেটে হালকা বেথ্যা করছে। এখন আমি কি করতে পারি
বেশি করে পানি পান করে দেখুন।
ভাই আমার বয়স ২৩ বছর।ওজন ৪৬ কেজি। আমার ৮বছর ধরে Freequency হয়।Blood sugar fb 4.9 & 2hrs after 75gm glucose 5.6 mmol/L.Kidney,prostate size normal.urinary tract infaction নাই।ডাক্তার নিম্নের Drug দিয়েছে।কিন্তু কাজ হয়নি। 1.Prokind 15mg ২মাস 2.Trevox 500mg ৭দিন এখন কি করতে পারি।দয়া করে বলবেন কি?
খাওয়াদাওয়া কন্ট্রোল আর নিয়মিত হালকা ব্যায়াম করে দেখতে পারেন।
আমার প্রবলেম হলো মূত্রথলী তে,ডাক্তার টেস্ট করে বললো।।।,আমার পিঠে ব্যথা থাকে,আর বড় প্রবলেম হলে ঘনঘন প্রসাব হয়,,,আমি পড়তে পারি না,খুবই মানসিক চিন্তায়,পড়বো কি সারাক্ষণ প্রসাবের বেগ থাকে,ক্লিয়ার হয় না,,।।।
আমাকে ডাক্তার ceftid 400 tablets গুলা দিসে,,তবুও কাজ হয়না,,,১৫ মিনিট পর পর প্রসাব হয়,জীবন মরন সমস্যা মনে হয়,,,আমি কি করতে পারি প্লীজ বলবেন???
পাথর হলে অনেক সময় এধরনের পিঠে ব্যথা হয়। পরীক্ষা করিয়ে নেবেন।
আমার আগে অনেক ভালো ঠিক মত পস্রাব হইতো এখন অনেক দিন দরে পস্রাব করার সময় জালা জন্তনা করে আর জোর দিয়ে পস্রাব করতে হয় এটা কেন হলো কি ভাবে ভালো হবে আমাকে plz তারাতারি জানাবেন!
হয়তো পানি খাওয়ার পরিমান কমিয়ে দিয়েছেন, বা শরীর কোনো কারণে কড়া হয়ে গেছে। ঘুম আর খাওয়া ঠিক রাখবেন।
আমি রাতে আট ঘন্টা ঘুমাই তার পরোই কি কম? আর আমি জদি পানি বেশি খাইতা হলে ঘন ঘন পস্রাব করতে হয় আর জালা জন্তনা তো আছে কি করবো বোজতে পারতেছি না জদি একটু বলেন কি করবো
তাহলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করাতে হবে প্রস্রাব পথে কোনো সমস্যা আছে কিনা।
মি রাতে আট ঘন্টা ঘুমাই তার পরোই কি কম? আর আমি জদি পানি বেশি খাইতা হলে ঘন ঘন পস্রাব করতে হয় আর জালা জন্তনা তো আছে কি করবো বোজতে পারতেছি না জদি একটু বলেন কি করবো
Submit a Comment
ভাইয়া আমার একটা সমস্যা, আমি গত এক বছর ধরে লক্ষ্য করছি, প্রস্রাবের পর হালকা ঘোলাটে(পুরোপুরি বীর্য না) তরল পানি বের হয়, এটা কেন হয়? অথবা এর সমাধান কি? এই নিয়ে গত ৭ মাস আগে সরকারী মেডিক্যালে চিকিৎসার জন্য যায়, ডাক্তার আমাকে ঘুমের ওষুধ দেন ১ মাসের।
কিন্তু তাতেও কমেনি। খুব হতাশার মধ্যে আছি, যদি সাহায্য করতেন???
সেক্স করেন বা হস্তমৈথুন?
অনেকদিন ধরে এসব বন্ধ রাখলে পুরাতন বীর্য এভাবে বের হয়ে আসতে পারে, এটা বড় কোনো সমস্যা নয়, বরং স্বাভাবিক ব্যাপার।
সার, আমার গত জানুআরি থেকে প্রসাবে ইনফেকশন হয়েছে। তখন ইনফেকশন সমস্যা সমাধানের জন্য যে এন্টি বায়োটিক (Levomax 500,urotrate, u col2 দশ দিনের জন্য) লিখেছিল, তা ৩ দিন খেয়ে গাফিলতি করে বাদ দিয়েছিলাম।ফলে একদম সারছিল না। অনেক বার প্রসাব হত ৮বা৯ বার প্রাই। কিন্তু গত রোজাথেকে আজ দেড় মাস হল অনেকবার (১২/১৪বার) প্রসাব হচ্ছে। ইনফেকশন ছিল, তাই (afix 200 ২বার ৭দিন, utromeg 25,siloflo ১বার) খাইলাম।কিন্ত এখনো প্রসাব কমেনি।সব পরীক্ষা করাইছি।এখন কি করা যায়? খুবই টেনশনে আছি।সারবে তো? বয়স ২২. এখন কোন ঔষধ খাবো?? প্লিজ জানাবেন।
ইনফেকশন না সারা পর্যন্ত ডাক্তারের পরামর্শ মত চলুন।
DEAR SIR. I HAVE INFECTION PAIN WHILE URINE AND I FEEL PAIN PROSTATE AND ITS GETTING ENLARGE.
dR. GAVE ME
DICLOFENAC
AND URITAB ( AL FUZOSIN )
CIPROFLOXACIN —
HERBAL POSTAGAURD. ALL FOR ONE MONTH
BUT STILL I FEEL PAIN IN PROSTATE GLANCE.. WHAT SHOULD I DO …. IS THERE ANY FURTHER BETTER TREATMENT .. I AM FROM UAE.
না কমলে আবার ডাক্তারের কাছে যেতে হবে।
ইনফেকশন তো মনে হয় আর নাই।কিন্তু বার বার (এক দেড় ঘন্টা) পর পর প্রসাব হচ্ছে এখনো। এখানে বলে রাখি যে,গত রমজানেরর পর থেকে (১মাস পর) হস্ত মৈথুন করলাম তাও কোনো বির্য বের হল না।শারিরিকভাবে ও অনেক দুর্বল। এখন দু তিন দিন পর প্রসাবের শেষে ৩/৪ ফোটা বীর্য পড়ছে। আর Utromeg 25mg ঔষধটি ১৫ দিন খাওয়া হয়েছে, যেটা ১ মাস খেতে বলেছে। এটতে কি প্রসাব কমবে? এর আগেতো ucol 2 তিন দিন খেয়ে সেরে গিয়েছিল। ucol 2 আবার খাবো নাকি?
ভাই আমার লিখাগুলো সু মধুরভাবে সাজাতে পারিনাই বলে দুঃখিত,কিন্তু সব গুলোর উত্তর আন্তরিকভাবে দেবেন প্লিজ। উপরের প্রশ্নটি আমি করেছিলাম।
ucol 2 তে যদি কমে থাকে তাহলে এটা নিয়ে ডাক্তারের সাথে কথা বলে প্রেসক্রিপশন নিয়ে আবার খেয়ে দেখতে পারেন। আর শরীর দুর্বল থাকলে এমন হতে পারে। তাই আবার খাওয়া দাওয়া আর ঘুম ঠিক রেখে শরীর স্বাস্থ্য ভালো করার চেষ্টা করবেন। বাজে বিষয় থেকে দূরে থাকবেন। আর যদি পারেন তাহলে উঠ-বস ব্যায়াম করতে পারেন, এতে আপনার নিম্নাঙ্গের পেশিগুলো শক্ত হবে। তখন প্রস্রাবে সমস্যা কম হবে।
আমার ঘনঘন প্রসাব, ডক্টর বলেছে ইনফেকশন , ঔষধ খাই ফুল কোচ চারমাস,এরপরে ও আমার ঘনঘন প্রসাব হয়,প্রসাব করে আসলে ও মনে হয় আবার প্রসাব আসছে,তলপেটে কেমন যেন লাগে,আর লিঙ্গের মাথায় প্রসাব আছে এ রকম লাগে সবসময়, কি করবো এখন
ভাই আর কয়েকটা কথা,
১।এখন প্রসাব ব্লাডারে যা ই জমা হোক না কেন ১.৫-২ ঘন্টার মধ্যে (রাতে ২-৩ ঘন্টা) পর প্রসাব করতেই হচ্ছে। না করলে খুব সমস্যা করছে (মাথা ঘুরছে, গ্যাস্ট্রিক সমস্য করছে ইত্যাদি) । কিন্ত ucol 2 খেয়ে আগেকার মত ৩-৪ ঘন্টা থাকলে ব্লাডার যেমন হারে প্রসাব লোড হত ঠিক সে হারেই লোড হচ্ছে।আগেকার মত হলে এ পর্যায়ে সাধারন বা স্বাভাবিক হয়েগেছে।(অর্থাৎ ২ঘন্টা পর প্রসাব করলে আনুমানিক ১৫০-৩০০ml প্রসাব তৈরি হচ্ছে এবং ত্যাগ হচ্ছে)। এখন এ জন্য কি করণীয়?
২। প্রসাব করার পর থেকে শুরু করে আবার প্রসাব করা পর্যন্ত সব সময় হালকাভাবে প্রসাবের বেগ (প্রসাব চাপানো ভাব) হয়েই থাকছে।অথচ প্রসাব ব্লাডারে ফুল না হলেও এরকম হচ্ছে। ডাক্তারকে কয়েকবার বলেছি এগুলো কিন্ত এ কথাগুলোই গুরুত্ব দিচ্ছে না।
এখানে যে ঔষধ খাচ্ছি তা হল Ucol2,Siloflo(8mg), সাইট্রা কে।
এখন কি করতে পরি এবং কেন হচ্ছে আন্তরিকভাবে বলবেন প্লিজ?
উপরের প্রশ্নটি আমার ছিল। বয়স ২২.
সকল প্রকার সনো ও পরীক্ষা করিয়ে MCC 577 ML &PVR 142 ML হয়েছিল (অর্থাৎ প্রসাব করার পরও ১৪২এমএল জমা ছিল)।
প্লিজ কিছু মনে নিবেন না আমি আসলে সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনাই,সব প্রশ্নের উত্তর আসাকরছি।
দেখা যাচ্ছে শুধু ওষুধে কাজ হচ্ছে না। কাজ হলেও সাময়িক। কিন্তু আবার সারাজীবন ওষুধ খেয়ে যাওয়াও কাজের কথা নয়। ucol 2-এর কাজ অনেকটা এরকম–মূত্রথলির ভিতরের দিকের পেশিগুলোকে শক্ত করে রাখা যাতে প্রস্রাবের বেগ তৈরি না করে। এছাড়া পেলভিক পেশি যদি দুর্বল হয়ে পড়ে তাহলে প্রস্রাব থেকে শুরু করে সেক্সের সময় বীর্য বেশিক্ষণ ধরে রাখার কাজটা করতে পারে না। আপনাকে আপাতত যা করতে হবে বলে মনে হচ্ছে তা হলো ওষুধ খাওয়ার পাশাপাশি পেলভিক পেশির কার্যক্ষমতা বাড়ানো। এর জন্য কিছু স্পেশাল ব্যায়াম আছে–কিছুদিন করে দেখতে পারেন উপকার হয় কি না।
Amar birjo pat r porsab hole jala pora kore……..ar gonho gonho porsab hoy…….akhon ami ki korbo
Vai amar lnigo ar opora jala pora kora akhon ki korbo r kico din aga lingo dia sada pani porto oita akhon valo hoia gasa doctor dhkicilam r aisomosa ta 2 -3 din jabot hoitasa akhon amar koronio ki?
বেশি করে ঠাণ্ডা পরিষ্কার পানি পান করুন। তারপরেও জ্বালা-পোড়া থাকলে এজন্য আবার ডাক্তার দেখাবেন।
আমার গত ৮-৯ দিন ধরে প্রসাব করার সময় জ্বালা পোড়া করছে এবং প্রসাব ঘন হচ্ছে। প্রসাবের কালার মাঝেমাঝো হলুদ ও আবার সাদা হয়ে যায়। এমতব্থায়য় কি করবো?
বেশি করে পানি পান করে দেখুন তো কমে কি না।
Amr prosram korar somoy ektu chao proyog korte hoi,,,ar prosram korar somoy prosram ektu dari kore ase,,,aita ki kuno somossa?
আপনার কথাগুলো ঠিক বুঝি নাই। দয়া করে বাংলায় লিখতে পারবেন?
wbc অতিরিক্ত হওয়ার কারন কি
ইনফেকশন বা ইনজুরি, কোনো ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, ক্যান্সার, ফুসফুসের সমস্যা, মানসিক যন্ত্রনা, অতিরিক্ত পরিশ্রম, গর্ভাবস্থা, ধূমপান, চুলকানি ইত্যাদি যে কোনো কিছু থেকে এটা হতে পারে।
আমি আজ দেড় বছর একটা সমস্যায় ভুগতেছি,এখন অবস্থা বেশি খারাপ।আজ থেকে দেড় বছর আগে হঠাত আমার ডান পাশে তল পেট বেথা উঠেছিল,বেথার ওষুধ খেয়েছি, মলম লাগিয়েছি, কিন্তু বেথা যায় না।তারপর হাসপাতাল যাওয়ার পর তারা ইঞ্জেকসন দিয়েছিল,তারপর বেথা দূর হয়ে গেছে।এরপরে ৬মাস ভালো ছিলাম,তারপরে আবার আগের সেই বেথা, আবার ইঞ্জেকসন দেয়া হয়,বেথা ভালো হয়,আবার ৬মাস পর বেথা,আবার ইঞ্জেকসন,এরপর বেথা উঠে ৩মাস পরে,এইবার ইঞ্জেকসন লাগায় কিন্তু বেথা কমে না, প্রায় প্রতিদিন বেথা করে,তার সাথে শুরু হয় প্রস্রাবের রাস্তা জালা-পোড়া,গতো ১৫দিন আগে আমার প্রস্রাব বন্ধ হয়ে গেছে,তখন হাস্পাতাল থেকে পাইপ লাগিয়ে দেয়,এক সাপ্তাহ পরে পাইপ খুললে আবার বন্ধ হয়ে যায় প্রস্রাব, এখনো আমার পাইপ লাগানো আছে।এটার কি চিকিৎসা করা যায়?
অবাক হচ্ছি একটা ব্যাপার ভেবে, এতদিন এতবার হসপিতালে গেলেন অথচ কী রোগ, সেটার সমাধান কী, সেসব না বলে শুধু ইনজেকশন দিয়ে ছেড়ে দিল। কিন্তু কোনো স্থায়ী চিকিৎসা করল না!
খুব সম্ভবত ছোটখাটো কোনো অপারেশন করলেই ব্যাপারটা ঠিক হয়ে যাবে। আপনি আরো ভালো ডাক্তার দেখান।
সমস্যার শুরু ২০১৩ তে । তখন আমার বয়স ছিল ১৬। দুপুর বেলা প্রসাব করতে গিয়ে হঠাৎ বাচ্ছার আগালের মধ্যে চিন চিন করে উঠে। এই সমস্যা ছাড়া তখন আর কোন সমস্যা ছিল না । এই অবস্থা চলে ২০১৪ শেষ পর্যন্ত। ২০১৫ শুরু থেকে ঘন ঘন প্রসাব হতে শুরু করে। দিনে প্রায় ৭-৮ বার আর রাতে ১-২ বার।এই অবস্থা চলে ২০১৫ শেষ পর্যন্ত। ২০১৬ ফেব্রুয়ারি থেকে কোমর এর ব্যথা শুরু হয়। প্রসাব এ সমস্যা আর ও বাড়তে থাকে। বাচ্ছার আগালে চাপলে ব্যথা করে। আমি কখন ও ডাক্তার দেখাতে ত্রুটি করি নি। কোমর এর ব্যথা দিন দিন বাড়তে থাকে। এর মাঝে ডাক্তার দেখিয়ে যাচ্ছি কিন্তু কোন উপকার পাচ্ছি না। এই ভাবে চলতে থাকে। ২০১৬ শেষ এর দিক থেকে পুরো শরীর এ ব্যথা ছড়িয়ে পরে। এর মাঝে ও ডাক্তার দেখিয়ে যাচ্ছি কিন্তু কোন উপকার পায়নি। এই ভাবে চলতে চলতে এখন এ পযন্ত চলে এসেছি। যত দিন যাচ্ছে সমস্যা তত বাড়ছে। এখন পুরো শরীর এ রগে রগে ব্যথা ছড়িয়ে পড়েছে। পায়খানা ও ক্লিয়ার হয়না এখন। কোন ভাবেই শরীর সাড়াতে পাচ্ছি না। এখন আমি আমার জীবন নিয়ে অতিরিস্ট। আর একটা কথা এখন আমার বয়স প্রায় ২১। প্রায় ৪ বছর এর ও বেশী সময় এই কস্ট ভোগ করছি।
ম্যান্টালি আমি আর সইতে পাচ্ছি না।
স্যার আমাকে বাচিয়ে নিন।।
আমি বাচতে চাই….
শুনে খুব কষ্ট লাগল আপনার কথা। যদি সামর্থ্য থাকে তাহলে দেশের বাইরে কোথাও ভালো হসপিতালে সব চেকআপ করে দেখিয়ে আনতে পারেন।
স্যার গত দিন ডাঃ এর কাছে গিয়ে ছিলাম উনি বলেছেন যে আমার UTI প্রবলেম হয়েছে। অনেক গুলো ওষুধ লেখে দিয়েছে। গত দিন থেকে খাচ্ছি, খাবার পর মনে হচ্ছে মুখ ফুলে যাওয়ার মত হয়েছে।….
স্যার যে ওষুধ দিয়েছেন তা লেখে পাঠালাম……
Rofuclav 250mg. — 7 day
Indever 10mg. — 3 month
Pair 10 mg. — 5 days
Maxpro 20mg. — 1 month
Aristo Gold — 1 month
Utrobin 5mg. — 2 month
ওষুধ এর কোন টা কি কাজে দেবে একটু জানাবেন।…
জানাবেন কোন উপকার পাবো কি…..??
Rofuclav – অত্যাধিক লবন শোষিত না হওয়ার জন্য। Indever- হাইপারটেনশন। Maxpro আলসারের ওষুধ। Aristo ব্যথার জন্য। Utrobin – প্রস্রাবের সমস্যা।
একটু সাইড এফেক্ট থাকবেই। বেশি সমস্যা মনে হলে সাথে সাথে ডাক্তারের সাথে আবার যোগাযোগ করবেন।
আস্ সালামুআলাইকুম,আমি মোঃহুমায়ুন,বয়স ৩০ বছর,বিবাহিত।আমার প্রস্বাবে জ্বালাপোড়া সমস্যা আছে।প্রায় চার বছর আগে প্রসাবের সাথে রক্তের চাকা আসছিল ছোট আকারে,তখনও জ্বালাপোড়া করতো এবং কিট কিট করে কামরাতো মুএনালী।নরমাল ডাক্তারের ঔষধ খেয়ে একটু উপকার পেয়েছিলাম।এখন পর্যন্ত আর রক্ত আসেনি।কিন্তু জ্বালাপোড়া সাথে কিট কিট করে কামরানুটা রেগুলার দেখা দিচ্ছে।বিশেষ করে ওয়াইফের সাথে মেলামেশার পর দেখা দিচ্ছে।আর এই সমস্যাটা আমার ওয়াইফের মধ্যেও দেখা দিচ্ছে।বিয়ের আগেও আমার এই সমস্যাটা ছিল।বিয়ের আগে হস্থমৈথুনের অভ্যাস ছিল কিন্তু অন্য কোন মেয়ের সাথে মেলামেশা করি নাই।আমার সমস্যাটা বিস্তারিত খুলে বল্লাম।এখন আমি কি ধরনের পরীক্ষা এবং কিভাবে চিকিৎসা করালে এই সমস্যা থেকে মুক্ত হতে পারবো জানালে অনেক উপক্রত হব।
সাধারণত শরীর কড়া হয়ে গেলে এরকম সমস্যা বেশি হয়। পর্যাপ্ত পানি আর ঘুমের অভাবে এমন হতে পারে। এছাড়া খাওয়া-দাওয়া অনিয়মিত হলে, বা সুষম খাবার না খেলে। আপনারা দুজনেই এখন থেকে প্রচুর পরিষ্কার পানি পান করবেন, প্রচুর শাসসবজি খাবেন, এবং রাত জাগবেন না–১০টার মধ্যে ঘুমিয়ে পড়বেন, ৮-৯ ঘণ্টা ভালো করে ঘুমাবেন। যদি ধীরে ধীরে অবস্থার উন্নতি না হয়, তাহলে দুজনেই ডাক্তার দেখাবেন এবং যদি দরকার হয়, তাহলে রক্ত ও প্রস্রাব পরীক্ষা করিয়ে নেবেন।
প্রসাব করতে গেলে বীর্য বের হয় আবার কখনো পায়খানা করার সময় সকালে বীর্য বের হয় ।পানির মতো
প্রসাব করতে গেলে বীর্য বের হয় আবার কখনো পায়খানা করার সময় সকালে বীর্য বের হয় ।পানির মতো
আর একটা কথা জানার ছিল স্যার…..
যেহেতু আমার UTI হয়েছে মানে মুত্রনালীর সংক্রমন,, আমার মনে হয় ওখান থেকে ব্যাক্টেরিয়া ছড়িয়ে পুরো শরীর এ ব্যথা হচ্ছে,,,।।।
আর একটা কথা স্যার,,,
যেহেতু আমার বাচ্ছার আগালে কিট কিট করে,,জালাপোড়া করে,,,,চাপলে ব্যথা করে,,,।।।
সেই জন্য বললাম আর কি,,,,যে বাচ্ছার আগালে কি কোন পাথর হয়েছে,,,,।।।
আপনার মতামত জানাবেন,,।।
সেটা পরীক্ষা না করে বলা যায় না। তবে আপনি প্রচুর পানি পান করবেন, আর রাত জাগবেন না। ভালো ঘুম দরকার। কিছুদিন এভাবে ডিসিপ্লিন মেনে দেখুন ব্যথা যায় কি না।
amer muthro tholite pathor hoice,,dui bochor hoice,,age aita onk choto chilo kintu akhon aita aktu aktu kore boro hocce,,,ami family teu bolte parcina,, oparation chara ki vhabe vlo hobe,, plz bolen?
রোগ লুকানোর জিনিস নয়। অপারেশন ছাড়া সম্ভব কি না, সেটা ডাক্তার পরীক্ষা করে বলতে পারবেন। যেহেতু বাড়ছে বলছেন, তাই আর অবহেলা করবেন না।
Uriten,pinor,nystat,levomax,urotrate,u col2,afix,utromeg,siloflo,urokit10 স্যার এই ঔষধগুলোর কাজ কি?
কিডনি, প্রস্রাব সংক্রান্ত।
আমার বয়স ২৩ বছর। ওজন ৫০ কেজি। উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। আমার বয়স যখন আনুমানিক ১৩-১৫ বছর, তখন গোস্ললের সময় নিজের অজান্তেই হস্তমৈথুন করি। তখন সেক্স সম্পর্কে কিছু জানতাম না। তাই মাঝে মাঝেই করতাম। অনেকক্ষণ পর বীর্য বের হত। বাথরুমে এতক্ষণ থাকলে অন্যরা কি ভাববে এটা ভেবে চেষ্টা করতাম তাড়াতাড়ি বীর্যপাত করতে। এরপর হঠাৎ একদিন অনেক দ্রুত বের হল। তারপঅর থেকে আজ পর্যন্ত আমার দ্রুত বীর্যপাত হয়। ইদানিং ১০-১৫ সেকেন্ডে বীর্যপাত হয়। খুব দুশ্চিন্তায় আছি। কি করতে পারি?
এক কথায় বলা যায় মাইন্ডগেম! মানসিকভাবে এটা সেট হয়ে গেছে। তাড়াহুড়া করতে করতে এখন এটাই হয়ে গেছে।
সপ্তাহে এক বারের বেশি করবেন না। আর যখন করতে ইচ্ছে হবে, তখন সময় নেবেন, ধীরেসুস্থে। তাড়াহুড়া করবেন না। করার সময়ও মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্য কিছু করবেন, এরকম ভাবে একটু একটু গ্যাপ দিয়ে দিয়ে সময় বাড়াতে পারবেন।
আমার নাম রনি।
বয়স ২৪
সমস্যা ঃ সেক্স করার পর তলপেট বেথা হয়। মাঝে মাঝে।
প্রতি দিন সেক্স করলে কি সমস্যা হয়?
বৃর্য পুনরায় হতে কতো দিন সময় লাগে।
মাঝে মাজে গোপন অংগ বেথা হয় সেক্স করার পর।
লিঙ্গটা তো মূলত সংকোচনশীল পেশি। প্রথম প্রথম সেক্সের পরে একটু ব্যথা হতে পারে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।
প্রতিদিন সেক্স করা সম্ভব না। সপ্তাহে ১/২ বার ঠিক আছে।
বীর্য প্রতিনিয়ত হয়েই চলছে–কম বা বেশি। খাওয়াদাওয়াসহ লাইফস্টাইল ঠিক রাখতে হবে।
লিঙ্গ মনে হচ্ছে আগের থেকে ছোট হয়ে যাচ্ছে।
শরীর ঠিক না থাকলে, ফিটনেস কমে গেলে, রক্তস্বল্পতা দেখা দিলে, মানে লিঙ্গে কোনো কারণে রক্ত সঞ্চালন কমে গেলে লিঙ্গ ছোট মনে হবে।
আমার পুরুষ অংগে মাথায় অনেক দিন পর পর জ্বালা করে। একটু একটু প্রস্রাব আসে তখন অনেক জ্বালা করে। এর কোন সমাধান আছে?
বেশি করে পানি পান করুন। শাকসবজি ফলমূল বেশি করে খান।”
আর লিঙ্গ যখন তখন উত্থিত এবং নিস্তেজ করবেন না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। যখন তখন উত্থিত এবং নিস্তেজ হওয়া ঘনঘন হতে শুরু করলে ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। যদি বয়স হয়ে থাকে তাহলে সেক্স আসলে হস্তমৈথুন বা সেক্স করে বীর্য আউট করে দেবেন। অন্য সময়ে শান্ত থাকবেন।
ami prosab korar por tisu baboher korI .. tisu baboher ar ses fala dai tar tik kicu somai pori daki ja amr lingo tak a ak fota prosab barasca….. please Help me
বিষয়টা স্বাভাবিক।
দৈনিক হস্তমুতন করলে কি সমস্যা? এতে বিয়ের পর কনো ক্ষতি হবে কি? বাচ্ছা নেয়েয়ার সময় কি সমস্যা হতে পারে?
বা লিঙ্গ কি ছোট হয়ে যাবে?
হস্তমৈথুনের সাথে ওসবের সরাসরি সম্পর্ক নেই। তবে হস্তমৈথুনে বেশি সময় বা মনোযোগ দিলে অন্যান্য দিকে যেমন খাওয়া ঘুম ইত্যাদি এলোমেলো হয়ে গিয়ে শরীর খারাপ হবে। তখন ওসবের উপর প্রভাব পড়বে।
আমার তলা পেটে যেমন উনুভব করি তাতে মনে হয় অনেক পের্সাপ করলে আরাম পাবো কিন্তু পের্সাপ করতে বসলে অল্প পের্সাপ হয় তাই পের্সাপ করার পরেও পের্সাপের অনুভূতি থেকেই যায় এখানে একটা কথা আছে আমি আমাদের বাজারে নাইট ডিউটি করি তাই দিনে খুব একটা ঘুম হয়না তারপরেও যাই একটু ঘুমাই এই ঘুম থেকে ওঠার পরে বেশ ভালো পের্সাপ হয় কিন্তু তাতে অনেক দমনিয়ে এতোবেশি পেষার দিয়ে পের্সাপ করালাগে যে মলদ্বার দিয়ে মল বেরহয়ে যাবার অবস্থা তৈরী হয়ে যায় যাই হোক এঅবস্থাতে পেটটা একটু আরাম পাই কিন্তু তিনচার ঘন্টা পরে আবার আগের মতো মনেহয় যেনো এতো মোত এষেছে যে একাই মোত পড়ে যাবে অথচ মুইতপ্যার বষলে অল্প মত হয় যেন মনেহয় মতার পরেও আমার মতের অনুভুতি রয়েই যায় এখন আমি যানতে চাই আমার এই রোগের নাম কি আর কিধরনের ডাকতার অথবা কি করা উচিত
ঘুমের সমস্যার সমাধান করতে হবে। যেভাবেই হোক ৭-৮ ঘণ্টা সুনিদ্রা দরকার। আর যেহেতু রাত জাগেন, তাই বেশি বেশি পান করতে হবে। পেট ভরে একবারে না খেয়ে অল্প অল্প করে ঘনঘন খাবেন। শাকসবজি-ফলমূল বেশি খাবেন। কয়েকদিন পরে অবস্থার উন্নতি না হলে ডাক্তার দেখাবেন।
COMMENTআসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন।আমি সজিব, বয়স ১৭বছর।আমি প্রেসাব করতে গেলে আমার প্রসাব হলুদ হচ্ছিলো এবং মুত্রনালিতে কিটকিটে ভাব হচ্ছে,বেশি পানি পান করার ফলে প্রসাব হলুদ হচ্ছে না,কিন্ত কিটকিটে ভাব টা যায় নি,আর আমার পেনিস দিয়ে সবসময় সাদা পিচ্ছিল পানি বের হচ্ছে।আমার মনে হয় সাদা পানি বের হওয়ার জন্য কিটকিটে ভাব হচ্ছে প্রসাব করার সময়।কিছু দিন আমার মনে হয়েছিল জন্ডিস হয়েছে আমার কিন্ত আমার চোখ-মুখ হলুদ না,সব কিছু খেতে পারছি।
সিনিয়র কিছু লোক বলেছে জন-পল্লিতে গিয়ে কয়েকবার সহবাস করলে ঠিক হয়ে যাবে।এমন টা করলে কি ঠিক হবে??সাদা পিচ্ছিল পানি যেন না বের হয়,এটার কিছু উপায় বলে দিন।আর আমি আছি বিদেশে।
আপনার উচিত ডাক্তার দেখিয়ে পরীক্ষা করানো।
শিত কাল এলেই আমার গন গন প্রসাব হয়। সাথে ঝালাপোড়া ও হয়। 20 মিনট পর পর জ্বালাপেড়া হচ্ছে। প্রসাব না করা র্পযন্ত ঝালাপেড়া কমে না।নাভির উপর,নিচে,তলপেটে একসময় এক জায়গায় জ্বালা পোড়া হচ্ছে। আমার kub ultra ও Urine R/E রিপোর্ট নরমাল।প্রচুর পরিমানে পানি খাচ্ছি তাও সমাধান পাচ্ছি না।আর আমি স্বাভাবিক আছি।আমি শূকিয়ে যাইনি।কি করবো সমাধান আশা করছি আপনার কাছে।দয়া করে সাহায্য করবেন।
শীতকালে গরমকালের চেয়ে একটু বেশি ঘন ঘন প্রস্রাব হওয়াটা স্বাভাবিক। শীতকালে একটু শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করে যদি শরীর গরম রাখতে পারেন, তাহলে উপকার পাবেন।
ভাই শুধু শিত কাল না। গরম কালেও অনেক বেশি প্রশাব হয়। আর 20 থেকে 25 মিনট্ পর পর প্রসাব তো স্বাভাবিক প্রসাব না।এক ফোটা প্রসাব এর বেগ হলেও অনেক জ্বালাপেড়া করে মনে হয় কোমরে এর মেরুদন্ড বরাবর নিচের অংশ টা জ্বলে পুড়ে যাচ্ছে।প্রসাবর এর জ্বালা পোড়ার কারনে কোমর এর অংশ কেন পুড়ে যাবে।অনেক সময় নাভির 1 মি.মি নিচে শুধু এক জয়গায় প্রচন্ড ব্যাথা করে।আর আমার গ্যাসটিক সমস্যা তেমন নাই।আমার kub ultra ও Urine R/E রিপোর্ট নরমাল।প্রচুর পরিমানে পানি খাচ্ছি তাও সমাধান পাচ্ছি না।আর আমি স্বাভাবিক আছি।আমি শূকিয়ে যাইনি।কি করবো সমাধান আশা করছি আপনার কাছে।দয়া করে সাহায্য করবেন।
আমার বয়স ১৭,,নাম সাহাদ,,, আমার মুত্রনালিতে প্রচুর জালাপোডা আজকে কয়েকদিন।কিছুতেই কমছে না,আমি musturbation এ আসক্ত ছিলাম,,২ দিন অর যখন musturb করি তারপর থেকে আমার প্রচুর জালাপোডা শুরু হয় এখনো হচ্ছে,, কিচুতেই কমছে না,,ঘন ঘন প্রস্রাব হচ্ছে আর জালাপোডা করছে।সারাক্ষন ব্যাথা অনুভব হচ্ছে,, আগে এই সমস্যা ছিল না।।আমি আর পারছি না ভাই,,,ব্যাথা করছে জলতেছে,,প্লিস ভাই একটা সমাধান দেন ম…অনেক জলতেছে,,ব্যাথা,, চিন চিন করে,,,
হস্তমৈথুন কমিয়ে দিন। বেশি করে পানি পান করুন, আর বেশি করে ঘুমান। ঠিক হয়ে যাবে আশা করি।
Amar Somossa ekoy….pls help
উপরে বলা হয়েছে।
আপনার চেম্বার কোথায়? কোন হসপিটাল এ বসেন,,
আমরা শুধু এই ওয়েবসাইটেই পরামর্শ দিয়ে থাকি।
আপনার চেম্বার এ দেখা করতে চাই,,,ঠিকানা টা দিলে অনেক ভালো হত,,
দুঃখিত, আমরা অনলাইনেই শুধু পরামর্শ দিয়ে থাকি।
sir, amar 4-5mash jabot gano gano posrab dore ar posraber karone bok ar niche chap pore thake posrab korle bok ta halka hoi.2-2.5gamta porpor posrab dhore.posrab dorle bok ar niche chap ar karone posrab na kore thaka oshombob hoye jai.posrab dorle posrab ar tholi te chap kom pore.doi bar labaid hospital a doctor dhekhaisi kon kaj hoi ni.doya kore ki kora jai akto bolben please.
শীতের সময় যদি শারীরিক পরিশ্রম না করেন তাহলে অনেক সময় এমন হতে পারে।
কাজি রফিকুল আবেদিন স্যার এর ঠিকানা টা দিতে পারবেন ভাই,,?
চেম্বারের ঠিকানা
অবস্থান: পান্থপথ সিগন্যাল থেকে দক্ষিণ দিকে গ্রীনরোড দিয়ে ৪০০ গজ এগিয়ে হাতের ডান পাশে বশির উদ্দিন রোডের প্রবেশ মুখে কমফোর্ট ডায়গনষ্টিক সেন্টার অবস্থিত। এই ডায়গনষ্টিক সেন্টারেই ডা: রফিকুলের চেম্বার রয়েছে।
ঠিকানা: বাড়ী# ১৬৭/বি, গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা।
ফোন নম্বর: ০২- ৮১২৪৯৯০, ০২-৮১২৪৯৮০, ০২-৮১২৪৩৮০, ০২-৮১২৯৬৬৭,
০২- ৮১২৭৩৯৩ এবং ০২-৮১২৭৩৯৪।
মোবাইল নম্বর: ০১৮১৯২৮৬০৬০
পচুর খাওয়া দাওয়া করি কিন্তু স্বাস্ত হচ্ছে না।
দৌড়ঝাপ না করে বিশ্রামে থাকেন, ঘুমান বেশি করে।
COMMENT আমার বয়স ২৩। আমি হস্তমৈথুন করি। এখন একটা সমস্যা দেখলাম। প্রসাব নালী দিয়া রক্তের মত প্রসাব হইছে। এখন আমি কি করতে পারি। আর এই রকম আমার আর কোন সময় হয় নাই। খুব টেনশানে আছি। দয়া করে উত্তর দিলে খুব উপকৃত হবো
প্রচুর পানি পান করবেন আর ঘুম ঠিক রাখবেন। না কমলে ডাক্তার দেখাবেন।
আমার প্রসাবে জালা করে। কি করবো???
প্রচুর পানি পান করবেন, এবং রাত জাগবেন না।
Amar problem hocce amai jakhun porte bosi othoba sua thaki takhun keal kori ak fola pisillo tarol pani ber hoise. ata ki korle hobe na.
এটা যদিও অনেকটাই স্বাভাবিক ব্যাপার, তবুও কেজেল ব্যায়াম করলে পেলভিক পেশী শক্ত হবে, তাতে এ ধরনের সমস্যা কম হবে।
আমার সমস্যা হচ্ছে আমি জাখুন সুয়া থাকি বা বসে থাকি তাখুন খেয়াল করি আমার লিংগ থেকে আক ফলা পিসসিল্ল তরল পানি বের হইসে।পানিতা দিমের সাদা পানির মত। আমি হমিও medicine খাইসি doctor বলে এতা kono problem na. পানি খাইলে পুরন হবে।তার পরে আমি medicine use korsi. এখুন আমাকে বলে আমি এই problem theke kmn kore মুক্তি পাবো।দয়া করে বলবেন।।।।
এটা আসলেই তেমন কোনও সমস্যা নয়।
পরসাবের সাথে লালা,বি্য,ও রক্ত,ফেনা হওয়া,
পেটের ডান সাইডে ব্যাথালাগে ও এ সাইড ভেগে যাচ্ছে এবং দুই পা সমান ভাবে ফেলে হাটতে পারছি না???????????
01998293059 WhatsApp
Assalamuliku sir….amr pray 1 yer jabot gono gono porshab hoy moddo right a gum benga jay porshab er karona….r porshab na korla right rey sopno dush hoy…sokala porshab halka holud hoy…ta cara soril oo peshar porla porshab tapra tapra pora lage…..plz answer
সারাদিনে প্রচুর পানি পান করবেন তবে ঘুমানোর ২/৩ ঘণ্টা আগে পানি কম পান করবেন। রাত জাগবেন না। ভালো না হলে ডাক্তার দেখাবেন।
আমার wife এর প্রসাবে খুব জ্বালা পোড়া করে।। প্রচুর পরিমানে পানি খায় তার পর ও জ্বালা যায় না।আমি বিয়ে করছি প্রায় ৩ বছর বিয়ের পর থেকে এই সমসযা। অনেক ঔষধ খাইছে তার পর ও কাজ হয় না। এবং তার ক্ষয় হয় বিয়ের আগে থেকে। দয়াকরে যদি কিছু সমাধান দিতেন তাহলে খুব উপকার হতো
পানির পাশাপাশি ঘুমও দরকার অনেক। ৮-৯ ঘণ্টা ভালো ঘুম দরকার। আর টাইমমতো পুষ্টিকর খাবার খেতে হবে। এভাবে লাইফস্টাইল উন্নত করে দেখতে পারেন।
বিগত দু বছর ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছি। ঘন ঘন প্রস্রাব হয়। অস্বাভাবিক বলা যায়। এক দিনে কম পক্ষে ১০ বার প্রস্রাব হয়। পানি নিয়মিত খেলে। এক গ্লাস পানি খাওয়ার দুই থেকে তিন মিনিটের মধ্যে প্রস্রাব হয়। তার পর ঘন ঘন শুরু হয়।প্রায়ই সময় আঁটকে থাকে প্রস্রাব। ক্লিয়ার হয় নাহ। আর মাঝে মাঝে তলপেট/নাভীর নিচে ব্যথা করে। কোথাও জার্নি করতে অনেক কষ্ট হয়। অনেক ডাক্তার দেখিয়েছি। ইউরোলজিস্ট।সবাই শুরুতেই আল্ট্রাসনোগ্রাম, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট এবং এক্স রে দেয়। টেস্ট এ কোনো রেজাল্ট না পেয়ে বলে পানি খেতে ঠিক মত। সমস্যার সমাধান তো হয় না। আর আমি ডাক্তার দেখাতে থাকি। গত বছর স্কয়ার হাসপাতালে একজন ইউরোলজিস্ট কে দেখাই। উনিও একই টেস্ট দেন। তার পর এক্স রে তে নতুন রোগ ধরা পড়ে। বাম পাশের কিডনীতে একটা পাথর। ডাক্তারে বলানু্যায়ী, পাথর ক্রাশ করাই। গিয়েছিলাম এক সমস্যা নিয়ে, গিয়ে আরেক সমস্যা ধরে পড়ে। কিডনীর সমস্যা তো সমাধান হয়, কিন্তু প্রস্রাবের সমস্যা টা সমাধান হয় নি। ডাক্তার বলেছিল বেশি করে পানি খেতে। পানি বেশি খেলে প্রস্রাবের সমস্যা। কম খেলে পাথরের সমস্যা। কুমিল্লায় এসে আরেক ইউরোলজিস্ট কে দেখিয়েছি। উনি আমাকে একই টেস্ট দিয়ে ওষুধ দিলেন দুটো। Utromeg 25 & Uromax. কিন্তু আমি উনাকে জিজ্ঞেস করেছিলাম আসলেই আমার সমস্যা কি? কেন এত ঘন ঘন প্রস্রাব হয়? জবাবে তিনি বললেন, ওষুধ দিয়ছি, ঠিক হয়ে যাবে। দুদিন হলো, ওষুধ খাওয়া শুরু করেছি। এখন আমি জানতে চাই আমার কেন এ সমস্যা টা হচ্ছে? আর এটার কি কোনো সমাধান নেই? আমি একজন ছাত্র। বিবিএ করছি।
ইনফেকশন হয়েছে। ওষুধে ঠিক হয়ে যাওয়ার কথা।
আমি আগে প্রায় প্রতিদিনই হস্তমৈথুন করতাম কিন্তু এখন সপ্তাহে ১-২ বার করি।।
২ মাস ধরে আমার প্রসাবের সাথে সাদা ধাতু বের হচ্ছে আর সাথে সাথে আমার প্রসাবও ঘনঘন হচ্ছে ।। উল্লেখ্য, সাদা ধাতু শুধু রাতে শোয়ার আগে প্রসাব করতে গেলেই বের হয়।। আমি এটা নিয়ে খুব টেনসনে আছি।।। Please, একটু বলবেন কি করতে হবে।
এছাড়া
বেশি করে পানি খেয়ে আর বেশি ঘুমিয়ে দেখতে পারেন।
স্যার,
আমার প্রতিটি প্রশ্নের উত্তর দেবেন প্লিজ।
আমার উপরে রুবেল নামের ২টি পোস্ট আছে।ঐ তখন আমার Uti হয়। এবং পেটের ডানপাশে ব্যাথা হয়।
কোথাও ব্যথা বা ফোড়া ইত্যাদি হলে আমার হাত চলে।ফলে ঐ ব্যাথা বরাবর পেছন থেকে বাড়ি (আঘাত )করতাম, সামনের দিক থেকেও চাপ দিতাম। (ব্যথা আছে কিনা জানার জন্য।)
তো ব্যাথা আরো বেড়ে যাই।
এবং সেটা আজ ১বছর হতে চললো কিন্ত এখনো সারেনি।পেট খুবি করে ফুলালেও ব্যাথা অনুভব করি।
ডানপাশে পাজরের যে খাচার মত হাড়,তার ঠিক নিচে চাপ দিলে আলুর মত কিছু হাতে বাধে এবং উপরের দিকে সরে যাই।ওটাই ব্যথা।
তো স্যার আমার প্রশ্ন হচ্ছে,
১। ডানপাশের কোন পরিক্ষা করাবো??
পুরো সনো, s creatinine(১বার ১.৪২-১.৪৪ হয়ে শেষ বারের পরীক্ষা ০.৯৭ হয়), rbs(১বার ৫.৫৬-৬.৬৬হয়),Urine R/m/e, KUB ETC করিয়েছি অনেকবার।
২। ডানপাশেরর কিডনির সমস্য হয়ে থাকলে উপরের ঐ পরিক্ষাতে জানা যেত??
এদিকে ৪মাস কোনো পরিক্ষা করাইনি।
এই ব্যথা কি সম্পুর্ন নিরাময় সম্ভব??
৩।এখনো ১দিনে ১২+/- বার প্রসাব হয়।
৪।এরমধ্যে কিডনির (আলাদাভাবে) সঠিক পরিক্ষা করা হয়েছে??
প্লিজ এড়িয়ে যাবেন না।আমার লিখা গুছিয়ে না হলেও এক্টু বুঝে উত্তর দেবার চেস্ট করুন।
ব্যথার থেকে মু্ক্তি পেতে চাই।
বিঃদ্রঃ ইনফেকশনের সময়ে প্রাই দুই /আড়াই মাস মত যেকোনো প্রকার(cipro 500/Levomax 500/azicin 500/afix 200)মাঝে মধ্যেয় খেতে হয়েছে(২-৫দিন পরপরই)।এর জন্যকি এমন সমস্যাই পড়লাম??
সমস্যাটা জটিল মনে হয়েছে, গুছিয়ে উত্তর দিতে পারছি না, দুঃখিত। আপনার বরং ভাল কোন ডাক্তার দেখিয়ে নেবেন।
আমার বয়স ১৭ বছর। আমার তেমন কোনো সমস্যা নেই।।হটাত ২ দিন আগে আমি পেশাব করার পর,মনে হলো পেশাব ক্লিয়ার হইনি।।তারপর একটু প্রেসার দিতেই পেশাবের বদলে বির্য বেরিয়ে এলো।এমন কি কালকেও ঠিক একি রকম হয়েছে।এর আগে কখনো এমনটা হয় নি।।আমি খুব টেনশনে আছি।দয়া করে জানাবেন,এমনটা হবার কারণ কি? আর এর জন্য আমার কোনো সমস্যা হবে কিনা?
অনেক সময় বীর্য বের হওয়ার সময় বাধাপ্রাপ্ত হলে মূত্রথলিতে গিয়ে জমা হয় যা পরে প্রস্রাবের সাথে বের হয়ে আসে। সমস্যার কিছু নেই। তবে বীর্য যখন বের হবে মানে ধরুন সেক্স বা হস্তমৈথুনের সময়, তখন বাধা দিয়ে আটকে রাখবেন না।
আমরা বয়স 23, আমার problem টা হচ্ছে — বিগত 3-4 বছর থেকে ঘণ ঘণ খুব কম অথচগাঢ় হলুদ বা লাল( ঠিক বোঝা যাই না ) প্রসাব হয় , বিশেষ করে কোনো কাজ করলে , বেশি চিন্তা করলে , বাইরে bus এ করে college বা কোথায় গেলেই , এক প্রকার প্রসাবের অনুভূতি জন্মায় কিন্তু প্রসাব করতে গেলে খুব কম অথচ হলুদ অথবা লাল প্রসাব হয়( কোনো রকম জ্বালা করে না ) । সব থেকে বড় সমস্যা হল যখন আমি হস্তমৈথন করতে যায় তখন এই অনুভূতি সব থেকে বেশি হয় , মনে হয় যেন খুব প্রসাব লেগেছে কিন্তু প্রসাব করতে গেলে খুব কম অথচ হলুদ অথবা লাল প্রসাব হয়। প্রসাব করে এসে আবার হস্তমৈথন করতে গেলে একই সমস্যা , যদি এই সব কিছুকে উপেক্ষা করে হস্তমৈথন করি তো সমস্ত মজা নষ্ট হয় শুধু প্রসাবের অনুভূতি টাই পায় ।
তাছাড়া পেটের সমস্যাও আছে , কিছু খাবার খেলে সমস্ত পেট জ্বলে , মাঝে মাঝে পেটের দুই ধারে জ্বলন টা বেশি হয় ।
এখন আমার কি করা উচিত ??
আমি এটা বুঝতে পারছি না পেটের জন্য প্রসাবের সমস্যা না প্রসাবের জন্য পেটের…… so, pplease please please help me ………..
dear respected sir,
আমার নাম নবাব,আমার বয়স ২২,আমার বাড়ি INDIA west bengal,west midnapur,midnapur town .
কায়েক দিন হল আমি একটা problem feel করছি ,problem–আমি যখন গোসল করি তখন প্রসাব পায় ।
দয়া করে আপনি যদি কোনো solution বলে দেন তাহলে আমি খুব উপকৃত হব।
পানির সংস্পর্শে এলে অনেকে প্রস্রাব পেতে পারে। এটা খুব অস্বাভাবিক কিছু নয়। গোসলের আগে প্রস্রাব করে নিতে পারেন।
স্যার,
আমার বয়স ২০/২১ বছর আমার গ্রামের বাড়ি বাগেরহাট আমি এখন চিটাগাং থাকি আমি একটা গার্মেন্টস এ কাজ করি আমার নাইট ডিউটি করতে হয় প্রায় সারা বছর তাই সারা রাত জেগে থাকতে হয় ভোরে বাসায় ফিরে প্রসাব করে ঘুমিয়ে যায় আর ১২-১৩ ঘন্টার ভিতর ওঠা হয় না আর প্রসাব ও করা হয় না আমার ধারনা মতে প্রসাব আটকে রাখার কারণে প্রসাবের ইনফেকশন শুরু হয়।
ওই ১২-১৩ ঘন্টা পর ঘুম থেকে উঠে প্রসাব করতে গেলে লক্ষ করি প্রসাবের রঙ লালছে ধরনের,,
আর প্রসাবে সমস্যা হলো প্রসাব করার সময় জালা-পোড়া করে, প্রসাব ক্লিয়ার হয় না প্রসাব শেষ হলে ও পরে তা ফোটা ফোটা হতে থাকে, আর প্রায় ৩-৪ মাস ধরে লক্ষ করতেছি আমার দুটো অন্ডোকোষের উপর ৬-৭ খুদে টিউমারের মত কিছু বড় ঘামাচি মতো বিছি উঠেছে,, আমি প্রতি সপ্তাহে ২-৩ বার সহবাস করি,,
আর সবথেকে বড় সমস্যা হলো আমার ঘন ঘন প্রসাব হয় ঘন্টায় ২-৩ বার আর প্রসাবের বেগ আসলে কোমরের ব্যাথা সৃষ্টি হতে থাকে পরে ব্যথা বাড়তে থাকে কমোরে ব্যাথা হয় নাভির ঠিক চার আঙ্গুল নিচে বামপাশে কিডনির সাইডে আমি প্রতিদিন প্রচুর পানি পান করি এটাই কি সমস্যা?
আমি খুবি ভয় পেয়ে যায় কিডনিতে কোনো সমস্যা হলো নাকি এটার জন্য সব ধরনের টেষ্ট করিয়েছি ডায়াবেটিস আসছে ৭.২, আল্ট্রসনোগ্রামে আসছে কিডনি নরমাল , ইসিজি তে ও নরমাল, প্রসাব টেষ্টে আসছে Urinary Bladder : Well filled. Central echo free area. No stone in the U.B. Walls regular with normal thickness. এখন আমি কি করতে পারি???
স্যার একটু রিপ্লাই দিয়েন তাড়াতাড়ি?
আমার অনেক আগে থেকেই কষার সমস্যা,,,কিন্টু আগে এতটা সমস্যা হত না। গত কাল প্রচুর কষার কারনে দুই দিন পর মল ত্যাগ করারা সময় কিছুটা রক্ত বের হয়েছে এবং পায়ু পথের চার পাশে অতিরিক্ত চাপের কারনে হালকা ফেটে রক্ত বের হইছে,, প্রচুর জালা পোড়া করছে,,, এখন অনেকটা কমে গেছে আর আমার কোমোরের দুই পাশে হঠাত ব্যথা অনুভব করছি সবসময় না ব্যথা একেবারে কমে আবার হয়,, নিচের দিকে ঝুকতে গেলে অ কাশি দিলে ব্যথা অনুভব করি,, আমার অবশ্য কাশি ও আছে,,, এটা কিসের জন্য হতে পারে,, এবং আমি কি করতে পারি, দয়া করে জানাবেন
আমার অনেক আগে থেকেই কষার সমস্যা,,,কিন্টু আগে এতটা সমস্যা হত না। গত কাল প্রচুর কষার কারনে দুই দিন পর মল ত্যাগ করারা সময় কিছুটা রক্ত বের হয়েছে এবং পায়ু পথের চার পাশে অতিরিক্ত চাপের কারনে হালকা ফেটে রক্ত বের হইছে,, প্রচুর জালা পোড়া করছে,,, এখন অনেকটা কমে গেছে আর আমার কোমোরের দুই পাশে হঠাত ব্যথা অনুভব করছি সবসময় না ব্যথা একেবারে কমে আবার হয়,, নিচের দিকে ঝুকতে গেলে অ কাশি দিলে ব্যথা অনুভব করি,, আমার অবশ্য কাশি ও আছে,,, এটা কিসের জন্য হতে পারে,, এবং আমি কি করতে পারি, দয়া করে জানাবেন আমার বয়স ২৪ বছর
আমার বয়স ২৬,আমার নরমাল থেকে একটু বেশি প্রসাব হয়। ১৮-১৯ দিন আগে প্রসাবের বেগ আরেকটু বেরেছিল। তার মধ্যে ১২-১৩ দিন আগে বিকালে দেড় মাস পর হস্তমৈথুন করি। হস্থমৈথুন করার পর প্রচুর পানি পান করি। তার পর থেকে আমার ৩০-৪০ মিনিট অন্তর অন্তর প্রসাব হচ্ছে। কিন্তু প্রসাব হচ্ছে অল্প।আর প্রসাব করার পরও প্রসাবের বেগ থেকে যাচ্ছে ।মানে সব সময় একটা প্রসাবের বেগ থেকে যাচ্ছে। আবার রাতে ঘুমের মধ্যে থাকলে কোন সমস্যা হচ্ছে না। আমি এই কয়েক দিন ২ টা হমিওপ্যাথি দেখিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না। প্রচুর মানসিক টেনশনে আছি এটা নিয়ে কারন প্রায় বছর খানেক ধরে পায়ের ফ্রাকচারের সমস্যায় ভুগছি।অনেক ট্রিটমেন্ট নিচ্ছি তাও কাজ হচ্ছে না। এর ভেতরে এই প্রসাবের সমস্যা হচ্ছে। টেনশনের কারনে খেতে পারছি না,ঘুমাতে পারছি না,কোন কাজ করতে পারছি না। Please help me,what will i do?
COMMENTআমার বয়স ২৬,আমার নরমাল থেকে একটু বেশি প্রসাব হয়। ১৮-১৯ দিন আগে প্রসাবের বেগ আরেকটু বেরেছিল। তার মধ্যে ১২-১৩ দিন আগে বিকালে দেড় মাস পর হস্তমৈথুন করি। হস্থমৈথুন করার পর প্রচুর পানি পান করি। তার পর থেকে আমার ৩০-৪০ মিনিট অন্তর অন্তর প্রসাব হচ্ছে। কিন্তু প্রসাব হচ্ছে অল্প।আর প্রসাব করার পরও প্রসাবের বেগ থেকে যাচ্ছে ।মানে সব সময় একটা প্রসাবের বেগ থেকে যাচ্ছে। আবার রাতে ঘুমের মধ্যে থাকলে কোন সমস্যা হচ্ছে না। আমি এই কয়েক দিন ২ টা হমিওপ্যাথি দেখিয়েছি কিন্তু কোন কাজ হচ্ছে না। প্রচুর মানসিক টেনশনে আছি এটা নিয়ে কারন প্রায় বছর খানেক ধরে পায়ের ফ্রাকচারের সমস্যায় ভুগছি।অনেক ট্রিটমেন্ট নিচ্ছি তাও কাজ হচ্ছে না। এর ভেতরে এই প্রসাবের সমস্যা হচ্ছে। টেনশনের কারনে খেতে পারছি না,ঘুমাতে পারছি না,কোন কাজ করতে পারছি না। Please help me,what will i do?
ভাইয়া আমি কিছু দিন জাবত একটা সমস্যাই আছি।আমার বয়স 23।আমার লিংগের আগার দিকে পস্রাব এর নালির ভিতরে 1টা বিচি বা পাথর এর মত আছে।সেটা আমি পস্রাব করার সমই অনুভব করি।।আর লিং নিস্তেজ অবস্তাই আঙুল দিয়ে চাপ দিলে বিচিটা আঙুল এ বাজে ভা অনুভব হই।।।বিচি টা কিন্তু পস্রাব এর নালির ভিতরে।।আর মাজে মদ্দে মনে হই ওই জাইগাই পস্রাব আটকাচ্চে।আর জালা ও হই মাজে মদ্দে।।কুভ অসস্তিতে আছি।আমার ভই হচ্চে যে এটা কুনু পাথর বা টিয়ুমার এই জাতিয় কিছু কিনা।।।আমি পরিবার এর বরছেলে।জা বেতন পাই তা দিয়ে কন রকম family চালাই।।কন doctor এর কাছে জাব তার ও সামরত নেই।।।pls help me
বেশি করে পানি পান করুন। রাত জাগবেন না। কিছুদিন সেক্স থেকে দূরে থাকুন। জ্বালাপোড়া কমে যাবে আশা করি।
না কমলে সরকারী হসপিতালে ডাক্তার দেখাতে পারেন।
amar prosrab dui line hoye ashe, aita ki kono rog? r rog hole tar shomadhan ki?
না, এটা তেমন কোনো সমস্যা নয়। খুব বেগ হলে অনেক সময় এমন হয়।
via amer aktu pani basi khale proseb aktu basi hoi abong prosab kisuta fena hoi aber anek sommoy deka jai clear hoi
এটা সমস্যার কিছু না। পানি বেশি করেই খান।
কিভাবে চাপা ভাংগা প্রতিরোধ করা যায়। অনেক দিন ধরেই সমস্যায় টা ভুগছি।।কোনো বাজে অভ্যাস নাই।এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো way আাছে?অাবার আমার সাস্থ অ তেমন ভাল না চিকন।
স্বাস্থ্য চিকন হলে চাপাভাঙাটাই স্বাভাবিক। খাওয়া আর ঘুম ঠিক রাখলে ওজন বাড়বে, তখন এ থেকে মুক্তি পেতে পারেন।
COMMENTassamualikum sir.. gooto 2 din age teke amr posrab lal hoye bahir hosse abong sate daka sada jatio bari kisu.. posrab korar por oy sada kisu jinis gula clearly comod er upor pore take..ulleekkoo j arokom posrab sudu matro sokale e hoii
লাল নাকি হলুদ? হলুদ বা ব্রাউন হলে ঘরে থাকলে এক কাপ (২৫০মিলি), বাইরে থাকলে ১গ্লাস গ্লাস (৫০০মিলি) পানি পান করুন। হালকা লালচে হলে ডবল। এর বেশি লাল হলে ডাক্তার দেখাতে হবে।
আর বাকিটা কি প্রতিদিন সকালে হয়, নাকি মাঝে মাঝে? সেক্সুয়াল লাইফ সম্পর্কে জানাবেন, তাহলে বাকিটা নিয়ে বলা যাবে।
আমার মুত্রথলিটি অনেক বড় এবং একটি বড় একটি ছোট আমার করণীয় কি।দয়া করে একটু বলব
ষষ
ভাই আমার বয়স ১৯,, আমার প্রাসাব করার সময় দুই নলে প্রাসাব হয়,ভাই আমি অনেক চিন্তাই আছি,,,,কি করবো বুজতে পারতাছিনা,,,আবার আমার লিঙ্গ আগা মোটা,,গুনা চিকন,,,,ডান ডিক একটু বাকা,,,,,ভাই অনেক চিন্তাই আছি|ভাই আগে অনেক হেস্ত মতন করতাম,?ভাই চারো জানানplz
দুই নল কি সবসময় হয়, নাকি মাঝে মাঝে? এমনিতে এটা বড় কিছু নয়। বাকিটা–সব কিছু বাদ দিয়ে শরীরের দিকে নজর দিন।
পানি খাওয়ার ৪০ মিনিট পর প্রসাবের বেগ হওয়াটাকি স্বাভাবিক
আমার বয়স ১৭।আমার বার বার প্রস্রাব আসে,প্রস্রাব করার পরও ফোঁটা ফোঁটা প্রস্রাব পরে।কাত হয়ে থাকলে এবং নামাজে সিজদা দেয়ার সময় ফোঁটা ফোঁটা প্রস্রাব পরে।এজন্য আমি ঠিক মতো নামাজও পড়তে পারছি না।গোসল করার আগে প্রস্রাব করলেও গোসল শেষে বাথরুম থেকে বের হওয়ার সাথে সাথে আবার প্রস্রাব আসে।এজন্য আমি কোনো কাজে মন বসাতে পারি না,সব সময় মনের মধ্যে কেমন যেন লাগে।আমার এই সমস্যাটা কি?কেন হয়েছে?কিভাবে হয়েছে?সব কিছু বিস্তারিত জানালে খুব উপকৃত হতাম?সেই সাথে এর চিকিৎসা পদ্ধতিও জানাবেন।আপনার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো।
আমার প্রচন্ড ঘন ঘন প্রস্রাব হয়, টেস্ট করেছি কিন্তু কোন সমস্যা ধরা পড়ে নাই।
এবং আমার লিঙ্গের ভিতর মনে হয়, লাল দেখা যায়। দয়া করে পরামর্শ দিন।
লাল সমস্যা নয়। অনেকের মূত্রথলি ছোট হতে পারে। এ কারণেও ঘন ঘন প্রস্রাব হতে পারে। যদি সমস্যা ধরা না পড়ে তাহলে চিন্তার কিছু নেই।
স্যার, আমার বয়স ২৬ অবিবাহিত আমি অনেক বছর বয়স থেকে হস্তমৈথুন করে আসছি ফলে আমার লিঙ্গ বাকা হয়ে গেছে,,, লিঙ্গ অনেক দূর্বল হয়ে গেছে ইদানিং আমার প্রস্রাবে সমস্যা হচ্ছে ,,, আমি প্রস্রাব করলে প্রস্রাবের নালিতে প্রস্রাব থেকে যায় এবং লিঙ্গ ধৌত করার পর প্যান্টে পড়ে যায় এবং লিঙ্গে নালিতে প্রস্রাব থেকে যায় এমন অনুভূত হয় আবার প্রস্রাবের রং স্বাভাবিক সকালে প্রস্রাব করলে সামান্য হলুদের পর সাদা হয়ে যায় ,,,, এটা কি হস্তমৈথুনের অন্যতম কারণ ,,,,,,, এমন সমস্যা থেকে আমি কিভাবে মুক্তি পেতে পারি ,,,?????
হস্তমৈথুনসহ আরো অনেক কারণে হতে পারে। মূল কারণ শরীরের যত্ন না নেয়া। ঠিক সময়ে না খাওয়া, না ঘুমানো, ব্যায়াম না করা। হস্তমৈথুন কমিয়ে দিয়ে শরীরের দিকে নজর দিন। মাস ছয়েকের মধ্যে আবার সব ঠিক হয়ে যাবে আশা করি।
শিশ্ন থেকে প্রশ্রাব পড়ে বের হয়ে যাচ্ছে এমন মনে হয়। শিশ্নের মাথা কুট কুট করে প্রস্রাবও বেশি ধরে। বয়স ২৪,ওজন ৫৪. সর্বদা অস্বস্তি অনুভব হয়,কাজে মনোযোগ দিতে পারি না।
বেশি করে পানি খাবেন। একটু সময় নিয়ে প্রস্রাব করবেন যাতে ক্লিয়ার হয়।
স্যার! আমার সমস্যা হলো দিনে অনেকবার প্রসাব কিন্তু ক্লিয়ার হয়না…যখন একবার প্রসাব করে আসি আবার প্রসাবের বেগ আসে….যখন ভোরে ঘুম থেকে জাগি তখন অনেক প্রসাবের বেগ থাকে তল পেটে কোমরে হালকা ব্যাথা করে কিন্তু যখন প্রসাব করতে যাই তখন অল্প প্রাসাব বের হয় এবং খুব স্লো প্রসাব বের হয় তাছারাও লিংগো দিয়ে দুই নালে প্রসাব বের হয়……নিজেকে অনেক প্রেসার দিয়ে প্রসাব করতে হয়….এই ক্ষেত্রে আমি কি করতে পারি…দয়া করে কি কারনে এমন হয়? এবং কি করলে এই সমস্যার সমধান পাবো? বলবেন প্লিজ
বসে প্রস্রাব করে দেখবেন ক্লিয়ার হয় কি না। প্রস্রাবের কিছুক্ষণ আগে এক গ্লাস পানি পান করেও দেখতে পারেন। প্রস্রাবের পথে কোথাও পেশি একটু উঁচু হয়ে গেলে দুই নালে প্রস্রাব হতে পারে, বা খুব জোর দিয়ে করছেন বলেও হতে পারে।
কাল সন্ধ্যায় হঠাৎ প্রস্রাবের পর বাম কোমড়ে প্রচন্ড ব্যাথা ও জায়গাটা হয়ে যায় ।
জলদি ডাক্তারের কাছে গেলাম দুটো ইনজেকশন দিলে কিছুটা কমে ।
এরপর আজ আবার সন্ধ্যায় প্রস্রাব করার পর ব্যাথা হচ্ছে যদিও গতকালের মত তীব্র নয় ।
আমি এখন কি করতে পারি জানালে খুশি হব ।
বয়স ২৫, ওজন ৫৭,
রাতজাগা হয় অনেক, সাথে এলার্জির জন্য বেশকিছুদিন যাবৎ alfacort steroid ইনজেকশন নিচ্ছি ।
কিডনিতে সমস্যা আছে কি না পরীক্ষা করাবেন।
স্যার অামার লিঙ্গের মাথায় একটু ব্যথা ব্যথা ভাব, অামি এখন কি করতে পারি।
ব্যথাটা কখন কীভাবে হচ্ছে?
হেলো
স্যার আমার বয়স ২৭। আমি প্রচুর পরিমাণে পানি পান করি। কিন্তু গত অক্টোবরে, 2018 আমার হঠাৎ প্রসাবে জ্বালা পোড়া হয়। আমি পিজিতে যেয়ে কিডনী বিভাগের ডাক্তারকে দেখায়। তখন একটানা ২০-২৫ দিন আমার কোমরে ব্যথা ছিল। ডাক্তার আমার কিছু টেস্ট দিয়েছিল। ইউরিন: pus cells: 0-2/HPF, Epthelial cells: 0-2/HPF, RBC: Nill, Cast : Nill, Plasma Clucose Random: 5.4mmol/L, Creatinine: 1.07mg/dl। হেমাটোলজি রিপোর্টটা আমি লিখতে পারলাম না তবে হেমাটোলজি রিপোর্ট টা স্বাভাবিক আছে। আমাকে Citrak সিরাপ একমাস খাইতে বলেছিল। আমি ১০ দিন খেয়ে ছিলাম। এ টেস্টগুলো অক্টোবর, 2018 তে করা। কিন্তু স্যার বর্তমানে আমার প্রসাবে আবার জ্বালাপোড়া হইতেছে। এ জ্বালাপোড়াটা সবসময় হচ্ছে। আপনাকে লেখা পর্যন্ত আমার স্বপ্নদোষ একবার হয়েছে যা বীর্য বের হওয়ার সময় জ্বলতেছিল। আমি প্রচুর পানি পান করতেছি, শরীর ঠান্ডা করার মত পানি জাতীয় খাবার খাচ্ছি কিন্তু কোন কাজ হচ্ছে না। গ্যাস্টিক হচ্ছে, গ্যাসের ঔষধ খাচ্ছি গ্যাসটিক কমেছে। কিন্তু জ্বালাপোড়া ঠিক হয়নি। নাভীর নীচ দিয়ে কখনো কখনো ব্যথা করছে। পেটের ডান পার্শ্বে মাঝে মাঝে ব্যথা করছে। আবার অনেক সময় মলদার থেকে পুরুষাঙ্গের দিকে চিড়িক (জ্বালাপোড়া) মারতেছে।
স্যার, আমি ঘণ্টায় ঘণ্টায় প্রসাব করি । প্রসাব করার সাথে সাথে হাফ লিটার পানি খাই । এতে কি কোন সমস্যা। ঘন প্রসাব কি পানি খাওয়ার জন্য না অন্য কোন কারণে। আর আমার শরীর যেন শুকিয়ে যাচ্ছে। আমি আগে 62 কেজি ওজন ছিলাম বর্তমানে 58 কেজির একটু বেশি। আমি 5.5 ইঞ্চি লম্বা। আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছি সেক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা।
আমার বয়স ২০ বছর, আমার সমস্যা হচ্ছে ২০১৮ সালে এপ্রিল মাস থেকে আমার সমস্যা লিঙ্গ ভিতরে জ্বালাপোড়া করতো প্রথমে চিকিৎসা নিয়েছিলাম ডাক্তার উইরিকুল নামে একটা সিরাপ দিয়েছিলো ওইসিরাপ খেয়ে কিছুদিন ভালো ছিলাম তার পর আবার জ্বালাপোড়া সহস্য করতে পারি না মেডিকেল ডাক্তার কে দেখাইছি ওরা টেস্ট দিয়েছে ওগুলা হলো URIN rbs রিপটে কোন কিছু ধরা পরেনি ডাক্তার তখন কিছু ওসুধ লিখে দে যেমন tab Livo tab rivotril 0.5 mg
এগুলা খেয়ে কোন লাভ হয়নি তার থেকে আমি কোন চিকিৎসা আর নেইনা খুব কষ্ট করে থাকি তার পর 2/3 মাস পরে আমার আরো জটিল সমস্যা হয় জ্বালাপোড়া করে পায়খানা করার সময় মেহ যায় প্রচুর পরিমান আর প্রসাবের রোগটা খুব ব্যাথা প্রসাব করার পর দেখে যে টপ টপ কর প্রসাব বের হয়* আমি হেমপথি ওসুধ খেতে শুরু করি মেহ টা বন্ধ হয়ে তার পর কিছু দিন পর আবার মেহটা বের হয় এখন কিছু দিন আগে MBBS ডাক্তার দেখাইছি অনে বলছে আমার নাকী গোনরিয়া হয়েছে অনি আমাকে ইন্জেশন দেয় প্রথমে Exephin 1gm তার পাশা পাশি zimax tablat flugal 50mg tablat ১০ দিন খেতে বলে তবুও আমার সমস্যা টা যাচ্ছে যা লিঙ্গটা ছোট হয়ে গেছে প্রসাবের রোগটা খুব ব্যাথা ভিতরে খুব কিট কিট করে মামড়ায় দয়া কর আমাকে একটু
আস্সালামু আলাইকুম স্যার,
আমার বয়স ২০ বছর। আমার প্রসাবে হালকা জ্বালাপোড়া আছে। এই নিয়ে আমি ডা. এর কাছে গেলে আমাকে সিপ্রোফ্লক্সাসিন বড়ি দেয়। সেটা ৭ দিন নিয়মিত খেয়ে জ্বালা কমে যায়। ধীরে ধীরে জ্বালা চলেও যায়। তবে সমস্যাটা হলো ডাক্তার আমাকে বেশি করে পানি পান করতে বলেছেন। কিন্তু পানি পান করলে প্রসাব খুবই ঘনঘন হয়। এক গ্লাস পানি খেলে মনে হয় ৪ গ্লাস প্রসাব হয়। আর বেশি ঘনপ্রসাব হলে আবার হালকা জ্বালাপোড়া অনুভব করি। মাঝে মাঝে মনে হয় প্রসাবের সাথে বীর্যের সাদা অংশ বের হচ্ছে। অতিরিক্ত প্রসাবে ভয়ে পানি খেতেও ইচ্ছা করে না। আরো একটি সমস্যা ইদানিং ভোগ করছি, সেটা হলো প্রসাবের খুব বেগ এবং প্রসাব আটকিয়ে রাখতে পারিনা। যখন বেগ আসে তখনই প্রসাব করার যায়গা খুজতে হয়। মাঝে মাঝে কাপড় খারাপও হয়ে যায়।
দয়া করে আমাকে সাহায্য করুন, কিভাবে আমি অল্প পয়সাতে সুস্থ্য হতে পারি ?
স্যার আমার অনেকদিন যাবৎ প্রসাবের সাথে বীর্য বাহির হয় অনেক বেশি পরিমাণে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে কিভাবে মুক্তি পেতে পারি এ সমস্যা থেকে প্লিজ জানাবেন
আমার সমস্যা হলো কিছু সমায় পর পরি প্রসাবের চাপ আসে,আর প্রসাবের চাপ আসলে প্রসাব ধোরে রাখতে পারি না,তখন প্রসাব না করলে কাপর নষ্ট হয়ে যায়,,
তবে শুয়ে থাকলে এই সমস্য টা অনেক কোম হয়,মানে বসে থাকলে প্রসাব খুবি ঘোন ঘোন হয়,
রাতে ঘুমাইলে আর উঠতে হয় না,এমনিতে প্রসাব এর জালাপোরা নায়,তবে প্রসাব হোলুদ হয়, বেশি পানি খাইতে পারি না, আর যদি খাইও তাহলে প্রসাব আর বেশি ঘোন হওয়া শুরু করে।
এটা কি সমস্য??
প্লিজ বলবেন?আর এটার সমাধান কি ভাবে করব?
আমার বয়স ২৮,ডাইবেডিক্স নাই,
আমার সমস্যা হলো কিছু সমায় পর পরি প্রসাবের চাপ আসে,আর প্রসাবের চাপ আসলে প্রসাব ধোরে রাখতে পারি না,তখন প্রসাব না করলে কাপর নষ্ট হয়ে যায়,,
তবে শুয়ে থাকলে এই সমস্য টা অনেক কোম হয়,মানে বসে থাকলে প্রসাব খুবি ঘোন ঘোন হয়,
রাতে ঘুমাইলে আর উঠতে হয় না,এমনিতে প্রসাব এর জালাপোরা নায়,তবে প্রসাব হোলুদ হয়, বেশি পানি খাইতে পারি না, আর যদি খাইও তাহলে প্রসাব আর বেশি ঘোন হওয়া শুরু করে।
এটা কি সমস্য??
প্লিজ বলবেন?আর এটার সমাধান কি ভাবে করব?
বয়স ২৮,আমার কোন ডাইবেডিক্স নাই,
আমার সমস্যা হলো প্রশাবের সময় হালকা জালাপোড়া হয় আর প্রশাব করার সময় হালকা বীর্য বের হয়।। এটা থেকে মুক্তি পাব কিভাবে? বয়স ১৮,,, ওজন ৫৪ কেজি।। উচ্চতা ৫ ফুট এর উপরে।।। গত ১ সপ্তাহ ধরে এমন হচ্ছে।।প্লিজ হেলপ
এস এস সি পরিক্ষাতি নাম #লিমা, বয়স ১৬ বছর ৬ মাস কিন্তু রাত্রে ঘন ঘন প্রসাব হয় খুব বেসি হয় , ধন্যবাদ স্যার ??
Amer 7/8 month dore gono gono prosab hocce
Daibetis porrika korci 5.8
Kindney report valo
Liver report valo
Urine .problems infections
Tablets continiue korteci besi laboban paccina
Gontai gontai prosab eta kuno problem
আমার মল ত্য।গ করার সময় প্রসাবের সাথে ভাতের মারের মত কিছু যায়। ক্লান্ত লাগে শরির। এমনি প্রশাবের শাথে যায় না। sodo molteg korar pore.
আমার ৪ বছর আগে স্ট্রিকচার ইউরেথিয়া হয়েছিল।অপারেশানের পর সুস্থ হয়েগিয়েছিলাম।কিনতু এখন ২ দিন দেখছি প্রস্রাবের শেষে রক্ত আসছে এক-দু ফোটা।শুধু সকালে দেখেছি এটা।দিনের আার কোনো সময় এটা দেখেনি। আমার প্রস্রাবের কালার ঠিক আাছে। আর জ্বালাও করছে না।এটা কিসের লক্ষন হতে পারে? আার আমি এখন কি করতে পারি?ভয়ের কনো কারন আছে?
হ
আমার কিছুদিন যাবত লিঙ্গের ভিতর হালকা বেথা অনুভব করছি,বেথা কিছু সেকেন্ড থাকে আবার চলে যায়,আবার কিছুক্ষন পরে ফিরে আসে,এখন আমি কি করতে পারি একটু বলবেন
ভাই, আমার প্রচুর প্রস্রাবের বেগ থাকার পরেও প্রস্রাব অনেক দেরি করে আসে। খুব বেশি প্রস্রাবে চাপ দিলে তখন আরো বেশি সমস্যা হয় এবং প্রস্রাবের গতি একরকম নয়। শেষের দিকে গতি কমে-বাড়ে। কি করবো বুঝে উঠতে পারছিনা। যদি একটু হেল্প করতেন…।
স্যার আমার প্রবলেম হল-
গার্লফ্রেন্ডের সাথে নিয়মিত কথা বললে/ চ্যাট করলে/উত্তেজিত থাকলে পেনিসে প্রচন্ড ঝালাপোড়া ও ব্যাথা হয়। ইউরোলজি ডাক্তার দেখিয়েছি, অনেকগুলি টেস্ট করিয়েছি বাট কোন রোগ ধরা ধরা পড়েনি,ডাক্তারও কোন সমাধান দেননি।
ব্যাথা সহ্য করতে না পেরে কথা বলা/চ্যাট করা বন্ধ করে দেই ফলে অনেকদিন পর ঝালাপোড়া-ব্যাথা বন্ধ হয়ে যায়।
এখন আবার কথা বলা শুরু করলে আবার প্রচন্ড ঝালাপোড়া- ব্যাথা শুরু হয়েছে,এমনকি প্রশ্রাবের পর আবার পশ্রাবের বেগ আসছে,পশ্রাব ধরে রাখতে পারছি না।
প্লিজ পরামর্শ কামনা করছি
আসসালামু আলাইকুম
কেমন আছেন স্যার।
আমি আব্দুর রাজ্জাক।
আমি দেশের বাহিরে থাকি।
আসলে গত ৮/৯ মাস যাবত আমি একটা সমস্যা ভুগছি সমস্যাটা হল আমি প্রশাব করলে মনে হয় আমার শরীল থেকে অনেক এনারজি চলে যাচ্ছে। এবং পানি প্রান করার ১০ মিনিট পরই আবার প্রসাব চলে আছে। কিন্ত এই সমস্যা টা আমার কাছে খুবই খারাপ লাগে। অাসলে আমার এলার্জিক সমস্যাও আছে। মাজে মধ্য মুখে বা গলা ও পিঠে ছোট ছোট ঘা হয় কিন্তু তা সহজে যায় না। ২/৩ মাস হয়ত চলে যায়। আবার অনেকে বলে এইটা নাকি সুগার বা ডায়বেটিক সমস্যা। আসলে কি সমস্যা তা আমি জানি না। আর কি করলে এর প্রতিকার পাওয়া যাবে জানাইলে উপকৃত হতাম। ধন্যবাদ ভালো থাকবেন। আর ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।
ধন্যবাদ আবারও
স্যার কয়েকদিন ধরে আমার প্রশাবের রং গাঢ় হলুদাভ হয় প্রশাবে জ্বালা পোড়া হয় পানি বেশি খেলে সাদা হয় আবার প্রশাব করার পর মনে হয় আরো প্রশাব হবে পরে ফোটাফোটা হয় আর মনে হয় লিঙ্গের মাঝে কিছু আটকিয়ে আছে,কিটকিট কামর দেয়, টাটানো ভাব হয়,আমার স্ত্রীর প্রশাবে ইনফেশন হয়েছিল সেখান থেকে কোন সমস্যা হতে পারে কি
মোঃ আকাশ
বয়স ৩১
আমার বয়স ২০, আমার প্রস্রাব পরিষ্কার কিন্তু প্রস্রাবের চাপ সৃষ্টি হয় না এবং প্রস্রাবের গতি কমে গেছে। কী করবো বলুন ?
ভাই আমার অতিরিক্ত ঘন ঘন শুধু প্রশাব হচ্ছে কিন্তু ক্লিয়ারলি হচ্ছে প্রায় কয়েক হবে হবে মনে হয় একটু করে হয়ে আবার হয় না…
আর নাভীর নিচের জায়গা টায় ব্যাথা/ভার ভার লাগছে…
এটি কিসের লক্ষণ এবং এটি থেকে বাচার উপায় কি
ভাই আমার অতিরিক্ত ঘন ঘন শুধু প্রশাব হচ্ছে কিন্তু ক্লিয়ারলি হচ্ছে প্রায় কয়েক হবে হবে মনে হয় একটু করে হয়ে আবার হয় না…
আর নাভীর নিচের জায়গা টায় ব্যাথা/ভার ভার লাগছে…
এটি কিসের লক্ষণ এবং এটি থেকে বাচার উপায় কি
Amar Boyosh 18. Amar Birjor Rong Holud Hoye Gese. Eta Ki Kono Kharap Lokkhon?? Eta Valo Korar Upay Ki??
বেশি করে পানি পান করবেন, আর রাত জাগবেন না।
Tol pet ton ton r peshaber jalapora kore.bethai mone hoi bar bar peshab hbe moto lage.kintu peshab korte gele fota fota ber r beshi jala pora kore.
খুব সম্ভবত শরীর কড়া হয়ে গেছে। রাত জাগবেন না। প্রচুর পানি পান করবেন। শাকসবজি ফলমূল বেশি খাবেন।
স্যার প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই অসুস্থ মানুষের সহযোগীতার জন্য।
আমার বয়ষ ৪৭ বছর ওজন ৭৭ কেজি।এমতাবস্তায় আমার প্রোস্টেট এর সাইজ ২২ cm.এরি মধ্যে আমি একজন ইউরোলজির ডাঃ দেখাই।তিনি আমার প্রসাবের প্রবাহ পরীক্ষা করে দেখলেন প্রসাবের গতি অনেক কম ও প্রসাবের কম।প্রসাবের বেগ আসলে অনুভুতি হয়না।যখন প্রসাবের থলি পূরণ হয় তখন একটু অস্বস্তি লাগে আর তখন প্রসাব করলে পরে ভালো লাগে এবং লিঙ্গের আসেপাশে চুলকায়।ডাঃ আমাকে uromax capsule খেতে বলেছে আমি এটা ১ মাস যাবৎ নিয়মিত খাচ্ছি।কিন্ত এখন রমজান মাস তাই সারাদিন পানি খাওয়া হয়না ইফতারের সময় ১ থেকে দেরলিটার পানি পান করি।পরে প্রসাবের সময় দেখা যায় হলুদ ভাব ও প্রসাবের নালি জলে এবং প্রসাব হয় কম ও প্রসাবের গতি ও তেমন না।আর বেশি পানি পান করলে প্রসাবের কালার ঠিক হয় জালাপোড়া ও কমে কিন্তু রাতে ঘুমাতে পারিনা বার বার প্রসাব করতে হয় বিদায়।দয়া করে একটু জানাবেন পরিত্রান কিভাবে পাবো?
আসলে ধর্ম নিয়ে আমাদের বলা নিষেধ আছে। তবে ধর্মতেই বলা আছে অসুস্থ অবস্থায় ধর্মীয় নিয়মকানুন একটু এদিকওদিক করলেও সমস্যা নেই। আপনার যেহেতু সমস্যা ছিল, তাই রোজার ব্যাপারে একটু শিথিলতা দেখালেই পারতেন।
আমার লিংগের মাথায় মাংস বারার কারণে আমার গন গন প্রস্রব হচ্ছে প্রস্রব এর বেগ এবং গতি কম অল্প বা সামান্য প্রস্রব হচ্ছে এর কোনো সমাধান আছে কি প্লিজ একটু বলবেন
ইউরোলজিস্ট দেখাতে পারেন।
আসসালামু আলাইকুম স্যার! আশা করি আপনি ভালো আছেন!
আমার নাম জয় আর আমার বয়স ৩৩! গতো কিছুদিন যাবত আমি প্রস্রাব সম্পর্কিত কিছু জটিলতায় ভুগছি। আর যার কারনে আমি শারীরিক ও মানষিক ভাবে ইকটু ভেঙ্গে পরেছি। আমার এই প্রস্রাব সম্পর্কিত সমস্যাটা খেয়াল করলাম এই গতো ২০ রোজার পর থেকে। আমি এই রমজান মাসের সারারাত জেগে ছিলাম আর সেহেরী খেয়ে তারপর ঘুমাচ্ছিলাম। আর তাই স্বাভাবিক ভাবে সেহেরীর সময় পানিটা ইকটু বেশি খাচ্ছিলাম। তারপর হঠাৎ একরাত খেয়াল করলাম আমার বার বার প্রস্রাব হচ্ছে কিন্তুু প্রেশার খুব কম আর প্রতি ২-৩ মিনিট পর আবার প্রস্রাব হচ্ছে! তখন প্রস্রাব হলে তার পরিমানটা কমে যায়। আর এটা খেয়াল করার পর আমি সেহরীর সময় পানিটা কম খাচ্ছি কিন্তুু এখোনো সমস্যাটা রয়েই গেল। দয়া করে বলবেন কি এটার কারন ও চিকিৎসা সম্পর্কে।
খাওয়া-দাওয়া ঘুম ব্যায়াম ঠিক রাখলে আশা করি আবার ঠিক হয়ে যাবে। না হলে একজন ভালো ইউরোলজিস্ট দেখাতে পারেন।
স্যার আমার বয়স ৩৩।আমার ঘনঘন প্রস্রাব হচ্ছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না এখন আমি কি করব।
সার আমার বয়স ২২ ওজন৪৮ আমার ঘন ঘন পরসাব হয় আমি পরসাব আটকে রাখতে পারি না খুব টেনশনে আছি আর আমি একটু রাত জাগি বেশি সার আমাকে ভাল কিছু সাজেশন দিলে খুশি হব
স্যার আমার বয়স ২১ বছর আমি ৪-৫ বছর যাবৎ হস্তমৈথুন করে আসছি।প্রতিদিন গড়ে ৫-৬ বার করে এবং এটা বাদ দিতে পারছিনা।ইদানিং রাতে হস্তমৈথুন করার পর আমার মূত্র থলি দিয়ে প্রসাব বের হতে অনেক কষ্ট হয়। মূত্রথলি পুরাপুরি ক্লিয়ার হতে প্রায় ৪০-৫০ মিনিট ওয়াসরুমে বসে থাকতে হয়।আর মুত্রথলিতে প্রচন্ড জ্বালাপুরা করে।
আমার প্রশাবে ফেনা বেশি হচ্ছে। প্রতিদিন একই জায়গায় (কিছুটা বালু মাটিতে) প্রশাব করে লক্ষ্য করি সাদা ফেনার আস্তরণ পড়ে কিন্তু পিপড়া আসা লক্ষ্য কড়া যায়না।আমি একটি পলিথিনে প্রশাব করে ৩-৪ দিন রেখে দিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম নিচে কোন আস্তরণ নেই,তবে নাড়াচাড়া করার পর লক্ষ্য করলাম (ডিমের সাদা অংশের মত) কিছু সাদা বীর্য ভাসতে দেখা যাচ্ছে।এটি কি কোন সমস্যা যদি হয় তাহলে এর সামাধান কি
আমার প্রসাবের তেমন বেগ নেই। ঘন ঘন প্রসাব হয় অল্প করে। দিন দিন ওজন বেড়ে যাচ্ছে। এ থেকে মুক্তির উপায় কি?
আসসালামু আলাইকুম স্যার আমার নাম আকাশ আমার বয়স 26 বছর আমি বিবাহিত আমার প্রস্রাবের রাস্তায় মাঝে মাঝে জালা পুরা করে,,,, আর রাতে তেমন একটা ঘুম হয় না,,,,,,,আমি আগে রাত জেগে গাড়ি চালাতাম তাই ওই অভ্যাস হয়ে গেছে তাই রাতে আমার ঘুম হয় না আমি আমার স্ত্রীর সাথে 7 দিনে 2বার মিলন করে থাকি কিন্তু আমার সমস্যা হল কিছুদিন জাবত আমার জালা পুরা বেশি মাত্রায় হচ্ছে আমার কি করা উচিত ,,,,, একটু বলবেন
আমার নাম নয়ন হোসেন আমার বয়স ২৪ আমার দিনে ১ঘন্ন্টা পর পর পোরসাব হয় আবার রাতে যত। খুন জেগে থাকি ১ ঘন্টা পর পর হয়
একজন ভালো ইউরোলজিস্ট দেখাবেন।
যৌন মিলনের সময় বীর্যপাত না ঘটার কারন কি??
হয়তো এক পর্যায়ে এসে আগ্রহ হারিয়ে ফেললেন, তখন নিস্তেজ হয়ে গেলো।
আমার লিঙ্গে শির শির করে।কোমর থেকে পা পর্যন্ত শক্তি পাই না। পায়ে শির শির করে অসস্তি লাগে।সারা শরীর শুকিয়ে যাচ্ছে। সহজেই উত্তেজিত হয়ে যায় আার তখন ব্যাথা করে, তরল পদার্থ বের হয়ে।অনেক সময় উত্তেজিত না হয়েও বের হয়ে যায়।এখন আমি কি করতে পারি?
আজকে হঠাৎ আমার প্রস্রাব ঘন ঘন হচ্ছে। তাছাড়া প্রস্রাব করতে গেলে তা শেষ হওয়ার নামই নেয় না। ১ সেকেন্ড পর পর ১/২ ফুটা আসে। এখন আমি কি করব। কিছু বলুন।
Hello sir,
আমি পূজা ।আমার বয়স ২৪ বছর। আমার ওজন ৪২ কিলোগ্রাম। আমার সমস্যা হল , ১ লিটার জল খেলে ৪ বার প্রস্রাব পায় এবং প্রত্যেকবারই খুব জোরে প্রস্রাব পায়। আমার কোনোদিনই বেশি জল খাওয়ার অভ্যাস ছিলনা , জল একদম খেতাম না বললেই চলে। এখন কিছু মাস ধরে আমি ৩ লিটার জল খাচ্ছি জল তেষ্টা বেশি পায়না তবুও জল ৩লিটার খাই তাতে আমার সকাল থেকে রাত পর্যন্ত ১৫ বার প্রস্রাব পায় এবং ১৫ মিনিট অন্তর প্রস্রাব পায় আর রাতে ঘুমানোর আগে প্রস্রাব করে শলেও ২, ৩ মিনিট অন্তর অন্তর খুব অল্প পরিমাণে প্রস্রাব হয় যতক্ষণ না ঘুমাই ততক্ষন। আর যেদিন শুধু মাত্র জল তেষ্টা পেলেই জল খাই সেদিন দিনে খুব বেশি হলে ৪ থেকে ৫ বার প্রস্রাব পায়। দয়া করে একটু বলবেন sir এই সমস্যা কেন হচ্ছে , এর সমাধান কিভাবে হবে?
প্রস্রাবের শুরুতে কোনো ব্যাথা থাকেনা, কিন্তু শেষ হওয়ার সময় খুব ব্যাথা হতে থাকে। প্রস্রাব শেষ হয়ে গেলে আর ব্যাথা থাকে না। দিনে ৯/১০ বার প্রস্রাব হয়। তার মধ্যে ৩/৪ বার হলুদ প্রস্রাব হয়। দিনে ২/২.৫ লিটার জল পান করি। সমাধান পেলে উপকৃত হব।
আমার প্রস্রাব এর রাস্তাই দুই জায়গা দিএ বের হই
কোন জালা যন্ত্রনা নাই টিক আসে সমাদান টা বলবেন
Sir amar boyosh 20, 1 mash age fojore namaz e uthi ebong bathroome zawar por prosraber somy bujha giyeche prosraber rastay kichu athke ache ebong kichu zontronao korche tar pore theke prosrab bar bar hoy prosrab korar por abar ektu royegeche onuvob hoy tarpor prosrab korar somy linge chulkani hocchilo 2 din chilo eta ami pore urine test korai normal chilo ekhon o same problem hocche kintu betha nei chulkani nei shudu prosrab korar por abar prosraber aro royegeche bujha zay, ar idaning prosrab korte ektu chap dite hoy bujha zay linger moddhokane badha pacche ebong prosrab dui daray hoy…
etar mane ki amar prosraber rastay pathor ache na ki?
প্রশাবে পাস সেল 4/5 এসেছে। ওষুধ খেয়ে ভালো হয়ে আবার হচ্ছে। হস্তমৈথুনের ফলে কি এমন হবার কোন কারন আছে? দিনে ৮-৯ বার প্রসাব হয় ।
জানাবেন
আমার প্রস্তাবের যায়গায় সব সময় মনে হয় কি যেন হাটে, আমার কাছে এইরকম অনুভব হয়। প্রসাবের যায়গায় কিট কিট করে কামড় দেয় দয়া করে বলবেন করনিয় কি?
amar boyosh 16. Amar porsab korar por porsab shohoje bondho hoi na. Tissue diye porishkar korar por abar bhije jai. Onekkhon bathroom e dariye thakte hoi. Khub e oshosthikor lage. Porsab test koriyechilam but bole kono shomossha nai. Eitar solution ki?
Sir amar প্রসাবের por onek jontorna kore amon hoi j ami washroom theke roome ashte parina. Amar ki kora ucchit?
অামি কয়েকদিন হলো একটা সমস্যায় ভূগতেছি।দেশের এ অবস্থায় ডাক্তারের কাছেও যেতে পারতেছি না।অাজকে ৩ দিন হলো অামার পেনিস দিয়ে সাদা ধাতুরমত কিছু বের হয়।কিন্তু বুঝতেছি না এটা ধাতু নাকি পূজ।এমনিতে অামার প্রসাব করতে কোন জ্বালা করে না বা চুলকানো হয় না,।দিনের বেলায় পাতলা কিন্তু সকালের টা বেশ ঘন বের হয়। এখানে বলে রাখা ভালো ১ বছর আগে অামার গনোরিয়া হয়েছিল এবং ১৫ দিন অাগে ও অামি পতিতার সাথে কনডম ছারা মিলন করি এ অবস্থায় অামি কি করতে পারি? দয়া করে বলেন।
আমার বয়স ২০
আমি ঢাকা তে ছিলাম ২ মাস গত মার্চ মাসের১৭ তারিখ বাড়িতে চলে আসি। আসার একের পর এক শারীরিক সমস্যা হচ্ছে। অযথা শরীর চুলকানি সেটা এখনো আছে, তার পর জ্বর সদ্দি হাঁচি কাশি গলা ব্যথা কিছু দিন চিকিৎসার পর সব ভালো আছে তার কিছু দিন পর ডায়রিয়া ২দিন ডায়রিয়ার জন্য বেস অসুস্থ হয়ে পরলাম, ডাক্তারএর পরামর্শ কিন্ত আমরা ওষুধ চলছে আনেক ওষুধ দেয় সাথে ভিটামিন দেয়। ২ দিন এর মধ্যে সব ঠিক হয়ে গেল, ঠিক হবার পর ও ভিটামিন শেষ করে , কিছু দিন পর আবার প্রসাব করার পর লিঙ্গের মধ্যে যন্ত্রণা করে কিট কিট করে ৩০ মিঃ ২০ মিঃ হয় তার পর ঠিক হয়ে যায়। বেস যন্ত্রণা করে। প্রসাব একদম আগের মত ক্লিয়ার। আর রাত এ ৯ টার দিকে তল পেটে বেপক যন্ত্রণা করে।
প্রসাবের সমস্যা দুপুরে হয় আর রতে পেটের মধ্যে যন্ত্রনা ও এলার্জি সমস্যাটা আছে । পিল্জ হেল্প মি। স্যার।
আমার স্বপ্নদোষ হওয়ার পর প্রেসাবে খুব জ্বালাপোড়া করে।এটা কেনো হয়?
ami akjon meya,,,,amr prblm ta ami share krteci,,ami jokhon prosrab krte giya akto pressure diya prosrab kri tokhon halka jole,,,,and ton ton kore…..plz prblm tar Solution janabn…age 17.
আমার দীর্ঘদিন যাবৎ প্রশাবের ৪-৫ মিনিট পর ফোঁটা ফোঁটা প্রশাব বের হয়। গত ৪ মাস আগে একজন ডাক্তারের পরামর্শ নিলাম উনি Rostil & ফ্লুগজিট নামক দুটি ট্যাবলেট দিলেন ৪ মাস ঐ ঔষধ খাওয়ার পরেও তেমন কোন কার্যকারী ফলাফল পাচ্ছি না।
দয়াকরে আপনার কোন পরামর্শ পেতে পারি?
স্যার এই রমজান মাস থেকে আমার মুত্রথলিতে একটু অসস্তি বোধ করছি।
আমার গত ৫ দিন আগে থেকে আমার পুরুষাঙ্গে একটা কিট কিট ভাব অনুভুব করি ।
এখন আমার পুরুষাঙ্গে একটু ব্যাথা অনুভব হয় সাথে তলপেটেও।
আমি রমজানের আগে সপ্তাহে ৪-৫ দিন হৈস্তমৈথুন
করতা।
রমজান শুরু হওয়ার পর আমি আর এটা করি নি।
কিন্তু গত দুই দিন আমি হৈস্তমৈথুন করার সময় আমার লিঙ্গ ভালভাবে শক্ত হওয়ার আগেই বীর্যপাত হয়ে যায় এবং বীর্যও খুব পাতলা ছিল। একদিন সকালে ঘুম থেকে উঠার পর আমার লিঙ্গ স্বাভাবিক এর মত শক্ত ও খাড়া থাকে,, কিন্তু অন্যদিন লিঙ্গ নিস্তেজ অবস্থায় থাকে।
এর জন্য আমি মানসিক দুশ্চিন্তায় আছি এবং শারীরিকভাবেও অনেক দুর্বল হয়ে পড়েছি।
উল্লেখ্য খুব কম পস্রাব হলে পস্রাবের রং লালচে রং এর মত হয় এবং জ্বালা-পোড়া করে।
এখন আমার কি করা উচিত?
দয়া করে জানাবেন।
আমার দীর্ঘমেয়াদি গলাব্যথা প্রায় পাঁচ মাস হয়েছে অনেক সময় একটু বেশি ব্যথা হয় অনেক সময় একটু কম কোন রকম কাশি নেই ঠান্ডা লাগার কোন পূর্বাভাস বা ঠান্ডা লেগেছে এরকম কিছু বুঝতে পারতেছি না কিন্তু শুধুমাত্র গলায় ব্যথা ঘাড়ে ব্যথা করে একটু গলা থেকে নিচের দিকে শ্বাসনালী নিচের দিকে হালকা ব্যথা রয়েছে এমন অবস্থায় দীর্ঘদিন বড় ধরনের সমস্যা আছে বলে মনে হয় আপনার একটু সঠিক পরামর্শ দিবেন প্লিজ এখানে আমি ডাক্তার দেখিয়েছিলাম এক্সরে করেছিলাম তখন বলেছিল কোন সমস্যা নেই গ্যাস্টিকের কারণে এটা হতে পারে এটা কি গ্যাস্ট্রিকের জন্য হতে পারে না বুকে কোন বড় ধরনের সমস্যা আছে বলে গলায় ব্যথা হতে পারে এটা একটু জানাবেন প্লিজ
আসসালামু আলাইকু। আমার ছোটবেলা থেকেই সবসময় ফুটাফুটা পস্রাব পড়ে। পানি কম খেলে আর শুকনো খাবার খেলে এমন হয়না। কিন্তু ভাত খেলে খুব বেশি এমন হয়। পিরিয়ডের সময় যেরকম ব্লিডিং হয় এমন। মাঝে মাঝে ঘুমের মধ্যে বিছানায় পস্রাব হয়ে হয়ে যায়। এটা খুব বেশি অসস্থিকর। আমি আমার বাসা ছাড়া কোথাও যাইনা। ভয়ে। আর ফুটাফুটা পস্রাবের জন্য সবসময়ই প্যাড পরে থাকতে হয়। আমি অনেক ডাক্তারও দেখিয়েছি। কিন্তু কোনো ইউরোলজিস্ট দেখাইনি। অনেকেই বলে এটা লিকুরিয়ার প্রব্লেম। কিন্তু এটা আসলে লিকৃয়ার সমস্যা না।
আমার বয়স ১৬, আমি একজন মেয়ে।
হাইট ৪ ফুট১১ ইঞ্চি
ওজন ৬৭ কেজি
আমাকে সাহায্য করুন প্লিজ।।
আমি একরাত না ঘুমানোর পরের দিন সকাল থেকে প্রসাবের রাস্তায় জ্বালাপোড়া শুরু হয়। প্রসাব করার কিছুক্ষন পর প্রসাবের রাস্তায় ফোটা ফোটা প্রসাব আসতে থাকে আর তখন জ্বালাপোড়াও বেশি হয়। আবার বেশি করে পানি খেলে জ্বালাপোড়া একদম কমে যায়। প্রসাব করার সময় মুত্রনালীতে একটু ব্যথাও অনুভবেরর সাথে মুত্রনালী জ্যম হয়ে আছে মনে হয়। উল্লেখ্য যে আমার সব সময়ই প্রসাব করার পর পেটে চাপ লাগলে আবার এক দুই ফোটা পানি বের হয়। কিন্তু গত ৫-৬ দিন যাবৎ দীর্ঘ সময়ের জন্য ফোটা ফোটা পানি বের হচ্ছে এবং আজ সকাল থেকে জ্বালাপোড়া করছে। মাঝে মাঝে অন্ডকোষেও হালকা ব্যথা অনুভব হয়। আমার বয়স ৩৩ বছর এবং বিবাহিত। এ অবস্হায় কি করতে পারি। স্ত্রী সহবাস করা কি ঠিক হবে?
প্রসাবের পর ফুটা ফুটা প্রসাব আসে এক মাস হল এমন হয়, এক মাসে আগে জ্বর ছিল তিন দিন প্রচুর পরিমানে লেবুর সরবত খেয়েছিলাম। লিভারে সমস্যা আছে, কি সমস্যা তা জানিনা ডাক্তার বলেছে ALAT এর পরিমমান বেশি এবং Antri HBc total পরীক্ষা করতে বলছে কিন্তু লিভার সমস্যার সাথে প্রসাব করার পর ফুটা ফুটা আসার কোন সম্পক্য আছে কি ।
Amar 1 hour bade bade prosab hoy r jodi prosab ar sate sate na jai token tolpete beta onubob kori
Pls reply me how can I control it
আমার বাবার 78 বৎসর কিছা দিন যাবত urine ঘন ঘন আটকাতে পারছে না। এতে কি করনি যদি একটু বলেদিতেন উপকৃত হতাম।
দুই-তিন ধরে থেমে থেমে প্রসাব হচ্ছে। মানে একবারে প্রসাব শেষ হচ্ছে না। কিছুক্ষন অপেক্ষা করলে আবার অল্প অল্প করে প্রসাব বের হয়। বলতে গেলে ৪/৫ বারে প্রসাব বের হয়। স্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য কি করতে হবে?
Amar Protibar Prosaber Agey Panta Vater Ghola Panir Moto Ase,ar Saradin Matha Ta Chap Hoye Thake O Tolomolo Kore! 2year Theke Prblm! Boyosh:22,weight:53,height:5.8″
আমার বেশ কয়েক দিন খুব ধিরে ধিরে পেচ্ছাব হচ্ছে, এবং পেচ্ছাব সম্পূর্ণ হতে একটু বেশি সময় লাগছে। আমার বয়স এখন ১৭।
আমার বেশ কয়েক দিন(১৫ -২০ দিন)পেচ্ছাব খুব ধীরে ধীরে এবং থেমে থেমে হচ্ছে। আমার বয়স ১৭ বছর
Gogno gono prossab Hoy .prossab ar essa lagla prossab dareta Acha. prossab kororar por talpet fola thaka otaba prossabar essa sapy thaka prikha koriyce mejor kono problem nay but ay problem ar somadan ki
পেচ্ছাব খুব ধীরে ধীরে হয়, থেমে থেমে অনেক সময় নিয়ে হয়, বয়স 17।
Vai amar 2-3gonta por por porsab hoy….porsab r somoy lingho jala pora kore…..birjo pat ber hoile jala pora kore akhon ami ki korbo
স্যার, আমার বয়স 32. গত 2 বৎসর আগে আমার বাম পাশের ondokos এ হঠাৎ প্রচুর ব্যথা হয়. তার পর স্থানীয় ডাঃ এর পরামর্শ দিলো Citra – k syrup খাওয়ার জন্য. খেলাম, 2 দিন পর ছোট 2 টা পাথর বের হলো. এর পর থেকে আমি মোটামুটি ভালো. কিন্তু গত 2 মাস ধরে আমার বাম পাশের ondokos ব্যথা হয়, সব সময়ে গরম হয়ে থাকে. মাঝে মাঝে বাম পাশের ondokos এর উপরে অর্থাৎ লিঙ্গের বাম পাশে ও ব্যথা করে, খুবই অস্বস্তি বোধ করি. আবার প্রসাবের আগে এবং পরে অনেক বির্য বের হয়ে যায়. আমি বিবাহিত. অনেক ডাঃ দেখালাম, পানি ও পান করি. অনেক টেস্ট করছে. But কিছুই হচ্ছে না. Rolac খেলে একটু কমে কিন্তু পরে আবার আগের মত, তবে স্যার ব্যথা টা সহ্য করার মত. কিন্তু মাঝে মাঝে বিরক্ত লাগে. প্লিজ একটা ভালো পরামর্শ আসা করছি. Thank you.
প্রসাব করার পর মনে হয় আরো করতে হবে। পেট ক্লিয়ার করে প্রসাব হয় না। ঘন ঘন প্রসাব করতে হয়।কি সমস্যা বলতে পারেন?
স্যার আমার সপ্নদোষের সময় লিঙ্গের মাথায় বীর্য এসে আবার চলে যায়.. এটা অনেকবার হয়েছে, এটা কেন হয় দয়া করে জানাবেন
আমি প্রতি বার ভাত খাওয়ার পর ৪/৫ গ্লাস পানি পান করি। তাছাড়াও অন্য কিছু খেলেও ২/৩ গ্লাস পানি খাই। প্রসাব ও ঘন ঘন হয়।।।এতে কি সমস্যা হবে??????
ami jishan
amar byos 25 sir ami gto kalke posrab korar smoi fil kori amar posrab goti kome giyece ar onk betha hocce ata niye ami onk cintai aci plz help me
Prosaber age peter nicer dike dui pase betha hoy,,,, eta ki dhoroner somossa,, ? kmn dr. dekhabo?
জেনারেল ডাক্তার দেখাতে পারেন আগে। উনি বিশেষজ্ঞ সাজেস্ট করলে তখন পরামর্শ মেনে চলবেন।
আমার মূত্রথলিতে বীর্য আটকে গেছে আমার মনে হয়।আমার মূত্রনালী লিঙ্গের বাম সাইটে একটু ওপরে বির্য জমা হয়ে আছে।আমি খুব টেনশনে আছি।আমায় সাহায্য করুন please
বেশি করে পানি পান করুন।
Amar paikhanar rasta r prosaber rasta aksathe jole. kintu khub tibro jole na. kintu jole. khub birokto lage. Rate besi hoy.r bises kore. paikhana korar por theke besi hoy. Aktu jodi upodes diten..?
Amar r akta problem ase seta holo amar 5/6 mas por por paikhanar rasta diye rokto pore. pray 6 bosor amon hoy. kosa besi hole.5 mas hoye gese kintu akhono rokto poreni.kintu akhon problem ta aktu vinno hoyse akhon bosle paikhanar rasta ta fule jai abar utle ota dhuke jai. Akta molom use kori. anustat akhon korsi but upokar passi na. Akhon ai 2ta problem niye ami ki korbo. aktu jodi bolten.
Sir.
Amr ekta pblm hoyce amr boys 23 bosor but maje maje porsrab korar por sada datu ber hoy porsrab er rasta dia ami ekon porjonto kono doctor er sate kota boli nai pls sir bolen ekon ami ki korbo
Amar Mutro Tholite birjo Atake thake mone hoy. Speed ekdom e kom. Ki kora jay. Please advice me.
9 month er lady baby 24 hours 3 times urin out.It is Normal or not.Please give suggestion.URIN TEST PUSH CELL 12-18 AND DOCTOR GIVE ANTIBIOTIC TEXIM O 7 DAYS/ZOCEF 125-6 DAYS/SEPTRAN 7 DAYS NOW PUS CELL 2-3 AND kub cystitis found and doctor give CRIXAN 125 14 DAYS (RUNNING 5 DAYS NOW) UT URIN FLOW SAME/WATER DRINKING THIS BABY VERY TUFF AND TRY TO TRY MAXIMUM 360 ML IN 24 HOURS.Please give suggestion to recovery.
স্যার
Koek din age বাজারে পুরি খেয়েছিল
ম তারপর থেকে মূত্রথলিতে প্রসাব ভালোভাবে যাচ্ছেনা। এবং মল ভালোভাবে যেখান থেকে মল রিলিজ হয সেখানে যাচ্ছেনা কি করব প্রসাবো হচ্ছেনা।
আমার ওভারিয়ান সিস্ট এর অপারেশন হইছে ২৪ দিন আগে।এখন পিটে হাড্ডির মাঝে খুব বেশি ব্যাথা করে আর প্রস্রাবের চাপ ও বারবার ধরে।কি করতে পারি??
amar ajke theke iktu betha hoche prosab korar por theke ebong jalaporao ki korar jai prochondo betha ar jalapora
আমার ঘনঘন প্রসাব, ডক্টর বলেছে ইনফেকশন , ঔষধ খাই ফুল কোচ চারমাস,এরপরে ও আমার ঘনঘন প্রসাব হয়,প্রসাব করে আসলে ও মনে হয় আবার প্রসাব আসছে,তলপেটে কেমন যেন লাগে,আর লিঙ্গের মাথায় প্রসাব আছে এ রকম লাগে সবসময়, কি করবো এখন
কি কারনে কালো হয় প্রস্রাবের” “জায়গাটা”
আমার ২-৩ ঘন্টা পরপর কোনো কারন ছাড়াই ১ ফোটার চেয়েও কম প্রসাব বের হয়ে আসে।এর সমাধান কি?
porsaber por birjor moto sada ber hoy?
Assalamu oyalaikum..
Ami Akta somossai vugsi onekdin holo..
Pani dakle nijeke atkai rakte pari nah..onek Pani khai..tar sate sate dine 20 ber we Moto prossab kori..
Protiber prossab korar por amr pa kapa Suru Hoy tokhon hatteo somossa hoy.
Amake Akta upay den kivabe e ATA tik korbo
পরসাবের সাথে লালা,বি্য,ও রক্ত,ফেনা হওয়া,
পেটের ডান সাইডে ব্যাথালাগে ও এ সাইড ভেগে যাচ্ছে এবং দুই পা সমান ভাবে ফেলে হাটতে পারছি না???????????