এক. কখন থেকে যত্ন নেওয়ার শুরু
দাঁত না ওঠার অর্থ এই নয় যে এগুলো ওখানে নেই। গর্ভকালীন দ্বিতীয় ত্রৈমাসিক সময়ে দাঁত গঠিত হতে শুরু করে। জন্মের সময়ে শিশুর মাড়িতে ২০ প্রাইমারি দন্ত থাকে তার অনেকগুলো চোয়ালে পরিপূর্ণভাবে গজিয়ে যায়। সুতরাং প্রথম দন্ত কৌমুদী প্রস্ফুটনের আগে শিশুর দাঁতের পরিচর্যা করা উত্তম।
শিশুকে খাওয়ানোর পরে পরিচ্ছন্ন জলে পাতলা কাপড় ভিজিয়ে দাঁতের মাড়ি পরিষ্কার করা যায়। এতে ব্যাকটেরিয়া ওখানে জমাট বাঁধতে পারে না। আর যখনই কয়েকটা দাঁত মুকুলিত হবে তখনই দিনশেষে নরম টুথব্রাশ কিংবা গজ পিস দিয়ে তা পরিষ্কার রাখা যায়।
দুই. ফ্লুরাইড এবং জল
শিশুর দাঁতের সুস্বাস্থ্য রক্ষায় শুধু দৈনিক দাঁত ব্রাশ করাটাই যথেষ্ট। শিশুকে যে জলপান করানো হয় সে জলে যদি স্বাভাবিক মাত্রায় ফ্লুরাইড থাকে তবে তা শিশু দন্ত বিকাশে এবং দাঁতে ক্ষয়রোগ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।
তিন. শিশুর দাঁত বনাম জুস পান
যেন ‘জুস-ই জীবন’ অনেক বাচ্চার মধ্যে এরূপ তাড়না দেখা যায়। অনেক মা-বাবা, অভিভাবক এ নিয়ে তেমন গা করেন না। ফ্রুট জুইসের সুগার দাঁতের এনামেল খেয়ে নেয়, বিশেষত যেসব শিশু সারা দিন বা ঘুমোতে যাওয়ার আগে বোতলে, কাপে নিরবধি জুস পান করে চলেছে। গবেষণার তথ্য—শিশুর দাঁতে কেরিজ তৈরি হয় তখন যখন বেশি সময় ধরে জুস দাঁতের চারপাশে প্রবাহিত হয়। দুধভর্তি ফিডার ধরিয়ে যেসব মা বাচ্চাকে ঘুমিয়ে দেন সে ক্ষেত্রে এমন ফলাফল ঘটে।
সে কারণে শিশু বয়সে জুস ড্রিংকস ও অন্যান্য সুগার পানীয় নিয়ন্ত্রণে রেখে খাওয়ানো উচিত। কখনো বোতল বা ফিডার মুখে দিয়ে শিশুকে ঘুম পাড়ানোর কৌশল অবলম্বন না করা।
তৃতীয়ত শিশুর সঠিক দাঁতের যত্নে প্রথম বছর পুরোলে দন্তবিশেষজ্ঞের পরামর্শ চেয়ে নেওয়া।
প্রণব কুমার চৌধুরী
শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
সূত্র: দৈনিক প্রথম আলো, জুন ০১, ২০১১
Srikanta
আমার ছেলের ব্য়স ৬ মাস এখন ওকে কি কি খাওয়া্ন যাবে বা উচিত? ওর ওজন এখন ৫কেজি ৮০০ গ্রাম।
Bangla Health
নির্দিষ্ট কোন নিয়ম নেই। কেননা প্রত্যেক শিশুই আলাদা। তাদের রুচি, চাহিদা- এসবও নিজস্ব। এসময় বড়দের খাবার একটু একটু করে খাইয়ে দেখতে পারেন। যদি খেতে চায়, তাহলে খাওয়াবেন। যেটুকু খায়, সেটুকুই। কখনোই জোর করবেন না।
খাবার নরম বা তরল হলে বেশি ভালো হয়।
ওজন ঠিক আছে।
Srikanta
আমার ছেলের ব্য়স ৬ মাস এখন ওকে বাইরের দুধ খাওয়াছি ওর দুই তিন দিন পায়খানা হয়নি আর প্রচন্ড গ্যস হচ্ছে , কিনতু প্রসাব দিনে সাত আট বার হ্য় আমার কি করা উচিত।
Bangla Health
গ্যাস হলে খাবারে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন। অর্থাৎ এখন যা খেলে গ্যাস হচ্ছে, সেটা কম খাওয়ান।
Srikanta Ghosh
আমার ছেলের ব্য়স ৮ মাস এখন ওকে বাইরের দুধ ও খাবার খাওয়ার পর বমি করছে আমার কি করা উচিত।
Bangla Health
সব খাবারেই কি এমন হচ্ছে, নাকি কিছু কিছু?
বাইরের খাবার না খাইয়ে ঘরে পরিস্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায় রান্না করা খাবার দিতে পারেন।