সমস্যা: আমার বয়স ২০ বছর। পাঁচ বছর হলো চোখের সমস্যায় ভুগছি। সমস্যা হলো, চোখ খুব চুলকায়। এই সমস্যা চোখের পাতা এবং চোখের নিচে। চোখের পাতা ফুলে গেছে এবং লাল হয়ে গেছে। চোখ ব্যথা করে এবং সব সময় জ্বর থাকে। বিশেষ করে কপালটা বেশি গরম থাকে।
চোখটা কোটরের মধ্যে বসে গেছে। ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। বেটাসন-এন মেথাসন-এন এবং সোনেক্সা ব্যবহার করে কাজ হয়নি। দেখতে কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, ১৫-১৬টি দাঁত ডাক্তার দিয়ে তোলা হয়েছে।
ইমরান
কুষ্টিয়া
সমাধান: আপনার সমস্যাটা চোখের পাতার রোগ হতে পারে, যেমন ব্লেফারাইটিস। চোখের পাতায় পাপড়ির গোড়ায় খুশকিজাতীয় ছোট ছোট সাদা জিনিস জমে। এর জন্য চোখ খুবই চুলকায়। এর সঙ্গে মাথায়ও খুশকি থাকতে পারে। নখ দিয়ে চুলকানোর ফলে চোখের পাতার পাপড়ির গোড়ার চামড়া উঠে যায়, পাতা ফুলে যায়, লাল হয় এবং ব্যথাও হয়। পরবর্তী সময়ে পাপড়ির গোড়ায় ঘাও হতে পারে। তবে এর সঙ্গে জ্বরের ও দাঁত তোলার কোনো সম্পর্ক নেই।
কোনো সময়ই নখ দিয়ে চোখের পাতা চুলকানো যাবে না। প্রতিদিন ঘুম থেকে উঠে খুব ভালো করে চোখের পাতার গোড়া পরিষ্কার করতে হবে।
এ ছাড়া অ্যালার্জিজনিত কারণেও চোখ চুলকাতে পারে। চোখ চুলকানোর জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট খেতে পারেন। অবশ্যই চক্ষুবিশেষজ্ঞ দেখিয়ে পরামর্শ মেনে চলা উচিত।
পরামর্শ দিয়েছেন আভা হোসেন
অধ্যক্ষ
গ্রীণ লাইভ মেডিকেল কলেজ, ঢাকা
সূত্র: দৈনিক প্রথম আলো, ডিসেম্বর ২৯, ২০১০
আমি সবুজ আমার বয়স ২৬, একটু আবহাওয়ার পরিবর্তন হলেই আমার সর্দি থেকে কাশি হয়ে যায়। চক্ষু লাল হয়ে যায় চখের পাতা চুলকায় চক্ষু গরম অনুভূত হয় , চখ দিয়ে পানি আসে প্রচণ্ড মাথা বাথা করে। ডাক্তার দেখিয়েছি কিন্তু ভাল ফল পাইনি। আমি কি করতে পারি, পরবর্তী সময়ে আমার চখের কোন বড় সমস্যা হবে কি? কি করলে আমি এ সমস্যা গুলু এড়িয়ে চলতে পারবো? কোন ঔষদের নাম লিখবেন কি যা খেলে আমি সুস্থ হতে পারবো?
বি দ্রঃ আমি বিকালে পার্কে বসিনা, রাতে বাহিরে গুরাফেরা করিনা।
এলার্জির সমস্যা। সর্দি সম্পূর্ণ নিরাময় করার কোনো ঔষধ নাই। তাই চেষ্টা করতে হবে যাতে না হয়। এর প্রতিরোধের ব্যবস্থা নিজের দেহের মধ্য থেকে আসতে হবে। যাদের শারীরিক ফিটনেস খারাপ তাদের জন্য এসব রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
এলার্জির জন্য ধূলো-বালি এড়িয়ে চলবেন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন। আর শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য নিজের পছন্দমত কোনো ব্যায়াম করতে পারেন। দৌড়ানো, খেলাধূলা, যা ইচ্ছে। তবে নিয়মিত করতে হবে বেশ কিছুদিন।
আমার সমস্যা হল, মাঝে মাঝে আমার নাক বন্ধ হয়ে যায়, তখন নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মাঝে মধ্যে ভাল থাকি ডাঃ দেখায়ে এক্সরে করার পর ডাক্তার অপারেশন করার পরামর্ষ দেন।অপারেশন করলে পরে যদি কোন সমস্যা হয় সেদিক চিন্তা করে অপারেশন করতে চাছীণা। এখাণ আমাড় প্রশ্ন হল অপারেশন ণা করে (NOSE BLOCK) সমস্যা সমাধান করা সম্বভ কিনা? হলে আমাকে কোন ডাক্তারের কাছে যেতে হবে? বা এমুহূর্তে আমি কি করতে পারি?
সাধারণত দুই ধরনের সমস্যার জন্য নাক বন্ধ হয় বেশী। এলার্জির জন্য হলে নাকের ড্রপ ব্যবহার করলেই সাময়িক ভাবে ফল পাওয়া যায়। কিন্তু নাসারন্ধ্রের দুপাশে অবস্থিত ঝিল্লির আবরণযুক্ত মাংসপিণ্ডের ন্যায় বস্তুগুলো ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে গেলে একজন নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শক্রমে প্রয়োজনীয় চিকিৎসা নেয়া উচিত। এক্ষেত্রে অপারেশন করা লাগলে করে ফেলবেন।
সালাম নিবেন। আমার সমস্যা হল, আমি আমার মুখের ভিতরে এবং দাত গরম আনুভব করি। এটা কেন হয়? এতে কি কোন অসেবিদা হতে পারে?
মানুষের মুখের ভিতরটা বাইরের যে কোন অংশের চেয়ে একটু গরমই থাকে। এছাড়া আর কি ধরনের সমস্যা আপনি মনে করছেন সেটা না পরীক্ষা করে বলা যাচ্ছে না। আপনার নিজের কি কোনও অসুবিধা হয়? হলে কি ধরনের, একটু খুলে বলুন।
সালাম নিবেন। মুখে গরম আনুভুত হওয়ায় দাঁত খুব গরম থাকে তাই যখন পানি পান করি তখন দাঁত প্রচণ্ড বেথা আনুবত হয়। আমি কি করতে পারি?
আপনি একজন দাঁতের ডাক্তার দেখিয়ে নিন। দরকার হলে ডাক্তার দিয়ে সব দাঁতের মাড়ি, গোড়া এবং মাঝখানে পরিষ্কার করে ফেলুন।
salam niben. ami ashik 18. 5’6 ojon 60. amar duti samassa holo ei je amar nunur gorar dikta chikon r agar dikta mota. r ekti holo amar choker tolay kali.ami kono kharap kichu dekhlei birjo pat korte icche kore r ami ta soyte napere kore feli. pottek din rate ekbar ontoto ekbar hoy. eta prottekdin korle ki kharap hobe.
ei duto rog theke mukti pete hole amay ki korte hobe doya kore janaben.
প্রত্যেকদিন করলে খারাপ হয় না, তবে আপনার হচ্ছে। তাই আপনার করা ঠিক হবে না। লিঙ্গের সাইজ যথেষ্ঠ হলে এই আগা মোটা গোড়া চিকনে সমস্যা হবে না। রাত না জাগলে, ঠিক মতো ঘুমালেই চোখের নিচের কালো দাগ দূর হয়ে যাবে।
আমার বয়স ২৪। চশমা পরি। পাওয়ার ২.৫। আমারা চখের ভিতর খুব চুলকায়।
oladin নামে একটা ড্রপ ব্যাবহার করলে চুল্কানি বন্ধ হয়। কিন্তু এটা রেগুলার ব্যাবহার করতে হয়।
এখন আমি কি করতে পারি, যা করলে এই সমস্যা থেকে চির মুক্তি পেতে পারি?
চোখ শুষ্ক হলে এ ধরনের সমস্যা বেশি হয়। এলার্জিও একটা কারণ হতে পারে। ধূলোবালি, ধোয়া- এসব এড়িয়ে চলবেন। রোদে গেলে সতর্ক থাকবেন।
সাময়িক ভাবে ড্রপ ব্যবহার করতে হয়। এছাড়া ওমেগা-৩ ফ্যাটি এসিড এই সমস্যা কমাতে সাহায্য করে। স্যামন ফিস ওমেগা-৩ ফ্যাটি এসিডের একটা ভালো সোর্স। এছাড়া কড লিভার ওয়েলও ভালো। বাজারেও আলাদা ভাবে ওমেগা-৩ ফ্যাটি এসিড জাতীয় ফিস ওয়েল পাওয়া যায়।
আমার বয়স ১৮.আমার চোখের পাতা/ব্রু মোটা এবং নিচের দিকে ঝোলানো..ব্রু উপরের দিকে তোলার কোন ব্যায়াম আছে কি?দয়া করে থাকলে জানান…
না, ব্যায়াম নাই।
আমি বউ এর বদা চাটা দায়।
বুঝলাম না।
আচ্ছালামু আলাইকুম, আমি মূজাহিদ,আমার চোখের ভিতরে চুলকায়,এবং লাল হয়ে গেছে,প্রায় একমাস যাবত,মাজে মাজে কমে,কিন্তু এখন অনেক বেশি,আমি কি করতে পাড়ি,।
শুষ্কতার কারণে এমনে হতে পারে। ডাক্তার দেখিয়ে চোখে ড্রপার ব্যবহার করতে পারেন।
আমি সজিব। রাতে হঠাং করে চখ অনেক চুলকাতে শুরু করে।আমি অনেক চুলকাই তাতে করে সকালে আমার চখ ফুলেযায়.সারা দিন চখ লাল হয়েছিল।রাতে আবার চুলকাছে।সে জন্য আমি কি করতে পারি?
অ্যালার্জি থেকে হতে পারে। ডাক্তার দেখিয়ে চোখের ড্রপার ব্যবহার করতে পারেন।
আমার সমসশা হল আমি কখনই sex korar smy উওেজিত হইনা।
Husband er mon kub karap takehe plz doyakore ai prblm er solution sai ..r amr husband khub skinny ..healthy howyer kunu Ipsy plz
Amr sex excitement nai ai niya khub problm husband o khushi na
ব্যায়াম করুন।