সমস্যা: আমার বয়স ২০ বছর, ওজন ১৩০ পাউন্ড, লম্বা পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি। আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে। সমস্যা হলো, তিন-চার বছর ধরে আমার ওপরের ঠোঁটের মাঝখানের অংশে চামড়া উঠে যায়। চামড়া ওঠার কারণে জায়গাটুকু গর্তে পরিণত হয়েছে। এ নিয়ে আমি খুব বিভ্রান্ত এবং বিব্রত অবস্থার মধ্যে আছি। দিনে দুইবার ভ্যাসলিন ব্যবহার করি। তবুও চামড়া ওঠে। সমস্যার সমাধান দিয়ে আমাকে নিশ্চিন্ত করবেন।
মো. তানজিন আহমেদ, বগুড়া।
সমাধান: ঠোঁট শুষ্ক থাকার জন্য এবং হাত দিয়ে খোঁটানোর জন্য এ ক্ষত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। আপনি চেষ্টা করবেন ঠোঁটে হাত না দিতে এবং জিহ্বা দিয়ে ঠোঁট বারবার ভেজাবেন না। এতে আপনি ঠোঁট কিন্তু শুষ্ক হয়ে যায়। স্বাভাবিক ময়েশ্চারিং ক্রিম তিন-চার বার লাগালে শুষ্কতা ফিরে আসবে। আপনি ট্যাবলেট ফেনাডিন ১২০ মিলিগ্রাম দৈনিক তিনবার করে ১৫ দিন খাবেন। এ ছাড়া ব্যাকট্রোবেন অয়েনমেন্ট দিনে দুই বার ক্ষত স্থানে ১০ দিন লাগান। আপনার সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
সৈয়দ আফজালুল করিম
চর্ম ও শারীরিক মিলনরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক,
হলিফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০১১
Riyad
Sir ame student,amar thot a sara bosor chamra otha,abong kalo hoya jai.every day vaseline dei abong khob cair kore,ame smoke abong nasa kori na.dr, bolsa vitamin “c” khowar jonno ame regular vitamin”c” base khai.sir apni jodi balo eakta treetment dan tahola khose hobo
Bangla Health
ভিটামিন সি সম্বৃদ্ধ খাবারও খাবেন। কমলা খাবেন। জিভ দিয়ে ঠোঁট চাটবেন না। পানি লাগলে মুছে ফেলবেন। ভালো লিপজেল ব্যবহার করতে পারেন।
abdur rohim
sir amr sara bochor ei thoter chamra uthe, thoter kichu jayga pule chamra uthe, pay 8 year theke, onek ousd khaici and onek doctor dekhaici but valo hocche na, ai nia ami khub cintito, o mon khakar thake, ki r kora jay jodi bolten
Md. Faisal ali
আমার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে। ঠোঁট লাল হয়ে যাচ্ছে ঠোটের চামড়া উঠে যাচ্ছে। সারা বছর। মুখের ভিতর সাদা জাতীয় এপথাস ঘা হচ্ছে। পেট খারাপ হচ্ছে প্রচন্ড গ্যাস হচ্ছে।পায়খানা ক্লিয়ার হচ্ছে না। দাঁত স্কেলিং করা হয়েছে। ফিলমেট জাতীয় ঔষধ খাওয়া হয় তবুও কাজ হয় না। চর্বি, শাক, তেলাক্ত খাবার খেতে পারি না।
আমি এই সমস্যা হতে পরিত্রাণ পাবো কি