ফুসফুস বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন
দেশে হাঁপানিতে ভুগছে ৭০ লাখ মানুষ
দেশের হাসপাতালগুলোতে যত রোগী ভর্তি হয়, তার ২৫ শতাংশ শ্বাসকষ্টসংক্রান্ত রোগে ভোগে। দেশে হাঁপানি রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ৭০ লাখ। দেশের চল্লিশোর্ধ্ব বয়সের ২১ শতাংশ মানুষ শ্বাসকষ্টের রোগে ভুগছে। কিন্তু সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে দেশের মানুষ এসব রোগে সঠিক সেবা পাচ্ছে না।
গতকাল বুধবার ফুসফুস বিষয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসকেরা এ কথা বলেন। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গতকাল দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ লাং ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করেছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তাহির বলেন, ‘বর্তমানকালে অনেক আধুনিক প্রযুক্তি আমাদের হাতে এসেছে। সেগুলো আমাদের ব্যবহার করতে শিখতে হবে। অনেক ওষুধ বিশেষ করে যক্ষ্মার ওষুধ রোগ প্রতিরোধী হয়ে উঠছে। সে বিষয়ে চিকিৎকদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।’ তিনি এ ক্ষেত্রে একটি জাতীয় নীতিমালা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ বলেন, সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বক্ষব্যাধি চিকিৎসা এবং কোর্স চালু করার জন্য সরকার সক্রিয়ভাবে চিন্তা করছে।
সম্মেলনের প্রথম দিনে সাতটি সিম্পোজিয়ামে ৩৬টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। গতকালের উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল হাঁপানি রোগের সর্বাধুনিক চিকিৎসা, বক্ষব্যাধির রোগী ব্যবস্থাপনা, ওষুধ প্রতিরোধী যক্ষ্মারোগের চিকিৎসা, বক্ষব্যাধি চিকিৎসায় সাধারণ চিকিৎসকদের করণীয় ইত্যাদি।
বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত প্রায় ৬০০ চিকিৎসক এ সম্মেলনে যোগ দিয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র, ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়ার অর্ধশতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজ্ঞানী এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। সম্মেলন শেষে বক্ষব্যাধির চিকিৎসা বিষয়ে একটি নির্দেশিকা (গাইডলাইন) তৈরি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন ফাউন্ডেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে অধ্যাপক মো· রশিদুল হাসান ও অধ্যাপক মো· আলী হোসেন। অনুষ্ঠানে দেশের দুজন বিশিষ্ট বক্ষব্যাধি চিকিৎসক অধ্যাপক এ কে এম শামসুল হক এবং অধ্যাপক এম আর খানকে বিশেষ সম্মাননা জানানো হয়।
সূত্রঃ প্রথম আলো।
Leave a Reply