আস্তে ধীরে বাড়তে শুরু করেছে রোদের তেজ। বাড়ছে গরমও। একটু আধটু পরিশ্রমেই বড্ড ক্লান্ত হয়ে পড়ছে শরীর। তাই তৃষ্ণা মেটাতে সঙ্গী করুন এমন সব ফল আর ফলের রস, যেটি ওষুধেরও কাজ করবে।
আপেলের রস
আপেলের রস মস্তিষ্কে অ্যাসিটাইলকোলিনের মাত্রা ঠিক রেখে আলঝেইমার থেকে দূরে রাখতে সাহায্য করে। আমাদের মস্তিষ্কে গুরুত্বপূর্ণ একধরনের রাসায়নিক পদার্থ আছে, নাম অ্যাসিটাইলকোলিন। এটি মস্তিষ্কের স্মৃতি অংশের জন্য খুব দরকারি। কোনো কারণে যদি এটির মাত্রা কমে যায়, তাহলে সেই মানুষটি আলঝেইমার রোগে আক্রান্ত হবে। অর্থাৎ, মানুষটি তার ছোট ছোট স্মৃতি হারাবে। এ ক্ষেত্রে আপেলের রস হতে পারে সহজ সমাধান।
আনারসের রস
আনারস তৃষ্ণা তো মেটায়ই, বাড়তি হিসেবে আনারসে থাকে ব্রোমেলেইন নামের এমন একধরনের এনজাইম, যা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে শরীরে। এবং আর্থ্রাইটিসের জন্য হাড়ের সংযোগস্থলের ফোলা ভাব এবং ব্যথা কমিয়ে দেয় আনারস। এক গবেষণায় বলা হয়, যেসব রোগী হাঁটুর ব্যথায় (অস্টীয় আর্থ্রাইটিস) ভুগছেন, তাঁদের জন্য আনারস সত্যিকারের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি ওষুধের বিকল্প হিসেবে কাজ করে।
কমলার রস
এখন বছরজুড়ে বাজারে পাওয়া যায় কমলা। কমলার রসে থাকে হেসপেরিডিন নামের একধরনের অ্যান্টি-অক্সিডেন্ট। এটি হূদেরাগের ঝুঁকি কমায়। রক্তনালির কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। এক গবেষণায় দেখা যায়, যারা দৈনিক ৫০০ এমএল কমলার রস খায়, তাদের রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে অন্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি।
আঙুরের রস
আঙুরের রস সুস্বাদু তো বটেই, ওজন কমাতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। ওজন কমানোর জন্য শরীর সম্পর্কে সচেতন মানুষ কায়দা-কসরতের অন্ত রাখে না। শরীরচর্চা, আধপেটা খেয়ে থাকা—সবকিছুই চলে সমানে। কিন্তু যারা এতসব ঝক্কিতে যেতে চায় না, তাদের জন্য আছে এক সহজ সমাধান। আঙুরের রস হতে পারে তাদের জন্য একমাত্র ওষুধ।
সিদ্ধার্থ মজুমদার
সূত্র: দৈনিক প্রথম আলো, মে ১৮, ২০১১
Useful information!!!!!!
আমি কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে আসি (4/3/12)
তখন থেকে হালকা কাশি হচ্ছে ।কিন্তু আজ পর্যন্তও কাসি হচ্ছে ।তাই কোন রিক্স না নিয়ে আপনাকে জানালাম । এটা নিয়ে একটু টেনশন ফিল করছি।
এরকম ঠাণ্ডা লাগলে ঔষধ খান বা না খান, কমপক্ষে দুই সপ্তাহ লাগে সেরে যেতে। তবে শরীরে অন্য কোন উপসর্গ দেখা দিলে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করানো উচিত।
আমার পেনিস 5inchis long and 3inchis wide। amar hight 5.9 wight 65 kg .age 18 আমার পেনিস সাইজ কি ঠিক আছে? আমি কি নারীদের খুসি করতে পারব?আমার পেনিস কি আর লম্বা বা মোটা হবে? যদি না হয় কি ভাবে বর এবং মোটা করব?
আমি এই প্রশ্ন গুলো নিয়ে মানুষিক ভাবে চিন্তিত please সব গুলো প্রশ্নের উত্তর দিবেন।
আপনার আরো শারীরিক ভাবে বৃদ্ধি পাওয়ার বয়স আছে। তাই ভবিষ্যতে সব কিছুই আরো বড় হতে পারে, ওজনও বাড়বে। লিঙ্গের সাইজ বা গঠন জন্মগত ব্যাপার। বড়-ছোট যাই হোক না কেন, সেটা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। বরং কিভাবে এর সঠিক ব্যবহার করা যায়, সেদিকে দিকে নজর দেয়া উচিত।
আর নারীদের খুশি করা নিয়ে যখন চিন্তা আসবে, তখন বুঝতে হবে যে সেটা আত্মবিশ্বাসের অভাবে হচ্ছে। আত্মবিশ্বাস বাড়াতে ব্যায়াম করুন।
apeler ros kivabe korbo ? dine koto bar kabo ?
angur r ros kivabe korbo ? dine koto bar kabo ?
kalo angur r ros ki kabo ?
agulo ki friz a ki raka jabe ? raka gele koto din raka jabe ? normal na dip a rakbo ?
নরমাল ফ্রিজে ফল রাখতে পারেন।
বিকেলের দিকে বিভিন্ন ফল, একটু মধু এবং দই দিয়ে ব্লেণ্ডারে মিক্স করে নিতে পারেন।