পুরুষের স্বাস্থ্যের যে বড় ঝুঁকি রয়েছে, এগুলোর সবই প্রতিরোধ করা যায়। দীর্ঘ, সুস্থ জীবনের জন্য জানা চাই:
মাত্র ১০টি স্বাস্থ্যঝুঁকি সামলালেই হলো। বিখ্যাত সংস্থা সিডিসি এবং আরও কয়েকটি স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান থেকে জানা গেল।
১. হূদরোগ
পুরুষের স্বাস্থ্যঝুঁকির প্রধান ঝুঁকি তো বটেই। আর স্বাস্থ্যকর জীবন পছন্দ মানলে হূদস্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই।
ধূমপান করা যাবে না। তামাক, জর্দা, গুল চিবানো চলবে না। কেউ ধূমপান যদি করে, তার পাশে থাকা যাবে না। বারণ করতে ব্যর্থ হলে দূরে সরে যেতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে। প্রচুর শাকসবজি, টাটকা ফল, গোটা শস্যদানা, আঁশ ও মাছ। যেসব খাবারে চর্বি বেশি, নুন বেশি সেসব খাবার বর্জন করা ভালো। রক্তে যদি থাকে উঁচুমান কোলেস্টেরল, থাকে যদি উচ্চরক্তচাপ তাহলে চিকিৎসকের পরামর্শমতো চিকিৎসা নিতে হবে। প্রতিদিন জীবনযাপনের অংশ হবে শরীরচর্চা। স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে।
মদ্যপান করে থাকলে বর্জন করতে হবে। ডায়াবেটিস যদি থাকে, তাহলে রক্তের সুগার মান বজায় রাখতে হবে।
মানসিক চাপকে মোকাবিলা করতে হবে।
২. ক্যানসার
পুরুষের মধ্যে ক্যানসারের কারণে যাদের মৃত্যু হয়, শীর্ষে রয়েছে ফুসফুসের ক্যানসার। আমেরিকান ক্যানসার সোসাইটির অভিমত: এর কারণ হলো ধূমপান। এরপর রয়েছে প্রোস্টেট ক্যানসার ও কোলেস্টেরল ক্যানসার।
ক্যানসার প্রতিরোধ করতে হলে—
ধূমপান করা যাবে না। তামাকপাতা, জর্দা, গুল চিবানো যাবে না।
পাশে কেউ ধূমপান করলে দূরে সরে যেতে হবে। দৈনন্দিন জীবনে শরীরচর্চা থাকতেই হবে।
স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে হবে। ফল ও শাকসবজিসমৃদ্ধ স্বাস্থ্যকর আহার। এড়িয়ে যেতে হবে চর্বিবহুল খাবার। কড়া রোদে বেশিক্ষণ থাকা ঠিক নয়। ছাতা ও মাথাল ব্যবহার, সানস্ক্রিন ব্যবহার করা উচিত। মদ্যপান বর্জন করতে হবে। নিয়মিত ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য চিকিৎসকের পরামর্শ ও সাহায্য নিতে হবে।
ক্যানসার জনক বস্তু অর্থাৎ কার্সিনোজেন যেমন, রেড়ন, এসবেসটস বিকিরণ ও বায়ুদূষণের মুখোমুখি যাতে না হতে হয়, সে রকম ব্যবস্থা করা।
৩. আঘাত
সেন্টার ফর ডিজিজ কনট্রোল সিডিসির মত অনুযায়ী পুরুষের মধ্যে মারাত্মক দুর্ঘটনার প্রধান কারণ হলো, মোটরগাড়ি দুর্ঘটনা। ভয়ানক দুর্ঘটনা এড়াতে হলে—
গাড়িতে সিটবেল্ট পরতে হবে। গাড়ি চালানোর সময় গতিসীমা মেনে চলা উচিত। মদ বা অন্য কোনো নেশা করে গাড়ি চালানো উচিত নয়। ঘুম ঘুম চোখে গাড়ি চালানো ঠিক নয়।
মারাত্মক দুর্ঘটনার অন্যান্য বড় কারণ হলো, পতন, পিছলে পড়ে যাওয়া, বিষক্রিয়া। বায়ু চলাচল হয় এমন স্থানে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা উচিত, স্নানঘরে পিছলে যায় না এমন ম্যাট ব্যবহার করা উচিত।
৪. স্ট্রোক
স্ট্রোকের কিছু ঝুঁক আছে, যা পরিবর্তন করা যায় না যেমন, পারিবারিক ইতিহাস, বয়স ও গোত্র। তবে আরও কিছু ঝুঁকি আছে যেগুলো বেশ বদলানো যায়।
ধূমপান করা ঠিক নয়। রক্তচাপ বেশি হলে বা রক্তে কোলেস্টেরল মান বেশি থাকলে চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ মেনে চলা উচিত। খাবারে যদদূর সম্ভব স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরল কম থাকা ভালো। ট্রান্সফ্যাট একেবারে বাদ দিলেই মঙ্গল। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা উচিত। প্রতিদিনের দিন যাপনে ব্যায়াম অবশ্যই থাকা উচিত। ডায়াবেটিস যদি থাকে, তাহলে রক্তের সুগার যেন থাকে নিয়ন্ত্রণে। মদ্যপান করে থাকলে বর্জন করা উচিত।
৫. সিওপিডি
শ্বাসযন্ত্রের ক্রনিক রোগ যেমন ব্রংকাইটস এবং এমফাইসেমা-এদের বলে সিওপিডি। পুরো মনে করলে দাঁড়ায় কুনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এ রোগ ঠেকাতে হলে—
ধূমপান কখনই নয়। কেউ ধূমপান করলে পাশে, সে ধোঁয়াও গ্রহণ করা থেকে বিরত থাকা উচিত। রাসায়নিক বস্তু এবং বায়ু দূষণের মুখোমুখি যত কম হওয়া যায়, ততই মঙ্গল।
৬. টাইপ ২ ডায়াবেটিস
সবচেয়ে সচরাচর ডায়াবেটিস টাইপ ২ ডায়াবেটিস রক্তে বেড়ে যায় সুগার।
একে নিয়ন্ত্রণ না করলে হয় নানা রকমের জটিলতা, হূদরোগ, অন্ধত্ব, স্নায়ু রোগ, কিডনির রোগ।
একে প্রতিরোধ করতে হলে—
শরীরে বেশি ওজন থাকলে বাড়তি ওজন ঝরাতে হবে।
ফল, শাকসবজি ও কম চর্বি খাবারে সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খেতে হবে। দৈনন্দিন জীবনযাপনে থাকবে অবশ্যই ব্যায়াম।
৭. ফ্লু
ইনফ্লুয়েঞ্জা হলো সচরাচর একটি ভাইরাস সংক্রমণ। সুস্থ শরীরের মানুষের জন্য ফ্লু এত গুরুতর নয় বটে, তবে ফ্লুর জটিলতা মারাত্মক হতে পারে, বিশেষ করে যাদের দেহ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা যাদের ক্রনিক রোগ রয়েছে।
ফ্লু থেকে রক্ষা পেতে হলে বছরে একবার ফ্লুর টিকা নিতে হবে।
৮. আত্মহত্যার মতো দুর্ঘটনা
পুরুষের স্বাস্থ্যঝুঁকির মধ্যে বড় একটি হলো আত্মহত্যা। অনেক দেশে, সমাজে পুরুষের মধ্যে আত্মহত্যার কারণ হলো বিষণ্ন্নতা। মন বিষণ্ন মনে হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। চিকিৎসা তো রয়েছেই। নিজের সর্বনাশ করা কেন? যতই প্রতিকূল অবস্থাই হোক, যত বিপদই হোক, একে অতিক্রম করাই তো মানুষের কাজ।
৯. কিডনির রোগ
ডায়াবেটিস বা উচ্চরক্তচাপের প্রথম জটিলতা হলো কিডনি বিকল হওয়া। ডায়াবেটিস বা উচ্চরক্তচাপ থাকলে চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শ নিতে হবে।
স্বাস্থ্যকর আহার। নুন কম খেতে হবে।
প্রতিদিন ব্যায়াম
ওজন বেশি থাকলে ওজন ঝরানো।
ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ।
১০. আলঝাইমারস রোগ
এই রোগ প্রতিরোধ করার কোনো প্রমাণিত উপায় নেই। তবে এসব পদক্ষেপ নেওয়া যায়—
হূদযন্ত্রের যত্ন নেওয়া ভালো। উচ্চরক্তচাপ থাকলে হূদরোগ, স্ট্রোক, ডায়াবেটিস উঁচুমান কোলেস্টেরল থাকলে আলঝাইমার রোগের ঝুঁকি বাড়ে। মাথায় যাতে আঘাত না লাগে, দেখা উচিত। মাথায় আঘাত লাগার সঙ্গে ভবিষ্যতে আলঝাইমার রোগ হওয়ার একটি সম্পর্ক আছে, বলেন অনেকে। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা উচিত।
প্রতিদিন ব্যায়াম। ধূমপান বর্জন। মদ্যপান বর্জন।
সামাজিক মেলামেশা চালিয়ে যান।
মানসিক ফিটনেস বজায় রাখতে হবে। মগজ খেলানোর জন্য চর্চা, ব্যায়াম। নতুন জিনিস শেখার চেষ্টা করা।
শেষ কথা
স্বাস্থ্যের ঝুঁকিগুলো গুরুত্বের সঙ্গে নিতে হবে।
ঝুঁকিগুলোকে মনে হবে ভয়ের কিছু, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই, বরং স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যা কিছু দরকার করা উচিত।
স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ, দৈহিকভাবে সক্রিয় থাকা, ধূমপান করে থাকলে ছেড়ে দেওয়া, নিয়মিত চেকআপ এবং দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরায় সতর্ক থাকা, সবই করা ভালো। প্রতিরোধমূলক এসব কাজকর্ম চালিয়ে গেলে দীর্ঘ, স্বাস্থ্যকর জীবনযাপনের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
অধ্যাপক শুভাগত চৌধুরী
পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল
সাম্মানিক অধ্যাপক, ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারী ০৫, ২০১০
মো: সাইফুল ইসলাম
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত সহায়ক একটি প্রতিবেদন। আমি কৃতজ্ঞ এমন প্রতিবেদনের জন্য।
Knowledge hunter
খুব দরকারী পোষ্ট
Knowledge hunter
হ্স্তমৈতুন কি?
Bangla Health
সেক্স না করে, হাত দিয়ে ঘষে বা অন্য কোন উপায় বীর্যপাত ঘটানো।
Rana
Dear sir,
অতিরিক্ত ভিটামিন সি গ্রহন করা খারাপ
আমি প্রতিদিন ৩টা সিভিট(250mg) ৩বেলা খাওয়ার পর খাই এটা কি harmful for health??দয়া করে বিস্তারিত লিখবেন
Bangla Health
প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিনের চাহিদা মেটাতে পারলে আলাদা ভাবে এসব গ্রহণ করা লাগে না। তবে এ চাহিদা আমাদের বেশিরভাগেরই পূরণ হয় না। সেই হিসাবে ক্ষতিকর নাও হতে পারে।
Mithun
স্যার আমার বয়স ১৮ । আমার প্রশ্ন হল হস্তমেথুন ছেড়ে দিলে শরীরে কি কোনো খারাপ প্রতিক্রিয়া হবে ?
Bangla Health
না।
Kzh
Amar boyosh 17+ height 5’4” weight 48 kg eta ki normal?Amar pennis musterbution er korone kichu ta beke gese er theke ami kibhave protikar pete pari?
Bangla Health
ওজন ধীরে ধীরে আরো বাড়াতে হবে। টার্গেট রাখেন পরবর্তী ৪ বছরে আরো ১৫ কেজি ওজন বাড়াবেন।
হস্তমৈথুনের সাথে লিঙ্গ বেঁকে যাওয়ার কোন সম্পর্ক নাই। আপনার যে বয়স, তাতে বেশি হস্তমৈথুন না করে শরীরের দিকে নজর দিন।
Soumitra
Sir. Amar 20+ boyas.ami khub roga.motamuti khabar khai.bhat besi.kono bayam kori na.amar weight 42 k.g.hostomaithun kori.ki kor susastho pabo? R kono osudh thakle bole deben.
Bangla Health
আপাতত হস্তমৈথুন বাদ দেবেন। বেশি করে খাবেন আর ব্যায়াম করবেন। জিমে না পারলেও বাড়িতে ফ্রি হ্যাণ্ড অনেক ব্যায়াম করা যায়। এখানে দেখুন।
এখনই ঔষধের চিন্তা মাথায় আনবেন না।
G.Barman
Sir, amar bayosh 19 bachor. Ami saptahe 5-6 bar mustarbation kori, eta ki paroborti married life a ku probhab phelbe?
Bangla Health
৫-৬ বার খুব বেশি। আপাতত সপ্তাহে একবার করবেন। নইলে পরে নানা শারীরিক সমস্যাসহ সেক্সের ইচ্ছা কমে যেতে পারে।
masud
আমার বয়স ২৬ বছর, আমার প্রচন্ড গ্যস্ট্রিক, ওষধ খেলেও সামান্য কমেও আবার পরক্ষনেই আবার হয়।
Bangla Health
যেসব খাবার খেলে সমস্যা হচ্ছে, সেগুলো বাদ দিবেন। আর অল্প অল্প করে ঘনঘন খাবেন, পেট ভরে খাবেন না। প্রচুর পানি পান করবেন। টক, তৈলাক্ত ও মসলাজাতীয় খাবার এড়িয়ে চলবেন। রাত জাগবেন না।
নিয়মিত দৌড়াতে পারলে ভালো হয়।
ayan
amar age-15 amar ojon 60 kg ojon ta koto kg korte hobe ki kore kombe.
Bangla Health
উচ্চতা অনুসারে ওজন এখানে দেখে নিন।
আপনার এই বয়সে নিয়মিত খেলাধূলা করা উচিত।
rana
hosto moithuner karone ki medha ,sriti sokti rash pay?
Bangla Health
বেশি করলে হতে পারে।
rumel
sorry sir Bangla na likhte parar jonno…
Amar age 20, amar mathar samone cul (hair) khub kom…. Cul gojanor kono upay thakle janaben plz….
Bangla Health
তেমন উপায় নাই। তবে চুল ট্রান্সপ্লান্ট করে বাড়িয়ে নিতে পারেন।
Noor Ahmed
Sir amar age 21 year. Amar hight 5 fut 6 inch.Amar waight 56 kg. Ai waight ta ki sotik. Sotik na hola kiba ba waight ta barata parbo akto bistarito bolban. Amar akta dus ami saptaha 2/4 bar hostamoiton kori. Taba sex noy.
Bangla Health
এখানে দেখুন- http://banglahealth.evergreenbangla.com/height-weight-ratio
ওয়েট বাড়াতে বেশি বেশি খেতে হবে আর ব্যায়াম করতে হবে। হস্তমৈথুন আরো কমিয়ে দিন।
imrol hossin
আমি একমত আমার ও সেক্স এর সমসা আমী এখণ কী কোড়টে পারি?
Bangla Health
কি সমস্যা?
prince
please help me
DILIP MAITY
ami ki vabe ektu sasthya fire pabo amar age 24.
DILIP MAITY
JUST AMI EKU HEALTHY SEAXY SARIR KORTE CHAI TA KI VABE HABE? AMI DILIP
Bangla Health
নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার, সময়মতো একটু বেশি ঘুম।