সমস্যা: আমার বয়স ২২ বছর। ২০১০ সালের ৯ এপ্রিল আমি ডান চোখে আঘাত পাই। গত বছরে এক চক্ষু হাসপাতালে অস্ত্রোপচার করাই। অস্ত্রোপচারের পরও আমি চোখে ঝাপসা দেখি। উল্লেখ্য, অস্ত্রোপচারে আমার চোখে কোনো লেন্স সংযোজন করা হয়নি। আমি বর্তমানে বাঁ চোখ দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছি। যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমি এই মুহূর্তে কী করতে পারি, পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব।
মাসুম আহমেদ, টঙ্গী।
সমাধান: অস্ত্রোপচারের পর আমার ধারণা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাসপাতালে সময় সময় চোখ দেখানোর জন্য যাননি। যা-ই হোক, যেহেতু কৃত্রিম লেন্স সংযোজন করা হয়নি, সে কারণে ঝাপসা দৃষ্টি থাকাটাই স্বাভাবিক। আপনি কাছের কোনো চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। আর যদি পারেন, তাহলে অস্ত্রোপচারের কাগজপত্র সঙ্গে নেবেন।
সমস্যা: আমার বয়স ১৯ বছর। আমি তিন বছর ধরে মাইনাস পাওয়ারের চশমা পরি। বর্তমান পাওয়ার -২.২৫। চিকিৎসক বলেছেন, যত দিন বেঁচে থাকব, তত দিন চশমা পরতে হবে এবং দিন দিন পাওয়ারটা বাড়বে। আমার প্রশ্ন, সত্যিই কি এর কোনো চিকিৎসা নেই? আর চিকিৎসা যদি না থাকে, তাহলে লেন্স ব্যবহার করলে চোখের কি কোনো ক্ষতি হবে?
নাহিদা, খুলনা।
পরামর্শ: যত দিন বেঁচে থাকবেন, তত দিন চশমা তো পরতেই হবে—এ কথায় বিচলিত হওয়ার কিছু নেই। এটা সবাইকে করতে হয়। তবে ভয় পাওয়ার কিছু নেই। চোখের পাওয়ার দিন দিন বাড়ে না। সাধারণত ২৫ বছর পর চোখের পাওয়ার খুব একটা বাড়ে না। তবে লেন্স ব্যবহার করার চেয়ে লেজার সার্জারি করা যেতে পারে। একে ল্যাসিক বলে। চোখে ল্যাসিক করালে সাধারণত চোখ ভালো হয়ে যায়। তখন চশমা ব্যবহার করতে হবে না। তবে কোনো কোনো ক্ষেত্রে ল্যাসিক করার পরও চোখে সামান্য পাওয়ারের চশমা ব্যবহার করতে হয়। আর চোখের যেকোনো সমস্যায় বিশেষজ্ঞের পরামর্শ নিন।
পরামর্শ দিয়েছেন: মো. শফিকুল ইসলাম
চক্ষু বিশেষজ্ঞ; অধ্যাপক, চক্ষুবিজ্ঞান বিভাগ
বঙ্গবন্ধু শেখমুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, আগস্ট ২৪, ২০১১
Leave a Reply