রক্তে গ্লুকোজের মান বিভিন্ন সময় কত থাকা উচিত, তা নিয়ে রয়েছে দুটি মত। আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের (এডিএ) মত আমেরিকান কলেজ অব এনডোক্রিনোলজি (এসিই) গাইডলাইন থেকে কিছুটা ভিন্ন। আমেরিকান কলেজ অব এনডোক্রিনোলজি গাইডলাইন একটু কড়া। কোনটা অনুসরণ করা হবে, যিনি চিকির্যাসা দেবেন, তাঁর কাছ থেকে এ ব্যাপারে পরামর্শ নেওয়া ভালো।
নিচের সারণিতে দুটি সংস্থারই গাইডলাইন দেওয়া হয়েছে।
রক্তের গ্লুকোজের মান দিনে কয়বার পরীক্ষা করা উচিত?
সারা দিন ধরে রক্তের গ্লুকোজের মান পরীক্ষা করলে এর নিয়ন্ত্রণ কীভাবে করা যাবে, সে সম্পর্কে ভালো ধারণা পাওয়া যায়।
প্রথমে সকালে প্রাতরাশের আগে, তারপর প্রাতরাশের দুই ঘণ্টা পর এবং শেষে ঘুমোতে যাওয়ার আগে। অন্য সময় হতে পারে ব্যায়ামের সেশনের আগে, ব্যায়ামের সময় ও এর পরে; তবে যদি কঠোর ব্যায়াম হয়।
এওয়ানসি কী?
এই রক্ত পরীক্ষা করে নিজেই গ্লুকোজের মানের পুরোপুরি নিয়ন্ত্রণ সম্পর্কে ধারণা পাবেন এবং চিকির্যাসক তো বটেই। রক্তের তিন মাসের গ্লুকোজের গড় মান পাবেন এই টেস্টে।
বছরে দু-চারবার করতে হয় এই টেস্ট। নতুন রোগ নির্ণয় করা হলে বা রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা হলে এ টেস্ট ভালো।
সারণি
এডিএ ও এসিই গাইডলাইনের তুলনা
মান এডিএ এসিই
এওয়ানসি
অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১১
Leave a Reply