দেশের মোট জনসংখ্যার দশ ভাগ লোক মূত্রতন্ত্র-সংশ্লিষ্ট (ইউরোলজি) রোগে আক্রান্ত। সংখ্যাটি দিন দিন বাড়ছে। তবে বর্তমানে বাংলাদেশেই এসব রোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিকেল সার্জনসের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বৈজ্ঞানিক সম্মেলন সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এশিয়ান স্কুল অব ইউরোলজি এবং ইউরোপিয়ান স্কুল অব ইউরোলজির সঙ্গে যৌথভাবে সম্মেলনের আয়োজন করছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পাঠ করেন, অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক নুরুল হুদা লেনিন। তিনি বলেন, প্রোস্টেট ক্যানসারে ও কিডনি ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। সবচেয়ে বেশি বেড়েছে মূত্রথলির ক্যানসার।
সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেন, দেশের মানুষ ভাবেন, এসব রোগের চিকিৎসা দেশের বাইরেই ভালো হয়। কিন্তু বাংলাদেশেই উন্নতমানের চিকিৎসা দেওয়া সম্ভব। তারা বলেন, বৈজ্ঞানিক সম্মেলনে বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে এ দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়ানো সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ সালাম, অধ্যাপক এ কে এম আনোয়ারুল ইসলাম, অধ্যাপক কাজী রফিকুল আবেদিন, অধ্যাপক জামানুল ইসলাম ভূঁইয়া, ড. হোমেন তৌফিক প্রমুখ।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৩, ২০১০
Leave a Reply