Pediatric Practice on Parents’ Presentation
লেখক: অধ্যাপক ডা. এ আর এম লুৎফুল কবীর
বইটি শিশুস্বাস্থ্যের ওপর একটি ক্লিনিক্যাল বই। ছোট্ট শিশুরা ওদের অসুখের কথা নিজেরা বলতে পারে না, মা-বাবাকেই তাদের পক্ষে কথা বলতে হয়। এই বই শিশুস্বাস্থ্যবিষয়ক সমস্যাবলির একটি চমৎকার পূর্ণাঙ্গ ব্যবহারিক উপাখ্যান। এই বই পড়ে চিকিৎসাশাস্ত্রের সঙ্গে সংযুক্ত ব্যক্তিরা শিশুস্বাস্থ্য সম্পর্কে একটি ব্যাপক ধারণা লাভ করতে পারবেন অনেকগুলো জীবন্ত কেস হিস্ট্রি সম্পর্কে অবগত হয়ে। এই বইতে ১৮২টি জীবন্ত কেস হিস্ট্রি রয়েছে, যাতে শিশুদের ৭৪ ধরনের বিভিন্ন উপসর্গ/শ্রেণী উল্লিখিত হয়েছে। বইটিতে শিশুদের ৫৩৬টি রোগজনিত ছবি ও অঙ্কনচিত্র রয়েছে, যার ফলে এটি একটি সুন্দর ও আকর্ষণীয় বই হিসেবে সমাদৃত হতে পারে।
বইটি সংগ্রহ করতে চাইলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন: শিশু বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। [email protected]
সূত্র: দৈনিক প্রথম আলো, অক্টোবর ১৯, ২০১১
Leave a Reply