সমস্যা: আমি অনার্স চতুর্থবর্ষের ছাত্রী (২৩)। আমার বয়স যখন ২১, চিকিৎসকের পরামর্শে তখন আমি দাঁতে ক্লিপ লাগাই দাঁত ভেতরে ঢোকানোর জন্য। সাত-আট মাস পর দাঁত অনেকটা ঠিক হয়। কিন্তু সামনের দুটি দাঁতের একটি থেকে রক্তক্ষরণ হয়সামান্য। এরপর ওই দাঁতটি আস্তে আস্তে কালো হতে থাকে।ওই দাঁতে ঠান্ডা বা গরম কিছু লাগলেই শিরশির করে। এ নিয়ে টেনশনে আছি। কী করলে আমার দাঁত আগের মতো সাদা হবে। যদি না হয়,আমার কী করা উচিত? আপনার পরামর্শ আমার জন্য সত্যি খুব জরুরি।
মমতা
সিলেট।
পরামর্শ: আঘাতজনিত কারণে অথবা দাঁতে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত হলেকিংবা একেবারেই বন্ধ হয়েগেলে দাঁত তার স্বাভাবিক রং হারাতে পারে। এ ক্ষেত্রে সৌন্দর্য ফিরে পেতে রুট ক্যানেল করে ক্যাপ করিয়েনিতে পারেন। ব্লিচও করতে পারেন চাইলে। তবে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করাবেন।
সমস্যা: আমার ওপরের মাড়ির সব দাঁত সোজা হলেও পাশের একটি দাঁত ভেতরের দিকে চাপানো। চার বছর আগে একজন ডেন্টিস্ট আমাকে পরামর্শদিয়েছিলেন ভেতরের দাঁত উঠিয়ে ক্যাপ অথবা স্থায়ীদাঁত লাগাতে। আমি যদি ভেতরের দাঁত উঠিয়েক্যাপ অথবা স্থায়ীদাঁত লাগাই, তবে এতে কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে? আশপাশের অন্যান্য দাঁত কি এতে ক্ষতিগ্রস্ত হবে? দাঁতে ক্যাপ লাগালে অথবা স্থায়ীদাঁত বসালেকি তা দেখতে দাঁতের মতো লাগবে? আর এ ধরনের ব্যবস্থায়কি কোনো নির্দিষ্ট সময়সীমা আছে, মানে নির্দিষ্ট সময়পর কি ক্যাপ বা স্থায়ীদাঁত খুলে যাবে নাকি সব সময়একই রকম থাকবে?
চাঁদনী
ঢাকা।
সমাধান: আপনার সমস্যাটির খুবভালো সমাধান দিতে পারবেন দন্ত চিকিৎসাশাস্ত্রের অর্থোডন্টিক বিশেষজ্ঞরা। আপনার ক্ষেত্রে তাই অর্থোডন্টিক চিকিৎসার মাধ্যমে দাঁতটিকে সঠিক অবস্থানে নিয়ে আসা সম্ভব।এ চিকির্যাসাটি একটু ধীর পদ্ধতির। আর ত্বরিত সমাধান চাইলে দাঁতটি তুলেফেলেব্রিজ করে নিতে পারেন। আপনার মুখের সৌন্দর্য রক্ষায় এটি খুবই ফলপ্রসূ। আর এতে পার্শ্বপ্রতিক্রিয়াও নেই।
পরামর্শ দিয়েছেন সুলতানা গুলনাহার
অধ্যাপক, একাডেমিক পরিচালক
ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতাল
মগবাজার, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০৬, ২০১১
sohelhmed
amar samner 2dat fuk hoia gasa akon ame ai fuk dur korta chai. so amaka ke korta hoba